![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বোকা একজন মানুষ। খুব সহজেই যে কাউকে বিশ্বাস করে ফেলি। ভালো মানুষ ছিলাম না কোন কালেই, তবে নিষ্ঠুর মানুষ হওয়ার চেষ্টারত........।
নাস্তিক মানে না ধর্মী।যে কোন ধর্মে বিশ্বাস করেনা সেই নাস্তিক, এটা সবাই জানে।সোজা কথা নাস্তিকের কোন ধর্ম নেই।প্রশ্ন হলো-যার কোন ধর্ম নেই এবং যে কোন ধর্মে বিশ্বাস করেনা তার কেন ধর্ম নিয়ে এত্ত চুলকানি....?? আপনি যদি নাস্তিক হন থাকুন আপনি আপনার বিশ্বাস এবং মানবতাবাদ নিয়ে,আপনাকে কেউ বাধা দিচ্ছেনা, তবে কেন আপনি ধর্ম নিয়ে মতভেদ সৃষ্টি করতে চাইছেন? ধর্ম নিয়ে বাড়াবাড়ি করে ঝরে গেল বেশ কয়েকটা প্রাণ,যা আমাদের কারো কাম্য নয়।আরেকটা ব্যাপার লক্ষণীয় নাস্তিকদের দেখা যায় ইসলাম ধর্ম নিয়ে বেশী চুলকানি এবং এসব কথিত নাস্তিকদের অধিকাংশই জন্মসূত্রে ভিন্নধর্মাবলম্বী।আমার মতে এরা নাস্তিক নাহ,এরা নাস্তিকের লেবাসে দেশে বিশৃঙ্খলা সৃষ্টিকারী। আরজ আলী মাতুব্বর কিংবা আহমদ শরিফ এর মত নাস্তিকদের দেখিনি কোন ধর্ম কে কটুক্তি করতে।কিন্তু বর্তমানকালে দেখা যায় কথিত এসব নাস্তিকরা ধর্ম কে কটুক্তি কিংবা গালি ছাড়া থাকতেই পারেনা,দিয়ে চলেছে মনগড়া ধর্মের অপব্যাখ্যা,যা পরবর্তীতে সংঘাতে রুপ নেয়।আরেকটা ব্যাপার হলো এই সকল নাস্তিকদের কারনে বল্গ আজ কলুষিত। সাধারন জনগনের বৃহৎ অংশ জানেনা ব্লগ কি,তারা জানে ব্লগ মানে যেখানে আল্লাহ রাসূল এবং ধর্মে নিয়ে কটুক্তি করা হয়।ব্লগার মানে বহুত খারাপ কিছু।আঙ্গুল তুলে দেখা ওই দেখ ব্লগার। তাই নাস্তিকদের বলছি- থাকুন আপনি আপনার বিশ্বাস নিয়ে।সংঘাত নয়,শান্তি চাই।
ধর্ম যার যার তার তার
মঙ্গল হোক সকলের।
২১ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১২:৩৮
কলমি লতা বলেছেন: ধন্যবাদ এবং শুভ কামনা আপনার প্রতি।
২| ২১ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১২:৫০
অতঃপর হৃদয় বলেছেন: ভালই লিখেছেন
২১ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১:০১
কলমি লতা বলেছেন: থ্যাংQ
৩| ২১ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১২:৫৬
অচেনা হিমালয় বলেছেন: ছাগুরাও এখন ব্লগ লেখে...!
২১ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১:০৪
কলমি লতা বলেছেন: ছাগুরা শুনছি ব্লগ দিয়া ইন্টারনেট চালায়।
৪| ২১ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১:০৫
েমাঃ মিন বলেছেন: নাস্তিক মিডিযার সৃষ্টি ।আসলে তারা ইসলামবিরোধী
২১ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১:১৩
কলমি লতা বলেছেন: তারমানে মিড়িয়া মিড়িয়াম মানের নাস্তিক হা হা হা.....
