নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার আমিত্বে আমি

বোকা একজন মানুষ। খুব সহজেই যে কাউকে বিশ্বাস করে ফেলি। ভালো মানুষ ছিলাম না কোন কালেই, তবে নিষ্ঠুর মানুষ হওয়ার চেষ্টারত........।

কলমি লতা

বোকা একজন মানুষ। খুব সহজেই যে কাউকে বিশ্বাস করে ফেলি। ভালো মানুষ ছিলাম না কোন কালেই, তবে নিষ্ঠুর মানুষ হওয়ার চেষ্টারত........।

কলমি লতা › বিস্তারিত পোস্টঃ

পেশা কৃষি এবং তার অন্তরালে

২২ শে অক্টোবর, ২০১৬ রাত ৮:৩৭


আজ আমার এলাকায় .._____.. অফিসে গিয়ে নতুন এক অভিজ্ঞতার সঞ্চার হলো।এক ভদ্রলোকের ফরম পূরণের একপর্যায়ে যথার্থ পেশা লেখাতে তিনি বেশ অখুশি।তার ইচ্ছে পেশা হিসেবে কৃষি দেওয়া হোক।ব্যাপারটা বেশ বিস্ময়কর মনে হল,কারণ তাকে ব্যাক্তিগত ভাবে চিনি। যার ব্যবসার পাশাপাশি বড় সুদের কারবার তার আবার কৃষক হবার সখ হল কেন? ভাবলাম হয়তোবা কৃষি পেশাটার প্রতি তার একটা ভালবাসা থাকতে পারে অথবা পেশাটা তার কাছে গৌরবের। মাসিক আয়ের পরিমান উল্লেখ করতে গিয়েই সে জানাল - আচ্ছা আয়ের পরিমান কি দিতেই হবে, না দিলে হয় না? আর দিতেই যদি হয় তাহলে দু'হাজার টাকা লিখে দাও ।দ্বিধাগ্রস্থ চোখে তাকিয়ে রইলাম কিছুক্ষণ, ছোট মাথায় কিছুই ঢুকতেছে নাহ।
পরক্ষণে মনে হলো - নিজের মেকি চরিত্র ঢেকে সত্যিকারের গৌরাবান্বিত কৃষক হিসেবে নিজেকে উপস্থাপনের মাধ্যমে বিবেকের জ্বালা মেটাতে? নাকি নিজের নিরাপত্তার স্বার্থে ? অথবা নিজের জোচ্চুরি ঢাকতে ? নাকি অভাবগ্রস্থ কৃষকের পেশা দেখিয়ে রাষ্ট্রের কাছ থেকে সুবিধা লুটতে?মুখোশের আড়ালে এই বিকৃত মুখের মানুষ আজ পরিবার থেকে রাষ্ট্রকাঠামোর সর্বস্তরে বিস্তৃত ।
সাধু সাবধান।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.