নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার আমিত্বে আমি

বোকা একজন মানুষ। খুব সহজেই যে কাউকে বিশ্বাস করে ফেলি। ভালো মানুষ ছিলাম না কোন কালেই, তবে নিষ্ঠুর মানুষ হওয়ার চেষ্টারত........।

কলমি লতা

বোকা একজন মানুষ। খুব সহজেই যে কাউকে বিশ্বাস করে ফেলি। ভালো মানুষ ছিলাম না কোন কালেই, তবে নিষ্ঠুর মানুষ হওয়ার চেষ্টারত........।

কলমি লতা › বিস্তারিত পোস্টঃ

নেশার লাটিম ঝিম ধরেছে.....

১৮ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:৫৭

রিফাত খুব ভাল ছেলে বলে নিজ এলাকায় পরিচিত। কোন মন্দ স্বভাব নেই তার।চোখ দুটো যদিও নেশা নেশা ভাব,তবে বাজে অভ্যাস তো দুরের কথা কেউ কোনদিন তাকে এক ছিলিক বিড়ি টানতেও দেখে নাই। আসল ঘটনা যদিও একটু ভিন্ন। একটু তামোকের নেশা আছে রিফাতের।সবার অগোচরে বাড়ীর কাজের ছেলের সাথে থেকে তামাকের যে অভ্যাস হয়েছিলো,সেটা পরে আর ছাড়তে পারে নাই। তবে সতর্কতা বজায় রাখে। এমন জায়গায় গিয়ে তামাক খায়, কেউ কোনদিন কল্পনাও করতে পারবেনা।সতর্কতার প্রধান কারণ হল তার বাবা এলাকার একজন সম্মানিত ব্যাক্তি। ঘটনার এখানেই শেষ নয়।

রমিজ মেম্বার এলাকার সম্মানিত লোক। তার বাবাও দীর্ঘদিন মেম্বার ছিলেন। বাবা গত হয়েছেন চার দিন।রমিজ মেম্বার বাবার জন্য দোয়া মাহফিল ও ভোজের আয়োজন করল।মেজবানির জন্য তিনটা গরু এবং পাঁচটা ছাগল জবাই দিল। খাওয়া-দাওয়ার জন্য প্রথম ব্যাচের লোক বসে গেছে।বিশাল প্যান্ডেল রমিজ মেম্বার ঘুরে ঘুরে দেখছে, কারো কোন সমস্যা আছে কিনা। হঠাৎ নজর পড়ল একটা ছেলের দিকে।রমিজ মেম্বারের ওয়ার্ডের লোক না। কিন্তু পাশের লোকটা পাশের গ্রামের সিরাজ সওদাগর,বহুত সম্মানিত লোক।সওদাগর সাহেবের পাশের ছেলেটার দিকে লক্ষ্য করল,ছেলেটাকে চেনা চেনা লাগছে, কোথায় যেন দেখেছেন। হঠাৎ মনে পড়ল গতকাল মেথর বাড়ী গিয়েছিলেন মেথর ডাকতে। ছেলেটাকে সেখানেই দেখেছিলেন,তাড়াতাড়ি এগিয়ে গেলেন।সওদাগর সাহেব যদি জানতে পারে মেথর বাড়ীর ছেলে তার পাশে বসেছে, তাহলে মেম্বারের মান সম্মান থাকবেনা। এই ভেবে রমিজ মেম্বার তাড়াতাড়ি ছুটে গেলেন।এই ছেলে তোমাদের জন্য আলাদা জায়গার ব্যবস্থা করা হয়েছে,উঠো এখান থেকে।ছেলে রিফাতের দিকে তাকালেন সিরাজ সওদাগর।রিফাত উঠে চলে গেলো, মুরব্বীর পাশে বসে রমিজ মেম্বার তার কানে কানে বললেন-কিছু মনে করবেন না চাচা, এই সব অশিক্ষিত পরিবারের ছেলেগুলো জানে না কোথায় তাদের অবস্থান।চোখ বড় বড় করে শুধালেন সওদাগর সাহেব- কেন কি করেছে ঐ ছেলেটা? রমিজ মেম্বার বলল- গতকাল এই ছেলেটাকে দেখলাম মেথর বাড়ীতে বসে কলকি টানতেছে।আপনি সম্মানিত লোক,মেথর বাড়ীর ছেলেকে কিভাবে আপনার পাশে বসতে দেই বলেন.....??

রিফাতের বাবা তখন বুঝলেন কেন তার ছেলের চোখে ঘুমঘুম ভাব থাকে। শুধু মুখ ফুটে বললেন না ওটা আমার ছেলে।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৮ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:০১

ফেরদৌসা রুহী বলেছেন: হুম

ভাল লিখেছেন।

০৯ ই জানুয়ারি, ২০১৬ রাত ১২:৪৭

কলমি লতা বলেছেন: থ্যাংQ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.