নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

করুণাধারা

করুণাধারা

জীবন যখন শুকাইয়া যায় করুণাধায় এসো

করুণাধারা › বিস্তারিত পোস্টঃ

সুকুমার রায়ের গল্প: আশ্চর্য কবিতা

২৯ শে আগস্ট, ২০২০ রাত ৯:০৫

আমাদের ক্লাশে একটি নূতন ছাত্র আসিয়াছে। সে আসিয়া প্রথম দিন‌‌ই সকলকে জানাইল, "আমি পোইট্‌‌রি লিখতে পারি !" একথা শুনিয়া ক্লশের অনেকেই অবাক হ‌‌ইয়া গেল; কেবল দুই-একজন হিংসা করিয়া বলিল, "আমরাও ছেলেবেলায় ঢের ঢের কবিতা লিখেছি।" নতুন ছাত্রটি বোধহয় ভাবিয়াছিল, সে কবিতা লিখিতে পারে শুনিয়া ক্লাশে খুব হুলুস্থুল পড়িয়া যাইবে এবং কবিতার নমুনা শুনিবার জন্য সকলে হা হা করিয়া উঠিবে। যখন সেরূপ কিছুর‌‌ই লক্ষণ দেখা গেল না তখন বেচারা, যেন আপন মনে কি কথা বলিতেছে, এরূপভাবে, যাত্রার মতো সুর করিয়া একটা কবিতা আওড়া‌‌ইতে লাগিল—

ওহে বিহঙ্গম তুমি কিসের আশায়
বসিয়াছ উচ্চ ডালে সুন্দর বাসায়?
নীল নভোমণ্ডলেতে উড়িয়া উড়িয়া
কত সুখ পাও, আহা ঘুরিয়া ঘুরিয়া।
যদ্যপি থাকিত মম পুচ্ছ এবং ডানা
উড়ে যেতাম তব সনে নাহি শুনে মানা-
কবিতা শেষ হ‌‌ইতে না হ‌‌ইতে, ভবেশ তাহার মতো সুর করিয়া মুখভঙ্গী করিয়া বলিল-

আহা যদি থাকত তোমার
ল্যাজের উপর ডানা
উড়ে গেলেই আপদ যেত-
করত না কেউ মানা!
নূতন ছাত্র তাহাতে রাগিয়া বলিল, "দেখ বাপু, নিজেরা যা পার না, তা ঠাট্টা করে উড়িয়ে দেওয়া ভারি সহজ। শৃগাল ও দ্রাক্ষাফলের গল্প শোনোনি বুঝি?" একজন ছেলে অত্যন্ত ভালোমানুষের মতো মুখ করিয়া বলিল, "শৃগাল এবং দ্রাক্ষাফল! সে আবার কি গল্প?" অমনি নূতন ছাত্রটি আবার সুর ধরিল-

বৃক্ষ হতে দ্রাক্ষাফল ভক্ষণ করিতে
লোভী শৃগাল প্রবেশিল এক দ্রাক্ষা ক্ষেতে
কিন্তু হায় দ্রাক্ষা যে অত্যন্ত উচ্চে থাকে
শৃগাল নাগাল পাবে কিরূপে তাহাকে,
বারম্বার চেষ্টায় হয়ে অকৃতকার্য
'দ্রাক্ষা টক' বলিয়া পালাল ছেড়ে রাজ্য।
সেই হ‌‌ইতে আমাদের হরেরাম একেবারে তাহার চেলা হ‌‌ইয়া গেল। হরেরামের কাছে আমরা শুনিলাম যে ছোকরার নাম শ্যামলাল। সে নাকি এত কবিতা লিখিয়াছে যে, একখানা আস্ত খাতা প্রায় ভরতি হ‌‌ইয়াছে আর আট-দশটি কবিতা হ‌‌ইলেই তাহার একশোটা পুরো হয়; তখন সে নাকি ব‌‌ই ছাপা‌‌ইবে।

ইহার মধ্যে একদিন এক কাণ্ড হ‌‌ইল। গোপাল বলিয়া একটি ছেলে স্কুল ছড়িয়া যা‌‌ইবে এই উপলক্ষে শ্যামলাল এক প্রকাণ্ড কবিতা লিখিয়া ফেলিল। তাহার মধ্যে 'বিদায় বিদায়' বলিয়া অনেক 'অশ্রুজল' 'দুঃখশোক' ইত্যাদি কথা ছিল। গোপাল কবিতার আধখানা শুনিয়াই একেবারে তেলে-বেগুনে জ্বলিয়া উঠিল। সে বলিল, "ফের যদি আমার নামে পো‌‌ইট্‌‌রি লিখবি তো মারব এক থাপ্পড়।" হরেরাম বলিল, "আহা বুঝলে না? তুমি স্কুল ছেড়ে যাচ্ছ কিনা, তা‌‌ই ও লিখেছে।" গোপাল বলিল, "ছেড়ে যাচ্ছি তা যাচ্ছি, তোর তাতে কি রে? ফের জ্যাঠামি করবি তো তোর কবিতার খাতা ছিঁড়ে দেব।"

দেখিতে দেখিতে শ্যামলালের কথা ইস্কুলময় রাষ্ট্র হ‌‌ইয়া পড়িল। তাহার দেখাদেখি আরও অনেকেই কবিতা লিখিতে শুরু করিল। ক্রমে কবিতা লেখার বাতিকটা ভয়ানক রকম ছোঁয়াচে হ‌‌ইয়া নিচের ক্লাশের প্রায় অর্ধেক ছেলেকে পা‌‌ইয়া বসিল। ছোট ছোট ছেলেদের পকেটে ছোট ছোট কবিতার খাতা দেখা দিল। বড়দের মধ্যে কেহ শ্যামলালের চেয়েও ভালো কবিতা লিখিতে পারে বলিয়া শোনা যা‌‌ইতে লগিল। ইস্কুলের দেয়ালে, পড়ার কেতাবে, পরীক্ষার খাতায়, চরিদিকে কবিতা গজাইয়া উঠিল।

পাঁড়েজির বৃদ্ধ ছাগল যেদিন শিং নাড়িয়া দড়ি ছিঁড়িয়া ইস্কুলের উঠানে দাপাদাপি করিয়াছিল, আর শ্যামলালকে তাড়া করিয়া খানায় ফেলিয়াছিল, তাহার পরদিন ভারতবর্ষের বড় ম্যাপের উপর বড় বড় অক্ষরে লেখা বাহির হ‌‌ইল—

পাঁড়েজির ছাগলের একহাত দাড়ি,
অপরূপ রূপ তার যা‌‌ই বলিহারি !
উঠানে দাপটি করি নেচেছিল কাল
তারপর কি হ‌‌ইল জানে শ্যামলাল।
শ্যামলালের রঙটি কালো কিন্তু কবিতা পড়িয়া সে যথার্থ‌‌ই চটিয়া লাল হ‌‌ইল, এবং তখনি তাহার নিচে একটা কড়া জবাব লিখিতে লাগিল। সে সবেমাত্র লিখিয়াছে— 'রে অধম কাপুরুষ পাষণ্ড বর্বর-' এমন সময় গুরু গম্ভীর গলা শোনা গেল— "ম্যাপের উপর কি লেখা হচ্ছে?" ফিরিয়া দেখে হেড মাস্টার মহাশয় ! শ্যামলাল একেবারে থতমত খা‌‌ইয়া বলিল, "আজ্ঞে স্যার, ওরা আগে লিখেছিল।" "ওরা কারা?" শ্যামলাল বোকার মত একবার আমাদের দিকে, একবার কড়িকাঠের দিকে তাকাইতে লাগিল, কাহার নাম করিবে বুঝিতে পারিল না। মাস্টার মহাশয় আবার বলিলেন, "ওরা যদি পরের বাড়িতে সিঁদ কাটতে যায়, তুমিও কাটবে?" যাহা হ‌‌উক সেদিন অল্পের উপর দিয়াই গেল, শ্যামলাল একটু ধমক-ধামক খা‌‌ইয়াই খালাস পা‌‌ইল।

