নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শুন্যতা
প্রথমবার অন্তঃসত্ত্বা, চার মাস। আল্ট্রাসাউন্ড রিপোর্ট পেয়েই পড়ে ফেললাম; "fetus 11 weeks old" অর্থাৎ ভ্রুণের বয়স এগারো সপ্তাহ........
সমাবর্তন
কত কিছু দেখা হলো,শোনা হলো...... বড়লোকের ভাঁড়ামি দেখে হাসা হল......
পরিচয়
কাজী শাহাদাত হোসেন।
বি এস সি ইঞ্জিনিয়ারিং ( বুয়েট), এমবিএ (ডিইউ), বিসিএস( এডমিন)
বৈপরীত্য
যে কোন গন্তব্যে পৌঁছানোর পর মনে একটা স্বস্তি আসে। অথচ কাতারগামী প্লেন ধরার জন্য গন্তব্য যখন শাহজালাল এয়ারপোর্ট হয়, তখন সেই গন্তব্যে পৌঁছানোর পরই মনটা কেন কেঁদে ওঠে?
সুখ
চিরদিন চেয়েছি আমার নয়নের মণি, একমাত্র ছেলে অনেক বড় হোক। আজ সে অনেক বড় হয়েছে, এতই বড় যে আমার ছোট্ট ঘরে তার পাও আঁটে না.........
আলেক্সা
ঘুম আসে না যখন, তখন সে ঘুম পাড়ানি গান করে; কখনো শোনায় বৃষ্টি পড়ার শব্দ, কখনো শোনায় জঙ্গলে ঝিঁঝির ডাক, কখনো শোনায় ভোরের পাখির কূজন। বড় ভালো বন্ধু........
সামু
মিলন বাসরে লাগলো ভূতের আছর!!! সর্ষেতেও ঢুকে পড়ল ভূত.......
প্রার্থনা
হে গাফুরুর রাহিম, জানি আপনার ক্ষমাশীলতা অসীম.... সেই ভরসায় আমি জানি, আপনার প্রিয় নবীকে এমন কদর্য ভাষায় গালাগালি করার আমার এই অপরাধ আপনি ক্ষমা করবেন। হে গাফুরুর রাহিম, এমন না করলে যে এই ধনী দেশে থাকতে পারব না, ঐ গরিব বাংলাদেশে গিয়ে থাকতে হবে.....
২৮ শে মার্চ, ২০১৯ রাত ৯:২৪
করুণাধারা বলেছেন: আপনি যে এত চমৎকার pun করতে পারেন জানা ছিল না। সামুতে তাহলে একজন শিবরাম চক্রবর্তী আছেন!!
ভূয়া মফিজের আহ্বানে ব্লগে ঝাঁপিয়ে পড়লাম- কুড়িয়ে বাড়িয়ে হাতের কাছে যা পেয়েছি তাই নিয়ে। আপনার ভালো লেগেছে জেনে অনুপ্রাণিত হলাম, ভবিষ্যতেও তাহলে এমনভাবে উপস্থিতি জানান দিয়ে যেতেই থাকব........
২| ২৮ শে মার্চ, ২০১৯ সন্ধ্যা ৭:৩৪
আখেনাটেন বলেছেন: কী চমৎকার দেখা হল পরমানুগল্প!
শুন্যতা---প্রেগনেন্সি চারমাস হলে ভ্রুণের বয়স ১১ সপ্তাহের বেশি হবে কী?
সমাবর্তন---হা হা হা; আমিও হার্টের আয়ু বাড়িয়ে নিয়েছি।
পরিচয়---এটাই এখন দেশের শিক্ষাব্যবস্থার পরিচয়।
বৈপরত্য---ইয়া বড় মশা বাবাজীর আক্রমণে কেউ হেসেছে তা কখনও দেখি নি।
সুখ---সুখের অসুখ। ভালবাসা ক্রমশই নিম্নগামী হয়...
