নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কলম চোর পেশায় একজন আইনজীবী। তিনি নিজের ব্যাপারে উদাসিন, অন্যের ব্যাপারে সচেতন, এবং দেশের ব্যাপারে বেশি সচেতন।

কলম চোর

কলম চোর › বিস্তারিত পোস্টঃ

আমাদের নেতা আহাম্মকঃ

১২ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:৩২



বিশ্বের সবথেকে ক্ষমতাধর দেশ কোনটি?? উত্তর সবারই জানা, এ মুহুর্তে যে বাচ্চা জন্মেছে সেও জানে সেই দেশ কোনটা।
কিন্তু প্রশ্ন হচ্ছে, সবথেকে ক্ষমতাধর মানুষ কে??
না, আপনি যাকে ভাবছেন আসলে সে না। ফোর্বস ম্যাজিনের তথ্য মতে ২০১৮ সালে সবথেকে ক্ষমতাধর মানুষ হচ্ছেন চীনের রাষ্ট্রপ্রধান শি জিংপিং, আর আপনারা যার কথা ভাবছিলেন তিনি আছেন ৩ নং এ এবং তিনি সেই দেশ অর্থাৎ আমেরিকার সবথেকে ক্ষমতাধর ব্যক্তি। কিন্তু মজার ব্যাপার হচ্ছে খোদ তার দেশের নিউজার্সি শহরে বিশাল বিলবোর্ডে লেখা দেখা যাচ্ছে "Our leader the idiot" !!
(সূত্রঃ Click This Link )

কি সব্বোনাশের কথা!! এসব কল্পনা করা যায়?? কিন্তু সেই রাষ্ট্রযন্ত্র ওই বিলবোর্ডের পোস্টার ছিড়ে ফেলে নাই, যারা সেটা সেটেছেন তাদের আটক করে নাই, মামলা দিয়ে জীবন নাজেহাল করে নাই। হ্যা, এটাই হচ্ছে গনতন্ত্র।

কিন্তু ভেবে দেখেছেন কি যদি কেউ এই কাজ যদি উগান্ডা দেশে করতো, তাহলে কি হতো?? কিংবা উগান্ডা দেশের কোন পাবলিক যদিক তার ফেবুতে এমনটা দিত তাহলে প্রথমে পাবলিস্টকারীর ফেসবুক একাউন্ট ডিসঅ্যাবল করা হতো। তারপর সাদা পোশাকের লোকজন রাতের অন্ধকারে ধরে গুম করে দিত। কিছুদিন পর হয়তো খালেবিলে লাশের সন্ধান মিলতো ( আমি হয়তো কথাটা যোগ করলাম )।
মৃত্যুর বছর দুয়েক পর আবার তার বিরুদ্ধে বোমাবর্ষণের মামলা হতো যেটা উগান্ডায় খুবই স্বাভাবিক !
কারণ এটাতো আপনার নিশ্চয়ই জানা যে, এখন মানুষ বেঁচে থাকলে গুম হয়, মরে গেলে বোমা ফুটায়!

মন্তব্য ২০ টি রেটিং +২/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ১২ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:৪০

সনেট কবি বলেছেন: সে জন্য তারা এগিয়ে।

২| ১২ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:৪১

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: "Our leader the idiot" X(

৩| ১২ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:৫৮

ইব্‌রাহীম আই কে বলেছেন: বাংলাদেশের মানুষ বেঁচে থাকলে গুম হয় আর মারা গেলে বোমা ফাটায়। কথাটা ভালো লাগলো।

সেদিন নিউজটা পড়ে খুব অবাক হলাম,আমার দেশে এটাও সম্ভব!
শুধুমাত্র দলের মিল না থাকার জন্য একজন মৃত মানুষকে পর্যন্ত মামলার আসামী করা হয়।

১৩ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:৩৯

কলম চোর বলেছেন: এর থেকে আরো অনেক কিছুই হয় যেগুলো আমরা জানতে পারি না।

৪| ১২ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:০৪

বিচার মানি তালগাছ আমার বলেছেন:

৫| ১২ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:৩৭

অক্পটে বলেছেন: আমরা কি তাহলে উগান্ডার চেয়ে এগিয়ে আছি নাকি বুঝতে পারছিনা। আমরা তো এখন গুম খুন, হামলা মামলা ইচ্ছে করলেই এক্সপোর্ট করতে পারি। কারণ গুম খুন, হামলা মামলা আমাদের দেশে প্রচুর উৎপাদন হয়।

১৩ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:৪১

কলম চোর বলেছেন: আসলেই কি দেশের অবস্থা এমন খারাপ?? না মানে, আমি শুধু বিটিভি দেখি কি না !!