ইহার মধ্যে একদিন আমাদের পণ্ডিতমশাই গল্প করিলেন যে, তাঁহার সঙ্গে যাহারা এক ক্লাশে পড়িত, তাহাদের মধ্যে একজন নাকি অতি সুন্দর কবিতা লিখিত। একবার ইন্‌‌স্পেক্টর ইস্কুল দেখিতে আসিয়া, তাহার কবিতা শুনিয়া এমন খুশি হ‌‌ইয়াছিলেন যে, তাহাকে একটা সুন্দর ছবিওয়ালা ব‌‌ই উপহার দিয়াছিলেন।

 ইহার মাসখানেক পরেই ইন্‌‌স্পেক্টর ইস্কুল দেখিতে আসিলেন। প্রায় বিশ-পঁচিশটি ছেলে সাবধানে পকেটের মধ্যে লুকা‌‌ইয়া কবিতার কাগজ আনিয়াছে। বড় হলের মধ্যে সমস্ত স্কুলের ছেলেদের দাঁড় করানো হ‌‌ইয়াছে, হেডমাস্টার মহাশয় ইন্সপেক্টরকে ল‌‌ইয়া ঘরে ঢুকিতেছেন— এমন সময় শ্যামলাল আস্তে আস্তে পকেট হ‌‌ইতে একটি কাগজ বহির করিল। আর যায় কোথা ! পাছে শ্যামলাল আগেই তাহার কবিতা পড়িয়া ফেলে, এই ভয়ে ছোট বড় একদল কবিতাওয়ালা একসঙ্গে নানাসুরে চীৎ‌কার করিয়া যে যার কবিতা হাঁকিয়া উঠিল। মনে হ‌‌ইল, সমস্ত বাড়িটা কর্তালের মতো ঝন্‌‌ঝন্‌‌ করিয়া বাজিয়া উঠিল, ইন্‌‌স্পেক্টর মহাশয় মাথা ঘুরিয়া মাঝ পথেই মেঝের উপর বসিয়া পড়িলেন। ছাদের উপর একটা বিড়াল ঘুমা‌‌ইতেছিল, সেটা হঠাৎ‌ হাত পা ছুড়িয়া তিনতলা হ‌‌ইতে পড়িয়া গেল, ইস্কুলের দারোয়ান হ‌‌ইতে অফিসের কেশিয়ার বাবু পর্যন্ত হাঁ হাঁ করিয়া ছুটিয়া আসিল। সকলে সুস্থ হ‌‌ইলে পর মাস্টার মহাশয় বলিলেন, "এতো চেঁচালে কেন?" সকলে চুপ করিয়া রহিল। আবার জিজ্ঞাসা করা হ‌‌ইল, "কে কে চেঁচিয়েছিল?" পাঁচ-সাতটি ছেলে একসঙ্গে বলিয়া উঠিল— "শ্যামলাল।" শ্যামলাল যে একা অত মারাত্মক রকম চেঁচা‌‌ইতে পারে, এ কথা কেহ‌‌ই বিশ্বাস করিল না। যতগুলি ছেলের পকেটে কবিতার খাতা পাওয়া গেল, স্কুলের পর তাহাদের দেড়ঘণ্টা আটকা‌‌ইয়া রাখা হ‌‌ইল।

অনেক তম্বিতম্বার পর একে একে সমস্ত কথা বাহির হ‌‌ইয়া পড়িল। তখন হেডমাস্টার মহাশয় বলিলেন, "কবিতা লেখার রোগ হয়েছে? ও রোগের ওষুধ কি?" বৃদ্ধ পণ্ডিতমহাশয় বলিলেন, "বিষস্য বিষমৌষধম্‌‌, বিষের ওষুধ বিষ। বসন্তের ওষুধ যেমন বসন্তের টিকা, কবিতার ওষুধ তস্য টিকা। তোমরা যে যে কবিতা লিখেছ তার টিকা করে দিচ্ছি। তোমরা এক মাস প্রতিদিন পঞ্চাশ বার করে এটা লিখে এনে স্কুলে আমায় দেখাবে" এই বলিয়া তিনি টিকা দিলেন—

পদে পদে মিল খুঁজে, গুণে দেখি চৌদ্দ
এই দেখ লিখে দিনু কি ভীষণ পদ্য !
এক চোটে এইবারে উড়ে গেল সবি তা,
কবিতার গুতো মেরে গিলে ফেলি কবিতা।

একমাস তিনি কবিদের এই লেখা প্রতিদিন পঞ্চাশবার আদায় না করিয়া ছাড়িলেন না। এ কবিতার কি আশ্চর্যগুণ— তারপর হ‌‌ইতে কবিতা লেখার ফ্যাশান স্কুল হ‌‌ইতে একেবারেই উঠিয়া গেল।

=================================================================================

গল্প কিংবা কবিতা, কোন কিছু লেখাতেই তেমন জুত করতে পারিনা। তা না হলে কাল্পনিক_ভালোবাসার কথামতো ভৌতিক বা আধি ভৌতিক গল্প লিখে পুরষ্কার জেতার প্রাণপণ চেষ্টা চালিয়ে যেতাম... তা যখন হচ্ছে না তখন দর্শক হয়ে দেখি কে হন সেরা ভূতকার!

কা_ভাকে অসংখ্য ধন্যবাদ, কবিতা প্রতিযোগিতার ঘোষণা না দেয়ায়...

কা_ভার ঘোষণায় উদ্দীপ্ত হয়ে এ পর্যন্ত যারা ভূতের গল্প বা আধি ভৌতিক গল্প (বা কবিতা) দিয়েছেন তার একটা লিষ্টি বানিয়ে নীচে দিলাম। সবচেয়ে উপরে আছে সবশেষে আসা গল্প।

ভৌতিক বা আধি ভৌতিক গল্প প্রতিযোগিতার ঘোষণা দেয়া কাল্পনিক_ ভালোবাসার পোস্ট:
view this link

৩৮) মা হাসান: view this link

৩৭) বিদ্রোহী ভৃগু: view this link

৩৬) আমি সাজিদ: view this link

৩৫) ওমেরা: view this link

৩৪) সোহানী: view this link

৩৩) বিদ্রোহী ভৃগু: view this link

৩২) কবিতা পড়ার প্রহর: view this link

৩১) মা হাসান: view this link

৩০) মোঃ মাইদুল সরকার: view this link

২৯) মিররড ডল: view this link

২৮) শাইয়্যানের টিউশন: view this link

২৭) অজ্ঞ বালক: view this link

২৬) ইমরান আল হাদী: view this link

২৫) গিয়াস উদ্দিন লিটন: view this link

২৪) ওমেরা: view this link

২৩) বিএম বরকতউল্লাহ: view this link

 ২২) পদাতিক চৌধুরী জুনিয়র: view this link

২১) অপু তানভীর: view this link

২০) শেরজা তপন: view this link

১৯) নীল আকাশ: view this link

১৮) মাআইপা: view this link

১৭) রাজীব নুর: view this link

১৬) আখেনাটেন: view this link

১৫) অশুভ: view this link

১৪) পদ্মপুকুর: view this link

১৩) পদাতিক চৌধুরী শেষ পর্ব: view this link

১২) কল্পদ্রুম: view this link

১১) বিএম বরকতউল্লাহ: view this link

১০) রাজীব নুর: view this link

৯) পদাতিক চৌধুরী পর্ব দুই: view this link

৮) বিএম বরকতউল্লাহ: view this link

৭) আহমেদ জী এস: view this link

৬) আমি সাজিদ: view this link

৫) বিএম বরকতউল্লাহ : view this link

৪) পদাতিক চৌধুরী পর্ব এক: view this link

৩) রাজীব নুর: view this link

২) বিএম বরকতউল্লাহ : view this link

১) বিএম বরকতউল্লাহ : view this link

মন্তব্য ৯৩ টি রেটিং +২২/-০

মন্তব্য (৯৩) মন্তব্য লিখুন

১| ২৯ শে আগস্ট, ২০২০ রাত ৯:১৩

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: পোস্ট প্রিয়তে।

২৯ শে আগস্ট, ২০২০ রাত ১০:১৫

করুণাধারা বলেছেন: প্রথম মন্তব্য, লাইক আর পোস্ট প্রিয়তে নেয়ার জন্য অনেক ধন্যবাদ :):):)(:(:(:হাসু মামা। আশা রাখি ভূতের নতুন গল্প এলে পোস্টে জুড়ে দেব।

২৯ শে আগস্ট, ২০২০ রাত ১০:১৮

করুণাধারা বলেছেন: ভূতুড়ে কান্ড! আপনার নামটা কপি পেস্ট করতেই কতগুলো মুখ এসে হাজির? আপনার মুখের ছবি?

