নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

করুণাধারা

করুণাধারা

জীবন যখন শুকাইয়া যায় করুণাধায় এসো

করুণাধারা › বিস্তারিত পোস্টঃ

জেমিনাই, অর্থাৎ মিথুন রাশি

১২ ই জুন, ২০২৫ রাত ৯:৫৪

এক সপ্তাহের মধ্যে তিনজনের জন্মদিন। তারমধ্যে আজকে যার জন্মদিন তার উদ্দেশ্যে এই পোস্ট নিবেদিত!!

রাজীব নুরের বড় মেয়ে পরীর জন্মদিন ৬ জুন। আগে পরীর জন্মদিনে উপলক্ষে রাজীব নুরের পোস্ট দেখতাম। আজকাল জন্মদিন উপলক্ষে দূরে থাক, কোন উপলক্ষেই বড় মেয়েকে নিয়ে রাজীব নুরের কোনো পোস্ট দেখিনা! এদিকে ছোট মেয়েকে নিয়ে পোস্ট দেয়ায় কোনো বিরতি নেই‌। অগত্যা আমিই পরীকে গোলাপ ফুল দিয়ে জন্মদিনের শুভেচ্ছা জানালাম! আপনারাও জানাবেন আশাকরি।



আজ যে ব্লগারের জন্মদিন, তাঁকে জন্মদিন উপলক্ষে অজস্র শুভকামনা জানাই, বার বার তার জীবনে এ দিনটি ফিরে আসুক।

ভাগ্যিস তিনি জন্মেছিলেন, নাহলে এতদিন ধরে এতো বিচিত্র রকমের পোস্ট আমাদের কে দিত... আশাকরি আপনারাও তাকে জন্মদিনের শুভেচ্ছা জানাবেন। তাকে চেনা জলবৎ তরলং! চিনতে পেরেছেন নিশ্চয়ই!

এই ব্লগারের জন্য জন্মদিনের উপহার বাদল দিনের প্রথম কদম ফুল!



আরেকজন ব্লগারের জন্মদিন আগামীকাল। তার জন্য এই ঝরাপাতা।



আজকাল ব্লগে আসতে ভালো লাগে না। তাই এই ধাঁধা পোস্ট।

মন্তব্য ৪৬ টি রেটিং +৬/-০

মন্তব্য (৪৬) মন্তব্য লিখুন

১| ১২ ই জুন, ২০২৫ রাত ১০:২৪

মিরোরডডল বলেছেন:





আজ কার জন্মদিন ধারাপু?
অনুমান করতে পারছি না, জুনাপুর?
কালই বা কার জন্মদিন, তোমার?

যারাই হোক, তিনজনের জন্যই জন্মদিনের শুভেচ্ছা।

১২ ই জুন, ২০২৫ রাত ১০:৩২

করুণাধারা বলেছেন: আরেকটু সময় দাও, দেখি আজ যার জন্মদিন তিনি আসেন কিনা! অবশ্য তোমার হিসেবে গতকাল হয়ে গেছে!!

আমার মনে হয় তোমার মাথাভর্তি কেবলই বুদ্ধি! :) এত রাতেও ঝকমক করছো!

২| ১২ ই জুন, ২০২৫ রাত ১০:২৭

আধুনিক চিন্তাবিদ বলেছেন: সবাইকেই জন্মদিনের শুভেচ্ছা। আর পরীর ব্যাপারে আমার মতামত হল, ছোট সন্তান থাকলে বড় সন্তানগুলোর আদর কমে যায়। ছোটরাই আদর সব সময় বেশি পায়।

১২ ই জুন, ২০২৫ রাত ১০:৩৭

করুণাধারা বলেছেন: মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ আধুনিক চিন্তাবিদ। আমার ব্লগে আপনাকে এই প্রথম এলেন বোধহয়!