৬| ১২ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:৫৫

মেহেদী হাসান হাসিব বলেছেন: এদেশে গনতন্ত্রের ব্যবহার নেই

১৩ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:৪২

কলম চোর বলেছেন: উগান্ডার গণতন্ত্রের অবস্থা আসলেই খারাপ।

৭| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:১১

সাগর শরীফ বলেছেন: গণতন্ত্র বলতে আমরা বুঝি কি ? এর কোন ডেফিনেশনআছে আমাদের কাছে ? নাই।

১৩ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:৫০

কলম চোর বলেছেন: উগান্ডাই ভাল জানে

৮| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৮ ভোর ৬:২৮

আশাবাদী অধম বলেছেন: @অকপটে, আহারে ভাউ বাংলাদেশই এখন উগাণ্ডা। লেখক সরাসরি বাংলাদেশের নাম উল্লেখ করবেন তার কি গুম হওয়ার ভয় নাই?

১৩ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:৫৩

কলম চোর বলেছেন: আমি উগান্ডা দেশের কথা বলছি। কিন্তু সেখানকার প্রেক্ষাপট বাংলাদেশের সাথে মিলালে সেই ব্যক্তি নিজ দায়িত্বে মেলাবেন এরজন্য আমি দায়ী নই। মন্তব্যের জন্য ধন্যবাদ। :)

৯| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৮:০৯

প্যালাগোলাছ বলেছেন: উগান্ডা দেশকে গনতান্ত্রিক দেশ বলা যাবে ? তাহলে তো আমরা বিটিভি হয়ে গেলাম ।

১৩ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:৫৪

কলম চোর বলেছেন: কাজীর গরু কিতাবে আছে, গোয়ালে নাই।

১০| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:২৯

রাজীব নুর বলেছেন: কিয়ামত (বিশ্বধংসযজ্ঞ) পূর্বে যে সকল হিসাবী প্রানী (শেষ বিচারে যাদের বিচার হবে) মৃত্যুবরণ করেছে এবং যারা মৃত্যুবরন করবে তারা ভাগ্যবান। কারন বিশ্বধংসযজ্ঞের সময় নরকের অগ্নি পৃথিবীকে স্পর্শ করবে।

১১| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:৩৫

এটম২০০০ বলেছেন: Indemnity is a hated thing. Ziarur Rahman did it for the killers of Sheikh Mujib. Nice that it was repelled later.
The caretaker govt. of 2007-08 sued the past two prime ministers, Hasina and Khaleda. Khaleda is still fighting against those. HASINA SHREWDLY USED INDEMNITY FOR HER. She should be hated for all time to come for such a heinous offense. Also, her 'self-managed indemnity' should be vacated as soon as this worst Muslim lady dictator is out of power.

১৩ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:৫৬

কলম চোর বলেছেন: সেখানকার প্রেক্ষাপট বাংলাদেশের সাথে মিলালে সেই ব্যক্তি নিজ দায়িত্বে মেলাবেন এরজন্য আমি দায়ী নই। মন্তব্যের জন্য ধন্যবাদ। :)

১২| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১:৩৮

অক্পটে বলেছেন: @এটম২০০০ এর কাছে সবিনয়ে জানতে চাচ্ছি। মুজিব হত্যার ইনডেমনিটি জিয়াউর রহমান দিয়েছেলেন নাকি খন্দকার মোস্তাক দিয়েছেলেন প্লিজ ক্লিয়ার করুন।

১৩| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১:৪৫

অক্পটে বলেছেন: 'Indemnity Act' protects killers
On 26 September 1975, six weeks (or 42 days) after Sheikh Mujib's killing, President Khandaker Moshtaque Ahmed passed an 'Indemnity Act' in the form of an Ordinance (i.e. rule of law which is passed by the Head of State) which granted immunity from prosecution to those involved in the 15 August killings. It was titled 'Indemnity Ordinance 1975', being Ordinance No. 50 of 1975. This meant that the conspirators could not be tried in court of law on the charge of assassination as the acts were deemed to have been a 'historical necessity'.

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.