২| ২৯ শে আগস্ট, ২০২০ রাত ৯:১৮

খায়রুল আহসান বলেছেন: A change of taste, so absolutely tasty! :)

২৯ শে আগস্ট, ২০২০ রাত ১০:২১

করুণাধারা বলেছেন: কপি পেস্ট পোস্ট ভয়ে ভয়ে দিয়েছিলাম। আপনার থেকে এমন মন্তব্য আর প্লাস পেয়ে ভয় দূর হলো। অসংখ্য ধন্যবাদ।

৩| ২৯ শে আগস্ট, ২০২০ রাত ৯:৩০

চাঁদগাজী বলেছেন:


ভালো; মনে হয়, আগেও পড়েছি

২৯ শে আগস্ট, ২০২০ রাত ১০:২২

করুণাধারা বলেছেন: ধন্যবাদ। এটা দেখছি আমার আগেও আরেকজন সামুতে দিয়েছিলেন!!

৪| ২৯ শে আগস্ট, ২০২০ রাত ৯:৩১

রামিসা রোজা বলেছেন:
ভিন্ন আমেজের একটি লেখা পড়লাম ।
জানিনা এটা কি কি বলবো গদ্য বা পদ্য কিংবা কবিতার
প্রতি দুশমনি কিনা (মজা করে বলছি) কারণ লেখাটি
একদমই অন্যরকম কারণ ভীষণ আনন্দ পেলাম।

তোমরা এক মাস প্রতিদিন পঞ্চাশ বার করে এটা লিখে এনে
স্কুলে আমায় দেখাবে" এই বলিয়া তিনি টিকা দিলেন—

ওমা কী ভয়ঙ্কর শাস্তি, সবাইকে কবিতা লেখার ভূত ছাড়িয়ে
দিলো,(হা হা হা)

লেখাটি খুব ভালো হয়েছে ।

২৯ শে আগস্ট, ২০২০ রাত ১০:২৯

করুণাধারা বলেছেন: লেখাটি খুব ভালো হয়েছে । হতেই হবে, সুকুমার রায় বলে কথা!

আমার ব্লগে প্রথমবারের মতো আপনার সুন্দর মন্তব্য পেয়ে খুব ভালো লাগছে রামিসা রোজা। আশাকরি আগামীতেও সাথে থাকবেন।

ভালো থাকুন, শুভকামনা।

৫| ২৯ শে আগস্ট, ২০২০ রাত ৯:৩৭

নেওয়াজ আলি বলেছেন: একসাথে এত ভূতের গল্প পড়লে অবশ্যই ভূতে ধরবে। তাই জমা রাখলাম ।

২৯ শে আগস্ট, ২০২০ রাত ১০:৩২

করুণাধারা বলেছেন: ভূতের গল্প তো আর চটপট বানানো যায় না, তাই উৎপাদন সীমিত আছে। আস্তে আস্তে পড়ে ফেলুন।

শুভকামনা রইল নেওয়াজ আলি।

৬| ২৯ শে আগস্ট, ২০২০ রাত ৯:৪০

মা.হাসান বলেছেন: কবিদের অপমান সহ্য করা যাইবে না। কাল্পনিক_ভালোবাসার প্রতি তীব্র দাবি জানাইতেছি, অবিলম্বে ব্লগে কবিতা প্রতিযোগিতার আয়োজন করুন। ব্লগের প্রথম পাতায় শুধু কবিতা দিতে হইবে। অন্য লেখা ভিতরে আসুক।

অতীতেও এই দাবি জানানো হইয়াছে। এই বার দাবি না মানা হইলে তীব্র আন্দোলন গড়িয়া তোলা হইবে।

২৯ শে আগস্ট, ২০২০ রাত ১০:৪৯

করুণাধারা বলেছেন: আপনার স্মরণ শক্তি দেখে আমি স্তম্ভিত হয়ে তাই। আমার ছোটবেলায় পড়া বই, টিভিতে বহুকাল আগে প্রচারিত নাটক, রাশান লেখকের গল্প সবই আপনার জানা, এজন্য অনেক দিন পর ভয়ে ভয়ে এই পোস্ট দিলাম; দেখছি এটা আগে প্রকাশিত হয়েছে সেই তথ্য নিয়ে হাজির হলেন!! আপনি কি ব্লগের সব পোস্ট মুখস্থ করে রাখেন, নাকি আপনার মাথায় কম্পিউটার!!

নাহ্, থরে থরে কবিতায় ভরা সামু চাই না, তাই আগে ভাগে বার্তা দেবার জন্য এই কপি পেস্ট পোস্ট। অবশ্য পুরোটা কপি পেস্ট না, এই লিঙ্কগুলো দিতে নিজের কিছু পরিশ্রম করা লেগেছে...

দোয়া করি, আল্লাহ যেন আপনাকে চিরকাল এমন ধীমান রাখেন।

৭| ২৯ শে আগস্ট, ২০২০ রাত ৯:৪২

মা.হাসান বলেছেন: কবিতার ছন্দে ভুতের গল্প থুক্কু ভুতের কবিতা লিখিতে হইবে। সাইনবোর্ড ভাই, ইসিয়াক ভাই, ফাতেমা ছবি আপা- সকল কবির প্রতি আহবান জানাইয়া গেলাম।

আপনার পোস্টটির জন্য অনেক ধন্যবাদ। ব্লগে অনিয়মিত হয়ে পড়েছি, খুব কাজে দেবে।

২৯ শে আগস্ট, ২০২০ রাত ১০:৫৫

করুণাধারা বলেছেন: ভাবছি 'পাগল সাঁকো নাড়াস নে' এর মতো হয়ে গেল কিনা!! আপনার উল্লেখিত কবিবৃন্দ এখন হয়ত ভূতুড়ে কবিতা নিয়ে আসবেন। ইতিমধ্যে দুজন কবিতা দিয়েছেন!!

কা_ভা কেবল ভৌতিক বা আধি ভৌতিক অভিজ্ঞতা লিখতে বলেছেন, ছন্দে ছন্দে অভিজ্ঞতা লেখা যাবে না এমন কিছু কা_ভা তো উল্লেখ করেননি। :(

৮| ২৯ শে আগস্ট, ২০২০ রাত ৯:৪৮

লাবনী আক্তার বলেছেন: মজার গল্প।

২৯ শে আগস্ট, ২০২০ রাত ১০:৫৮

করুণাধারা বলেছেন: সত্যি মজার গল্প- এই জীবনে যদি এমন লিখতে পারতাম!!

মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ লাবনী আক্তার। ভালো থাকুন, শুভকামনা।

৯| ২৯ শে আগস্ট, ২০২০ রাত ১১:২০

পদাতিক চৌধুরি বলেছেন: চমৎকার হয়েছে আপু। কালকে সময় নিয়ে আবার আসবো।

৩০ শে আগস্ট, ২০২০ দুপুর ১২:২৭

করুণাধারা বলেছেন: ধন্যবাদ পদাতিক চৌধুরী। গল্প দিয়েছি স্বাদ বদলের জন্য, আসলে ভৌতিক/ আধিভৌতিক গল্পের তালিকা করাই উদ্দেশ্য ছিল। ইচ্ছা আছে ভবিষ্যতে আরো পোস্টের লিংক জুড়ে দেবার। আপনার, এবং আপনার শ্রীমানের লিঙ্ক দিয়েছি, কিছু বাদ পড়লে জানাবেন। শুভকামনা রইল।

১০| ২৯ শে আগস্ট, ২০২০ রাত ১১:৩৮

ওমেরা বলেছেন: এই আপু ভুতের গল্পের চেয়ে আপনার লিখা পড়েই তো আমি ভয় পেলাম কিছু শব্দ এত কঠিন বুঝতেই পারি নাই।
অনেক ধন্যবাদ আপু।

৩০ শে আগস্ট, ২০২০ দুপুর ১২:৩১

করুণাধারা বলেছেন: ওমেরা, একশ বছরেরও বেশি আগের বাংলা সাহিত্যের গল্প এটা। অনেক শব্দ অপ্রচলিত, সাধু ভাষায় লেখা। তাই হয়ত পড়তে অসুবিধা লাগছে।

তোমার গল্পের লিঙ্ক দেয়া আছে। :D

১১| ৩০ শে আগস্ট, ২০২০ রাত ১২:১৯

রাজীব নুর বলেছেন: সুকুমার অল টাইম বস।

৩০ শে আগস্ট, ২০২০ দুপুর ১২:৩২

করুণাধারা বলেছেন: তা আর বলতে! একশো বছর আগের গল্প আজো পড়া যায়!

