নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাস্তবতা নিয়ে কথা বলতে চাই।

সৈয়দ মশিউর রহমান

লিখতে চাই অন্যায়ের বিরুদ্ধে। রাজনীতি,সাংস্কৃতিক বা ধর্মের ব্যাপারে মতামতের ভিন্নতা থাকা সত্বেও মতামত প্রকাশের ক্ষেত্রে আক্রমনাত্বক বা উষ্কানীমূলক কিছু না লিখে সকলের সহনশীলতার পরিচয়ই লেখার উৎকর্ষ সাধনের একমাত্র হাতিয়ার। যদিও লেখার হাত পাকা না। বাংলা মাতৃভাষা হলেও বানানে হয় অনেক ভুল। তার পরেও চেষ্টা করছি কিছু লেখার। সত্য বলার মতো সাহসী লোকের সংখ্যা দিন দিন কমে যাচ্ছে। এখন দেখি সবাই দু'ধারায় বিভক্ত হয়ে পড়েছে। কেউ আওয়ামী লীগ কেউবা বিএনপি। সঙ্গত কারণেই লেখা হয়ে উঠে আওয়ামী পন্থী অথবা বিএনপি পন্থী। পন্থী নিয়ে লিখতে লিখতে আমরা মূল স্রোতধারা থেকে ছিটকে পড়ছি। কি লিখছি বোঝাই দায়। মনে হয় কোন দলকে গালি দিচ্ছি।

সৈয়দ মশিউর রহমান › বিস্তারিত পোস্টঃ

জাহাঙ্গীর আলম এবারো রাগ করবেন।

১৮ ই মে, ২০২৫ বিকাল ৪:৪৪



আরেক নটী নুসরাত ফারিয়াকে বিমানবন্দর থেকে আটক করেছে কতৃপক্ষ। এবার জেলে যেতে হবে সংগে ডিম থেরাপীও চলবে। জাহাঙ্গীর আলম আমেরিকা বসে এসব পছন্দ করছেন না কারণ ফারিয়া যেভাবে তৈলমর্দন করেছে মুজিব একজন রূপকার ছিঃনেমাতে তাতে সে একজন মহান ব্যক্তি।

কায়পুত্র ব্লগার আমেরিকায় বসে দেশ উদ্ধার করছে নিশ্চয় তার রাগ করার কথা?

মন্তব্য ১৫ টি রেটিং +২/-০

মন্তব্য (১৫) মন্তব্য লিখুন

১| ১৮ ই মে, ২০২৫ বিকাল ৪:৫৩

অরণি বলেছেন: জাহাঙ্গীর আলম কে?

১৮ ই মে, ২০২৫ বিকাল ৪:৫৪

সৈয়দ মশিউর রহমান বলেছেন: কায়পুত্র ব্লগার।

২| ১৮ ই মে, ২০২৫ বিকাল ৫:০৭

কাঁউটাল বলেছেন: =p~ =p~ =p~ =p~

১৮ ই মে, ২০২৫ বিকাল ৫:০৮

সৈয়দ মশিউর রহমান বলেছেন: দু/এক কথা বলে যান। :D

৩| ১৮ ই মে, ২০২৫ বিকাল ৫:০৯

ইয়া আমিন বলেছেন: ডিম থেরাপি ভালোই চলবে

৪| ১৮ ই মে, ২০২৫ বিকাল ৫:১৬

কাঁউটাল বলেছেন: চাঁদগাজীর প্রিয় নটিদের এহেন দুরাবস্থায় উনার চেহারার অবস্থা কি-রকম হয়েছে সেইটা কল্পনা করার চেষ্টা করছি। :D

৫| ১৮ ই মে, ২০২৫ বিকাল ৫:৩৬

সৈয়দ কুতুব বলেছেন: পর্দার হাসিনা কট ! আসলজন কবে ধরা পড়বে?

