নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার আমিত্বে আমি

বোকা একজন মানুষ। খুব সহজেই যে কাউকে বিশ্বাস করে ফেলি। ভালো মানুষ ছিলাম না কোন কালেই, তবে নিষ্ঠুর মানুষ হওয়ার চেষ্টারত........।

কলমি লতা

বোকা একজন মানুষ। খুব সহজেই যে কাউকে বিশ্বাস করে ফেলি। ভালো মানুষ ছিলাম না কোন কালেই, তবে নিষ্ঠুর মানুষ হওয়ার চেষ্টারত........।

কলমি লতা › বিস্তারিত পোস্টঃ

ভালবাসা

০৩ রা জানুয়ারি, ২০১৭ রাত ৯:৪১

ভালবাসা- সে তো শুধু কল্পনা।
ভালবাসা- মনে আঁকে আল্পনা।
ভালবাসা- আবেগময় কিছু মূহুর্ত।
ভালবাসা- শর্তহীন অজস্র শর্ত।
ভালবাসা- মনে জাগায় অনেক আশা।
ভালবাসা- যাতে আছে একরাশ হতাশা।
ভালবাসা- রঙ্গিন স্বপ্ন দেখায়।
ভালবাসা- নির্ঘুম রাতে অশ্রু ঝরায়।
ভালবাসা- নীলাকাশে মেঘ জমায়।
ভালবাসা- জীবনের আশা হারায়।
ভালবাসা- হৃদয়ে হৃদয় কাঁদায়।
ভালবাসা-মন আজো খুঁজে তোমায়।
ভালবাসা- রাতের আকাশের তারা হারায়।
ভালবাসা- জোনাকি তার আলো হারায়।

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০৩ রা জানুয়ারি, ২০১৭ রাত ১০:১৬

ধ্রুবক আলো বলেছেন: তবুও ভালোবাসা দরকার

০৩ রা জানুয়ারি, ২০১৭ রাত ১০:৫০

কলমি লতা বলেছেন: ভালবাসা রেখে গেলাম

২| ০৩ রা জানুয়ারি, ২০১৭ রাত ১০:৪০

চিন্তক মাস্টারদা বলেছেন: ভালবাসা- শর্তহীন অজস্র শর্ত।?

০৩ রা জানুয়ারি, ২০১৭ রাত ১০:৫৫

কলমি লতা বলেছেন: সব শর্তে রাজি,তবুও ভালবাসি

৩| ০৪ ঠা জানুয়ারি, ২০১৭ রাত ১২:১৭

শাহরিয়ার কবীর বলেছেন: দারুন লিখেছেন।

০৪ ঠা জানুয়ারি, ২০১৭ দুপুর ১:২১

কলমি লতা বলেছেন: ধন্যবাদ ভাই।সাথে থাকুন

৪| ০৪ ঠা জানুয়ারি, ২০১৭ সকাল ৯:৪৫

বিজন রয় বলেছেন: ভালবাসার অনেক রূপ দেখালেন এই কবিতার মাধ্যমে।
ভাল লেগেছে।
++++

০৪ ঠা জানুয়ারি, ২০১৭ দুপুর ১:২৩

কলমি লতা বলেছেন: আপনাদের ভাল লাগাই এগিয়ে চলার অনুপ্রেরণা। ভালবাসা রইল

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.