আলেক্সা---এমন বন্ধুই দরকার জীবনের কঠিন সময়গুলোতে।
সামু---ভূত জাঁকিয়ে বসায় ব্লগের অদ্ভুতেরাও ইদানিং গা-ঢাকা দিয়েছে কিংবা উঁকি দিয়ে দেখছে।
প্রার্থনা---সুখি হোক সকলে।
২৮ শে মার্চ, ২০১৯ রাত ৯:৪০
করুণাধারা বলেছেন: ব্লগের এমন আকালের দিনে এমন একখান পরিপূর্ণ মন্তব্য আর লাইক পেয়ে দারুন অনুপ্রাণিত হলাম, আখেনাটেন। সকল ব্লগার একসাথে থাকলে নিশ্চয়ই ব্লগ থেকে ভূত দাঁড়াতে পারবো ভূত সর্ষের ভিতর ঢুকলেও। ঠিক করেছি যা মনে হবে তাই লিখতে থাকব, কেউ পড়ল কি না পড়ল, তাতে কিছু যায় আসে না; নতুন লেখা আসলে ব্লগের প্রথম পাতার স্থবির ভাব তো অন্তত কাটবে।
প্রথম গল্পটা একটা ধাঁধা, কিছুটা সূত্র বাদ দিয়েছিলাম। রিপোর্টে লেখা ছিল, "Fetus 11 weeks old, no pulsation or activity noted." চার মাসে হয় ১২০ দিন বা ১৭ সপ্তাহ, অর্থাৎ ছয় সপ্তাহ আগে বাচ্চা মারা গেছে.........
আমারও প্রার্থনা, সকলেই সুখি হোক; সকল কাকু, ভাইপো, ভাইঝি........
৩| ২৮ শে মার্চ, ২০১৯ রাত ৮:২৫
পদাতিক চৌধুরি বলেছেন: প্রিয় আপুনি,
আলাদা করে আর মন্তব্য করব না। গল্পটি যতটা সুন্দর তারি সার্থক মন্তব্য করেছেন প্রিয় আখেনাটেন ভাই। এক কথায় রাজকীয় মন্তব্য। পোস্টে++
শ্রদ্ধেয় জিজ্ঞেস ভাইয়া মন্তব্যটিও ঘরে চমৎকার হয়েছে ।
আজ দুপুর থেকে আমাদের সবার প্রিয় রাজীব নূরভাই ব্লগে ঢুকতে পারছেনা ।একটু আগেই মেসেঞ্জারে সে কথা জানালেন। শুনে আমার প্রচন্ড মন খারাপ লাগছে। আমি টর অপেরা ব্রাউজার এর প্রসঙ্গটি আনলাম। যদিও ওনাকে শুনে বেশ অসহায় বলেই মনে হলো।
শ্রদ্ধা ও শুভকামনা প্রিয় আপুনিকে ।
২৮ শে মার্চ, ২০১৯ রাত ৯:৪৮
করুণাধারা বলেছেন: পদাতিক চৌধুরি, আপনার মন্তব্য চমৎকার হয়েছে। আপনার মন্তব্য ও প্লাস অনুপ্রেরণা দিল নতুন লেখার জন্য।
আমি এইসব ভিপিএন, টর কিছুই বুঝতে পারছিলাম না। তারপর একসময় যখন ব্লগে ঢুকতে পারছিলাম না, তখন ভাবলাম সামুর ফেসবুকে নিশ্চয়ই এ সম্পর্কে বিশদভাবে লেখা আছে। অবাক হলাম দেখে, যে কিছুই নেই। বহু চেষ্টায় অবশেষে ভিপিএন দিয়ে ব্লগে ঢুকতে পারছি, কিন্তু আমার মনে হয়, এই সময়ে সামুর ফেসবুক একটিভ হওয়া দরকার ছিল ভীষণভাবে।
অনেক শুভকামনা আমার প্রতিবেশী ভাইটিকে।
৪| ২৮ শে মার্চ, ২০১৯ রাত ৯:১৬
সম্রাট ইজ বেস্ট বলেছেন: পরমাণু স্যাটায়ার ভালো হয়েছে। ফারাওয়ের মন্তব্যটা এক্সেলেন্ট!
