![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বোকা একজন মানুষ। খুব সহজেই যে কাউকে বিশ্বাস করে ফেলি। ভালো মানুষ ছিলাম না কোন কালেই, তবে নিষ্ঠুর মানুষ হওয়ার চেষ্টারত........।
১৫ বলে আমার সময় ক্রিকেট হেসেছে,
১৬ বলে আবার ক্রিকেটের জন্য বাংলা কেঁদেছে।
১৫ বলে রাজাকারের ফাঁসী প্রজন্মের জয়,
১৬ বলে আমার মনে বাসে আগুনের ভয়।
১৫ বলে জন নিরাপ্ততার ত্রুটি ছিলোনা,
১৬ বলে মাতৃগর্ভে শিশু গুলিবিদ্ধ তা ভুলোনা।
১৫ বলে বহিঃরাষ্ট্রের সম্পর্ক ছিলো ভালো,
১৬ বলে বিদেশী নিহতে তা হল কালো।
১৫ বলে তখন ছিলো অর্থনীতি বেশ,
১৬ বলে ঋণখেলাপি করল তোমায় শেষ।
১৫ বলে আমার সময় প্রযুক্তিত ছিল উন্নত,
১৬ বলে ফেসবুক বন্ধে তা হল প্রমাণিত।
১৫ বলে করেছি নিজ অর্থে পদ্মা সেতু নির্মাণ,
১৬ বলে দেশে আবার ঘটেছে জঙ্গির উত্থান।
১৫ বলে কঠোর হাতে জঙ্গি করেছি দমন,
১৬ বলে দেখেছি ব্লগার হত্যা তার প্রমাণ।
১৫ বলে বিডি এখন শান্তির মডেল,
১৬ বলে ধ্বংযজ্ঞে অশান্তি অঢেল।
১৫ বলে আমি গেলাম এবার তোমার পালা,
১৬ বলে মন্দ ভুলে গাঁথব ভালোর মালা।
০৯ ই জানুয়ারি, ২০১৬ রাত ১২:৫০
কলমি লতা বলেছেন: থ্যাংQ
©somewhere in net ltd.
১|
০১ লা জানুয়ারি, ২০১৬ রাত ৯:৩৩
আজমান আন্দালিব বলেছেন: বাহ্! ছন্দে ছন্দে ১৫, ১৬ কে তুলনা ...ভালো লাগা।