৫| ২১ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১:১২
লাল সবুজের কান্না বলেছেন: মূলত এ সকল কথিত নাস্তক রা বাংলাদেশ কে জঙ্গিবাদী রাষ্ট্র বানাতে চায়। আফগানিস্তানে আজকের এই অবস্হার জন্য চরমপন্থি রা দায়ী। ধর্মীয় চরমপন্থা যেমন সন্ত্রাস / জঙ্গী সৃষ্টি করে, ঠিক তেমনি ভাবে নাস্তিক চরমপন্হা ও সন্ত্রাস / জঙ্গী নাস্তিক তৈরী করে !!!!!! সো..... আমাদের উচিত সকল চরম পন্হা পরিহার করা
২১ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১:২০
কলমি লতা বলেছেন: সহমত পোষন। চরমপন্থিদের সাথে ধর্মীয় উগ্রবাদী তথা চাপাতিবাদীদেরো পরিহার করতে হবে।ধর্ম মানুষ কে শান্তির বাণী শোনায়,বিশৃঙ্খলা সৃষ্টি নয়।
৬| ২১ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১:১৬
লাল সবুজের কান্না বলেছেন: আসুন আমরা মানবতার জন্য করি!!!! কারও মনে কষ্ট না দেই
২১ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১:২১
কলমি লতা বলেছেন: ++++++++++
৭| ২১ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৩:১৭
আব্দুল্যাহ বলেছেন: ভালো লাগল।
আসলে ধর্ম চর্চা যা হয় তা নাস্তিকরাই করে, আমাদের মাঝে যদি চর্চা থাকত তবে শত নাস্তিক এই কোটি মুসলিমের হৃদয় ভাঙ্গতে পারত না।
২১ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৩:৪৮
কলমি লতা বলেছেন: সত্য এবং সুন্দর বলেছেন, ধন্যবাদ।
৮| ২১ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৫:০৫
খোলা মনের কথা বলেছেন: লেখাটি ভাল লাগলো। যারা চাপাতির নিচে পড়েছে তারা কেউ নাস্তিক না ধর্মবিদ্বেষী। ইসলাম ধর্ম নিয়ে তাদের চুলকানী বেশি ছিল। তসলিমা নাসরিন কে দেখেন সে হিন্দুদের পুজায় যায় উৎসব মনে করে কিন্তু ভুল করেও ইসলাম ধর্মে কোন উৎসবের পথ মাড়ায় না। ভারতে থেকে বাংলাদেশের সংখ্যা লঘু (হিন্দু) পক্ষ নিয়ে কথা বলে কিন্তু ভারতের বাবরী মসজিদের শতশত মুসলিম খুন নিয়ে তার মাথা ব্যাথা নেই। কারন ভারতে মুসলিমরা মনে হয় সংখ্যালঘু না। সবকথার এক কথা, তারা হিন্দু ধর্ম ব্যাপারটা খুব ইনজয় করে আর এটা নিয়ে আমার মাথা ব্যাথা নেই , তারা করুক কিন্তু ইসলাম ধর্মকে কেন তারা বিশৃঙ্খলা সৃষ্টি করবে???
২১ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৫:২৩
কলমি লতা বলেছেন: যারা চাপাতির নিচে পড়েছে তারা কেউ নাস্তিক না ধর্মবিদ্বেষী।
৯| ২১ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:১৫
মোঃ ছিদ্দিকুর রহমান বলেছেন: ধর্ম যার যার তার তার, মঙ্গল হোক সকলের।
২১ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:১০
কলমি লতা বলেছেন: +++
©somewhere in net ltd.
১|
২১ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১২:৩১
মোঃ ছিদ্দিকুর রহমান বলেছেন: ধর্ম যার যার তার তার
মঙ্গল হোক সকলের। সঠিক কথা, আপনাকে ধন্যবাদ এই সত্য কথা গুলো এই সমাজের ঘুনে ধরা সকলকে।