নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অপ্রিয়বক্তা।

অন্তর্জাল পরিব্রাজক

অসাধারণ নই, সাধারণ এক মানুষ।

অন্তর্জাল পরিব্রাজক › বিস্তারিত পোস্টঃ

রাজাকারের দল যদি জাতীয় সঙ্গীত পরিবর্তনের দাবী না জানায়, তো জানাবেটা কে?

০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৪ রাত ১০:৩০


তার বাপ ছিল রাজাকার শিরোমণি গোলাম আযম। আর তার ছেলে যদি একথা না বলে তো আর বলবে কে? মুখে যতোই ধর্মের কথা বলুক আর ভালো ভালো বুলি আওড়াক, চিরকালই এরা হলো – “দিল সে পাকিস্তান’!! এদেশটাকে এরা কখনো মেনে নিতে পারেনি। পারেনি এদেশের চিন্তা-চেতনা-কৃষ্টি-সংস্কৃতি মেনে নিতে। স্বাধীনতার দীর্ঘ ৫০ বছর পরও এরা এদের চরিত্র বদলাতে পারেনি। পারেনি এদেশের সংস্কৃতিকে ধারণ করতে। বাংলার ইতিহাসের শ্রেষ্ঠতম কুলাঙ্গার কুসন্তান হল এই আমান আজমীর বাপ গোলাম আযম। একে মীর জাফরের চেয়েও নিকৃষ্ট বলতে কোনও দ্বিধা নেই, কারণ মীর জাফর কখনো নিজের জাতভাইয়ের সাথে বেইমানী করেনি। ইতিহাস পড়লে জানা যায় ঐ মীর জাফর, মীর কাশিম, জগত শেঠরা কখনোই বাঙ্গালি ছিল না। মীর জাফর ছিল আরব বংশোদ্ভূত এক ভারতীয় যার জন্ম পর্যন্ত বাংলা মুল্লুকের বাইরে, দিল্লীতে। যাই হোক সেসব ইতিহাস নিয়ে আরেক দিন না হয় লিখা যাবে। কিন্তু যে কথা না বললেই নয়, যে যেই বেইমানী মীর জাফর পর্যন্ত করেনি সেই বেইমানীই করেছে আমাদের মুক্তিযুদ্ধের সময় স্বজাতির বিরুদ্ধে গিয়ে এই কুলাঙ্গার গোলাম আযম। আর আজ তারই ছেলে, এক কুলাঙ্গারের পুত্র আরেক কুলাঙ্গার কুপুত্র আমান আজমী বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবর্তনের দাবী জানাচ্ছে। “আমার সোনার বাংলা, আমি তোমায় ভালবাসি” গানকে এরা কখনো কেন মেনে নিতে পারবে না সেটা আমি মনে করিনা খুব বিশদ ব্যাখ্যার প্রয়োজন আছে। রাজাকার যে চিরকালই রাজাকার থাকে সেটাও এই কুলাঙ্গার আমান আজমী আবারো প্রমাণ করলো। জামাতে ইসলামী বাংলাদেশ মানেই “হৃদয়ে পাকিস্তান”। রোজ কেয়ামত পর্যন্ত এর কোনও হেরফের হবেনা। এক অপোগণ্ডের দল আওয়ামী লীগ, যারা মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে কথা বললেও যাদের অবস্থা ছিল “হৃদয়ে ভারত” লেজ গুঁটিয়ে পালাতে না পালাতেই পুরান অপোগণ্ড জামাতে ইসলাম এসেই সব যেন গিলে খেতে চাচ্ছে।
আর তার চেয়েও খারাপ ব্যাপার হচ্ছে দেশে প্রচুর মানুষ এই কুলাঙ্গার আমান আজমীর কথায় সমর্থন দিচ্ছে।
আর পাকিস্তানের প্রতি ভালোবাসা আর পাকিস্তানের জনপ্রিয়তা যে বাংলাদেশে কিরকম সেটাও নতুন করে বলার কিছু নেই।
এতকিছুর পরও বাংলাদেশে পাকিস্তানের প্রতি এতো ভালোবাসা দেখে মাঝে মাঝে একটা কথা আমার প্রায়ই মনে হয় – “একাত্তরে বাংলাদেশ জিতেও জেতেনি, পাকিস্তান হেরেও হারেনি।“

মন্তব্য ২২ টি রেটিং +৩/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৪ রাত ১১:০৭

শাহিন-৯৯ বলেছেন:

উনি জামাতের কোন পদে আছেন? কয়েক বছর আগে তো জাতীয় সংগীত পরিবর্তন নিয়ে আলোচনা হয়েছিল, সামুতে খুঁজলে সেই রকম পোষ্ট পাওয়া যাবে।

