নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দয়া করে বাংলাদেশ ক্রিকেট দলকে বাঘ বলা বন্ধ করুন!! এরা ছাগলের দল ছিল, ছাগলের দল আছে আর ছাগলের দলই থাকবে!! এরা যেমন ধারার খেলা খেলে বেড়াচ্ছে তাতে করে আর যাই হোক, বাঘের ইমেজ মোটেও এদের সাথে যায়না!! বাঘ বলতে হয় তো ঐ আফগান ক্রিকেট দলকে বলুন। সেটা মানাবে। এতো কম সুযোগ সুবিধা পেয়েও নিজের দেশ থেকে দূরে শত শত মাইল দূরে থেকে পরের মাঠে প্র্যাকটিস করে কিকরে বিশ্বের তাবড় তাবড় দলকে ঘোল খাইয়ে বুক চিতিয়ে লড়ে মাথা উঁচু করে জিতে দেশকে একটু আনন্দ দিতে হয়, খুশি রাখতে হয়, সেটা রীতিমতো অনুকরণীয়। আজ বড় বড় ক্রিকেট খেলুড়ে শক্তিগুলোও তাদের কুর্নিশ করছে। আর এদিকে বিশ্বের অন্যতম “ধনী” ক্রিকেট বোর্ড এতো সুযোগ সুবিধা নিয়ে এতো এতো টাকা ঢেলে, ক্রিকেটারদের লক্ষ লক্ষ টাকা বেতন দিয়ে, জিতলেই দামী ফ্ল্যাট-বাড়ি-গাড়ি উপহার দিয়ে বাঘের ইমেজ নিয়ে খেলতে নেমে ছাগলের মতো খেলে বেড়াচ্ছে বছরের পর বছর!! কোনোমতে কিছু কিছু ম্যাচ জিতা জিতলেও শেষমেশ ছাগলদের মতোই হেরে “আস্তে আস্তে মাথা নিচু করে প্যাভিলিয়নের পথ” ধরে!! এতো এতো টাকা নিয়ে এতো এতো সুযোগ সুবিধা নিয়েও শেষ পর্যন্ত এদের এইরকম ছাগলমার্কা পারফর্মেন্স!! এটা আর যাই হোক কোনও অবস্থাতেই বাঘের মতো কাজকারবার নয়!! ছাগলের দলকে ছাগলের দল বলা শিখুন!!
বাংলাদেশের ক্রিকেট নিয়ে একবার বিস্তারিত লিখবো আশা করি।
০১ লা জুলাই, ২০২৪ রাত ৮:০৭
অন্তর্জাল পরিব্রাজক বলেছেন: ভালো বলেছেন!!
২| ২৫ শে জুন, ২০২৪ দুপুর ১:১৫
শেরজা তপন বলেছেন: কথা ভালো বলেছেন ব্ল্যাক বেঙ্গল গোট বিশ্ব বিখ্যাত। এর থেকে মিহি ছিত্রযুক্ত চামড়া ও স্বাদের মাংস আর কোন ছাগলের নেই।
এই নামটাই আমাদের ক্রিকেট টিমের সাথে ভালো যায়।
কিন্তু ছবি খানা দিয়েছেন তো রাম ছাগলের- নাকি পাটনাইয়া?
০১ লা জুলাই, ২০২৪ রাত ৮:১৪
অন্তর্জাল পরিব্রাজক বলেছেন: ঠিক বলেছেন। আমাদের ক্রিকেট দলের সাথে এই "ব্ল্যাক বেঙ্গল গোট" উপাধিই সবচেয়ে মানানসই, ঐ স্বঘোষিত "টাইগার" খেতাবের চেয়ে, বিশেষত তাদের যা পারফর্মেন্স!!
আর ছবিখানা যে জাতের ছাগলেরই হোক, ধরেই না হয় নিন ওটা ব্ল্যাক বেঙ্গলেরই !!
৩| ২৫ শে জুন, ২০২৪ দুপুর ১:২৭
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
বাংলাদেশ অনেক ভালো বল করেছে।
প্রথম দিকে আফগানী ব্যাটাররা কাঁপছিলো।
০১ লা জুলাই, ২০২৪ রাত ৮:১৭
অন্তর্জাল পরিব্রাজক বলেছেন: জী জনাব, কারা কি খেলেছে দেখা আছে!!
৪| ২৫ শে জুন, ২০২৪ দুপুর ১:৩২
নতুন বলেছেন: যদি বিদেশীদের সাথে খেলায় না পরে তবে বিদেশে খেলতে যাবার দরকার নাই।
ব্লাক বেঙ্গল ছাগল দিয়ে কাচ্চি হয়, ক্রিকেট খেলা না।
০১ লা জুলাই, ২০২৪ রাত ৮:১৮
অন্তর্জাল পরিব্রাজক বলেছেন: বটে!!
৫| ২৫ শে জুন, ২০২৪ বিকাল ৫:৪৭
মোগল সম্রাট বলেছেন:
ক্রিকেট রাজকীয় খেলা। খয়রাতিরা এটাকে চুড়ান্ত জুয়া খেলায় পরিনত করছে।
মায়ের দোয়া ক্রিকেট টিমকে অভিনন্দন।
০১ লা জুলাই, ২০২৪ রাত ৮:২০
অন্তর্জাল পরিব্রাজক বলেছেন: অপেশাদারিত্ব, জবাবদিহিতার অভাব আর দুর্নীতি থাকলে এটাই হয়!!
৬| ২৫ শে জুন, ২০২৪ সন্ধ্যা ৭:১৫
আখামোরহ মিয়া বলেছেন: আমি ভাবছি, আহারে! ওদের মাঠ নামাজ পড়া হলো না!
০১ লা জুলাই, ২০২৪ রাত ৮:২০
অন্তর্জাল পরিব্রাজক বলেছেন: বটে!!
৭| ০১ লা জুলাই, ২০২৪ সকাল ৮:৪০
অহন৭১ বলেছেন: মহাজাগতিক চিন্তা বলেছেন: ছাগল দিয়ে কাচ্ছি বিরিয়ানী হবে, ক্রিকেট হবে না।
একদম.........
০১ লা জুলাই, ২০২৪ রাত ৮:২১
অন্তর্জাল পরিব্রাজক বলেছেন:
©somewhere in net ltd.
১| ২৫ শে জুন, ২০২৪ দুপুর ১২:৫৮
মহাজাগতিক চিন্তা বলেছেন: ছাগল দিয়ে কাচ্ছি বিরিয়ানী হবে, ক্রিকেট হবে না।