সেটা ঠিক, দ্বিতীয় সন্তানের আগমনের পর প্রথম সন্তানের আদর কমে যায়। কিন্তু একজনকে নিয়ে দশটা পোস্ট দিলে আরেকজনকে নিয়ে একটা পোস্ট অন্তত দেয়া উচিত। অবশ্যই এটা তার নিজের পছন্দের ব্যাপার, আমার বলার কিছু নেই।

৩| ১২ ই জুন, ২০২৫ রাত ১০:৩১

মেঠোপথ২৩ বলেছেন: সবাইকে জন্মদিনের শুভেচ্ছা। মাঝে মাঝে ব্লগে আসবেন আপু ।

১২ ই জুন, ২০২৫ রাত ১০:৪৯

করুণাধারা বলেছেন: অনেক ধন্যবাদ মেঠোপথ২৩।

ব্লগে আসতে ভালো লাগে না। আগে ব্লগ ছিল একটা সুন্দর মেলা, যেখানে পরিবেশ এমন ছিল যে এলে ভালো লাগতো। এখন ব্লগ হয়ে গেছে হট্টগোলের মেলা, কেবলই মিথ্যা প্রচারণা আর বিদ্বেষে ভরা। ব্লগে কিছু পরিবর্তন এলে ভালো হতো, বিষয়ভিত্তিক ব্লগে ২৪ এর আন্দোলনকে একটা বিষয় করা যেতো, এসময়ে অনেক বস্তুনিষ্ঠ তথ্যসমৃদ্ধ চমৎকার লেখা এসেছিল, সেগুলো রাখা যেতো...

চেষ্টা করবো নিয়মিত হতে।

৪| ১২ ই জুন, ২০২৫ রাত ১০:৩৭

শায়মা বলেছেন: রাজীব নূর ভাইয়ার মেয়েটা সত্যিকারের পরীর মত সুন্দর! কিন্তু মেয়েটা মনে হয় বড় হয়ে গেছে আর সে নিজেই চায় না তার ছবি দিতে। কিন্তু ফারাজাকে নিয়ে ভাইয়ার অনেক লেখা আছে ।


জুন আপুকে জনমদিনের শুভেচ্ছা !


আর ঝরাপাতা আপুর ধাঁধাটা আর একটু ভাবতে হবে....

১২ ই জুন, ২০২৫ রাত ১০:৫৫

করুণাধারা বলেছেন: জুন কোথায়!! :|

আমার জন্মদিন মনে থাকে, তাই মনে পড়ছে আরেকজন জানিয়েছিলেন যে ১২ জুন তাঁর ও জন্মদিন। তিনি অবশ্য কোনো আপু না। তাকে শুভেচ্ছা জানাতে পারলাম না, কেন যে আমার সাথে ক্যাচাল বাঁধালেন।

ঝরাপাতা যে আপু সেটা জানলে কীভাবে? B-)

৫| ১২ ই জুন, ২০২৫ রাত ১০:৩৯

শায়মা বলেছেন: ওহ আরেকজনটা হচ্ছে তুমি ..... তুমিই জেমিনাই ...... :)

১২ ই জুন, ২০২৫ রাত ১০:৫৬

করুণাধারা বলেছেন: আচ্ছা, একশো যে একশো!

৬| ১২ ই জুন, ২০২৫ রাত ১০:৪১

মিরোরডডল বলেছেন:





এই নাও আপু, তোমাদের জন্য আমার অনেক প্রিয় একটা বার্থডে গান দিয়ে গেলাম।
very funny :)






১২ ই জুন, ২০২৫ রাত ১০:৫৭

করুণাধারা বলেছেন: সত্যিই মজার। ধন্যবাদ মিড।

১৩ ই জুন, ২০২৫ রাত ৮:০৬

করুণাধারা বলেছেন: ৎৎৎৎঘৎ তোমার মন্তব্যের উত্তর দিয়েছে, দেখে এসো।

৭| ১২ ই জুন, ২০২৫ রাত ১১:০১

জুন বলেছেন: করুনাধারা, তোমাকে অশেষ ধন্যবাদ জানানোর জন্য রাত দুপুরে আবার সজাগ হোলাম। প্রায় ঘুমিয়ে গিয়েছিলাম কি ভেবে আবার হাতের কাছে রাখা ফোন নিয়ে সামুতে চোখ বুলোতেই দেখি তোমার পোস্ট। অনেক খুশী হয়েছি মনে করেছো দেখে। তোমার জন্যও রইলো আগাম জন্মদিনের অনেক অনেক শুভ কামনা। শায়মাকেও অনেক ধন্যবাদ আর মিররকে আন্দাজ করার জন্য।