০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৪ রাত ১১:১৪

অন্তর্জাল পরিব্রাজক বলেছেন: উনি জামাতের কোন পদে আছেন তা এই মুহূর্তে জানা নেই।

২| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৪ রাত ১১:২১

মাহমুদুর রহমান সুজন বলেছেন: আয়না ঘরে ৮ বছর থাকলেন উনি, উনার গামছা টা এখনও ব্র্যান্ড নিউ। পচা, বাসী খাবার খেয়ে অন্ধকার কামড়ায় থেকেও মাসাল্লাহ শরীর সাস্থ্য আগের চেয়ে ভালো হইসে। ইউনুস চুরার নাটক তো ফ্লপ।

-পরের শরীর চোখে পড়ে অনেক। কিন্তু ১৫ বছর চুরি করে খেয়ে যারা তিল থেকে তাল হয়েছে তাদের কাউকে চোখে পড়েছে কি ভাই সাহেবের!

৩| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৪ রাত ১১:২৫

মাহমুদুর রহমান সুজন বলেছেন: একজন ভালো মানুষ আর যতই হোক সেদে সেদে খারাপ হতে চায়না। গালী প্ররিহার করুন। ভালো মানুষের ছদ্দবেশের আড়াল থেকে বেরিয়ে আসুন। একজন প্রকৃত মানুষ হউন।

০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৪ রাত ১১:৩০

অন্তর্জাল পরিব্রাজক বলেছেন: কোনটা ছদ্মবেশ আর কোনটা আসল কি নকল সেটা আমাকে শেখাতে আসবেন না। কাকে ধরে ঝাড়লে কোথায় লাগে আর কার গায়ে পড়ে যথেষ্ট দেখা আছে। প্রকৃত মানুষ কাকে বলে তার সার্টিফিকেট দেয়ার আপনি কেউ নন।

৪| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৪ রাত ১১:৩৩

মোহাম্মদ গোফরান বলেছেন: বাংলাদেশের নাম যে পরিবর্তন করার কথা কয় নাই তার জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করুন।

০৫ ই সেপ্টেম্বর, ২০২৪ রাত ৮:০৭

অন্তর্জাল পরিব্রাজক বলেছেন: হ্যাঁ, সেটাই!! দেশটাকে আবারো পূর্ব পাকিস্তান বানাতে চায় এরা!!

৫| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৪ রাত ১১:৩৪

শাহিন-৯৯ বলেছেন:
view this link

৬| ০৫ ই সেপ্টেম্বর, ২০২৪ রাত ১:৫২

অস্বাধীন মানুষ বলেছেন: @লেখক কথা বার্তা ঠিকঠাক ভাবে বলবেন । আপনাকে আমি কিন্তু কোনো বকা দিয়ে কথা বলি নাই।
যেটুকো সত্য সেটুকোই বলছি । বাংলাদেশে ১৯৭১ এর পর থেকে যত ঘুম খুন হয়েছে সবগুলো কোনটা বাপ কোনোটা মেয়ে ।
আমার ফাঁসি চাই নামক একটা বই লেখার জন্য মুক্তিযোদ্ধা মতিউর রহমান রিন্টুকে কত দিন পালিয়ে পালিয়ে বেড়াতে হয়েছে ।
এরকম অনেক ঘটনা আছে যা সত্যটা হয়ত একদিন জাতি জানতে পারবে শুধু সময়ের অপেক্ষা।
আর থাকলো আমি জামাত প্রসঙ্গ,শুনেন আমি আমার জীবনের প্রথম ভোটটা দিচ্ছিলাম নৌকা মার্কায়
ঠিক এর পর তিন চারবার যে ভোট হলো আর আমাকে ভোট দেয়া লাগে নাই,হয় দিনের ভোট রাতে না হয়
আমার মরা দাদা দাদি বা নানা নানি এসে আমার ভোট দিয়ে গেছে।
জীবনে ওই যে পাপ করে ছিলাম একবার ভোট দিয়ে তার খেসারত গত ষোল বছর দেশের
জনগন আমরা দিছি।আর এই দুই হাজার চব্বিশ সালে এসে আমাদের ছেলে,মেয়ে ও ভাই বোনেরা তাদের রক্ত এবং জীবন দিয়ে চুকিয়ে গেল।

৭| ০৫ ই সেপ্টেম্বর, ২০২৪ রাত ১:৫৭

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: Click This Link

৮| ০৫ ই সেপ্টেম্বর, ২০২৪ ভোর ৬:৫৬

হাবিব ইমরান বলেছেন:
আজকেও স্বাধীনতার বন্ধু ভারত সীমান্তে লাশ ফেলেছে। জানেন?

