নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ধর্মীয় উপাসনালয়ে ভাঙচুর আগুন দেয়া নিয়ে ব্লগে পোস্ট দেখলাম। এই আগুন দেয়া নিয়ে গতকাল সন্ধ্যায় ছাত্রলীগের এক কর্মী আরেকজন কর্মীর কাছে সভাপতি সাদ্দাম আর সাধারণ সম্পাদক ইনানের কিছু টেক্সট পাঠান। ছাত্রলীগের সভাপতি এবং সাধারণ সম্পাদকের দেয়া নির্দেশ সম্বলিত টেক্সটগুলো ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে। স্ক্রিনশটের লেখা ছোট দেখে আমি নিচে আবার লিখে দিলাম। এখানে সাদ্দামের প্রথম বাণী এবং ইনানের শেষ বাণী সবুজ কালিতে মার্ক করা আছে, যেখানে স্থাপনা ধ্বংস করে দিতে আর আগুন লাগাতে বলেছে।
সভাপতি সাদ্দামের বাণী:
কয়েকটা ধর্মীয় উপাসনালয় আগুন দিতে হবে। আজ রাতের মধ্যে যা পারো তাদের শেষ করে দাও। 7:38pm
আপা আগামীকাল সকাল দশটার মধ্যে মিডিয়ার সামনে আসতে পারেন। যদি সকাল দশটার মধ্যে মিডিয়ায় না তাহলে ধরে নিতে পারো আপা সেইফ এক্সিট করেছেন। 7:42pm
সেফ এক্সিটের ক্ষেত্রে আপাকে সেনাবাহিনীর নিরাপত্তা দিবে বলে আশ্বস্ত করেছেন। 7:43pm
তোমরা আজকে রাতে শেষবারের মতো অনলাইনে একটিভ থাকো যত বেশি পারো নিষিদ্ধ জামাত শিবিরের জঙ্গি হামলা বলে প্রচার করো। 7:45pm
সাধারণ সম্পাদক শেখ ইনানের বাণী:
সবাই নিজ নিজ সেফটি নিশ্চিত করো। আমরা কারো দায়িত্ব নিতে মাঠ আপাতত আমাদের নিয়ন্ত্রণে থাকলেও ভিতরের পরিস্থিতি অনুকূলে নাই। সেনাবাহিনী আপাকে প্রত্যাশিত সাপোর্ট দিচ্ছে না। ব্যবসায়ীরাও পল্টি নিয়ে ফেলতেছে। 7:12 pm
আশার দিক হচ্ছে অধিকাংশ মন্ত্রী ও নেতারা দেশ ছেড়ে গেলেও এখনো আপা আমাদের মাঝে আছে। আপা যতক্ষণ থাকবে আমরা মৌলবাদীদের শেষ দেখে ছাড়বো। 7:12pm
সেনাবাহিনী আমাদের বিপক্ষে চলে যাচ্ছে। পরিস্থিতি বেগতিক হলে আপা দেশ ছাড়বেন। আপাতত এখনো দেশে আছেন। আমরা শেষ লড়াই চালিয়ে যাবো। 7:35pm
এখন যত পারো আগুন লাগিয়ে দাও। গুরুত্বপূর্ণ স্থাপনা ধ্বংস করে দিতে হবে। দেশ যেহেতু আমাদের ছাড়তে হবে আমরা তাদের জন্য অবশিষ্ট রাখবো কেন? 7:37pm
০৫ ই আগস্ট, ২০২৪ রাত ১১:৪৪
করুণাধারা বলেছেন: আমি আজকে সকালেই শুনেছিলাম, বিজয়ের আনন্দে সবাই যখন মত্ত থাকবে তখন নাশকতা আর সংখ্যালঘুদের ওপর নির্যাতন করা হবে। এমন হলে এদের রক্ষা করবে কে?এখন কোন আইন শৃঙ্খলা বাহিনী নেই, শৃঙ্খলা বজায় রাখবে কে!