তোমার জন্মদিনের শুভেচ্ছা জেনো :-

১৩ ই জুন, ২০২৫ দুপুর ১:৩৩

করুণাধারা বলেছেন: ধন্যবাদ জুন, আমার মনে আছে আমার জন্মের ঠিক আগের দিন তুমি জন্মেছিলে, আলাদা বছরে!! :) তাই এই পোস্ট দিতে অনেক দিন পর ব্লগে ফিরলাম। এখন মনে হয় ব্লগে সবার মাথা সারাক্ষণ গরম হয়ে থাকে। এর মধ্যে ঢুকলে কেমন শ্বাস বন্ধ হয়ে যায়।

ফুলটা খুবই সুন্দর। এমনিতে নীল আর বেগুনি ফুল আমার বিশেষ পছন্দের, তাই পছন্দের ফুল উপহার পেয়ে খুব ভালো লাগলো। অসংখ্য ধন্যবাদ জুন।

৮| ১২ ই জুন, ২০২৫ রাত ১১:২০

শায়মা বলেছেন: হি হি তার মানে আমি একশোতে একশো!!!!!!!!

আর তোমার সাথে কেচাল বাঁধানো সেই ভাইয়াটাও কিন্তু জিনিয়াস বটে !!!!!!! :)

জন্মদিনে সবাই উপহার দিয়ে দিলো।

একজন গান আরেকজন ফুল....... আমি কি দেই কি দেই ভাবছি!!!!!!!!

১৩ ই জুন, ২০২৫ দুপুর ১:৩৮

করুণাধারা বলেছেন: তুমিতো পারফেকশনিস্ট,সর্বদাই একশোতে একশো, আবার একাই একশো... :)

তোমার উপহার তো পেয়ে গেলাম, আমি হতচকিত... বিমোহিত!!!

৯| ১৩ ই জুন, ২০২৫ রাত ১:৩১

রবিন_২০২০ বলেছেন: ধাঁধার অর্থ ঠিক মতো বুঝতে পারিনি।

স্বল্প বুদ্ধি দিয়ে যা বুঝলাম - করুণাধারা , জুন আর পরীর জন্মদিন। সবাইকে শুভ জন্মদিন।

১৩ ই জুন, ২০২৫ দুপুর ১:৪১

করুণাধারা বলেছেন: আসলে শায়মা তার শেষ পোস্টের শেষে একটা প্রশ্ন রেখেছিল। ‌ সেখানে মন্তব্য করতে গিয়ে আমি বলেছিলাম, শায়মার জন্য আমি একটা ধাঁধা পোস্ট দিচ্ছি। সেজন্য এখানে ধাঁধা বলেছি।

অনেক ধন্যবাদ রবিন_২০২০।

১০| ১৩ ই জুন, ২০২৫ ভোর ৫:১১

কবিতা ক্থ্য বলেছেন: করুণাধারা , জুন আর পরী - সবাই কে জন্মদিনের শুভেচ্ছা।

ব্লগের সবার পরীর বেপারে কিছুটা ভ্রান্ত ধারনা আছে, হয়তো রাজীব একদিন তা পরিস্কার করে দিবে সবাইকে।