১২| ৩০ শে আগস্ট, ২০২০ রাত ১:০১

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: গল্পটা আমার পড়া আছে বলে আর পড়ি নাই। এটা 'পাগলা দাশু' গল্পগ্রন্থের অন্তর্গত।

সুকুমার রায়ের গল্পের ভেতরে কি অন্য কিছু আছে? থাকলে বলেন, আবার এসে পড়বো :)

৩০ শে আগস্ট, ২০২০ দুপুর ১২:৩৯

করুণাধারা বলেছেন: না, হুবহু কপি পেস্ট, নিজের কিছু নেই! B-)

এটা আপনার পড়া না থাকলেই অবাক হতাম। আসলে ভূতের গল্পের ভিড়ে স্বাদ বদলের জন্য এই গল্প দিয়েছি। শেষ ভাগে অবশ্য সব ভূতুড়ে গল্পের লিঙ্ক জুড়ে দিয়েছি। আপনার আজকের গল্পের লিঙ্কও আপডেট করার সময় জুড়ে দেব।

১৩| ৩০ শে আগস্ট, ২০২০ রাত ১:৩০

সিদ্ধাচার্য লুইপা বলেছেন: পোস্ট লাইক দিলাম, প্রিয়তে নিলাম। এখন বলি, এটা অষ্টম আশ্চর্যের কম কিছুই না। সত্যজিতের ভাষায়, টেলিপ্যাথির ঠাকুরদাদা। আজকে নিজের কবিতা পোস্ট দেয়ার আগে ভাবছিলাম যে সেফ হওয়ার পর যে যে পোস্ট করবো তার মধ্যে এই গল্পটাও থাকবে। এবং, কি আশ্চর্য!!! ধন্যবাদ আপনাকে।

৩০ শে আগস্ট, ২০২০ দুপুর ১২:৪৮

করুণাধারা বলেছেন: সিদ্ধাচার্য লুইপা, আপনি আমার ব্লগে এসেছেন এতেই আমি খুব খুশি, লাইক দেওয়ায় আর প্রিয়তে নেয়ায় অনুপ্রাণিত বোধ করছি।

আমার অবশ্য খারাপ লাগছে আপনি দেবার আগেই আমি গল্পটা দিয়ে ফেলেছি জেনে। কী আর করা!! প্রার্থনা করি আপনি তাড়াতাড়ি সেফ হয়ে যান।

টেলিপ্যাথি আমার খুব প্রিয় বিষয়। কিছুদিন আগে এই বিষয়ে একটা ইংরেজি উপন্যাসের ভাবানুবাদ ব্লগে ধারাবাহিক ভাবে দিয়েছি। ভবিষ্যতে আরো লিখতে চাই এ বিষয়ে। আশাকরি পাশে থাকবেন। শুভকামনা রইল।

১৪| ৩০ শে আগস্ট, ২০২০ দুপুর ১২:১৬

মোঃ মাইদুল সরকার বলেছেন:
সুন্দর গল্প শেয়ারে ধন্যবাদ।

৩০ শে আগস্ট, ২০২০ দুপুর ১২:৫০

করুণাধারা বলেছেন: অনেক ধন্যবাদ মোঃ মাইদুল সরকার। আপনার কি কোন ভৌতিক গল্প আছে? থাকলে দয়াকরে লিঙ্ক দিন, আমি জুড়ে দেব।

অসংখ্য ধন্যবাদ ও শুভকামনা।

১৫| ৩০ শে আগস্ট, ২০২০ দুপুর ১২:৫০

ভুয়া মফিজ বলেছেন: এটা আগেই পড়া, তবে এমন একটা লেখা এটি, যেটা বার বার পড়া যায়। প্রতিবারই নতুন করে পড়ার মজা পাওয়া যায়। এমন একটা মনে আনন্দ জাগানো পোষ্টের জন্য আপনাকে ধন্যবাদ।

আপনার নতুন লেখা কবে পাচ্ছি? কিছু একটা লিখেন; গল্প, অনুবাদ, প্রবন্ধ (ভুলেও কবিতা লেখার চেষ্টা করবেন না যেন!!) যা হয় একটা কিছু। :)

৩০ শে আগস্ট, ২০২০ দুপুর ১:১২

করুণাধারা বলেছেন: ঠিক তাই, একশো বছরেও এই গল্পের মজাত্ব একটুও কমেনি। স্বাদ বদলের জন্য দেয়া, মা হাসান কিছুক্ষণের মধ্যেই প্রমাণ নিয়ে আসলেন এটা আগেই ব্লগে এসে গেছে...

আপনি তো বললেন ভুতুড়ে গল্প লিখছেন, কই? আপনার গল্পের অপেক্ষায় আমি পোস্ট দিতে দেরি করলাম। :( ঠিকাছে, যখনই দেবেন লিঙ্ক জুড়ে দেব, তবে জমজমাট ভূতুড়ে হওয়া চাই।

কত লেখাই তো লেখা আছে, মাথা থেকে আঙ্গুলের মাথায় আসতে চাচ্ছে না...

তাড়াতাড়ি গল্প নিয়ে আসেন।

১৬| ৩০ শে আগস্ট, ২০২০ দুপুর ১:০৪

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:
না, হুবহু কপি পেস্ট, নিজের কিছু নেই!
মাঝে মাঝে স্রেফ মজা করার জন্যই মূল লেখাটার মাঝখানে কিছু ভিন্ন জিনিস ঢুকিয়ে দিয়ে থাকি। এ পোস্টটাও ওরকম কিছু কিনা এজন্য জিজ্ঞাসা করেছিলাম :)

আপনার আজকের গল্পের লিঙ্কও আপডেট করার সময় জুড়ে দেব।
অনেক ধন্যবাদ আপু। তবে, ওটার লিংক এখানে দেয়ার দরকার নেই আপু। আমার পোস্টটা ঠিক এই ক্যাটাগরির মধ্যে ফেলতে চাই না আমি।

আপনার মৌলিক পোস্ট অবশ্য অনেক দিন ধরেই পড়া হয় না আমার। পরের পোস্ট যাতে মিস না হয়ে, এজন্য নিজেকে ওয়ার্নিং দিয়ে রাখলাম :)

৩০ শে আগস্ট, ২০২০ দুপুর ১:১৭

করুণাধারা বলেছেন: আচ্ছা, ঠিক আছে।

এইমাত্র মনে পড়ল আপনার গল্প পড়েছি কিন্তু মন্তব্য করতে ভুলে গেছি!!

হঠাৎ মনে পড়ল অনেক দিন মৌলিক কিছু লিখি নি, অনুবাদ আর কপি পেস্ট করে চলছি। এবার নিজস্ব কিছু লিখতে হবে।

আবার ফিরে আসায় ধন্যবাদ সোনাবীজ; অথবা ধুলোবালিছাই, শুভকামনা।

১৭| ৩০ শে আগস্ট, ২০২০ দুপুর ১:১৮

ভুয়া মফিজ বলেছেন: ভুতুড়ে গল্প লিখছি কাকে বললাম! কখন বললাম!! :(
আমি আরেকটা জরুরী লেখা লিখছি......ভুতুড়ে গল্প লেখার টাইম নাই। আপনে একটা লিখেন। একটু কড়া মাল-মশলা দিয়ে। :)

৩০ শে আগস্ট, ২০২০ দুপুর ১:৩৭

করুণাধারা বলেছেন: বলেন নাই? আমার স্পষ্ট মনে হচ্ছে কোন মন্তব্যে কাকে যেন বললেন!! এটাও কোন ভূতের কান্ড নাকি? :|

ভূতুড়ে না, একশ বছর পরের পৃথিবী নিয়ে লেখা লিখতে ইচ্ছা করতেছে। দেখি লিখতে পারি কিনা!!