পরিস্থিতি খুবই খারাপ।
২| ০৫ ই আগস্ট, ২০২৪ রাত ১১:২৮
আহমেদ জী এস বলেছেন: করুণাধারা,
এটা তো জানার কথা, আওয়ামী স্বৈরশাষকের দল এমনটাই করবে। গত পনেরটি বছর ধরেই তো তারা তাদের অপকর্মের দায় অন্যের ঘাড়ে চাপিয়ে ফয়দা লুটে এসেছে।
০৫ ই আগস্ট, ২০২৪ রাত ১১:৫২
করুণাধারা বলেছেন: গত পনেরটি বছর ধরেই তো তারা তাদের অপকর্মের দায় অন্যের ঘাড়ে চাপিয়ে ফয়দা লুটে এসেছে।
দায় চাপালে ক্ষতি নেই, কিন্তু অপকর্ম যেন আর না করতে পারে। গত পনের বছর আমরা মন খুলে কথা বলতে পারি নি, কোনো অভিযোগ করতে গেলেই ট্যাগ লেগেছে। এখন আমরা সুন্দর দিনের স্বপ্ন দেখতে চাই, এই সময়ে যেন কোনো হানাহানি আর নিপীড়ন না হয় কারো ওপর।
ভালো লাগছে, আজ আনন্দের দিনে আপনার আগমনে।
৩| ০৫ ই আগস্ট, ২০২৪ রাত ১১:৩২
আরোগ্য বলেছেন: আমার ভাই হিন্দু পাড়া দিয়ে বাসায় আসছে, বললো, সেখানকার পরিবেশ দেখে মনে হয় ব্ল্যাক আউট হয়েছে। আমেজের মুড আর নেই।
০৫ ই আগস্ট, ২০২৪ রাত ১১:৫৪
করুণাধারা বলেছেন: খুবই দুঃখজনক। এদের সাপোর্ট দিতে হবে। অসহায়, নিরস্ত্র, সে যদি শত্রুও হয় তবে তাকে সাহায্য করতে আমাদের ধর্মে নির্দেশ আছে।
৪| ০৫ ই আগস্ট, ২০২৪ রাত ১১:৪২
এক্সম্যান বলেছেন: আওয়ামী খুনিদের হাত থেকে সংখ্যালঘুদের হেফাজত করা এখন আমাদের মুল দায়ীত্ব। সংখ্যালঘুরা আক্রান্ত হলে ভাবতে হবে স্বাধীনতা এখনো আসে নাই।
০৫ ই আগস্ট, ২০২৪ রাত ১১:৫৭
করুণাধারা বলেছেন: আওয়ামী খুনিদের হাত থেকে সংখ্যালঘুদের হেফাজত করা এখন আমাদের মুল দায়ীত্ব। সংখ্যালঘুরা আক্রান্ত হলে ভাবতে হবে স্বাধীনতা এখনো আসে নাই।
সহমত। কিন্তু ওরা দীর্ঘদিন ধরে এটা করছে, এই কাজে এক্সপার্ট ওরা। যেমন বাসে আগুন দেবার কাছেও ওরাই এক নম্বর।
৫| ০৫ ই আগস্ট, ২০২৪ রাত ১১:৫৩
রানার ব্লগ বলেছেন: ন্যাচারাল, এমটাই হবার কথা।
০৫ ই আগস্ট, ২০২৪ রাত ১১:৫৯
করুণাধারা বলেছেন: কোনটা হবার কথা, শেখ হাসিনা চলে যাবার পর হিন্দুদের উপর নির্যাতন বেড়ে যাওয়া, নাকি ছাত্রলীগ হিন্দুদের উপর নির্যাতন করে সেটা জামাত-শিবিরের নামে চালিয়ে দেওয়া?
