![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বোকা একজন মানুষ। খুব সহজেই যে কাউকে বিশ্বাস করে ফেলি। ভালো মানুষ ছিলাম না কোন কালেই, তবে নিষ্ঠুর মানুষ হওয়ার চেষ্টারত........।
এক ভাগ্নের সামুতে লেখা দেখে সামুতে লেখার ইচ্ছে হয়।তারপর থেকে শুরু।লেখক হিসেব ভাল না হলেও খুব ভাল পাঠক।হঠাৎ খেয়াল করলাম আমার সেই ভাগ্নে সামুতে অনিয়মিত। জানতে চাইলে সে জানায় সামুতে গ্রুপিং চলে,তাই আসা হয় না।কেমন গ্রুপিং চলে? যারা সেলিব্রেটি সবাই তাদের পেছনে জিন্দাবাদ দেয়,নতুনদের স্থান নেই।সেলিব্রেটিরা ভাল খারাপ যাই লিখুক সবাই তাদের নিয়ে মেতে থাকে।আর নতুনরা যতই ভাল লিখুক কে তাদের লেখা পড়েনা।তখন তার কথা হেসে উড়িয়ে দিলাম।কিন্তু দুই বছর পর বুঝলাম ভাগ্নে মিথ্যে বলেনি, তার কথাই ঠিক।আর সামুও আগের মত নেই,কেমন জানি নিষ্প্রাণ হয়ে যাচ্ছে।পুরোনো এবং অভিজ্ঞ যারা আছেন তারা একটু আন্তরিক হলেই নতুনরাও সতেজ হয়ে উঠবে এবং লেখা লেখিতে আন্তরিক হবে।
০২ রা মার্চ, ২০১৬ দুপুর ২:৫৫
কলমি লতা বলেছেন: আমিও সামুতে আপনার সমবয়সী ( ২ বছর ১১ মাস),আজকের আমার ব্যক্তিগত অভিজ্ঞতার বহিঃপ্রকাশ মাত্র।সহমত পোষনের জন্য ধন্যবাদ। সাথে থাকবেন।
২| ০২ রা মার্চ, ২০১৬ দুপুর ২:৩৩
কাবিল বলেছেন: যারা সেলিব্রেটি সবাই তাদের পেছনে জিন্দাবাদ দেয়,নতুনদের স্থান নেই।সেলিব্রেটিরা ভাল খারাপ যাই লিখুক সবাই তাদের নিয়ে মেতে থাকে।আর নতুনরা যতই ভাল লিখুক কে তাদের লেখা পড়েনা।
ভাই, আমি আপনার সাথে একমত হতে পারলাম।
০২ রা মার্চ, ২০১৬ দুপুর ২:৫৮
কলমি লতা বলেছেন: ভাই দ্বিমত প্রকাশের অধিকার অবশ্যই আপনার আছে।তবে একমত না হওয়ার ব্যাখ্যাটা পেলুম নাহ।বিস্তারিত জানালে কৃতার্থ হইব।
৩| ০২ রা মার্চ, ২০১৬ দুপুর ২:৪৯
নিরব ঘাতক ফাহিম বলেছেন: হুম
০২ রা মার্চ, ২০১৬ দুপুর ২:৫৯
কলমি লতা বলেছেন: ধন্যবাদ
৪| ০২ রা মার্চ, ২০১৬ দুপুর ২:৫৫
আহলান বলেছেন: কিন্তু কি করার ... লিখে যান রে ভাই ! সেলিব্রিটি কি ভাবে হতে হয় জানি না ,তবে নিজে থেকে যখন কোন কিছু নিয়ে লিখতে মন চায়, লিখে ফেলি .... মনে রাখবেন মধু কিন্তু বাঘে নয় ভাল্লুক চিনে, সুতরাং মান সম্মত লেখা পড়া ও বোঝা সেই সব পাঠকদের কাজ, যারা লেখা পড়ে ও বোঝে ... না পড়লে বা না বুঝলে তার দায়ভার আপনার নয় ... পাঠকদের .... । আপনার লেখার ইচ্ছা হলে আপনি লিখে যান .....
