![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তোমার দুঃখ নামের শাড়িতে
ফাগুনের সব রং ছোঁয়াবো।
যে কাঠগোলাপের মায়ায়
নিজেকে আচ্ছন্ন করে রাখো
সেই মায়ার সুধায় বিলীন হবো
এক রাশ দখিনা হাওয়ার মতো!
বসন্তের পড়ন্ত গোধূলির যে আলো
তোমার মুখচ্ছবিকে গ্রাস করে পরম মমতায়
সেই আলো ছায়ার নকশায়
নিজেকে উজার করবো।
তোমার কোঁকড়া চুলের ঢেউয়ে
যেখানে মোহনায় গিয়ে বিলীন হয়
আমি সেই মোহনার
বাসন্তিক প্রেমিক হবো।
১৮ ই মে, ২০২৫ সকাল ১০:৫২
আলভী রহমান শোভন বলেছেন: ইন্টারনেট থেকে সংগৃহীত ছবি এটা। শুধু কবিতাটা আমার লেখা।
২| ১৮ ই মে, ২০২৫ বিকাল ৪:৩২
আজাদী হাসান রাজু বলেছেন: মন্দ না
©somewhere in net ltd.
১|
১৮ ই মে, ২০২৫ সকাল ১০:৪৫
মহাজাগতিক চিন্তা বলেছেন: ছবিটা সুন্দর হইছে।