নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এনারা এখন কই...... কোথায় ? যে কোনও গুরুত্বপূর্ণ ইস্যু, জাতীয় ইস্যু, আন্দোলন, নির্যাতন ইত্যাদি হলে এদের সরব উপস্থিতি দেখা যায় মিডিয়ায়...... দেখা যায় উৎপীড়িতের পক্ষে সুন্দর সুন্দর চমৎকার চমৎকার বয়ান দিতে ... দেখা যেতো নিপীড়কের কঠোর সমালোচনা করতে... তা আজ ছাত্রদের এই চলমান ন্যায্য আন্দোলনে এদের সেই সুন্দর সুন্দর বক্তব্য কোথায় ? আন্দোলনের পক্ষে সংহতি প্রকাশের কথা না হয় নাই তুললাম... এই সুশীলতার শেষ কোথায়?
২| ০৪ ঠা আগস্ট, ২০১৮ রাত ১০:১১
দোদূল্যমান বলেছেন: ডঃ জাফর ইকবাল এর পিনপতন নিরবতায় আমি আশ্চর্য। মানুষটা বেঁচে আছে তো?
০৪ ঠা আগস্ট, ২০১৮ রাত ১১:১৯
অন্তর্জাল পরিব্রাজক বলেছেন: ডঃ জাফর ইকবালকে আমি খুব সম্মান করতাম। কিন্তু উনার কার্যকলাপে দিন দিন উনার ওপর থেকে আমার শ্রদ্ধা উঠে যাচ্ছে।
৩| ০৪ ঠা আগস্ট, ২০১৮ রাত ১০:১২
চাঁদগাজী বলেছেন:
উনারা বসে নেই, আপনার মতো পোষ্ট লিখছেন।
০৪ ঠা আগস্ট, ২০১৮ রাত ১১:১৯
অন্তর্জাল পরিব্রাজক বলেছেন: বটে!!
৪| ০৪ ঠা আগস্ট, ২০১৮ রাত ১০:১৪
দোদূল্যমান বলেছেন: চলমান ছাত্র আন্দোলনের বিষয়ে ডঃ আনিসুজ্জামান-এর একটা টিভি সাক্ষাতকার দেখেছিলাম। আর কারও কোন উপস্থিতি বা বক্তব্য চোখে পড়ে নাই এখনো।
০৪ ঠা আগস্ট, ২০১৮ রাত ১১:২০
অন্তর্জাল পরিব্রাজক বলেছেন: আমি দেখিনি ।
৫| ০৪ ঠা আগস্ট, ২০১৮ রাত ১০:১৯
লায়নহার্ট বলেছেন: {জাফর ইকবালের গায়েবি নামাজ পড়ার কথা ছিলো। আপনি দেশের নামকরা স্টুডেন্ট সেলিব্রেটিদের কথা (যেমন আয়মান সাদিক) ভুলে গেলেন?}
০৪ ঠা আগস্ট, ২০১৮ রাত ১১:২১
অন্তর্জাল পরিব্রাজক বলেছেন: সব পোলটি মারা শুরু করেছে!!
৬| ০৪ ঠা আগস্ট, ২০১৮ রাত ১০:২৯
বিদ্যুৎ বলেছেন: এরা কি জীবিত আছেন?
০৪ ঠা আগস্ট, ২০১৮ রাত ১১:২৩
অন্তর্জাল পরিব্রাজক বলেছেন: অবশ্যই আছেন... কিন্তু গা বাঁচিয়ে চলছেন মনে হচ্ছে। সুবিধাবাদী লোক তো আর কম দেখলাম না জীবনে!
