![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বোকা একজন মানুষ। খুব সহজেই যে কাউকে বিশ্বাস করে ফেলি। ভালো মানুষ ছিলাম না কোন কালেই, তবে নিষ্ঠুর মানুষ হওয়ার চেষ্টারত........।
ধার্মিক কে প্রমাণ করার প্রয়োজন হয়না সৃষ্টিকর্তা আছে কি নেই। তাই তার চিন্তা নেই, টেনশন নেই, মানুষের কথায় বিভ্রান্ত হওয়ার কিছুই নেই। সে ভাল ফসল ফলনের মধ্যে সৃষ্টিকর্তা কে দেখতে পায়, আবার বন্যায় ফসল নষ্ট হলে সেখানেও সৃষ্টিকর্তাকে দেখতে পায়। সে তিন বেলা পেটপুরে খাওয়ার মধ্যে সৃষ্টিকর্তাকে দেখতে পায়, আবার ক্ষুধার যন্ত্রনাতেও সৃষ্টিকর্তাকে দেখতে পায়। সে আনন্দের মধ্যে সৃষ্টিকর্তাকে দেখতে পায়, আবার দুঃখের মাঝেও সৃষ্টিকর্তাকে দেখতে পায়। সে বিজ্ঞানের মধ্যে সৃষ্টিকর্তাকে দেখতে পায়, আবার কুসংস্কারের মধ্যেও দেখতে পায়। একটি কথা উচ্চারণে সে সৃষ্টিকর্তাকে দেখে নেয়- "সব সৃষ্টিকর্তার ইচ্ছে"।
অপর দিকে অধার্মিকের সর্বক্ষনই চিন্তা সৃষ্টিকর্তা নেই এই প্রমাণ খুঁজতে। তাই সারাক্ষন অস্থির এর কারণ খুঁজে বের করতে। কারণ সৃষ্টিকর্তা নেই এই প্রমান যদি সে না দিতে পারে তাহলে সে যে অবিশ্বাসী। তাকে কেউ কখনোই বিশ্বাস করে না। তাই তার ঘুম নেই, সারাক্ষন টেনশন। কখনো ডারউইনের তত্ত্ব কিংবা নিউটনের সুত্র দিয়ে বোঝাতে চায় সৃষ্টিকর্তা বলে কেউ নেই।ব্যর্থ হয়ে আবার ছুটে চলে নুতন আবিস্কারে সৃষ্টিকর্তা নেই তা প্রমাণের জন্যে। এই ছুটে চলাতে তার সুখ শান্তি বিঘ্নিত অথবা নিঃসঙ্গতা তার সঙ্গি হয়ে পড়ে। কারণ সে সমাজে অবিশ্বাসী বলে পরিচিত।
©somewhere in net ltd.