৬| ০৫ ই আগস্ট, ২০২৪ রাত ১১:৫৮
সেলিম আনোয়ার বলেছেন: ছাত্র লীগ খুব বাজে সিদ্ধান্ত নিয়েছে। এসব গোপন থাকে না। কোর্ট থেকে বাজে চাটুকার বাদ দিয়ে যোগ্য বিচারক নিয়োগ দিয়ে তাদের বিচার করা উচিৎ।
০৬ ই আগস্ট, ২০২৪ রাত ১২:০১
করুণাধারা বলেছেন: এখন ওদের রক্ষা করার কেউ নেই। তাই আশা করি এমন কিছু হবে না, আমাদের আনন্দ কমে যায় এমন কিছু ঘটবে না।
৭| ০৬ ই আগস্ট, ২০২৪ রাত ১২:১২
নয়া পাঠক বলেছেন: এমনটা হতে পারে এটা আমি কোন একটা ব্লগে কমেন্ট করেছিলাম। এখন দেখছি ঘটনা সত্যি তাও আবার প্রমাণ সহ। ধন্যবাদ করুণা আপু সুন্দর একটি প্রমাণ সহ পোস্ট দেয়ার জন্য। এবার পাগলা গাজী আর তাদের দোসরগণ কি গান গায় সেটাই দেখার বিষয়। ব্লগার গোফরান তো শরীরের চামড়াটাই ছিলে এখন নতুন চামড়া লাগিয়েছে, সে আবার আমাকে কমেন্ট ব্লক করেছে।
সত্যি হল আগুণের মত, তা যতই মিথ্যা দিয়ে ঢাকার চেষ্টা করুন না কেন একদিন সে প্রকাশ পাবেই। এটাই চিরাচরিত নিয়ম।
০৬ ই আগস্ট, ২০২৪ দুপুর ১:৫৬
করুণাধারা বলেছেন: ১৫ নম্বর মন্তব্যে শ্রাবণধারা বলছেন স্ক্রিনশটটা ফেক, জামাত শিবিরের করা। আমার হাতে এটা স্বপক্ষে কোন তথ্য প্রমাণ নেই তাই এখন কিছু বলতে পারছি না।
তবে এটা ঠিক, লুটতরাজে ছাত্রলীগের সমকক্ষ আমি কাউকে দেখিনি। এরা সমস্ত জায়গায় লুটতরাজ চালিয়ে যায়। গত ১৫ বছরে কত জমি দোকান দখল হতে দেখলাম এদের দ্বারা। আর অগ্নিসংযোগ এর কথা... আগে বাসে আগুন দিয়ে মানুষ মেরে সেটা বিএনপির নামে চালানো হয়েছে। পরে অডিও ফাঁস হয়েছে যে, এটা আওয়ামী লীগের লোক করেছে। ২০১৩ সালে হোটেল ইন্টারকনের সামনে বাসে মানুষ পোড়ানোর পর মির্জা আজমের হুকুমের অডিও ফাঁস হয়েছিল। এই কয়েকদিন আগে চট্টগ্রামে চারটা বাসে আগুন ধরানোর পর দেখা গেল সেগুলো আওয়ামী লীগের নেতা টাকা দিয়ে করিয়েছেন।
তাই যেকোনো আগুন বা ভাঙচুর দেখলেই মনে হয় পেছনে আওয়ামী লীগ বা ছাত্রলীগ আছে।
৮| ০৬ ই আগস্ট, ২০২৪ রাত ১২:৩৫
মাহমুদুর রহমান সুজন বলেছেন: ধন্যবাদ আপু এমন একটি সত্য ধরে তুলার জন্য। সবাইকে খেয়াল রাখা চাই সন্ত্রাসী আওয়ামীরা যেনো এমনটা না করতে পারে।
০৬ ই আগস্ট, ২০২৪ দুপুর ১:৫৮
করুণাধারা বলেছেন: জানিনা এই স্ক্রিনশট সত্যি নাকি বানানো। তবে যেটাই হোক আমাদের সবার সতর্ক থাকতে হবে আগুন লাগানো আর ভাঙচুর করা সম্পর্কে। আজকে সকালেও বের হতে পারিনি, আমার আশপাশের দোকানপাট ভাঙচুর লুট হচ্ছে। গতরাতে আগুন দেয়া হয়েছে। এই পরিস্থিতি কাম্য নয় কিছুতেই। কিন্তু এই সন্ত্রাসীদের ধরার জন্য কেউ নেই এখন।
৯| ০৬ ই আগস্ট, ২০২৪ রাত ১২:৪৫
আলামিন১০৪ বলেছেন: দালাল ব্লগাররা কি জবাব দিবেন এবার?