১৮| ৩০ শে আগস্ট, ২০২০ দুপুর ১:৪৪

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: তা আর বলতে! একশো বছর আগের গল্প আজো পড়া যায়!

দারুন প্রতিভাবান ছিলেন। অথচ খুব অল্প দিন বেঁচে ছিলেন।

৩১ শে আগস্ট, ২০২০ বিকাল ৫:৫৩

করুণাধারা বলেছেন: অনেক ধন্যবাদ রাজীব নুর।

১৯| ৩০ শে আগস্ট, ২০২০ দুপুর ১:৪৭

ভুয়া মফিজ বলেছেন: নাহ্, মনে পড়ে না। জুন আপা লিখতে বলেছিল......তখন আমি বলেছিলাম, কাভা ভায়ের আহ্বান আগে দেখি নাই, আর এতো অল্প সময়ে আমার পক্ষে কিছু লেখা সম্ভব না।

অবশ্য আমার লেটেস্ট গল্পটাকে ভুতুড়ে বলা যায়। বাচ্চাটা কার বাচ্চা সেটা তো বোঝা যাচ্ছে না। ভুতুড়ে ব্যাপার না!!!! :P

৩১ শে আগস্ট, ২০২০ বিকাল ৫:৫৭

করুণাধারা বলেছেন: লেটেস্ট গল্পটা আরেকটু রঙ মাখালে একেবারে ভূতের মতো দেখাবে!! এইটা করতে পারতেন।

কে যে বলল, "দাঁড়ান, আসতেছি ভূতের গল্প নিয়ে"!! মনে হয় আখেনাটেন।

২০| ৩০ শে আগস্ট, ২০২০ দুপুর ২:৪৮

ঢাবিয়ান বলেছেন: দারুন লিখেছেন। আপনি এত চমৎকার রম্য লিখতে পারেন জানা ছিল না ।

৩১ শে আগস্ট, ২০২০ বিকাল ৫:৫৯

করুণাধারা বলেছেন: মন্তব্য দেখে ভয় পেয়ে গিয়েছিলাম ঢাবিয়ান, পরে না আবার চৌর্যবৃত্তির দায়ে পড়ে যাই!!

২১| ৩০ শে আগস্ট, ২০২০ বিকাল ৪:৩০

আখেনাটেন বলেছেন: প্রিয় সুকুমার রায়ের লেখা, আগে পড়েছি, আপনার সুবাধে আবার পড়লাম। বেশ। :D

অনেকের সুরে হুক্কা হুয়া করতে চাই...........এসব ভুতুড়ে পোস্টের পাশাপাশি.আপনার মৌলিক লেখা দিন। পানসে ব্লগ কিছুটা গতি পাক। B-)

৩১ শে আগস্ট, ২০২০ সন্ধ্যা ৬:০১

করুণাধারা বলেছেন: জানিনা মন্তব্য দেখতে ফিরবেন কিনা!! ব্লগের পরিবেশ বিনষ্ট কারীর বিরুদ্ধে জানাতে হবে, সেজন্য একটা লেখা দেবার ইচ্ছা।

২২| ৩০ শে আগস্ট, ২০২০ রাত ৮:৩৬

ঢাবিয়ান বলেছেন: সরি আপু, সুকুমার রায়ের লেখাটা আগে পড়িনি , তাই ভেবেছি আপনার লেখা। যাই হোক আপনার সুবাদে এমন চমৎকার লেখাটা পড়তে পারলুম।

৩১ শে আগস্ট, ২০২০ সন্ধ্যা ৬:০৩

করুণাধারা বলেছেন: আবার এসে জানিয়ে যাবার জন্য অনেক ধন্যবাদ ঢাবিয়ান।

২৩| ৩০ শে আগস্ট, ২০২০ রাত ৯:৩৪

পদাতিক চৌধুরি বলেছেন: এখনও পর্যন্ত ভৌতিক ও আধা ভৌতিক ঘটনা গুলো আপনার সৌজন্যে একত্রে পেয়েছি। কয়েকটি এখন ও পড়ে উঠতে পারিনি। সময় নিয়ে সেগুলো ঝ পড়বো। সোজা প্রিয়তে । ধন্যবাদ আপু আপনাকে।
শুভেচ্ছা নিয়েন।

৩১ শে আগস্ট, ২০২০ সন্ধ্যা ৬:০৪

করুণাধারা বলেছেন: আপনার ভৌতিক গল্পগুলো এই সুবাদে পড়া হয়েছে। কেমন লাগলো জানাতে আসার আশা রাখি। ভালো থাকুন।

২৪| ৩০ শে আগস্ট, ২০২০ রাত ১১:৩৩

মুক্তা নীল বলেছেন:
আপা ,
এই পোস্টটি এই সময়ের দাবি রাখে।সুকুমার রায়ের লেখাকে
রস কষ দিয়ে আপনি যেভাবে লিখেছেন আমার ধারণাই
ঠিক আপনি ভীষণ মজার মানুষ বিনোদিত হইলাম অনেক।
ভালো থাকুন আপা এই প্রত্যাশা রইলো ।

৩১ শে আগস্ট, ২০২০ সন্ধ্যা ৬:০৬

করুণাধারা বলেছেন: এই সুন্দর মন্তব্যর জন্য অনেক ধন্যবাদ মুক্তা নীল।

ভালো থাকুন আপনিও, শুভকামনা রইল।

২৫| ৩১ শে আগস্ট, ২০২০ রাত ১:০৪

ঠাকুরমাহমুদ বলেছেন:

করুণাধারা আপা,
ব্লগে চার বিবাহ নিয়ে দাঙ্গা লেগে যাওয়ার মতো অবস্থা হয়েছিলো, আমি বেগতিক দেখে হাতের কাছে বেত না পেয়ে রাবার বেল্ট নিয়ে উপস্থিত হই - যে পিটিয়ে লম্বা করবো। তখন আমাদের সুযোগ্য এডমিন কাল্পনিক ভালোবাসা ভাই ব্লগের দাঙ্গা ফ্যাসাদ বন্ধ করার জন্য ভূতের গল্পের প্লট নিয়ে আসেন। প্রমাণ আমাদের চোখের সামনে - ব্লগ এখন ভূতে ভূতময়। আমরা সত্যি সত্যি গর্বিত। ব্লগ জীবনের সবচেয়ে বেস্ট এডমিনকে আমরা পেয়েছি।

যারা ভূতের গল্প লিখছেন তাদের সহ আপনাকে আমাদের ব্রাহ্মণবাড়িয়ার জেলার খেজুরের গুড়ের “বরফি খির” শুভেচ্ছা রইলো।

৩১ শে আগস্ট, ২০২০ সন্ধ্যা ৬:০৮

করুণাধারা বলেছেন: আপনার মন্তব্য একেবারে মিষ্টি মাখা, মন ভালো হয়ে গেল ভাই।

ভালো থাকুন আপনিও, শুভকামনা সবসময়।

২৬| ৩১ শে আগস্ট, ২০২০ রাত ২:১৬

কবিতা পড়ার প্রহর বলেছেন: শ্যামলালের গল্প যদিও পড়া। তবুও আবার পড়িলাম। আপা আমার প্রিয় মানুষ দাশু। সেও কম নয়।
আর ভূত বিস্তর দেখিয়াছি জীবনে। কিন্তু লিখিতে ভয় লাগে।

৩১ শে আগস্ট, ২০২০ সন্ধ্যা ৬:১১

করুণাধারা বলেছেন: দাশু আমারও খুব প্রিয়। শ্যামলালের গল্প পড়ার সাথে সাথে পাগলা দাশু সবগুলো পড়লাম।

মন্তব্যর জন্য অনেক ধন্যবাদ কবিতা পড়ার প্রহর। আপনার লেখার হাত চমৎকার, একটা ভূতের গল্প লিখেছি ফেলুন না!!