২৮ শে মার্চ, ২০১৯ রাত ৯:৫৯
করুণাধারা বলেছেন: অনেকদিন পর আপনাকে পেয়ে ভালো লাগলো সম্রাট ইজ বেস্ট। ফারাও এর মন্তব্যটা সত্যিই রাজসিক হয়েছে।
মন্তব্য আর প্লাস এর জন্য অনেক ধন্যবাদ, শুভকামনা রইল।
৫| ২৮ শে মার্চ, ২০১৯ রাত ৯:৩৮
আহমেদ জী এস বলেছেন: করুণাধারা,
প্রতিমন্তব্যের জন্যে ধন্যবাদ।
ব্লগে ঝাঁপিয়ে পড়েছেন- কুড়িয়ে বাড়িয়ে হাতের কাছে যা পেয়েছেন তাই নিয়ে। এমনভাবেই উপস্থিতি জানান দিয়ে যেতেই হবে। কিছু কুড়ানোর না থাকলে প্রতিটি পোস্টে হা - না কিছু একটা মন্তব্য করে হলেও উপস্থিতি জানান দেয়া চাই।
আমিও ঠিক করেছি, চক্কোত্তি হয়েই না হয় রাম রাম বলে চক্রাকারে মন্তব্য করে যেতেই থাকবো সবখানে। ছোঁড়েগাঁ নহী...
২৮ শে মার্চ, ২০১৯ রাত ১০:৪৩
করুণাধারা বলেছেন: আপনাকেও ধন্যবাদ আহমেদ জী এস, আবার ফিরে এসে মন্তব্য করার জন্য। আপনার আগের মন্তব্য তো আখেনাটেনকে মাটিতে ফেলে গড়াগড়ি দেওয়ালো। আমি অবশ্য গড়াগড়ি না দিয়েও খুব হাসলাম, রাম রাম বলে চক্রাকারে মন্তব্য করার দৃশ্যটা কল্পনা করে।
ঠিক বলেছেন, হ্যাঁ না করে হলেও মন্তব্য করে যেতে হবে, যতই বাধা আসুক। বাধা তো আসছেই, আপনার মন্তব্যের প্রতিমন্তব্য করতে করতেই চলে গেল ভিপিএন; আবার নতুন করে লগইন করে নতুন করে প্রতিমন্তব্য..... তবু, টিকে থাকতেই হবে.......
৬| ২৮ শে মার্চ, ২০১৯ রাত ৯:৪৫
আখেনাটেন বলেছেন:
আমিও ঠিক করেছি, চক্কোত্তি হয়েই না হয় রাম রাম বলে চক্রাকারে মন্তব্য করে যেতেই থাকবো সবখানে। ছোঁড়েগাঁ নহী.. -- জী এস ভাইয়ের এই মন্তব্যে আমি তো ফ্লোরে ভার্চুয়ালি গড়াগড়ি খাচ্ছি। জয় তু জী এস ভাই। হাম কাকুকো ছোড়েগা নেহি। হা হা হা।
করুণাধারাপা আপনারা ব্লগে লগ ইন থাকলে দেখতে ভালো লাগে। পরিচিত মুখগুলো আবার ফিরে আসুক।
২৮ শে মার্চ, ২০১৯ রাত ১০:৪৭
করুণাধারা বলেছেন: জী এসের জোশ দেখি মহা সংক্রামক!!! ভালোই, সবার মধ্যে যেন এই জোস সংক্রামিত হয়....