০৬ ই আগস্ট, ২০২৪ দুপুর ২:০০
করুণাধারা বলেছেন: যেকোনো পরিস্থিতিতে পিছলিয়ে নিজেকে বের করে নিয়ে যেতে দালালেরা খুবই পারদর্শী। তাদের নেত্রীর থেকে তারা এই জিনিসটা শিখেছেন। তাদের মিথ্যাচারকে আমি বলি বিশ্বাসযোগ্যভাবে মিথ্যাকে উপস্থাপন করা।
১০| ০৬ ই আগস্ট, ২০২৪ রাত ১২:৪৯
দি এমপেরর বলেছেন: যে ছাত্র-জনতা নিজেদের জীবনের তোয়াক্কা না করে দেশকে রাহুমুক্ত করল তারা ধর্মীয় সংখ্যালঘুদের জান-মাল ও ধর্মীয় স্থাপনার ক্ষতি করতে পারে এটা বিশ্বাসযোগ্য নয়। এসব ষড়যন্ত্র পরাজিত গোষ্ঠীর লোকজনের। ছাত্র-জনতা সবাই মিলে এসব দুর্বৃত্তদের প্রতিহত করতে হবে। ধর্ম-বর্ণ নির্বিশেষে আমরা সবাই এদেশের নাগরিক। এ দেশে সবারই সমান অধিকার আছে।
০৬ ই আগস্ট, ২০২৪ দুপুর ২:০৭
করুণাধারা বলেছেন: : যে ছাত্র-জনতা নিজেদের জীবনের তোয়াক্কা না করে দেশকে রাহুমুক্ত করল তারা ধর্মীয় সংখ্যালঘুদের জান-মাল ও ধর্মীয় স্থাপনার ক্ষতি করতে পারে এটা বিশ্বাসযোগ্য নয়।
অবশ্যই। এটা করে এই ছাত্র জনতার উপর কালিমা লেপন করা হচ্ছে। আমি আশাবাদী এই ছাত্রটাই এ থেকে সুরক্ষার উপায় বের করবে।
প্রথম আলোর যে নিবন্ধ আপনি পোস্ট করেছেন, সেটাতে আপনি ছবি যোগ করতে পারেননি বলেছেন। আমি সবগুলো ছবি সেভ করে রেখেছি আপনার পোস্টে মন্তব্যে দেবার জন্য, কিন্তু দিতে ভুলে গেছি। আমার পোষ্টের মন্তব্যের উত্তর দেয়া শেষ হলে আশা করি আপনার পোস্টে যাব।
১১| ০৬ ই আগস্ট, ২০২৪ রাত ১২:৫৪
সাড়ে চুয়াত্তর বলেছেন: সেনাবাহিনীকে এই ব্যাপারে সতর্ক হতে হবে। আওয়ামীলীগের ছেলেরা এই কাজ করে যাচ্ছে। এই ম্যাসেজ আমি দেখেছি সন্ধ্যায়। ভারতের লোকজন এখনও হাসিনার পক্ষে বলে যাচ্ছে।
০৬ ই আগস্ট, ২০২৪ দুপুর ২:১১
করুণাধারা বলেছেন: খুবই দুঃখজনক একটা পরিস্থিতি। আমার বাসার আশেপাশের দোকান ভাঙচুর হচ্ছে, লুট করছে আজকে সকালে পর্যন্তও। এরা সব ক্ষুদ্র ব্যবসায়ী। এদের জীবন জীবিকার উপর মারাত্মক সমস্যা তৈরি হলো।
পনেরো নম্বর মন্তব্যে শ্রাবণধারা বলেছেন, এই মেসেজ সম্ভবত ফেক। সেটার সম্ভাবনা আছে। যেই করে থাকুক, এই ধরনের ভাঙচুর আর অগ্নি সংযোগ যারা করছে এদের নিবৃত্ত করা দরকার।
১২| ০৬ ই আগস্ট, ২০২৪ রাত ১২:৫৯
মনিরা সুলতানা বলেছেন: হ্যাঁ এসব এদের পুরানো খেলা, গাছের আগায় পানি ঢালা গোড়া কেটে।
০৬ ই আগস্ট, ২০২৪ দুপুর ২:১৪
করুণাধারা বলেছেন: এসব এদের পুরানো খেলা, গাছের আগায় পানি ঢালা গোড়া কেটে।
অথবা ইচ্ছা করে মানুষ মেরে তার স্বজনদের ডেকে বুকে জড়িয়ে ধরে অশ্রু নদী বইয়ে দেওয়া...