৭| ০৪ ঠা আগস্ট, ২০১৮ রাত ১১:১০
কেএসরথি বলেছেন: এরা পাকি হায়েনাদের থেকে কম না! ৭১এর রাজাকারদের তো আমরা ধরে ধরে কুকুরের মতো মেরেছিলাম, কিন্তু এদেরতো সেটাও করা সম্ভব না।
০৪ ঠা আগস্ট, ২০১৮ রাত ১১:২৮
অন্তর্জাল পরিব্রাজক বলেছেন: "এরা পাকি হায়েনাদের থেকে কম না" বেশী বাড়িয়ে বলা হয়ে গেলো নয় কি? যাই হোক, আপনার বক্তব্যের আর সমালোচনা নাই বা করলাম। এরা হচ্ছেন খাঁটি সুবিধাবাদী সুশীল ব্যক্তি। যখন সত্যিকারের দরকার হবে তখন আর খুঁজে পাবেন না এদের।
৮| ০৪ ঠা আগস্ট, ২০১৮ রাত ১১:১৮
সাইন বোর্ড বলেছেন: বাথরুমে ছিটকিনি লাগিয়ে মনে হয় বসে অাছে, সম্ভবতঃ কোষ্ঠকাঠিন্য হয়েছে ।
০৪ ঠা আগস্ট, ২০১৮ রাত ১১:২৯
অন্তর্জাল পরিব্রাজক বলেছেন: ভালোই বলেছেন......
৯| ০৪ ঠা আগস্ট, ২০১৮ রাত ১১:২৯
দোদূল্যমান বলেছেন: সুলতানা কামাল তো একজন মানবাধিকারকর্মী। নিরাপদ সড়ক চাওয়া কি মানবাধিকারের পর্যায়ে পড়ে না? তিনি কেন নীরব?
০৪ ঠা আগস্ট, ২০১৮ রাত ১১:৩১
অন্তর্জাল পরিব্রাজক বলেছেন: অবশ্যই পড়ে। কিন্তু ঐ যে বললাম না একটা কমেন্টে... এরা হচ্ছেন খাঁটি সুবিধাবাদী ব্যক্তি। এখন সেইফ সাইডে থাকতে চাচ্ছেন।
১০| ০৪ ঠা আগস্ট, ২০১৮ রাত ১১:৪৯
অর্থনীতিবিদ বলেছেন: ৭১ সালের ১৪ই ডিসেম্বর দেশের শ্রেষ্ঠ জ্ঞানী-গুণী আর বিবেকবান মানুষদের হত্যা করা হয়। তারা ছিলেন প্রকৃত মানবদরদী বুদ্ধিজীবি। তারা চলে যাওয়ার পরই তো বর্তমানের তথাকথিত মেরুদন্ডহীন সুশীলদের উদ্ভব হয়েছে। এরা মেরুদন্ডহীন। তাই প্রয়োজনের সময় এরা গর্তে লুকিয়ে পড়ে।
০৫ ই আগস্ট, ২০১৮ রাত ১২:০২
অন্তর্জাল পরিব্রাজক বলেছেন: আসলেই এরা মেরুদণ্ডহীন। দুর্দিনে দরকারের সময় এরা ভাগোয়াট !
১১| ০৫ ই আগস্ট, ২০১৮ রাত ১২:৪৬
বিচার মানি তালগাছ আমার বলেছেন: আমি ক্ষমতায় থাকলে এরা সহ আরো অনেক বুদ্ধিবেশ্যাদের জেলে ঢুকাতাম...
১২| ০৫ ই আগস্ট, ২০১৮ রাত ২:৩০
শাহিন-৯৯ বলেছেন:
এদেরকে বুদ্ধিজীবি ভাবা আমার কাছে মনে হয় বুদ্ধিহীনতার কাজ। উপরের ছবির সবাই চেতনার ব্যাবসার ভাগীদার।
১৩| ০৫ ই আগস্ট, ২০১৮ সকাল ১১:০০
রাজীব নুর বলেছেন: When you support a Party blindly, you forget your country, you forget your people.
©somewhere in net ltd.
১| ০৪ ঠা আগস্ট, ২০১৮ রাত ১০:০৮
তারেক ফাহিম বলেছেন: আমারও একই প্রশ্ন।