- আমি কিভাবে জানি? কারন আমার সাথে পরীর দেখা হয়েছিলো রাজীব ভাইয়ের বাসায়।

শুভ সকাল প্রশান্ত সাগরের পাড় থেকে।

১৩ ই জুন, ২০২৫ দুপুর ১:৪৮

করুণাধারা বলেছেন: সুদূর প্রশান্ত সাগরের পার থেকে শুভেচ্ছা জানানোর জন্য অনেক ধন্যবাদ কবিতা ক্থ্য। আমিও বুড়িগঙ্গা পাড়ের শহর থেকে আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি।

খুব ভালো লাগলো জেনে আপনি রাজিব নুরের বাসায় গিয়েছিলেন। আগে পরীকে নিয়ে রাজীব নুর অনেক কিছু লিখতেন, তখন জেনেছিলাম পরীর জন্মদিন ৬ জুন। তাই ভাবলাম তাঁকেও আমার তালিকায় ঢুকিয়ে দেই!

১১| ১৩ ই জুন, ২০২৫ দুপুর ১২:৫৪

সাড়ে চুয়াত্তর বলেছেন: করুণাধারা আপুকে ধন্যবাদ ৩ জনের জন্মদিন মনে করিয়ে দেয়ার জন্য। করুণাধারা আপু, জুন আপু এবং পরীকে জন্মদিনের শুভেচ্ছা। এতো গুলি তারিখ উনি কীভাবে মনে রাখলেন। আমার মনে থাকে না। ওনাদের জন্মদিনে কেউ গান দিয়েছে, কেউ ফুল দিয়েছে। সবার জন্মদিন উপলক্ষে শায়মা আপু ওনার একটা প্রলয় নৃত্য দিলে ষোলোকলা পূর্ণ হত।

১৩ ই জুন, ২০২৫ দুপুর ১:৫৬

করুণাধারা বলেছেন: শুভেচ্ছা জানানোর জন্য অনেক ধন্যবাদ সাচু। অবশ্য জন্মদিন আমার কাছে কোনো খুশির দিন না, জন্মদিন আসলেই মনে হয় আয়ু থেকে এক বছর কমে গেল...

আপনার এই মন্তব্য না থাকলে জানতেই পারতাম না যে শায়মা আপনার এমন বাধ্যগত ছাত্রী! আপনি বলা মাত্র এমন প্রলয় নৃত্য নিয়ে হাজির হলো!! নৃত্যশিল্পীকে কি আপনার পরিচিত মনে হচ্ছে? নয় বছর আগের ছবি যদিও। :P

১২| ১৩ ই জুন, ২০২৫ দুপুর ১:০৩

শায়মা বলেছেন: ঠিক ঠিক আমি একটা নাচ দেই ....... বাহ চুয়াত্তরভাইয়া দেখছি আজকাল আমার মনের কথা বুঝে ফেলছে!!!!!! বড়ই আচানক আর ভয়ংকর কথা.....

করুনাধারা আপুর জন্মদিনে অনেক কষ্টে খুঁজে আনলাম গ্রামবাংলার চুয়াত্তরভাইয়ার অবশ্য পছন্দনীয় নাচখানা :)

আর আপুর দন্য আমার পোস্টে উপহার দিয়েছি যা এইখানে দিত্তি না যেন ইচ্ছা হলেই নিজে মুছে দিতে পালি তাই!!!!!!! :P

১৩ ই জুন, ২০২৫ দুপুর ২:০৩

করুণাধারা বলেছেন: ভাগ্যিস এনেছিলে এই নাচখানা! এটা না দেখলে মনে হয় জীবন অপূর্ণ রয়ে যেত! কখনো জানতামই না বট গাছের ভুতের এর এমন প্রলয় নৃত্য হতে পারে। তুমি একটা জিনিয়াস! কোথা থেকে এসব খুঁজে বের কর!!