০২ রা মার্চ, ২০১৬ বিকাল ৩:০৮
কলমি লতা বলেছেন: অসাধারণ বলেছেন ভাইয়া।সেলিব্রেটি হওয়ার ইচ্ছা নাই।আগেই বলেছি উৎকৃষ্ট মানের পাঠক আমি।আর লেখার ক্ষেত্রে যখন যা মন চাই তাই লিখে যাই।তবে আমার মতে পাঠকই লেখকের মনে খোরাক।আর যারা ভাল লিখে তারা যদি নতুনদের লেখা পড়ে ভুল/শুদ্ধ শুধরে দিত, অনুপ্রেরণা দিত তাহলে নতুনদের লেখার গতি বেড়ে যেত বহুগুণ। সুন্দর মতামতের জন্য অসংখ্য ধন্যবাদ।
৫| ০২ রা মার্চ, ২০১৬ বিকাল ৩:০২
নেক্সাস বলেছেন: আমি আপনার সাথে একমত নই। এই ব্লগে যারা সিনিয়র ব্লগার তারা নতুনদের সবসময় উৎসাহ দেয়। ২০১৫ সাল জুড়ে বেশ কয়েকজন নতুন ব্লগার েসেই সামু জয় করেছে। অনেকে ছেড়ে গিয়েছে সিনিয়র ব্লগারদের জনপ্রিয়তাকেও।
তবে এখানে কথা আছে। নতুন ব্লগার কে জানতে হবে কিভাবে ব্লগে গ্রহনযোগ্যতা পেতে হয়। নতুনদের কে ব্লগীয় ইন্টারএকশান জানতে হবে, বাড়াতে হবে। ইগো নিয়ে চল্লে কেউ জনপ্রিয় হয়না।
আপনি নিজে অভিযোগ করলেন অথচ দুই বছরে আপনি আপনার সহ ব্লগারদের পোষ্টে মন্তব্য করেছেন মাত্র ৭৮ বিষয়টি হাস্যকর নয় কি? আপনি নিজেই যেখানে অন্যের লিখা পড়ছেন না বা অনয়ের লিখায় মন্তব্য করার প্রয়োজন মনে করছেন না, সেখানে অন্যেরা কিভাবে আপনার লিখায় মন্তব্যে ভরিয়ে দিবে?
০২ রা মার্চ, ২০১৬ বিকাল ৩:২৮
কলমি লতা বলেছেন: ইগো নিয়ে চললে কেউ জনপ্রিয় হয়না।ভালই বলেছেন।আগেই বলেছি সেলিব্রেটি হওয়ার প্রয়াসে ব্লগে আসি নাহ। নিয়মিত পাঠক হওয়া আর মন্তব্য করা কি এক জিনিস? মোবাইল ভার্সনে মন্তব্য করা ফেসবুকের মত সহজ হলে পিছিয়ে থাকতাম না,আপনি নিশ্চয় এটাও খেয়াল করেছেন যতগুলো মন্তব্য পেয়েছি তার অর্ধেক পরিমান ফিডব্যাক করা হয়নি।তাই বলে যে অন্যের লিখা পড়িনা সে মন্তব্য করতে পারেন নাহ।
৬| ০২ রা মার্চ, ২০১৬ বিকাল ৩:০৭
অপর্ণা মম্ময় বলেছেন: আপনি নিয়মিত ব্লগিং করে দেখুন আপনার নেতিবাচক ধারণা বদলায় কিনা।
০২ রা মার্চ, ২০১৬ বিকাল ৩:৩০
কলমি লতা বলেছেন: +++++++
৭| ০২ রা মার্চ, ২০১৬ বিকাল ৩:৩৩
নেক্সাস বলেছেন: অবশ্য সে মন্তব্য করা যাবে। ব্লগে আপনার পরিচিতি আপনার একটিভিটি। অন্য কিছু নয়। এখন আপনি একবার বলবেন মোবাইল ভার্সনের লারণে আপনি কোথাও মন্তব্য করতে পারছেন না, আবার ব্লগ কে দোষ দিবেন যে এখানে নতুনদের মূল্যান করা হয়না, বিষয়টা পুরা প্যারাডক্স।
০২ রা মার্চ, ২০১৬ বিকাল ৩:৩৯
কলমি লতা বলেছেন: এক্টিভেটিস মানেই মন্তব্য করতে থাকা।সেই বলেছেন ++++++++++++++
৮| ০২ রা মার্চ, ২০১৬ বিকাল ৩:৪২
মুসাফির নামা বলেছেন: আমি আপনার সাথে একমত। তবে সম্পাদক সাহেব একটু সচেতন হলে বৈষম্য দূর হত।
০২ রা মার্চ, ২০১৬ বিকাল ৩:৪৮
কলমি লতা বলেছেন: সহমত পোষনের জন্য ধন্যবাদ। সম্পাদক সাহেব কিভাবে বৈষম্য দূর করবে যদি আমরা সচেতন না হই?
