![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বোকা একজন মানুষ। খুব সহজেই যে কাউকে বিশ্বাস করে ফেলি। ভালো মানুষ ছিলাম না কোন কালেই, তবে নিষ্ঠুর মানুষ হওয়ার চেষ্টারত........।
ভালবাসা- সে তো শুধু কল্পনা।
ভালবাসা- মনে আঁকে আল্পনা।
ভালবাসা- আবেগময় কিছু মূহুর্ত।
ভালবাসা- শর্তহীন অজস্র শর্ত।
ভালবাসা- মনে জাগায় অনেক আশা।
ভালবাসা- যাতে আছে একরাশ হতাশা।
ভালবাসা- রঙ্গিন স্বপ্ন দেখায়।
ভালবাসা- নির্ঘুম রাতে অশ্রু ঝরায়।
ভালবাসা- নীলাকাশে মেঘ জমায়।
ভালবাসা- জীবনের আশা হারায়।
ভালবাসা- হৃদয়ে হৃদয় কাঁদায়।
ভালবাসা-মন আজো খুঁজে তোমায়।
ভালবাসা- রাতের আকাশের তারা হারায়।
ভালবাসা- জোনাকি তার আলো হারায়।
০৩ রা জানুয়ারি, ২০১৭ রাত ১০:৫০
কলমি লতা বলেছেন: ভালবাসা রেখে গেলাম
২| ০৩ রা জানুয়ারি, ২০১৭ রাত ১০:৪০
চিন্তক মাস্টারদা বলেছেন: ভালবাসা- শর্তহীন অজস্র শর্ত।?
০৩ রা জানুয়ারি, ২০১৭ রাত ১০:৫৫
কলমি লতা বলেছেন: সব শর্তে রাজি,তবুও ভালবাসি
৩| ০৪ ঠা জানুয়ারি, ২০১৭ রাত ১২:১৭
শাহরিয়ার কবীর বলেছেন: দারুন লিখেছেন।
০৪ ঠা জানুয়ারি, ২০১৭ দুপুর ১:২১
কলমি লতা বলেছেন: ধন্যবাদ ভাই।সাথে থাকুন
৪| ০৪ ঠা জানুয়ারি, ২০১৭ সকাল ৯:৪৫
বিজন রয় বলেছেন: ভালবাসার অনেক রূপ দেখালেন এই কবিতার মাধ্যমে।
ভাল লেগেছে।
++++
০৪ ঠা জানুয়ারি, ২০১৭ দুপুর ১:২৩
কলমি লতা বলেছেন: আপনাদের ভাল লাগাই এগিয়ে চলার অনুপ্রেরণা। ভালবাসা রইল
©somewhere in net ltd.
১|
০৩ রা জানুয়ারি, ২০১৭ রাত ১০:১৬
ধ্রুবক আলো বলেছেন: তবুও ভালোবাসা দরকার