অনেক ধন্যবাদ এমন চমৎকার উপহার দেবার জন্য। এত কষ্ট করলে, এখন একটু কেক খাও। আজ সকালে এটা আমি উপহার পেয়েছি।

১৩| ১৩ ই জুন, ২০২৫ দুপুর ২:৪১

পদাতিক চৌধুরি বলেছেন: আপু জন্মদিনের শুভেচ্ছা আপনাকে। আপনার সঙ্গে জুনাপু ও পরীর জন্যেও জন্মদিনের অফুরান শুভেচ্ছা রইলো।

১৩ ই জুন, ২০২৫ রাত ৮:১২

করুণাধারা বলেছেন: অনেক ধন্যবাদ পদাতিক অনেকদিন পর আমার ব্লগে আসার জন্য। খুব ভালো লাগছে এতদিন পর আপনাকে দেখে। অবশ্য আমিও অনিয়মিত হয়ে গেছি, কিন্তু একসময় ব্লগে যাদের সাথে আনন্দময় সময় কাটতো তাদের দেখতে পেলে মনে হয় গুমোট ভাব কেটে এক পশলা ঠান্ডা বাতাস বয়ে গেল...

আমার তরফ থেকে তো আছেই, পরী আর জুনের তরফ থেকেও ধন্যবাদ জানাই, আর শুভেচ্ছা জানাই।

১৪| ১৩ ই জুন, ২০২৫ দুপুর ২:৪৩

সাড়ে চুয়াত্তর বলেছেন: আমার ধারণা শায়মা আপু খুব ভালো ক্লাসিকাল নাচ পারে। আমার খুব দেখার শখ ছিল। ভারতীয় ক্লাসিক্যাল নাচ আমার দেখতে ভালো লাগে। আমি কয়েকবার চেয়েছিলাম। কিন্তু দিলো না। উনি অনেক ধরণের প্রতিভার অধিকারী। বেশ ভালো গান গায়। আমি কয়েকটা গান শুনেছি ওনার ইউটিউব চ্যানেলে এবং অন্য কোথাও।

১৩ ই জুন, ২০২৫ রাত ৮:১৮

করুণাধারা বলেছেন: ও!

প্রলয় নৃত্য থেকে শায়লার ক্লাসিক্যাল, ভারতীয় নাচের প্রশংসা!! হঠাৎ ইউটার্ন।

অবশ্য সন্দেহ নেই, শায়মা নৃত্য গীতের বিশেষভাবে পারদর্শী। শায়মার ইউটিউবের নাচগান দিয়ে একটা পোস্ট করা যায়।

১৫| ১৩ ই জুন, ২০২৫ বিকাল ৩:৪১

স্প্যানকড বলেছেন:



করুণাধারা আপু এবং জুন আপু দুইজনকে জন্মদিনের শুভেচ্ছা।
অনেক অনেক শুভ কামনা রইলো।
কবি মানুষ তো, কবিতা ছাড়া আর কিছু নেই।
আপনাদের জন্য একটা অনু কবিতা।

সময় যাচ্ছে যাক
সমস্ত দুঃখ বিলীন হতে থাক
ওদিকে শনশন হাওয়া
চাঁদের আলো দিচ্ছে ভীষণ
ঘর ছেড়ে
বাইরে যাবার ডাক।


ভালো থাকবেন সব সময়।

১৩ ই জুন, ২০২৫ রাত ৮:২৪

করুণাধারা বলেছেন: আমি খুবই আনন্দিত হলাম আমার ব্লগে আপনাকে দেখে,স্প্যানকড!! এই চমৎকার কবিতাটির জন্য অনেক ধন্যবাদ। সবচেয়ে ভালো লেগেছে প্রথম দুই লাইন,

সময় যাচ্ছে যাক
সমস্ত দুঃখ বিলীন হতে থাক


@ জুন, এই কথাটা আমাদের দুজনের জন্য ভীষণ ভাবে প্রযোজ্য।

স্প্যানকডয়ের জন্যও রইলো অনেক শুভকামনা।

১৬| ১৩ ই জুন, ২০২৫ বিকাল ৪:৪০

শায়মা বলেছেন: হা হা চুয়াত্তরভাইয়া।

যতই চাঁপাচাঁপি কঁরো কুঁনো লাঁভ নাঁইক্কা!!!!