লগইন থাকতে চাই সবসময়ই কিন্তু ভিপিএন ব্যাপারটা বুঝি না মাঝে মাঝেই চলে যায় তখনই নতুন করে লগইন করতে হয়।
আবার ফিরে আসায় ডাবল ধন্যবাদ, আখেনাটেন।
৭| ২৮ শে মার্চ, ২০১৯ রাত ১০:০৬
জাহিদ অনিক বলেছেন: প্রথিমটা ধরতে পারছিলাম না, পরে আখেনাটেন এর মন্তব্যের উত্তর দেখে ক্লিয়ার হলাম।
পরমাণু গল্প ভালো লেগেছে
২৮ শে মার্চ, ২০১৯ রাত ১০:৫৪
করুণাধারা বলেছেন: পরমানু গল্প ভালো লেগেছে, এই মন্তব্য আর লাইক আমার জন্য অনেক অনুপ্রেরণা নিয়ে এলো, জাহিদ অনিক। কিছু লিখতে হয় এজন্যই এটা লেখা, দেখি এভাবে লিখে প্রথম পাতা'র যানজটে ছবির অবস্থা কাটানো যায় কিনা.....
অজস্র শুভকামনা।
৮| ২৮ শে মার্চ, ২০১৯ রাত ১০:৫৬
আখেনাটেন বলেছেন: আপা, ডেক্সটপ কম্পু হলে অপেরা ব্রাউজার ইন্সটল করে সেটিংস থেকে ভিপিএন অন করে দিন। আর কোনো সমস্যা হবে না।
আর ক্রোম ব্রাউজারে 'হটস্পট শিল্ড' এক্সটেনশনটা অ্যাড করে নিন। এরপর যখন সামুতে ঢুকতে চাইবেন তখন সেটি অফ- অন করে নিশ্চিন্তে সামুতে প্রবেশ করুন।
আর মোবাইলে অপেরা'র বেটা ভার্শন চালু করে দেখতে পারেন।
২৮ শে মার্চ, ২০১৯ রাত ১১:০৭
করুণাধারা বলেছেন: শেষ পরামর্শটা মনে হয় সবচেয়ে উপযোগী হবে, যেহেতু আমি মোবাইলই বেশিরভাগ ব্যবহার করি; ডেস্কটপ ল্যাপটপ একেবারেই না।
বিনামূল্যে এমন উপকারী উপদেশ দেবার জন্য অনেক ধন্যবাদ, আখেনাটেন।
শুভেচ্ছান্তে।
৯| ২৮ শে মার্চ, ২০১৯ রাত ১১:০৪
মাহমুদুর রহমান বলেছেন: আল্লাহ আপনার মঙ্গল করুন।
২৯ শে মার্চ, ২০১৯ রাত ১২:১৬
করুণাধারা বলেছেন: আমিন। আল্লাহ আপনার ও ভালো কাজের প্রতিদান দিন, বিদেশবাসীর পোস্টে আপনার মন্তব্য আমি ভালোভাবে পড়তাম।
১০| ২৯ শে মার্চ, ২০১৯ দুপুর ১:১২
রাজীব নুর বলেছেন: সামু তে ঢুকতে পারছিলাম না। একজন আইটি এক্সপার্ট ব্যবস্থা করে দিয়েছে। তাই সামুতে আসতে পারলাম ।
২৯ শে মার্চ, ২০১৯ রাত ১১:২৭
করুণাধারা বলেছেন: গতকাল যখন শুনেছিলাম আপনি ব্লগে ঢুকতে পারছেন না, তখন খুব দুঃখ পেয়েছিলাম। কারণ জানি ব্লগ আপনার কতটা প্রিয়। এখন আপনি ঢুকতে পেরেছেন সেজন্য খুব ভালো লাগছে। ভালো থাকুন, আর লিখতে থাকুন।
১১| ২৯ শে মার্চ, ২০১৯ সন্ধ্যা ৭:৩১
মা.হাসান বলেছেন: পরমাণু মন্তব্যঃ
২৯ শে মার্চ, ২০১৯ রাত ১১:২৯