৯| ০২ রা মার্চ, ২০১৬ বিকাল ৪:০৯
দিগন্ত জর্জ বলেছেন: আমি নিজের জন্যই লিখি। কেউ না পড়লেও, একটু পর পর আমিই আমার লেখা পড়ি। আমার এই ব্যাপারে কোন আক্ষেপ নেই। তবে আপনার লেখার সাথে আমি একমত। এমনটাই হয়।
০২ রা মার্চ, ২০১৬ বিকাল ৪:১৪
কলমি লতা বলেছেন: সুন্দর বলেছেন। এখন থেকে নিজের লেখা নিজেই পড়মু,নিজেই লেখক, নিজেই পাঠক। সহমত পোষনের জন্য +++++
১০| ০২ রা মার্চ, ২০১৬ বিকাল ৫:৪২
তাওহিদ হিমু বলেছেন: সম্মানিত ব্লগার, আমি আপনার সাথে ভিন্নমত পোষন করছি। প্রায় তিনমাসের একজন নতুন ব্লগার হিসেবে আমি দেখলাম, এখানে ভাল ও মজার পোস্ট সবাই পড়ে, কমেন্টও করে। আমি নিজেও লেখকের নাম পড়ি না; শুরুর দিকের লেখা ভাল লাগলে ব্লগটি পুরো পড়ি। প্রয়োজনবোধে কমেন্টও করি। তবে বেশিরভাগ ব্লগার এমন হলেও বেশ কয়েকজন পুরাতন ব্লগার নতুনদেরকে উৎসাহিত করে, এটা ঠিক।
০২ রা মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:০৪
কলমি লতা বলেছেন: ভাল লাগল আপনার মতামত।
১১| ০২ রা মার্চ, ২০১৬ বিকাল ৫:৪৮
বিজন রয় বলেছেন: গ্রুপিং এর কারণে সামুতে আসতে ইচ্ছে করেনা।
কথাটি ঠিক নয়। আমি তার জ্বলন্ত উদাহরণ।
আমার কোন গ্রুপ নাই, কেহ ব্যক্তিগত পরিচিত নেই এখানে, তবু দেখেন আমি পোস্ট দিলে ৫০/৬০ জন এসে আমাকে মন্তব্য করছেন।
অতএব বাজে চিন্তা বাদ দিয়ে ভাল ব্লগিং করুন। সব পাবেন।
শুভকামনা কলমিলতা।
০২ রা মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:০৬
কলমি লতা বলেছেন: আপনার বলার ধরনটা জটিল হইছে।মত প্রকাশ করলাম, আর তা হয়ে গেল বাজে চিন্তা।অসাধারণ বলেছেন।
১২| ০২ রা মার্চ, ২০১৬ বিকাল ৫:৫২
গেম চেঞ্জার বলেছেন: আপনি গ্রুপিং দেখছেন না ব্লগের ব্যাপারে নেতিবাচক ধারণা প্রকাশ করছেন? যদি গ্রুপিং হয় তবে সেটার প্রতিবাদ করেন। জড়িতদের নাম বলেন এবং পোস্টে দেন।
নতুনদের জায়গা নেই বলে আপনি কি বোঝাচ্ছেন? নিশ্চয়ই লাইক/কমেন্ট এগুলোই?