৬| ১৮ ই মে, ২০২৫ সন্ধ্যা ৬:০৫

মেঠোপথ২৩ বলেছেন: পত্রিকায় পড়েছিলাম যে, জনাব পলকের যখন মেজাজ খারাপ হত, তখন তার মেজাজ ঠান্ডা করার জন্য নুসরাত ফারিয়ার ডাক পড়ত :-0 এইসব নটিরা বলে নাকি আবার শিল্পী =p~

জনাব অনল চৌধুরীর সাথে কারো যোগাযোগ থাকলে, তাকে ব্লগে ফিরিয়ে আনার উদ্যোগ নিন। আওয়ামি সাংস্কৃতিক অঙ্গনের আসল চেহারা উন্মোচনের এখনি পারফেক্ট সময়।

৭| ১৮ ই মে, ২০২৫ সন্ধ্যা ৬:২৬

আমি ব্লগার হইছি! বলেছেন: নটী হোক আর দেহজীবি হোক বা যাই হোক, কোন মহিলার সাথে যদি ব্যাক্তিগত শত্রুতাও থাকে তারপরেও পাবলিকলি তার সম্মান হানি করে কথা বলাটা একজন সম্মানিত মায়ের সন্তানের পক্ষে খুব সম্ভব না। এইসব তো আর ইউনিভার্সিটিতে শেখাবে না, আমাদের পারিবারিক শিক্ষা দু:খজনকভাবে খুবই নিম্নমানের। আল্লাহ আমাদের ভবিষ্যৎ প্রজন্ম কে রক্ষা করুন।

৮| ১৮ ই মে, ২০২৫ সন্ধ্যা ৬:৫৫

রাসেল বলেছেন: হয়তোবা আপনি সত্য তুলে ধরেছেন। দুষ্ট লোকেরা আপনার কুরুচিপূর্ণ শব্দকে (যা আপনি দেশের দুরবস্থার জন্য আবেগেরবশে বলেছেন) সামনে এনে আপনাকে ঘায়েল করবে।

৯| ১৮ ই মে, ২০২৫ রাত ৮:২৩

রাবব১৯৭১ বলেছেন: নুসরাত ইমরোজ তিশা যে ফারুকীর বউ আর সে ফারুকী যে দেশের রাষ্ট্র চালায় সেটা বলতে লজ্জা হয়???

১০| ১৮ ই মে, ২০২৫ রাত ৮:৩০

যামিনী সুধা বলেছেন:




৯০ ভাগ বাংগালী অন্যের মা, বোন, মেয়ে ও স্ত্রী নিয়ে খারাপ কথা বলে; আপনি এই ৯০ ভাগের মাঝে আছেন; আপনাদের অনেকই হযরত আদমের মতো মাটি থেকে সরাসরিভাবে তৈরি, আপনাদের কেহই নারীর জঠরে জন্ম নেননি।

১১| ১৮ ই মে, ২০২৫ রাত ৯:০১

কামাল১৮ বলেছেন: নারীকে নিয়ে অপমানজনক কথা বলা ঠিক না।আমাদের মা বোনেরাও নারী।

১২| ১৮ ই মে, ২০২৫ রাত ৯:১১

নতুন বলেছেন: নুসরাত ফারিয়াকে নিয়ে যারা বাজে কথা বলছেন তাদের কাছে কি কোন প্রমান আছে যে তিনি আসলেই অপরাধী এবং বাজে কাজ করে থাকেন?

না কি শোনা কথায়ই তাকে নিয়ে বাজে কথা বলছেন?

১৩| ১৮ ই মে, ২০২৫ রাত ১০:০৪

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: আমি ব্লগার হইছি! বলেছেন: নটী হোক আর দেহজীবি হোক বা যাই হোক, কোন মহিলার সাথে যদি ব্যাক্তিগত শত্রুতাও থাকে তারপরেও পাবলিকলি তার সম্মান হানি করে কথা বলাটা একজন সম্মানিত মায়ের সন্তানের পক্ষে খুব সম্ভব না। এইসব তো আর ইউনিভার্সিটিতে শেখাবে না, আমাদের পারিবারিক শিক্ষা দুঃখজনকভাবে খুবই নিম্নমানের। আল্লাহ আমাদের ভবিষ্যৎ প্রজন্ম কে রক্ষা করুন। আসলেই। অন্যের মা-বোনকে নিয়ে অনায়াসেই যা খুশি বলা যায়। নুসরাত ফারিয়া নিশ্চয়ই খুন-ধর্ষণের চেয়েও ভয়াবহ কাজ করেছেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.