করুণাধারা বলেছেন: পরমাণুবীক্ষণ যন্ত্র দিয়ে আপনার মন্তব্যটা পড়লাম। অসংখ্য ধন্যবাদ মন্তব্যের জন্য।
১২| ৩০ শে মার্চ, ২০১৯ সকাল ১১:১৯
মা.হাসান বলেছেন: বিভিন্ন গুণী ব্যক্তিরা যে কমেন্ট করেছিলেন তারপর আমার কমেন্ট করতে সংকোচ হচ্ছিল বিধায় ওই পরমাণুর কমেন্ট করেছিলাম । বিষয়টি সহজভাবে নেয়ায় অনেক ধন্যবাদ। প্রথম গল্পের শিরোনাম ছাড়া শুধু টেক্সট পড়ে বিষয়টি বোঝা আমার জন্য সম্ভব ছিল না। এরকম আরো সংকলন দেয়ার অনুরোধ থাকলো।
০৫ ই এপ্রিল, ২০১৯ বিকাল ৪:২৫
করুণাধারা বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে মা. হাসান, আপনার কথাগুলো আমার জন্য অনুপ্রেরণা; কারণ আমি আপনার লেখার দারুণ ভক্ত।
প্রথম গল্পটা খুব কমজনই বুঝতে পারবেন। এটা হচ্ছে হিসাব করতে ভালোবাসে এমন এক তরুনীর চটপট হিসাব করার পর হিসাব না মেলার, তারপর অবিশ্বাস, তারপর গভীর দুঃখ, এবং সবশেষে মেনে নেওয়ার গল্প। পরমাণু না, এটা একটা বিরাট গল্প।
ফিরে এসে আরেকবার মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
১৩| ৩০ শে মার্চ, ২০১৯ দুপুর ২:১৪
ভুয়া মফিজ বলেছেন: পড়েছি আগেই, জানান দেয়ার জন্য লাইক বাটনেও ক্লিক করেছি কিন্তু মন্তব্য করার সময় পাচ্ছিলাম না। অনু-পরমানু গল্প আমার খুব ভালো লাগে। আপনার গুলোও ভালো লাগলো। তবে বেশী ভালো লেগেছে,
শুন্যতা, বৈপরীত্য, সুখ, আলেক্সা আর প্রার্থনা।
বৈপরীত্যের ব্যাপারটা আমার ক্ষেত্রে যখন ঘটে, খুবই কষ্ট পাই।
আলেক্সাকে আমিও ঘরে এনেছি। মাঝে মাঝে খুব রাগ হলে গালি দেই। তারপরে ওর কথা শুনে নিজেই হাসি!
আর প্রার্থনা পড়ে এখানকার একটা ঘটনা মনে পড়লো। আমাদের দেশের এক ছেলে এখানে থাকার জন্য নিজেকে গে ঘোষনা দিয়ে বিয়ে করেছিল এখানকার আরেক ছেলেকে।
০৫ ই এপ্রিল, ২০১৯ বিকাল ৪:৩১
করুণাধারা বলেছেন: মন্তব্য আর প্লাস এর জন্য অসংখ্য ধন্যবাদ ভুয়া মফিজ। কিছুতেই লিখতে পারছিলাম না, তখন আপনার ঝাঁপিয়ে পড়ার আহ্বানে উদ্দীপিত হয় ভাবলাম, এগুলিই দেই! ছোট বালুকার কণা........ এভাবেই ব্লগে কিছুতো অন্তত রাখলাম......
আমার এই প্রার্থনা গল্পের নায়ক এই ব্লগেই আছেন। কিন্তু আপনি যে গল্প বললেন, শুনে টাশকিত হলাম। কত রকম গল্প যে ছড়িয়ে আছে!!!