অথচ নেক্সাস ভাইয়ের মন্তব্যের উত্তরে আপনি শুধু পাঠ করাকেই অ্যাক্টিভিটি মনে করেন দেখলাম।
০২ রা মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:১২
কলমি লতা বলেছেন: নেতিবাচক আর ইতিবাচক দুটো কে বিপরিত না,মনে হচ্ছে একটা আরেকটার শত্রু।আমার পোষ্টের সমাধানের চেয়ে আক্রমণাত্মক আচরণই বেশী পেলুম।
১৩| ০২ রা মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:৫২
মানসী বলেছেন: ভেঙে পড়বেন না, লিখতে থাকুন। জীবনানন্দ দাশ একালের এক সেরা কবি, অথচ সমাসাময়িক সময়ে তাঁর লেখা কেউ সেভাবে গুরুত্ব দেন নি। বাইরের লোকের কথা কী বলব ,তাঁর স্ত্রী-ই মনে করতেন কবিরা স্বামী হিসাবে মোটেই আকাঙ্খিত নন। অথচ আজকে জীবনানন্দের কথা ভাবুন। প্রেমের কথা উঠলেই জীবনানন্দ থেকে আমরা উদ্ধৃতি দিই।
বিখ্যাত মানুষদের কথা ছেড়ে দিয়ে নিজের কথাই বলি। আমি ব্লগে আছি খুব বেশিদিন নয়। আমার লেখা কিছু একটা এটাও আমার মনে হয় না। অর্থাৎ কবিতাপদবাচ্য কিম্বা গল্পপদবাচ্য সেগুলো হয় বলে আমার মনে হয় না। তবুও যে লেখাটা আমার হয়তো মনে হলো বেশ লিখেছি সেটা হয়তো সেভাবে কেউ পড়লোই না। কিম্বা আমার কোনো একটা লেখা যেটা হয়তো আমি ভাবছি ছড়া হয়েছে, সেটা বেশ কয়েকজনের ভালো লেগে গেল।
সুতরাং আমার সমাধান চিন্তা হলো-লিখতে থাকুন, অপরকে তুষ্ট করতে নয়, নিজের অন্তরের তৃষ্ণা মেটাতে। অন্যের ভালোলাগার চাহিদা না মিটিয়ে, নিজের ভালোলাগাটাই অন্যের ভালোলাগাতে পরিণত করুন। তাহলেই মনে হয় পাঠক আসবে।
আর এটাতো মানতেই হবে -আপনি কেমন আছেন ,আপনার শরীর ভালো আছে কিনা, আপমার মনখারাপ কিনা-এই খবর গুলো আপনার পরিচিত মানুষেরাই নেবেন, বাইরের মানুষেরা অতোটা নয়। ব্লগেও যারা অপরের শুভেচ্ছা পান, মন্তব্য পান , লেখার গুণগত মান বাদ দিলেও তাঁরা ব্লগে একটা দীর্ঘ সময় ধরে ব্লগিং করার কারণেই পরিচিত, জনপ্রিয়। ব্লগে সময় দিলে , মন্তব্য করলে আমি ,আপনিও একটা সময়ে অন্যদের পরিচিত হয়ে যাবো, তখন দেখবেন লেখা দেখে যেমন পাঠকেরা আসছে, তেমনি 'আমরা' লিখছি বলেও পাঠক আসবে অবশ্যই।
ভালো থাকুন। হ্যাপি ব্লগিং।
০২ রা মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:০৩
কলমি লতা বলেছেন: ভাল লাগল++++++++++++
১৪| ০২ রা মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:১২
সুমন কর বলেছেন: সহমত নই।
নতুনদের ভালো পোস্টগুলো ঠিকই পাঠক পায়। কিন্তু নতুনরা বেশি বেশি না পড়লে এবং মন্তব্য না করলে কিভাবে বাকিরা জানবে যে, নতুন একজন ভালো ব্লগার এসেছে। এখানে শুধু পোস্ট দিলেই হবে না, নিয়মতি কিছু সময় ব্লগে দিতে হবে, মন্তব্য করতে হবে, ব্লগ সম্পর্কে জানতে হবে... তাহলেই না একজন নতুন, ব্লগে পরিচিত হয়ে উঠবে।
এখানে গ্রুপি হয় না। যদি হয়েই থাকে আপনি তাহলে ঐ গ্রুপে চলে যান.....!!!