পেঁত্নী ভঁর কঁরেছে আঁমার নাঁকে...... তুঁমি পঁরীরে মুঁরগী বঁলেছো!!!!!!!! আজ রাতে তোমার খপর আতে!!!!!!! হিঁ হিঁ :P

১৩ ই জুন, ২০২৫ রাত ৮:২৬

করুণাধারা বলেছেন: থাক থাক! একটা কথা নাহয় বলেই ফেলেছে, মাফ করে দাও। রাতে আর ভয় দেখাতে যাবার দরকার নেই।

১৭| ১৩ ই জুন, ২০২৫ বিকাল ৫:১০

সাড়ে চুয়াত্তর বলেছেন: @ শায়মা আপু - আপনার ভাবিও দেখতে চেয়েছে। এর আগে আপনার গান শুনিয়েছিলাম। আপনার গল্পের বই পাঠাবেন বলেছিলেন। সেটাও দিলেন না। বই পাঠালে আমি আর আমার বউ পড়বো।

১৩ ই জুন, ২০২৫ রাত ৮:৩০

করুণাধারা বলেছেন: সেকি! উপহার দেবার ঘোষণা দিয়ে তারপর আর উপহার নেই!! এটা তো ভালো কথা নয়! আমার মনে হয় এত কাজের মধ্যে বই পাঠাবার ফুরসত করে উঠতে পারছে না।

বই পেলেন কিনা জানাবেন।

১৮| ১৩ ই জুন, ২০২৫ বিকাল ৫:১৬

সাড়ে চুয়াত্তর বলেছেন: @ শায়মা আপু- কোথায় পাওয়া যাবে বই সেটা বলেন। টাকা খরচ করতে চাইসিলাম না।

১৩ ই জুন, ২০২৫ রাত ৮:৩২

করুণাধারা বলেছেন: আচ্ছা, এ পর্যন্ত কে কে বই পেয়েছে শায়মার থেকে!! :P

১৯| ১৩ ই জুন, ২০২৫ রাত ৮:১৯

সাড়ে চুয়াত্তর বলেছেন: আমি, শায়মা আপু আর ছবি আপু সিংহ রাশি (আসলে রাশি বিশ্বাস করা ঠিক না)। শায়মা আপু এবং ছবি আপুর জন্মদিন হল ১৭ আগস্ট। আমারটা কাছাকাছি। ২১ ফেব্রুয়ারি একজন নারী ব্লগারের জন্মদিন। আমি পোস্ট দিয়েছিলাম এই উপলক্ষে। বলেন ওনার নাম কী।

শায়মা আপু তো একটা বাচ্চা মেয়ের নাচ দিয়েছে। উনি স্টেজে নাচলে স্টেজ ভেঙ্গে পড়তো। তাই স্টেজে নাচার মানা আছে ওনার ওস্তাদের। ওনার নাচ এখন দিতে চাচ্ছে না, কারণ ওনার এখন শরম করছে। ওনার শরম আছে, এটাই তো আমার জানা ছিল না।

১৩ ই জুন, ২০২৫ রাত ৮:৩৮

করুণাধারা বলেছেন: আপনি ছবি এবং শায়মার থেকে কয় দিনের ছোট জানাবেন। তাহলে আপনার জন্মদিনেও পোস্ট দিতে পারবো।‌

একুশে ফেব্রুয়ারি মনিরা!