০৫ ই সেপ্টেম্বর, ২০২৪ রাত ৮:১০

অন্তর্জাল পরিব্রাজক বলেছেন: আপনি কি আমাকে ভারতপন্থী বা আওয়ামীপন্থী মনে করেন?
পারলে আমার আগের পোস্টগুলো দেখুন, আমার সম্পর্কে আপনার আইডিয়া হতে পারে। এই মুহূর্তে এর বেশী কিছু বললাম না!!

৯| ০৫ ই সেপ্টেম্বর, ২০২৪ সকাল ৭:৫১

আলামিন১০৪ বলেছেন: এলা খেমা দেন, দিনকাল ভালা না

০৫ ই সেপ্টেম্বর, ২০২৪ রাত ৮:১১

অন্তর্জাল পরিব্রাজক বলেছেন: তো?

১০| ০৫ ই সেপ্টেম্বর, ২০২৪ সকাল ৮:৩১

রানার ব্লগ বলেছেন: এই লোক ট্রেইন্ড মিথ্যাবাদী। অনর্গল বিনা হেচকি তুলে মিথ্যা বলতে পারে। একে আবার থেরাপিতে পাঠানো উচিৎ৷

০৫ ই সেপ্টেম্বর, ২০২৪ রাত ৮:১২

অন্তর্জাল পরিব্রাজক বলেছেন: ভুলে গেলে তো চলবে না যে এ কার সন্তান!! এরে কোনও থেরাপিতে পাঠিয়ে এর আগাপাশতলা ঝালাই করা দরকার!!

১১| ০৫ ই সেপ্টেম্বর, ২০২৪ সকাল ৯:৪৮

সামছুল আলম কচি বলেছেন: লেখক স্বয়ং তার লেখায় এবং মন্তব্যের উত্তরে যে ভাষা ব্যবহার করেছে, তাতে সে নিজেকে সভ্য মানুষ বা সভ্য সাহিত্যিক বলে দাবী করতে পারে না। ছি !!!!

০৫ ই সেপ্টেম্বর, ২০২৪ রাত ৮:১৯

অন্তর্জাল পরিব্রাজক বলেছেন: আমার লেখায় বা আমার কথায় কারা কারা "আহত" বোধ করতে পারে সেটা আমার ভালোই জানা আছে। কোনটা সভ্য আর কোনটা অসভ্য সে লেকচার আমাকে দিতে আসবেন না। ছুপা জামাতিরা আর জামাতপ্রেমীরা আমাকে সহ্য করতে পারবে না সেটা খুব ভালো করেই জানি। নিজেকে এতো সুশীল ভাইবেন না!!
আমাকে এসে একজন হাসিনা-মোদীর মতো ক্রিমিনালকে আমার মা বাপ বানিয়ে যা খুশি তাই বলবে আর আমি তাদেরকে মিষ্টি খাওয়াবো?

১২| ০৫ ই সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৫:২৭

রূপক বিধৌত সাধু বলেছেন: আওয়ামী লীগ দেশের এমন অবস্থা করে গেছে যে, রাজাকারের ছানাপোনারা পর্যন্ত এখন লেকচার দেওয়ার সুযোগ পাচ্ছে। ’২৪ কে ’৭১ এর বিপরীতে দাঁড় করাচ্ছে।

০৫ ই সেপ্টেম্বর, ২০২৪ রাত ৮:২৩

অন্তর্জাল পরিব্রাজক বলেছেন: আমার আগের এক পোষ্টে করা মন্তব্যকে আবার না হয় রিপিট করি। জামায়াতকে আগে আমি আওয়ামী লীগের চেয়ে খারাপ মনে করলেও আওয়ামী লীগ তার শাসনামলে আমার এ ধারনাকে মিথ্যা প্রমাণ করেছে।
জামায়াত আর আওয়ামী লীগ দুটোই যে দেশের শত্রু এটা সবাই বোঝার ক্ষমতা রাখেনা।

১৩| ০৫ ই সেপ্টেম্বর, ২০২৪ রাত ৯:২০

এস.এম.সাগর বলেছেন: মাহমুদুর রহমান সুজন বলেছেন: আয়না ঘরে ৮ বছর থাকলেন উনি, উনার গামছা টা এখনও ব্র্যান্ড নিউ।

আয়না ঘরের গামছা নতুনই থাকে, কারন আইনা ঘরের গামছা দিয়ে অন্য কোন কাজে ব্যবহার করতে দেয়া হয়না, আইনা ঘরের গামছা দিয়ে শুধুমাত্র চোখ বেধে রাখা হতো তাই এই গামছা ১০ বছরেও নতুন থাকে, আর খাওয়ার কথা বলেছেন- সেখানে না খেলেই শাস্তি দেয়া হতো- বাঁশ ডলা, কারেন্ট সক্ট, গরম পানি, তারকাটা ইত্যাদি ইত্যাদি শাস্তি দেয়া হতো, অবশ্য আপনি আয়না ঘরে গেলে এই ভাবে কথা বলতেননা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.