২৭| ৩১ শে আগস্ট, ২০২০ সন্ধ্যা ৭:৪৪

কবিতা পড়ার প্রহর বলেছেন: ভূতের গল্প লিখবো? তাহলে তো ভূতের সাথে মারামারি হয়ে যাবে। খুনাখুনিও হতে পারে।

৩১ শে আগস্ট, ২০২০ রাত ১১:১০

করুণাধারা বলেছেন: কেন? আপনি কি ভূতেদের কোন গোপন কথা জানেন? সেটা প্রকাশ করলেই মারামারি খুনোখুনি হতে পারে? তবে আর গল্প লিখে কাজ নেই!!

২৮| ৩১ শে আগস্ট, ২০২০ রাত ৮:৫৪

আহমেদ জী এস বলেছেন: করুণাধারা,



ব্লগের হালচালের সাথে মিলে গেছে হুবহু।

ব্লগেও এরকম -
"ব্লগে এসে গুনে দেখি কবিতা পোস্ট চৌদ্দ
তাই দেখে আমিও দিলুম ফাটাফাটি এক পদ্য। "

এভাবে একমাস যদি কাভা আমাদের দিয়ে একশোবার লেখাইতো তবে কবিতা লেখার ফ্যাশান ব্লগ হইতেও উঠিয়া যাইতো। :| :D
কাভা
কে কবিতা প্রতিযোগিতা আহ্বান না করার জন্য ধন্যবাদ জানাইয়াছেন।" পাগলা সাক্কা লাড়াইস না "র মতো আমারও এমন মনে হইলো একটু নাড়া দেই। :P

সহৃদয় পাঠক, এমন মন্তব্যে রাগান্বিত হইবেন না । এটা এই পোস্টের আদলে খানিকটা রম্য করা হইয়াছে মাত্র।

০৩ রা সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৪:৫৮

করুণাধারা বলেছেন: এভাবে একমাস যদি কাভা আমাদের দিয়ে একশোবার লেখাইতো তবে কবিতা লেখার ফ্যাশান ব্লগ হইতেও উঠিয়া যাইতো। বালাই ষাট!! কবিতা না থাকলে তো সামু ব্লগ একেবারেই পানসে হয়ে যাবে... মাঝে মাঝে চমৎকার সব কবিতা থাকে, যেগুলো অনেক দিন পরেও আমার মনে আছে, যেমন আপনার ঊর্ণনাভ কবিতা...

সাঁকো নাড়াতে হবে না, বরং একটা কবিতা দিয়ে ফেলুন।

২৯| ৩১ শে আগস্ট, ২০২০ রাত ১০:০৭

আখেনাটেন বলেছেন: লেখক বলেছেন: জানিনা মন্তব্য দেখতে ফিরবেন কিনা!! ব্লগের পরিবেশ বিনষ্ট কারীর বিরুদ্ধে জানাতে হবে, সেজন্য একটা লেখা দেবার ইচ্ছা। --আপা, দুর্গন্ধযুক্ত মানুষেরা টের পান না যে তাদের গায়ের গন্ধে তিষ্টানো দায় হয়ে যাচ্ছে। দ্যাখেন, লিখে কিছু উপকার হয় কিনা। যদিও ...বাঁকা লেজ সোজা করা মুশকিল বটে।

০৩ রা সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৫:০৩

করুণাধারা বলেছেন: বাঁকা লেজ সোজা, নাকি শায়মার ভাষায় ভূতের আছর!! তাই হোক, খারাপ কাজের প্রতিবাদ তো করতেই হবে।

কিন্তু একেবারেই সময় করে উঠতে পারিনা, অথবা অসীম এক ক্লান্তি কাটাতে পারছি না।

ফিরে আসায় আন্তরিক ধন্যবাদ আখেনাটেন, আমি খুবই খুশি হয়েছি।

৩০| ৩১ শে আগস্ট, ২০২০ রাত ১০:০৯

আখেনাটেন বলেছেন: আহমেদ জী এস বলেছেন:কাভাকে কবিতা প্রতিযোগিতা আহ্বান না করার জন্য ধন্যবাদ জানাইয়াছেন।" পাগলা সাক্কা লাড়াইস না "র মতো আমারও এমন মনে হইলো একটু নাড়া দেই। :P --- =p~ :-P

০৩ রা সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৫:০৫

করুণাধারা বলেছেন: :||

৩১| ০১ লা সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৫:১৭

জুন বলেছেন:
শুনতে পেলাম পোস্তা গিয়ে
তোমার নাকি মেয়ের বিয়ে?
গংগারাম কে পাত্র পেলে!
শুনতে চাও সে কেমন ছেলে?
হাহাহা এই কবিতাগুলোর লেখক সুকুমার রায় এর "আবোল তাবোল" এক সময় কন্টস্থ ছিল। সাথে লীলা মজুমদারের "দিন দুপুরে" আর "পদী পিসির বর্মী বাক্স"। আহা সেমন লেখক আর চোখে পরে না করুনাধারা।
আপনার তালিকায় নাম লেখার জন্য একটা ভুতের গল্প লেখার কথা ভাবছি #:-S

০৩ রা সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৫:১০

করুণাধারা বলেছেন: এই কবিতাগুলোর লেখক সুকুমার রায় এর "আবোল তাবোল" এক সময় কন্টস্থ ছিল। সাথে লীলা মজুমদারের "দিন দুপুরে" আর "পদী পিসির বর্মী বাক্স"। আহা সেমন লেখক আর চোখে পরে না তেমন পাঠক কি আর আছে? আমার বাংলা মাধ্যমে পড়া ছেলেমেয়েদের এইসব কবিতা কন্ঠস্থ করা দূরে থাক, লীলা মজুমদার কখনো পড়াতেও পারিনি। :(

ভূতের গল্প লিখে ফেলুন, তালিকায় যোগ করে দেই...

৩২| ০১ লা সেপ্টেম্বর, ২০২০ রাত ১০:৪৬

আমি তুমি আমরা বলেছেন: খুব পছন্দের একটা গল্প, সেই ছোটবেলায় পড়েছিলাম। আপনার পোস্টের সুবাদে আজ আবার পড়া হল।

পোস্টটির জন্য ধন্যবাদ প্রিয় ব্লগার। :)

০৩ রা সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৫:২৬

করুণাধারা বলেছেন: রবীন্দ্রনাথ যেমন ফটিকের মধ্যে দিয়ে কিশোরদের মানস ফুটিয়ে তুলেছিলেন তেমনি সুকুমার রায় এই গল্প গুলোর মধ্য দিয়ে চিরকালীন কিশোর মানস ফুটিয়ে তুলেছেন চমৎকার ভাবে। নাকি আজকালকার কিশোরদের ভাবনা অন্যরকম!!

এই সব ভেবে অনেক বার পড়া গল্পটা তুলে দিয়েছিলাম। আরেকবার পড়বার জন্য অনেক ধন্যবাদ আমি তুমি আমরা!

৩৩| ০১ লা সেপ্টেম্বর, ২০২০ রাত ১১:২৮

শায়মা বলেছেন: হা হা হা পোস্ট পড়ে শ্যাললাল জ্যামলাল সবাইকেই মনে পড়ে গেলো আপুনি!!!

তবে মনে হয় ভূতের গল্পের সাথে সাথে ভূ্তের আছরও কিছু কিছু মানুষের উপর পড়ে মাথা বিগড়ায় গেছে..........

ঝাঁড় ফুক প্রয়োজন। যাকে তাকে মানে অতি সজ্জন মানুষের উপর দুজ্জন ভূতের আছর নাহি মানুঙ্গে.......

০৩ রা সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৫:৩০

করুণাধারা বলেছেন: মনে হয় ভূতের গল্পের সাথে সাথে ভূ্তের আছরও কিছু কিছু মানুষের উপর পড়ে মাথা বিগড়ায় গেছে..........
তোমার নজর দেখি কিছুই এড়ায় না!! ঠিকই বলেছ, ঝাঁড়ফুক দরকার! ঝাঁটা রেডি করি...