আমি ভেবেছিলাম এটা কমবয়সী শায়মা! নয় বছর আগে তো ও এই বয়সীই ছিল। তবে নাচটা চমৎকার হয়েছে! এমন নাচগান আগে আর দেখি নাই! :D

২০| ১৩ ই জুন, ২০২৫ রাত ৮:৪৫

সাড়ে চুয়াত্তর বলেছেন: আমার ধারণা ওনার প্রকাশক শেষ মুহূর্তে সাহিত্যের নিম্ন মানের জন্য বই প্রকাশ করতে অপারগতা প্রকাশ করেছেন। :)

আমি অবশ্য ব্লগে বই না পাওয়ার জন্য প্রকাশ্যে বেশ কয়েকবার খোটা দিয়েছি (ফান বেশী করে ফেলেছিলাম মনে হয়)। সেটাও কারণ হতে পারে। তবে আমার বউ মাঝে মাঝেই জিজ্ঞেস করে যে বইটা কবে আসবে। আমি বলেছি যে বেশী জনপ্রিয় লেখক তো, হট কেকের মত সব বিক্রি হয়ে গেছে। পরের বই মেলায় তুমি আর আমি গিয়ে কিনে নিয়ে আসবো অথবা প্রকাশককে গিয়ে বলবো যে টাকা দিচ্ছি আমাদেরকে এক কপি ছাপিয়ে দেন।

উনি ভুয়া মফিজ ভাইকেও বই পাঠাবেন বলেছিলেন। আমি যতদূর জানি উনিও পাননি এখনও। আসলে সবই ওনার চাপাবাজী। বই ছেপেছে কি না এটা নিয়েই আমার সন্দেহ আছে। আরও কত জনকে বলেছে আল্লাহ ছাড়া কেউ জানে না।

তবে একজন ভ্রাতৃপ্রতিম ব্লগার আমাকে বিদেশ থেকে ২ টা ইংরেজি বই পাঠিয়েছে। ওনার আন্তরিকতায় আমি মুগ্ধ। উনি বেশ প্রভাবশালী এবং ভালো একজন ব্লগার এবং ভালো মানুষ। নাম বলা ঠিক হবে না মনে হয়। :)

২১| ১৩ ই জুন, ২০২৫ রাত ১০:২৩

শায়মা বলেছেন: ১৭. ১৩ ই জুন, ২০২৫ বিকাল ৫:১০০

সাড়ে চুয়াত্তর বলেছেন: @ শায়মা আপু - আপনার ভাবিও দেখতে চেয়েছে। এর আগে আপনার গান শুনিয়েছিলাম। আপনার গল্পের বই পাঠাবেন বলেছিলেন। সেটাও দিলেন না। বই পাঠালে আমি আর আমার বউ পড়বো।

অবশ্যই পাঠাবো!!!!!!!! আমি অনেক অনেক বিজি ছিলাম!!!!!! তারপর ঈদের ছুটিতে ইজি হলাম কিন্তু সবকিছু বন্ধ তাই পাঠানো হয়নি! খুব শিঘ্রী পেয়ে যাবে!!!!!! :) :)


১৩ ই জুন, ২০২৫ রাত ৮:৩০০

লেখক বলেছেন: সেকি! উপহার দেবার ঘোষণা দিয়ে তারপর আর উপহার নেই!! এটা তো ভালো কথা নয়! আমার মনে হয় এত কাজের মধ্যে বই পাঠাবার ফুরসত করে উঠতে পারছে না।

ঠিক ঠিক একদম ঠিক!!! আমি সবাইকে বই পাঠিয়েছি যত টাকা বই এর দাম না তার থেকে বেশি কুরিয়ারের দাম দিয়ে দিয়ে হা হা হা কাজেই পাঠাবো বলেছি ৬ মাস লাগলেও পাঠাবো বেঁচে থাকলে.....


১৮. ১৩ ই জুন, ২০২৫ বিকাল ৫:১৬০

সাড়ে চুয়াত্তর বলেছেন: @ শায়মা আপু- কোথায় পাওয়া যাবে বই সেটা বলেন। টাকা খরচ করতে চাইসিলাম না।

ঐ কোত্থাও পাওয়া যাবে না আমি পাঠাবো তারপর!!!!!!! X((

১৩ ই জুন, ২০২৫ রাত ৮:৩২০

লেখক বলেছেন: আচ্ছা, এ পর্যন্ত কে কে বই পেয়েছে শায়মার থেকে!! :P

অনেক অনেক মানুষ পেয়েছে!!!!!!!!! সবাইকে জিগাসা করে দেখো...... সোনাবীজ ভাইয়া, নস্টালজিক, আকাশভাইয়া, শিপু ভাইয়া অপু ভাইয়া মাসুম ভাইয়া জিনি ভাইয়া একজন কবিভাইয়া যার নাম বলা মানা, ঢুকিচেপা ভাইয়া আরও অনেকেই মনে পড়ছে না এখন নাম সবাইকে আমি বই পাঠিয়েছি!!!!!!!

