নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অবশেষে বাংলাদেশ থেকে পাকিস্তানের সরাসরি ফ্লাইট চালু হচ্ছে!!
হ্যাঁ, এই খবরে বহুত আমজনতা বিশেষ করে পাকিস্তান লাভাররা তো মহাখুশি...... এক্কেবারে খুশিতে ডগমগ...... আফটার অল, "পাকিস্তান হইলো আমাগো ধর্মের ভাই" ... এত্ত সুন্দর একটা দেশ, অনেকের কাছে তা ভারত তো বটেই, সুইজারল্যান্ডের চেয়েও নাকি বেশী সুন্দর ... তাতে সুন্দরমতো ব্যাগ-ট্যাগ গুছিয়ে ঘুরতে যাবে না তাই কি হয়...... বাই দ্যা ওয়ে, আপনারা পাকিস্তান ঘুরতে যাবেন, ভালো কথা, যান...... কিন্তু তারপরে ভুলেও ইউরোপ - আমেরিকার কোনও দেশে যাবার জন্য এপ্লাই করবেন তো জঙ্গিদের সাথে কোনও যোগসাজশ আছে এই সন্দেহে ইউরোপ-আমেরিকার ঐসব এমব্যাসিতে জবরদস্ত একটা বাঁশ খাবেন... ভিসা তো জীবনেও পাবেন না, এমন কি ইউরোপ - আমেরিকার দেশগুলো বাদে অন্য কোনও দেশে গেলেও সেসব দেশের এয়ারপোর্টে ইমিগ্রেশনে ঝামেলায় পড়তে পারেন!!!
যাই হোক, গুড লাক উইথ ট্রিপ টু পাকিস্তান!!!
০৯ ই ডিসেম্বর, ২০২৪ রাত ৮:৫১
অন্তর্জাল পরিব্রাজক বলেছেন: এইসব এই দেশের পাকিস্তান লাভাররা বুঝতে চাইবে না ভাই।
যাক, এদের সাথে আমি এখন এসব নিয়ে বেশী তর্ক করতে চাইনা। আমি চাই এরা তাদের পাসপোর্টে পাকিস্তানের সিল-ছাপ্পড় লাগাক তারপরে ইউরোপ-আমেরিকার এমব্যাসিতে গিয়ে মজা বুঝুক!!
২| ০৯ ই ডিসেম্বর, ২০২৪ সকাল ১০:২৯
আমি নই বলেছেন: কখনো সুযোগ পেলে কারাকোরাম হাইওয়েটা দেখার খুব ইচ্ছা আছে।
মুসলিম নাম দেখলেইতো মনে হয় ইউরোপ-আমেরিকার এম্বাসির চুলকানি শুরু হয়। তবে যারা ঐসকল দেশে যেতে ইচ্ছুক তাদের সাবধান হওয়া উচিৎ।
০৯ ই ডিসেম্বর, ২০২৪ রাত ৮:৪০
অন্তর্জাল পরিব্রাজক বলেছেন: তাই নাকি?
তাইলে জলদি করে উড়াল দিয়া পাকিস্তান যান।
পাকিস্তান ডাকিছে আপনাকে, শুনতে কি পান!!!
৩| ০৯ ই ডিসেম্বর, ২০২৪ সকাল ১১:৪৪
মেঠোপথ২৩ বলেছেন: পাকিস্তানের সীল পাসপোর্টে পরলে , ইউরোপ আমেরিকার ভিসা পাওয়া যাবে না। এটা একান্তই আপনার মনগড়া ধারনা। এইসব ভ্রান্ত ধারনা আমাদের সমাজে প্রতিষ্ঠিত করেছে কিছু অসৎ মিডিয়া। পাকিস্তানের দালাল শব্দটাও একটা আওয়ামি বয়ান। বাংলাদেশের এখন সকল দেশের সাথে সম্পর্ক হতে হবে সমতা ও নায্যতার ভিত্তিতে। ভবিষ্যতে কোন রাজনৈ্তিক দল যদি আবার কোন নির্দিষ্ট দেশের প্রতি নতজানু পররাস্ট্রনীতি দেখানর চেষ্টা করে তবে , সেই দলের অবস্থাও পতিত আওয়ামিলীগের চাইতে আরো অনেক বেশি গুনে খারাপ হবে।
০৯ ই ডিসেম্বর, ২০২৪ রাত ৮:৪৭
অন্তর্জাল পরিব্রাজক বলেছেন: জী জনাব, আপনার পাসপোর্টে পাকিস্তানের সিল ছাপ্পড় লাগিয়ে ইউরোপের কোনও দেশে যাওয়ার জন্য তাদের এমব্যাসিতে আবেদন করুন। মনগড়া ধারণা যে আসলে কার সেটা পরিষ্কার হয়ে যাবে!!
আর পাকিস্তানের দালাল বা ভারতের দালাল কার বা কাদের বয়ান সে শিক্ষা আপনার কাছ থেকে নেওয়ার কিছু নেই।
ধন্যবাদ।
©somewhere in net ltd.
১| ০৯ ই ডিসেম্বর, ২০২৪ সকাল ৯:৫৭
এভো বলেছেন: একবার যদি কোন বাংলাদেশির পাশপোর্টে পাকিস্থানি ভিসা পড়ে বা ঐ দেশ যদি কেহ ভ্রমন করে, তাহোলে সে জীবনেও ইউরোপ এমেরিকাতে যাওয়ার জন্য ভিসা পাবে না ।