ঝাপিয়ে যখন পড়েছেনই, উঠবেন না কিন্তু সহজে। ভালো থাকুন।
১৪| ৩১ শে মার্চ, ২০১৯ দুপুর ২:৫৬
জুন বলেছেন: সবগুলো পরমানু গল্প পড়লাম করুনাধারা। বৈপরীত্য আর সুখ একই রকম আমার জীবনেও। আহমেদ জী এস আর আখেনাতেন এর মন্তব্য পড়ে আমিও হাসলাম কিছুক্ষণ।
+
০৫ ই এপ্রিল, ২০১৯ বিকাল ৪:৩৪
করুণাধারা বলেছেন: মন্তব্য আর প্লাসের জন্য অনেক ধন্যবাদ জুন। কিছু একটা লিখতে হবে, তাই ভেবেই এসব লেখা। এগুলো অনেকটাই আমাদের অনেকের জীবনের সাথে মিলে যায়। আসলে ব্লগে আমাদের সবার সুখ, দুঃখ, হাসি, আনন্দ মোটামুটি একই রকম......, আমাদের মানসিকতায় অনেক মিল আছে যে.........
অনেক শুভেচ্ছা।
১৫| ০২ রা এপ্রিল, ২০১৯ রাত ৩:৩৯
মলাসইলমুইনা বলেছেন: প্রিয় ব্লগার করুনাধারা,
পরমাণু গল্পেতো আণবিক বোমা ফাটিয়ে দিয়েছেন ব্লগের একটা সমস্যার ইঙ্গিত দিয়ে । আপনার 'প্রার্থনা' -র কথা বলছি । আমাদের এই ব্লগেও এই উৎপাত আছে।আমি মনে হয় কিছুদিন আগেই কারো একটা লেখায় এনিয়ে বলেও ছিলাম। অন্য কেউ এই বিষয়টা নিয়ে কিছু বলেনি দেখে পরে একটু আনইজিও ফিল করেছি আউট অফ দ্যা বাক্স কিছু বলে ফেললাম নাকি সেটা ভেবে । যাক আপনার 'প্রার্থনা' পরে মন ভার একটু কমল। ও আর শুধু আলেক্সার বন্ধুত্বে সব সময় ডুবে যাবেন না যেন । জীবনের ভালো লাগা, খারাপ লাগা, অসামান্যতার গল্পগুলো আমাদের সাথেও করুন যেমনই ব্লগ বন্ধু হই না কেন আমরা। ভালো থাকবেন ।
০৫ ই এপ্রিল, ২০১৯ বিকাল ৪:৪০
করুণাধারা বলেছেন: আপনার ভাল লাগায় আমি আপ্লুত হলাম, মলা...........
ক্যাচালে জড়াতে চাই না, তাই কিছু বলার ইচ্ছা থাকা সত্ত্বেও অনেক সময় অনেক ব্যাপারে চুপ করে থাকি। আমার কাছে যিনি আদর্শ মানুষ, তাকে কেউ অতি খারাপ ভাষায় গালাগালি করে। তার এই কাজের পিছনের কারন খুঁজতে গিয়ে আমার যেটা মনে হয়েছে, সেটাই আমি প্রার্থনা গল্প লিখেছি। এটা আমার চরম বিরক্তির বহিঃপ্রকাশ, জানিনা ঠিক মতন প্রকাশ করতে পারলাম কিনা!
বহুদিন পর আপনাকে পেয়ে ভালো লাগছে। আশা করি ব্লগের এই দুর্দিনে নিয়মিত হবেন। শুভকামনা।
১৬| ২২ শে এপ্রিল, ২০১৯ রাত ১১:২০
আমি তুমি আমরা বলেছেন: পরিচয়, বৈপরীত্য, আলেক্সা আর প্রার্থনা- বেশ ভাল লেগেছে।
২৩ শে এপ্রিল, ২০১৯ সন্ধ্যা ৬:২৩
করুণাধারা বলেছেন: আপনার ভালো লেগেছে জেনে আমারও ভালো লাগলো, আমি তুমি আমরা।
পরিচয় গল্পটা আমার কাজিনের, কিন্তু এটা লেখার আইডিয়া এসেছে পরমাণু গল্প পড়ার পর- সেই যে ছেলে বাবাকে বলছে, "বাবা আমি বুয়েট থেকে পাশ করে বেরোলাম", বাবা বলছে, "ঠিক আছে, এবার তাহলে বিসিএস এর প্রিপারেশন শুরু কর"! এ রকমই ছিল না আপনার গল্পটা!!!