০৭ ই এপ্রিল, ২০১৬ সকাল ১১:২৫
কলমি লতা বলেছেন: এখানে গ্রুপিং হয়না, যদি হয়েই থাকে আপনি তাহলে ঐ গ্রুপে চলে যান...!!! ভালই বলেছেন
১৫| ০২ রা মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:২০
কি করি আজ ভেবে না পাই বলেছেন: অতশত বুঝিনাকো
আমি আপুনির পিএস; (শায়মাপু)
আপুনি যাহাই বলে
সদা বলি ইয়েস।
গ্রুপে কিবা এসে গেলো
ব্লগে আসি নিজ খুশী;
ভালোকে গ্রহন করো
খারাপে মারো ইয়ায়ায়া ঘুষি।
০৭ ই এপ্রিল, ২০১৬ সকাল ১১:২৬
কলমি লতা বলেছেন: ++++++
১৬| ০২ রা মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:৩৩
আরজু পনি বলেছেন:
ব্লগটা কেন গোটা দুনিয়াই গিভ এন্ড টেক এর জায়গা।
তুই দিলে শ্যান মুই দিমু
একা একা মুই কত দিমু।
গ্রুপিং নয়...মন্তব্য পেতে হলে অন্যের ব্লগে মন্তব্য দিতেও হয়।
আর ব্লগের প্রতি, ব্লগারদের প্রতি আন্তরিক থাকলে...লেখায় দায়িত্বশীল থাকলে ব্লগে টিকে থাকা কোন ব্যাপার না।
সামহোয়্যারইন এর ব্লগাররা অন্য অনেক ব্লগের তুলনায় অনেক বেশি আন্তরিক ... এই দেখেন আমি নিজেও কতো আন্তরিক...এসে মতামত দিয়ে গেলাম
ভালো থাকুন অনেক অনেক ।
০৭ ই এপ্রিল, ২০১৬ সকাল ১১:২৮
কলমি লতা বলেছেন: মাথায় রাখলুম বস,চেষ্টা করে যাবো। শুভ কামনা আপনার প্রতিও
১৭| ০২ রা মার্চ, ২০১৬ রাত ৮:২৭
সালাহউদ্দীন আহমদ বলেছেন:
"দিগন্ত জর্জ বলেছেন: আমি নিজের জন্যই লিখি। কেউ না পড়লেও, একটু পর পর আমিই আমার লেখা পড়ি। আমার এই ব্যাপারে কোন আক্ষেপ নেই।"
খুব সুন্দর কথা।
এ কথা ঠিক, যে পড়ে কেউ মন্তব্য করলে ভাল লাগে। কিছু আলোচনা হলেতো কথাই নেই। কিন্তু সবার ক্ষেত্রেই সেটা হয়না। এটাই সত্য। আপনি আপনার মত লিখে যান। শুভেচ্ছা রইলো।
০৭ ই এপ্রিল, ২০১৬ সকাল ১১:২০
কলমি লতা বলেছেন: শুভ কামনা আপনার প্রতিও
১৮| ১৪ ই মার্চ, ২০১৬ বিকাল ৩:২১
ইচ্ছে পাখি বলেছেন: লেখা একটি শিল্প। আর তাই এর চিরন্তর অনুশীলন প্রয়োজন। এক সময় আপনার পুরোনো লেখা পড়ে আপনিই আনন্দ পাবেন। মনে রাখবেন আজ যাদের লেখা নিয়ে গবেষনা হচ্ছে, পাঠ্যপুস্তকে যাদের লেখা স্থান পেয়েছে তারাও একসময় উপেক্ষিত ছিল।
আপনার জন্য শুভকামনা রইল।
০৭ ই এপ্রিল, ২০১৬ সকাল ১১:১৯
কলমি লতা বলেছেন: সহমত পোষন করলাম
১৯| ০৭ ই এপ্রিল, ২০১৬ সকাল ১১:৪১
মানবী বলেছেন: সেলিব্রিটি ব্লগার কে? গত ৮ বছরেরও বেশি সময়ে এই ব্লগে কোন সেলিব্রিটি ব্লগার চোখে পড়েনি!!!
কোন কোন ব্লগারের কাছে নিজের পোস্টের হিট ও মন্তব্য সংখ্যা ভীষণ রকম কাঙ্খিত, তারা কখনও এই ব্লগকে চ্যাটরুম হিসেবে ব্যবহার করে আবার শুনেছি অনেকে নতুন পোস্ট দিয়ে ফেসবুক, মেইল বা ম্যাসেন্জারে লিংক জানিয়ে দেব যেনো পরিচিত বন্ধুরা এসে মন্তব্য করে। কেউ কেউ হিট ও মন্তব্য পাবার আসায় ব্লগের বাইরে যোগাযোগ করে একটি সার্কেল গড়ে তোলায় উৎসাহী হয়, আবার কেউ কেউ নিজেই একাধিক নিক খুলে নিজের পোস্টে মন্তব্য করে.... এধরনের ব্লগারদের হা-ভাতে বা ভিখারী ভাবা যেতে পারে অন্য কিছু নয়। এদের কারনে ব্লগে না আসাটা বোকামী মাত্র!