৩৪| ০১ লা সেপ্টেম্বর, ২০২০ রাত ১১:৪০

মা.হাসান বলেছেন: ব্যস্ত থাকি বলে সময় মতো প্রতিবাদ করতে পারি নি।
টিভির নাটকের কথা ভুলে গিয়েছিলাম, আপনার পোস্ট পড়ার পর মনে হয়েছিলো। তার কিছু দিন আগে চেকভের পারি গল্পটা স্ত্রীর কাছে শুনছিলাম। গ্যাঞ্জাম করার উদ্যেশ্যে ঋনাত্বক শূন্যের পোস্ট টা প্রিয়তে রাখা ছিলো (সময় পাই না বলে গ্যাঞ্জাম করতে পারছি না)। কাজেই স্মরণ শক্তির বিশেষ ভূমিকা নেই।

২৮টা পোস্টের শুধু লিংক তৈরিতেই তো ঘন্টা খানেক লাগে। এত কষ্ট করার জন্য অনেক ধন্যবাদ। পরে আরো কিছু ভৌতিক ঘটনার পোস্ট এসেছে। সুযোগ পেলে আপডেট করার অনুরোধ রেখে গেলাম।

দোয়াই যদি করবেন তবে চেতনা সমুন্নত থাকার জন্য করিয়েন, কাজে লাগবে।

০৩ রা সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৫:৩৫

করুণাধারা বলেছেন: আপনার স্মরণ শক্তি দেখে কে কে জানি মুগ্ধ হয়ে মন্তব্যে লাইক দিয়ে গেছে!!

আচ্ছা, চেতনা সমুন্নত রাখার দোয়াই করব, ধর্মীয় চেতনা...

ইচ্ছা আছে ২/৩টা করে আপডেট করব, আমাকে কোন ভূতে না ধরলেই হয়... #:-S

৩৫| ০৩ রা সেপ্টেম্বর, ২০২০ রাত ৮:৩৭

আহমেদ জী এস বলেছেন: করুণাধারা,




প্রতিমন্তব্যের জন্যে ধন্যবাদ।

কবিতা না থাকলে তো সামু ব্লগ একেবারেই পানসে হয়ে যাবে...
তা অবশ্য ভিন্ন অর্থে ঠিক। ব্লগের উপস্থিতির সংখ্যা কমে যাবে।
মাঝে মাঝে যে ভালো কবিতা আসেনা তাও কিন্তু নয়। হঠাৎ হঠাৎ তাদের দেখা মেলে যদিও ভালো হতো সব সময় তাদের দেখা মিললে।
সাঁকো নাড়াতে হবে না, বরং একটা কবিতা দিয়ে ফেলুন।
এই সেরেছে !! দেখি, আপনার কথা রাখতে পারি কিনা!!

০৬ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ১০:৪৯

করুণাধারা বলেছেন: দেখার জন্য বেশি সময় দিতে পারছি না, কবিতা তাড়াতাড়ি দিয়ে দিন।

দ্রষ্টব্য ৩৬ নম্বর মন্তব্য: কবিতা নিয়ে প্রতিযোগিতা হবে - 'কে কয় দিন কবিতা না লিখে থাকতে পারেন'। যিনি সবচেয়ে দীর্ঘ মেয়াদে কবিতা না লিখে থাকতে পারবেন - উনার জন্য থাকবে আকর্ষনীয় পুরুষ্কার। এই প্রতিযোগিতা শুরু হবার আগেই কবিতা পোস্ট করে প্রতিযোগিতা শুরু হলে চুপচাপ বসে থাকুন- কপালে থাকলে প্রথম হতেও পারেন। শুভকামনা রইল।

৩৬| ০৬ ই সেপ্টেম্বর, ২০২০ দুপুর ২:৪৮

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: আপা আপনাকে আন্তরিক ধন্যবাদ। অসামান্য প্রতিভাবান একজন লেখক হচ্ছেন সুকুমার রায় গং!
গং শব্দটি বললাম, কারন - এরা পারিবারিক ভাবেই অসামান্য প্রতিভাবান।

কবিতা নিয়ে প্রতিযোগিতা হবে - 'কে কয় দিন কবিতা না লিখে থাকতে পারেন'। যিনি সবচেয়ে দীর্ঘ মেয়াদে কবিতা না লিখে থাকতে পারবেন - উনার জন্য থাকবে আকর্ষনীয় পুরুষ্কার।

আপনার তৈরীকৃত লিস্ট আমার খুব কাজে লাগবে। আবারো আন্তরিক ধন্যবাদ।


০৬ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ১১:০৭

করুণাধারা বলেছেন: এরা পারিবারিক ভাবেই অসামান্য প্রতিভাবান। ঠিক তাই। বাংলা শিশু- কিশোর সাহিত্যে এই পরিবারের অবদান অনন্য। খুব দুঃখ হয় যখন দেখি আজকাল ছেলেমেয়েরা ফেলুদা বা প্রফেসর শঙ্কু না পড়ে হ্যারি পটার পড়ছে...

আপনার প্রতিযোগিতার ঘোষণায় ব্লগাররা যেভাবে উৎসাহী হয়ে চমৎকার সব পোস্ট নিয়ে আসতে লাগলেন; আমারও ইচ্ছা হল তাদের আনন্দে ভাগীদার হই, তাই এই পোস্ট! এই লিস্ট আপনার কাজে আসলে সেটা হবে আমার পুরষ্কার। :)

৩৭| ০৬ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ১০:০৩

কবিতা পড়ার প্রহর বলেছেন: হাউ মাউ খাউ ভূতের গন্ধ পাও - ভূতেদের দিনরাত্রী


ঠিকই ভূতের সাথে খুনাখুনিই হয়ে গেলো আপা।

০৬ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ১০:৩৯

করুণাধারা বলেছেন: কিছুটা পড়ে লিঙ্ক রোগ করলাম। বাকিটা পড়ে গল্পে মন্তব্য!

৩৮| ০৭ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ১২:০৩

কল্পদ্রুম বলেছেন: এই পোস্ট এখনই চোখে পড়লো। সবার পোস্ট নিয়ে এভাবে লিস্ট তৈরিতে পরিশ্রম করতে হয়েছে বুঝতে পারছি। আপনাকে ধন্যবাদ আপা। এই লিস্টের বেশিরভাগের লেখাই পড়েছিলাম। যে কয়টা বাকী আছে ওগুলো ধীরে সুস্থে পড়া যাবে।

০৭ ই সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৩:৩৬

করুণাধারা বলেছেন: আমার ব্লগে স্বাগতম কল্পদ্রুম। শুভকামনা রইল।

৩৯| ০৭ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ১:২৮

কবিতা পড়ার প্রহর বলেছেন: ধন্যবাদ আপা। আমি মূলত দারুণ রকম ভূত প্রেত অবিশ্বাসী মানুষ। কাজেই ভূতের গল্প যদি সেই অর্থে লিখতে বলা হয় যে আমার জীবন থেকে নেওয়া তো দারুণ হাস্যকর হবে। আমার জীবনে ভূতের দেখা আমি পাইনি তা নয় তবে তা নানান অর্থবোধক ভূত। সত্যিকারে গ্রামবাংলায় যে সব প্রচলিত আছে। ঐ নিশি ডাকলো, কুকুর বেড়ালের রূপ ধরে জ্বীন ভূত আসলো সেসব আমার জানা দেখা বা বোঝার বাইরে। আমি শুধু যেটুকু বুঝি মানুষের দেখার ভুল, শোনার ভুল এবং আসল কথা মনের ভুলে মানুষ নানা রকম ভাবনা ভেবে নিয়েই মস্তিস্কে ভূত প্রেত অশরিরী বস্তু বানিয়ে ভয় পায় বা অন্যকে তা শুনিয়ে সংক্রমিত করে।

তাই বলে ভাববেন না আমি যেই গল্পটা লিখেছি তা মিথ্যা ভূতের গল্প।গাঁজা টাজা খেয়েও লিখিনি। এই গল্পটা এক্কেরে সত্যি ছিলো। বিশ্বাস না হয় অর্ককে জিগাসা করে দেখতে পারেন। আপনি চাইলে তার ঠিকানা দিয়ে দেবো। হে হে
তবুও অবিশ্বাস করা চলবে না নইলে যে মডারেটরের দেওয়া থিমের সাথে মোটেও মিলবে না।

০৭ ই সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৩:৪০

করুণাধারা বলেছেন: না, গল্প বিশ্বাস করেছি। বেশ গা ছমছম করা ভূতের গল্প হয়েছে।

অর্ককে জিজ্ঞেস করার দরকার দেখছি না। ও খুব বানিয়ে কথা বলে। সমস্যা হচ্ছে, বন্যা যে অর্কর মায়ের নাম...