১৩| ০৬ ই আগস্ট, ২০২৪ রাত ১:১৭
কামাল১৮ বলেছেন: লুটপাট শুরু হয়ে গেছে।কবে শেষ হবে কেউ জানে না।
০৬ ই আগস্ট, ২০২৪ দুপুর ২:১৬
করুণাধারা বলেছেন: লুটপাট শুরু হয়ে গেছে।কবে শেষ হবে কেউ জানে না।
বড় বড় শোরূম আর বাসা শেষ করে এখন ছোট খাটো দোকান পাট লুট হচ্ছে।
১৪| ০৬ ই আগস্ট, ২০২৪ রাত ২:১৯
সামিউল ইসলাম বাবু বলেছেন: ঘৃণার রাজনীতির শেষ কোথায়?
০৬ ই আগস্ট, ২০২৪ দুপুর ২:২০
করুণাধারা বলেছেন: ঘৃণার রাজনীতির শেষ কোথায়?
কোনো শেষ নেই। রাজনীতি এখন জনগণের সেবার জন্য না, রাজনীতি করে নিজের আখের গোছাতে। ফলে বিরুদ্ধ পক্ষকে দমন করতে হয়, হানাহানি আর ঘৃনা দিয়ে।
১৫| ০৬ ই আগস্ট, ২০২৪ রাত ২:৫৭
শ্রাবণধারা বলেছেন: করুণাধারা আপু, আপনার দেওয়া স্ক্রিনশট গুলোতে কিছু সত্য থাকতে পারে, তবে আমি খোঁজ নিয়ে জেনেছি যে এগুলো জামাত-শিবিরের দুষ্কৃতিকারীরাই করছে।
অন্ধ হলে প্রলয় বন্ধ থাকেনা, অতএব ধর্মান্ধ জংগিদের থেকে আমাদের খুবই হুশিয়ার হওয়ার সময় হয়েছে।
০৬ ই আগস্ট, ২০২৪ দুপুর ২:২৪
করুণাধারা বলেছেন: আমি খোঁজ নিয়ে জেনেছি যে এগুলো জামাত-শিবিরের দুষ্কৃতিকারীরাই করছে।
তাহলে এই স্ক্রীনশট জাল হবার সম্ভাবনা বেশি। যেহেতু পোস্টে অনেকেই মন্তব্য করে ফেলেছেন ইতিমধ্যে তাই পোস্ট আর বুঝতে পারছি না। কয়েকটি মন্তব্যে আমি উল্লেখ করেছি যে, এটা জাল হতে পারে।
ধন্যবাদ, ব্যাপারটা জানাবার জন্য।
১৬| ০৬ ই আগস্ট, ২০২৪ বিকাল ৩:২০
ধুলো মেঘ বলেছেন: স্ক্রীন শট আসল হোক বা ফেক হোক -কেউই যেন এই সুযোগ নিতে না পারে - সেই চেষ্টা করতে হবে। রক্তে কেনা আমাদের এই স্বাধীনতা মস্তিষ্কের সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে আমাদেরকে ব্যবহার করতে হবে।
১৮ ই আগস্ট, ২০২৪ সকাল ১১:২৮
করুণাধারা বলেছেন: জানিনা কি কারনে আপনার মন্তব্য দেখা হয়নি আগে!