"পুরোনো এবং অভিজ্ঞ যারা আছেন তারা একটু আন্তরিক হলেই নতুনরাও সতেজ হয়ে উঠবে এবং লেখা লেখিতে আন্তরিক হবে।"
- আমি পুরনো বা অভিজ্ঞদের মাঝে কিনা জানা নেই তবে পুরনোদের চেয়ে নতুনদেরই বেশি মন্তব্য করে থাকি। দীর্ঘ সময় পর পর ব্লগে আসা হয়, যেমন এবার চার বছরের বেশী সময় পর ব্লগে ফিরে গত চার বছরের মাঝে এ্যাকাউন্ট খুলেছে এমন সবাইই আমার কাছে নতুন ব্লগার :-)
আপনার আর আপনার ভাগ্নের জন্য শুভ কামনা রইলো।
হ্যাপি ব্লগিং :-)
০৭ ই এপ্রিল, ২০১৬ সকাল ১১:৫৩
কলমি লতা বলেছেন: ++++++++++ অসাধারণ বলেছেন। অভিভূত আমি।শুভ কামনা আপনার প্রতিও
২০| ০৭ ই এপ্রিল, ২০১৬ রাত ৯:৪২
খায়রুল আহসান বলেছেন: শিরোনামটাই আমাকে এখানে আকর্ষণ করেছে।
জানতে চাইলে সে জানায় সামুতে গ্রুপিং চলে,তাই আসা হয় না। -- সামুতে গ্রুপিং চলে, একথাটা হয়তো আংশিক সত্য হলেও হতে পারে, তবে সে গ্রুপিংটা- "যারা সেলিব্রেটি সবাই তাদের পেছনে জিন্দাবাদ দেয়,নতুনদের স্থান নেই" - এমন ধরণের গ্রুপিং বলে আমি মোটেই বিশ্বাস করিনা। আমি বয়সে প্রবীণ, লেখালেখিতে নবীন। এখানে এসেছি মাস ছয়েকের কিছু বেশী। কিন্তু এখানে আমি নবীন প্রবীণ সকলের কাছ থেকে আন্তরিক আচরণ পেয়েছি। কিছু কিছু মন্তব্য যে অসৌজন্যমূলক ছিলনা, তা নয়। তবে সবার মত প্রকাশের স্বাধীনতা আছে এবং সেটার স্টাইল সবার ক্ষেত্রে একই রকমের হবেনা, এই pluralism কে মেনে নিয়েই তো ব্লগে আসা!
আমি এই ছ'মাসে আমার লেখায় যতগুলো মন্তব্য পেয়েছি, অন্যের লেখায় সে তুলনায় আমার মন্তব্যের হার তার প্রায় ৮৮%। অন্যের লেখায় মন্তব্য না করলে পাঠক হিসেবে নিজের অস্তিত্ব প্রমাণ করা দায়। লক্ষ্য করলাম যে আপনার ক্ষেত্রে সে হারটি জাস্ট ৫০%। আপনি অন্যের লেখা পড়ে গঠনমূলক সমালোচনা করে যান, আর নিজের লেখাও বিনা দ্বিধায় পোস্ট করতে থাকুন, দেখবেন আপনার হয়তো এ বিষয়ে ধারণাটা বদলাবে। আ্মার আগেও বেশ কয়েকজন ব্লগার ব্যাপারটি বেশ সুন্দর করে বুঝিয়ে গেছেন, যেমন আহলান (৪), অল্প কথায় অপর্ণা মম্ময় (৬), তাওহিদ হিমু (১০), বিজন রয় (১১), মানসী (১৩), সুমন কর (১৪), আরজু পনি (১৬), সালাহউদ্দীন আহমদ (১৭), এবং মানবী (১৯)।
আপনি আমার কোন লেখা হয়তো এ পর্যন্ত পড়েন নি, কারণ আমি আপনার কোন মন্তব্য পাইনি। তবুও তো আমি আপনার এ লেখাটা পড়ে মন্তব্য করে গেলাম। যদিও আমি মনে করি, একে অপরের লেখায় মন্তব্যটা কোন লেনদেনের বিষয় নয়।
০৯ ই মে, ২০১৬ বিকাল ৪:৩৫
কলমি লতা বলেছেন: অসংখ্য ধন্যবাদ গঠনমূলক মতামত প্রকাশের জন্য।অনেক অনেক ভাল লেগেছে আপনার মতামত,যথাসাধ্য চেষ্টা করব আপনার কথাগুলো রাখার জন্য।ভাল থাকবেন।
©somewhere in net ltd.
১|
০২ রা মার্চ, ২০১৬ দুপুর ২:৩০
আব্দুল মােজদ বলেছেন: কথা ঠিক অনেকখানি। আমি এলাম প্রায় তিন বছর পর।