| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বাংলাদেশে জামাতে ইসলাম কখনো যদি নির্বাচনে জিতে ক্ষমতায় আসতে পারে তাহলেও খুব বেশীদিন তারা রাজত্ব করতে পারবে না। বিশেষত তারা যে ধারার র্যাডিকেল ন্যাচারের বা প্রতিক্রিয়াশিলতায় ভরা একটি রাজনৈতিক দল তাতে করে পূর্ণমাত্রায় ক্ষমতায় আসতে সক্ষম হলেও এরা এদের র্যাডিকেল ন্যাচারের কারণে এমন কিছু করে বসবে যেটা হবে খুবই গণবিরোধী এবং এদের নানা রকমের প্রতিক্রিয়াশিলতায় ভরা কাজকারবারের কারণে দেশসুদ্ধ মানুষ এদের বিরুদ্ধে যাবে। জাস্ট এ রিমাইন্ডার ...... বাংলাদেশে আজ পর্যন্ত আদর্শিক কারণে সবচেয়ে বেশী খু*নখারা*বি করে এসেছে এই জামাতে ইসলাম। যদিও বলতে পারেন রাজনৈতিক আদর্শের খাতিরে খু*নখারা*বি তো আওয়ামী লীগ বা বিএনপির মতো রাজনৈতিক দলগুলোও করেছে। হ্যাঁ, করেছে অবশ্যই। কিন্তু সেটা জামাতের মতো এতো বেশী নয়। এটা ছাড়াওএদের যা চরিত্র তাতে করে আরও অনেক ব্লান্ডার এরা করবে। করবেই। বিশ্বাস হচ্ছে না? জাস্ট ওয়েট।
২|
৩১ শে জানুয়ারি, ২০২৬ রাত ১১:১৭
সৈয়দ কুতুব বলেছেন: দেখেন যা ভালো মনে করেন ।
©somewhere in net ltd.
১|
৩১ শে জানুয়ারি, ২০২৬ রাত ১১:০২
কলিমুদ্দি দফাদার বলেছেন:
নয়া দিগন্ত, আমার দেশের শিরোনাম দেখলে মনে হয় জামাত মহাশক্তির এক রাজনৈতিক দল। আগামী ৫০ বছর শুধু জামাত ই নির্বাচিত হবে।