ইতিমধ্যে বেশ কদিন পার হয়ে গেছে। এর মধ্যে দেখা গেছে যে, যে স্থাপনাগুলো ভাঙচুর- আগুন দেয়া হয়েছে সেগুলো করেছে আওয়ামী লীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগের লোকেরা। তাই স্ক্রিনশট সত্যি বা মিথ্যা যাই হোক, লীগের লোকেরাই এসব ধ্বংসাত্মক কাজ করছে, এই কথাটা পুরোপুরি সত্যি।
১৭| ০৬ ই আগস্ট, ২০২৪ রাত ১০:২৪
মেঠোপথ২৩ বলেছেন: দ্রুত সরকার গঠক করে আইন শৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রনে আনা প্রয়োজন। এখন কিছুটা বিশৃৃংখলা হবেই।
১৮ ই আগস্ট, ২০২৪ সকাল ১১:৩০
করুণাধারা বলেছেন: দুঃখিত, উত্তর দিতে দেরি হয়ে গেল। ইতিমধ্যে সরকার গঠিত হয়েছে, কিন্তু পুলিশ বাহিনীকে ১৫ বছর ধরে যেভাবে পুলিশ লীগ হিসেবে গঠিত করা হয়েছে সেখান থেকে তাদেরকে ঠিক করতে সময় লাগবে। আর আইন-শৃঙ্খলা বাহিনী ঠিক না থাকলে দেশের আইন-শৃঙ্খলা ঠিক করা যায় না। আশা করি ঠিক হয়ে যাবে শিগগিরই।
১৮| ০৬ ই আগস্ট, ২০২৪ রাত ১০:৩৩
সেলিম আনোয়ার বলেছেন: প্রথম প্রথম একটু গরম আছে। পালানোর পথ পাবে না। সরকার কে কঠোর হস্তে সন্ত্রাস দমন করতে হবে। তা করার জন্য প্রশাসন ও পুলিশ প্রশাসন ঢেলে সাজাতে হবে। উই ওয়ান্ট শত্রুস টু ডিস্ট্রয় ।
১৮ ই আগস্ট, ২০২৪ সকাল ১১:৩২
করুণাধারা বলেছেন: অবশ্যই সরকারকে সন্ত্রাস দমনে কঠোর হতে হবে। কিন্তু সমস্যা হচ্ছে, পুলিশ বাহিনীকে পুরোপুরি লীগের পুলিশ বাহিনী হিসাবে তৈরি করা হয়েছে। প্রশাসনের শীর্ষ পদে সব ছাত্রলীগ আর অনুগত লীগ। এদের বাছাই করার পর কাজ শুরু করতে হবে। সেজন্য নতুন সরকারকে কিছুটা সময় দিতেই হবে।
১৯| ০৬ ই আগস্ট, ২০২৪ রাত ১০:৫০
ভুয়া মফিজ বলেছেন: কোন অথেনটিক সোর্স থেকে ফ্যাক্ট চেক করে নিশ্চিত না হওয়া পর্যন্ত এটাকে ফেইক বলা যাবে না। এই ধরনের কাজ আম্লীগ হর-হামেশাই করে। আমার মতে আগুন যা দেয়া হচ্ছে তার অধিকাংশই আওয়ামী দালালদের কাজ। বিষয়টার লাভ-ক্ষতি তলিয়ে দেখলেই পরিস্কার বোঝা যায়।
পোষ্টটা আবার মুছে ফেলবেন না যেন, সবার দেখা উচিত। দালালরা এখন আনরেস্ট সৃষ্টি করার সব রকমের চেষ্টাই তলে তলে করবে।
১৮ ই আগস্ট, ২০২৪ সকাল ১১:৩৭
করুণাধারা বলেছেন: এই ধরনের কাজ আম্লীগ হর-হামেশাই করে। আমার মতে আগুন যা দেয়া হচ্ছে তার অধিকাংশই আওয়ামী দালালদের কাজ। বিষয়টার লাভ-ক্ষতি তলিয়ে দেখলেই পরিস্কার বোঝা যায়।
এখন মনে হচ্ছে, খবরটা ফেইক না। ইতিমধ্যে দেখা গেছে দুর্যোগ ব্যবস্থাপনা ভবনে আওয়ামী লীগের লোকেরা আগুন দিয়েছে। এর আগে প্রমাণিত হয়েছে, এক্সপ্রেস ওয়ের টোল প্লাজায় যারা আগুন দিয়েছে তারাও আওয়ামী লীগের দ্বারা নিয়োজিত হয়েছিল।
©somewhere in net ltd.
১| ০৫ ই আগস্ট, ২০২৪ রাত ১১:২৬
আরোগ্য বলেছেন: আপা পরিস্থিতি খুব খারাপ, আমার বোনের হিন্দু বান্ধবীরা বেশ আতঙ্কিত। একজনের বাসায় লোকজন হামলা করার চেষ্টা করেছিলো, সম্ভবত মেয়েটা ঢাকার বাইরে থাকে। মেয়েটা বলে উঠলো, এ দেশ আমার না। আরেক হিন্দু বান্ধবী নাকী আগেই বলেছিল এ আন্দোলন শেষ হলে হিন্দু মুসলিম দাঙ্গা হবে। উফ্ কি কঠিন সময় আমাদের দেশের জন্য। আল্লাহ সকল প্রকার কুদৃষ্টি ও কুটচাল থেকে হেফাজত করুক।