নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

করণিকা-২৩৯

করণিক: আখতার২৩৯

করণিক আখতার

পরমতসহিষ্ণুতা শান্তিধর্মীদের শনাক্তিচিহ্ন।

করণিক আখতার › বিস্তারিত পোস্টঃ

ছিটমহল

২২ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ৮:৫১

###########

ছিটমহলের গুরুত্ব

------------------------------------------------------

এখানে দুর্গম পাহাড় এবং বনাঞ্চল যতটুকু আছে, আমাদের টিকে থাকার জন্যে যথেষ্ট নয়। অভয়-আশ্রম রূপে ছিটমহলগুলো আছে জন্যে বিপদে আপদে আত্মগোপন ক’রে নিরাপত্তার মধ্যে আমরা আশ্রয় পেয়ে পেয়ে এসেছি সেই আটচল্লিশের পর থেকে। ছিটমহলগুলো, নতুনভাবে গজানো কোনো সমস্যা নয়, শুরু থেকেই এখানে ওগুলো ছিল সমস্যা রূপে, ছিল গুরুত্বহীন এবং অবহেলিত। হঠাৎ কখনো ছিটমহল সমস্যার সমাধান হ’য়ে গেলে আমাদের অনেকের অস্তিত্বই তো থাকবে না। আমাদের সিণ্ডিকেটগুলো বাঁচবে কিভাবে? আর ক্যাডারগুলো? ওদের জোরেই আমরা টিকে থাকি, --ছিটমহল সমস্যাকে জিইয়ে রাখা না-হ’লে ওরা কি তখন ব’সে ব’সে আঙুল চুষবে? আমাদের অনেকের স্বার্থেই তো ওদেরকে বেঁচে থাকতে হবে। ওদের নিরাপদ ঘাঁটিগুলোকে রক্ষা করা না-গেলে, আমাদের কী দশা হবে তা’ কি আপনারা ভেবে দেখেছেন? ..ও, বুঝেছি, .. আপনারা বুঝি ভেবেছেন, জনগণ আমাদেরকে চুমা দেওয়ার জন্য ব্যাকুল হ’য়ে আছে, তাই না? জনসাধারণের এলাকায় 'বিরাট জনসভা'-র আয়োজন আমরা কিভাবে করিয়ে নেই, তা’ কি আপনারা জানেন না? কতগুলো ট্রাক-বাস-পিকআপ ভাড়া ক’রে ঐ সভাকে সাফল্য মণ্ডিত করিয়ে নিতে হয়, কতগুলো মিডিয়াজীবীকে কিভাবে শিখিয়ে পড়িয়ে নিতে হয়, তা’ কি আপনারা দেখেন না? নাকি আপনারা সব অন্ধ? আমাদের ক্রীতদাসগুলো না-থাকলে পিচঢালা পাকা রাস্তাগুলো খুড়ে খুড়ে তোরণ বানানো কি সম্ভব হতো, বলুন?.. কেউ নিজে নিজে না-বুঝলে তাকে বোঝানো কিন্তু অন্য কারো পক্ষেই সম্ভব নয়। আমরা জানি যে, সময়ে না-বুঝলেও অসময়ে সকলেই বোঝে। তবে যেদিন আপনারা বুঝবেন যে, ঐ ক্রীতদাসগুলোকে আমরা বিদেশ থেকে আমদানি করি না, বরং আপনাদেরই অবাধ্য স্বেচ্ছাচারী কুলাঙ্গার সন্তানগুলোকে আমাদের ভক্ত সন্ত্রাসকর্মী বানিয়ে নিয়ে নিয়ে আমরা এখানে হাঙ্গামা চলমান রাখি, এমনকী আপনাদের ফেইসবুক-বন্ধুদেরও অনেকেই আমাদের ক্রীতদাসগুলোর পারিবারিক আত্মীয়-স্বজন, -যেদিন বুঝতে পারবেন, হয়তোবা তার আগেই আপনারা দেখবেন যে, আপনা আপনি সব সমস্যার সমাধান হ’য়ে যাচ্ছে।



#####১৯/০৯/২০১৪খ্রি:



###############################################################################



ছিটমহল সমীক্ষণ

*****

ভদ্র সভ্য সাধারণের জন্যে দুর্গম হ’য়ে থাকাতে, ছিটমহলগুলো, সন্ত্রাসী আর সমাজবিরোধীদের সুরক্ষিত নিশ্চিন্ত দুর্গে পরিণত হ’তে পেরেছে। সন্ত্রাসকে শক্তিশালী সচল রাখতে চাইলে ছিটমহলগুলোকে অমীমাংসিত অক্ষত আদিরূপে রাখার চেষ্টা চালানোটাই সংশ্লিষ্টদের উচিত।



ছিটমহলগুলো না-থাকলে, আগ্নেয়াস্ত্র উৎপাদক গোষ্ঠীর চাটার্ড গণনায়, পৃথিবীর সমস্ত নৃশংসতার কমবেশি একাশি শতাংশই হ্রাস পাবে এবং তাতে মারণাস্ত্রের উৎপাদন এবং বাণিজ্যের সাথে যারা জড়িত, তারা ভীষণ আর্থিক সংকটের মধ্যে পড়বে।



তবে, ছিটমহলগুলোর আশ্রয়ে যারা মাদকদ্রব্য পাচার এবং ব্যবসার সাথে জড়িত, তাদের পরিণতি সম্পর্কিত কোনো পূর্বাভাস এখনো পাওয়া যায়নি।



ছিটমহলগুলো না-থাকলেও কিম্বা চোরাকারবারের পণ্য-তালিকায় মারণাস্ত্র এবং মাদকদ্রব্য না-থাকলেও,- কালোবাজারের অন্যান্য মালের তালিকাটা যথেষ্টের চেয়েও বেশি লম্বা এবং পরিবর্তনশীল জন্যে পারাপারজীবীদের কর্মহীন থাকার সম্ভাবনা দেখা যাচ্ছে না। সীমানাঘেরা কাঁটাতারের বেড়াও তাদের জন্যে এক বিশাল সহযোগী। জনসাধারণের অবাধ সীমানা পারপারে বাধা হ’তে পেরে কাঁটাতারের বেড়া বরং এখানে চোরাচালানকারীদের সুবিধাই বাড়িয়েছে বহুগুণে।



করণিক : আখতার২৩৯ #####১৯/০৯/২০১৪খ্রি:

ছিটমহল

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.