তোমাকেও পাঠাতে পারি ...... বলেই দেখো


এইবার পাঠাবো

চুয়াত্তরভাইয়াকে
দেয়ালিকা বিপাশাকে
সোনাবীজ ভাইয়াকে
গেয়োভুত ভাইয়াকে
মাহমুদ ভাইয়াকে
জিনিভাইয়াকে
নীলমনিকে
তোমাকেও যদি এড্রেস দাও
জেরীমনিকে
ভূয়া মফিজভাইয়াকে
আরও যারা যারা এড্রেস দিয়েছে তাদেরকে ......

অপুভাইয়া
রানার ব্লগভাইয়া
মুক্তানীল আপুনি এরা অলরেডি নিয়ে ফেলেছে .....।

২২| ১৩ ই জুন, ২০২৫ রাত ১০:৩১

আহমেদ জী এস বলেছেন: করুণাধারা,



যে কারনে আপনার ব্লগে আসা হয়না বলেছেন, তেমন কারনে আমারও খুব একটা ব্লগে আসা হয না।
আজ "আলোচিত ব্লগ"য়ে আপনার লেখা দেখতে পেয়ে লগইন করেছি।
তিন তিনজনের জন্মদিনের খোশখবরি দিলেন। তা কি উপহার দিই?
ভেবে ভেবে তিনজনের জন্যেই তিনখানা ফুলের ছবি দিলুম। তারা এই ফুলের মতোই বিকশিত হোক, সুন্দর হোক.....
পরীর জন্যে।

জুনের জন্যে।

করুণাধারার জন্যে।

২৩| ১৪ ই জুন, ২০২৫ সকাল ১১:৩৬

রাজীব নুর বলেছেন: আমার বড় কন্যা গত কয়েক বছর ধরে ধার্মিক হয়ে গেছে।
সে চায় না তার ছবি দেই, তাকে নিয়ে লিখি। সে কিভাবে এত ধার্মিক হয়ে গেলো ভেবে পাই না। অবশ্য সে যে স্কুলে পড়ে, ইংলিশ মিডিয়াম স্কুল হলেও, তারা ধর্মকে গুরুত্ব দেয়।

ছোট কন্যা যেদিন বলবে, তাকে নিয়ে লেখা যাবে না, সেদিন তাকে নিয়েও লিখব না।

২৪| ১৫ ই জুন, ২০২৫ দুপুর ১:১৭

মিরোরডডল বলেছেন:




লেখক বলেছেন: ৎৎৎৎঘৎ তোমার মন্তব্যের উত্তর দিয়েছে, দেখে এসো।

ম্যানি থ্যাংকস।
ডিপ্রেশন নিয়ে ধারাপুর দেয়া লিংকের লেখাটাও পড়েছি।
ভালো লেগেছে, হেল্পফুল।

২৫| ১৬ ই জুন, ২০২৫ সকাল ৮:০২

কবিতা ক্থ্য বলেছেন: @শায়মা
তালিকায় আমার নাম নাই।
পক্ষপাত দুষ্ট এই লিস্ট আমরা মানি না।

২৬| ০৩ রা জুলাই, ২০২৫ রাত ৯:৫৪

শায়মা বলেছেন: @চুয়াত্তরভাইয়া
আমি কিন্তু তোমাকে বই পাঠিয়েছিলাম। মেইলও করেছিলাম!!!


কবিতাকথ্য ভাইয়া তোমার এড্রেস দাও। পাঠিয়ে দেবো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.