৪০| ০৭ ই সেপ্টেম্বর, ২০২০ সকাল ১১:৩৮

মোঃ মাইদুল সরকার বলেছেন:
আমি আগে থেকেই আপনার এই পোস্ট সম্পর্কে জানতাম। গতকাল পোস্ট দেয়ার পর লিংক দিতে এসে দেখি আপনি আগে জুড়ে দিয়েছেন। সতর্ক দৃষ্টি আপনার।

ভাল থাকুন।

০৭ ই সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৩:৪১

করুণাধারা বলেছেন: ধন্যবাদ, মোঃ মাইদুল সরকার। শুভকামনা রইল।

৪১| ০৭ ই সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১:৩৮

নীল আকাশ বলেছেন: আপু আপনি আমার জ্বীন সাধনা, পরী সাধনা বাদ দিয়ে দিয়েছেন। ঐ ২টাই তো আসল।

০৭ ই সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৩:৩৩

করুণাধারা বলেছেন:

নীল আকাশ, একটু কষ্ট করে যদি আমার পোস্ট পড়তেন তাহলে দেখতেন যে আমি কা_ ভার পোস্টের লিঙ্ক উল্লেখ (২৩-৮-২০২০) করে বলেছি যে সেই পোস্ট দেখে যারা প্রতিযোগিতার জন্য প্রথম পাতায় তাদের ভূতুড়ে গল্প দেবেন আমি তাদের গল্পের লিঙ্ক আমার পোস্টে জুড়ে দেব, আর আমি এমন প্রতিটা পোস্টের লিঙ্ক দিয়েছি। আপনার পোস্ট ছিল ২৭-৮-২০২০ তারিখে, তার লিঙ্ক দিয়েছি।

আপনি বলছেন, আপু আপনি আমার জ্বীন সাধনা, পরী সাধনা বাদ দিয়ে দিয়েছেন। ঐ ২টাই তো আসল।

আসল বা নকল যাই হোক, আমি কি জানতাম যে আপনি সেগুলো প্রতিযোগিতায় অন্তর্ভুক্ত করতে চান? যদি জানাতেন, তাহলে নাহয় আপনার ব্লগ বাড়ি গিয়ে সেগুলো খুঁজে বের করে লিঙ্ক দিতাম, যদিও নানা ঝামেলায় ব্লগে আসার সময় কম পাই...

আপনি সরাসরি কা_ ভার পোস্টে ঐ গল্পগুলোর লিঙ্ক দিয়ে আসতে পারেন। ব্লগে আসার আগ্রহ আর সময় আমি আবারও  হারিয়ে ফেলেছি।

৪২| ০৭ ই সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৪:৫৫

কবিতা পড়ার প্রহর বলেছেন: বলেন কি এই কথা তো অর্ক কখনও আমাকে বলেনি।

১৫ ই সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৩:৫৬

করুণাধারা বলেছেন: উত্তর দিতে দেরি করে ফেলায় খুব দুঃখিত কবিতা পড়ার প্রহর।

আমাদের দেশের বন্যা নামের এক সেলিব্রিটির ছেলের নাম অর্ক...

৪৩| ০৭ ই সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৫:২০

পদ্মপুকুর বলেছেন: কবিতা, গল্প কোনো কিছুতেই যুত করতে না পারলেও এই লেখাটার প্রাসঙ্গিকতা আবিষ্কার করে বেশ যুতসইভাবে যথাস্থানে প্রয়োগ করেছেন দেখছি। এই কর্ম করার পর 'কোনো লেখাতেই যুত করতে পারি না' বক্তব্য নিতান্তই অসার! :-B অবশ্য তাতে আমরা খুশি।

আপনার লিস্টের ১৪ নম্বরে আমার নাম দেখছি। আমার এই লেখা এই তালিকাতে থাকাটাই সবচেয়ে বড় ভৌতিক কাণ্ড বলে মনে হচ্ছে...
ভালো থাকবেন, শুভব্লগিং।

১৫ ই সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৪:০৫

করুণাধারা বলেছেন: আপনার লিস্টের ১৪ নম্বরে আমার নাম দেখছি। আমার এই লেখা এই তালিকাতে থাকাটাই সবচেয়ে বড় ভৌতিক কাণ্ড বলে মনে হচ্ছে..

ছোটবেলায় চকলেটের মোড়কের ভিতর ইটের টুকরা ভরে বন্ধুরা সেই চকলেট দিয়ে ঠকিয়ে আমোদ পেত। আপনার গা হীম করা ভূতের গল্প পড়ে আমার মনে হলো, আপনার ভূতের গল্প পঠনেচ্ছু পাঠকের অবস্থা কল্পনা করে আমোদ লাভ করাই আপনার এমন শিরোনাম দেয়ার উদ্দেশ্য!! ভাবলাম এই তালিকায় দিলে ভূতের গল্প পঠনেচ্ছু পাঠকেরা পড়তে পারবেন, আপনিও আমোদিত হবেন, তাই দেয়া। গল্প আমি পড়ে তারপর দিয়েছি। ;)

৪৪| ১৫ ই সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৪:০৮

পদ্মপুকুর বলেছেন: ..............ভাবলাম এই তালিকায় দিলে ভূতের গল্প পঠনেচ্ছু পাঠকেরা পড়তে পারবেন, আপনিও আমোদিত হবেন, তাই দেয়া।

বাব্বাহ, এতো বাঘা তেতুল দেখছি!! B:-)

০৩ রা অক্টোবর, ২০২০ বিকাল ৪:৪৭

করুণাধারা বলেছেন: নোটিফিকেশন পাইনি, সাম্প্রতিক মন্তব্য ধরে এখানে এসে মন্তব্য দেখলাম, তাই দেরি হলো উত্তর দিতে।

অনেক ধন্যবাদ পদ্ম পুকুর, ভালো থাকুন সবসময়।

৪৫| ১৬ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ৩:০২

সোহানী বলেছেন: হায় হায় আমিতো দেখি আবারো লেইট লতিফ!!

আরে আমারটা ভুতের গল্প নয়, তবে সূচনা। :-B

তারপরও সেখানে স্থান দেবার জন্য ধন্যবাদ আপু :-B । যাক্ কিছু পড়া বাদ ছিলো, আপনার তালিকা হেল্প করবে বাকিগুলো পড়ান জন্য। যদিও আবারো দৈাড়ের উপর আছি, দৈাড় থাকলে আবার ভুত নিয়ে বসবো!

০৩ রা অক্টোবর, ২০২০ বিকাল ৪:৫৩

করুণাধারা বলেছেন: এখানে লেট হলে কোন জরিমানা নেই সোহানী B-), এটা আসলে সবার গল্প একসাথে দেখার জন্য।

ভূতের গল্প হতে হবে এমন শর্ত ছিল না কিন্তু! শর্ত ছিল গল্প হতে হবে ভৌতিক বা আধি ভৌতিক (ব্যাখ্যাতীত ঘটনা)। সেই হিসাবে আপনার গল্প ঠিক আছে। এখন অধীর আগ্রহে ফলাফলের অপেক্ষা...

অপেক্ষায় থাকলাম ভূতের নতুন গল্পের!

৪৬| ০১ লা অক্টোবর, ২০২০ দুপুর ১:২৭

নাসরিন ইসলাম বলেছেন: ভূত প্রেতে আমার বরাবরই ভয়। সামু পরিবারের নতুন সদস্যের পক্ষ থেকে শুভকামনা জানবেন। আমার ব্লগে স্বাগত জানাচ্ছি।

০৩ রা অক্টোবর, ২০২০ বিকাল ৪:৫৮

করুণাধারা বলেছেন: আপনাকেও শুভেচ্ছা এবং স্বাগত। আপনার ব্লগ থেকে ঘুরে এসেছি। শুভকামনা রইল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.