আমি আপনার পরমাণু গল্পের ভক্ত পাঠক, সেগুলো পড়েই এই লেখার আইডিয়া।
১৭| ২২ শে এপ্রিল, ২০১৯ রাত ১১:২৩
আর্কিওপটেরিক্স বলেছেন: সুন্দর !
ভালো লেগেছে
২৩ শে এপ্রিল, ২০১৯ সন্ধ্যা ৬:২৫
করুণাধারা বলেছেন: ভালো লেগেছে? অনেক ধন্যবাদ।
১৮| ১৮ ই মে, ২০১৯ রাত ৮:৫২
পথিক প্রত্যয় বলেছেন: পরমাণু বোমার মতোই
২১ শে মে, ২০১৯ রাত ৯:২১
করুণাধারা বলেছেন: অনেক ধন্যবাদ পথিক প্রত্যয়, আমার ব্লগে ঘুরে যাবার জন্য।
ভালো থাকুন সতত।
১৯| ০৪ ঠা জুন, ২০১৯ রাত ১১:৩১
খায়রুল আহসান বলেছেন: চমৎকার আটটি পরমানু স্যাটায়ার, (আহমেদ জী এস এর ভাষায়)।
প্রার্থনা এর জন্য ধন্যবাদ। বিষয়টি নিয়ে আমিও কিছু লিখবো বলে মাঝে মাঝে মনস্থ করি। কিন্তু আপনি মাত্র তিনটি লাইনে যা বলেছেন, তার উপরে আর কিছু বলার নেই।
"আমাদের দেশের এক ছেলে এখানে থাকার জন্য নিজেকে গে ঘোষনা দিয়ে বিয়ে করেছিল এখানকার আরেক ছেলেকে" - ভুয়া মফিজ এর এ কথাটি পড়ে হাসবো না কাঁদবো, তা বুঝতে পারছি না।
আখেনাটেন এবং আহমেদ জী এস এর মন্তব্যগুলো ভাল লেগেছে। +
পোস্টে প্লাস + +
২০| ০৫ ই জুন, ২০১৯ দুপুর ২:২৫
করুণাধারা বলেছেন: আপনি আমার পুরানো পোস্টে এসে মন্তব্য করায় এবং লাইক দেয়ায় খুবই অনুপ্রাণিত হলাম, অসংখ্য ধন্যবাদ।
ভুয়া মফিজের মন্তব্য পড়ে আমিও খুব অবাক হয়েছিলাম, সত্যিই ব্লগে এসে কত কিছুই না জানতে পারছি!! আপনি আমার মূল পোষ্টের সাথে মন্তব্যের প্রতিমন্তব্যগুলো পড়েছেন জেনে ভালো লাগলো। ধন্যবাদ আরেকবার।
©somewhere in net ltd.
১| ২৮ শে মার্চ, ২০১৯ সন্ধ্যা ৭:২৫
আহমেদ জী এস বলেছেন: করুণাধারা,
কাতারগামী উড়োজাহাজ ধরতে শাহজালালে এলে কাতর হতেই হয়। আর আসার পথে জ্যামের কারনে গাড়ীতে বসে বসে কাতরাতেও হয়......
সুখটা আজকাল এমনই হয়................
গরীবদের কথা যদি গফুরর রাহিমের একটুও মনে থাকতো.....................
পরমানু স্যাটায়ার। সুন্দর হয়েছে।