![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এইতো আছি আমার মত, অগোছালো চিন্তা যত, খুঁজতে গিয়ে নিখোঁজ আমি, নয়তো শুধুই পাগলামি ।
ময়মনসিংহের নিজস্ব কিছু শব্দ/সম্বোধন আছে যা সাধারনত অন্য জেলায় ব্যাবহার হয় না। বিলুপ্তপ্রায়(!) এরকম কিছু শব্দ (ভিন্ন অর্থেও ব্যাবহার হয়) শুধুমাত্র আমরা যখন বন্ধুরা একসাথে থাকি তখন ই ব্যাবহার করি । এরকম কিছু শব্দ নিচে দেয়া হলঃ
বাউররররা (Ba-urr-ra) = Abashed
ফেস(উ)য়া (Fess-(u)-a) = Worthless
গুফাইজ্জা (Gu-phai-jja) = Unsocial
উদুল (Udul) = Fool
বইল (Bo-il) = Lack of intelligence
বুন্দা (Bunda) = Unable to think clearly
উমাইল্লা (Uu-ma-eella) = Dumb
ধুর (Dhur) = Stupefy
ধুন্দা (Dhunda) = Lack of common sense
কুইরা (Kui-ra) = Lazy or other
তব্দা (Tobda) = Hang
বাউত্রা/বাহুত্রা (ba-(h)ut-ra) = Vagabond
মগা (moga) = Stupid
গাইরা (Gaira) = Act unwisely
ধাউর (Dhaur) = Clever
মাইগগা (Maig-ga) = Male act like female
ধইনচা (Dho-in-cha) = Temporarily unable to speak
And ever green.....
নাইল্লা-কাডা (Nailla-Kada) = খ্যাত (!)
লেখাটা এখানেও প্রকাশিত
১১ ই জুন, ২০১২ বিকাল ৫:৪৪
কবিরাজ_কুশল বলেছেন:
২| ১১ ই জুন, ২০১২ বিকাল ৫:৩৭
বিরোধী দল বলেছেন: +++++++++++++++++++
১১ ই জুন, ২০১২ বিকাল ৫:৪৫
কবিরাজ_কুশল বলেছেন:
৩| ১১ ই জুন, ২০১২ বিকাল ৫:৪০
পলাশমিঞা বলেছেন: অনেকে আমাকে বকাবকি করে তাই আমি এখন আমার কথ্যভাষায় আর মন্তব্য করি না।
নিচে দিলাম। আমি আসলে শব্দ উদ্ধার করি।
ধাউর -ধাউড় [ dhāuḍ ] বিণ. 1 কপট, শঠ; 2 প্রবঞ্চক। [তু. প্রাকৃ. ধাডী]।
গাইরা - সিলেটে সমকামী
কুইরা -অলসতা, কুঁড়েমি; (কুইড়া।
ধুন্দা -দোদুল্যমান বা দোনোমনো করা।
কিছু শব্দ আছে অপশব্দ হয়েছে।
১১ ই জুন, ২০১২ বিকাল ৫:৪৬
কবিরাজ_কুশল বলেছেন: ধন্যবাদ ।
৪| ১১ ই জুন, ২০১২ বিকাল ৫:৪২
পাখা বলেছেন: কিতা কইছুন আর কিতা লেখছুন...
১১ ই জুন, ২০১২ বিকাল ৫:৪৬
কবিরাজ_কুশল বলেছেন: তাইলে বাই আফনে কইন, আমি হুনি ।
৫| ১১ ই জুন, ২০১২ বিকাল ৫:৪৮
মাথা ঠান্ডা বলেছেন: পাখা বলেছেন--- কিতা কইছুন আর কিতা লেখছুন---
হেরে জিঙ্গাইন ।
১১ ই জুন, ২০১২ বিকাল ৫:৫৫
কবিরাজ_কুশল বলেছেন:
৬| ১১ ই জুন, ২০১২ বিকাল ৫:৪৯
পলাশমিঞা বলেছেন: আপনে সিলটি না কি তা ?
১১ ই জুন, ২০১২ বিকাল ৫:৫২
কবিরাজ_কুশল বলেছেন: নাতো ।
১১ ই জুন, ২০১২ বিকাল ৫:৫৭
কবিরাজ_কুশল বলেছেন: খাডি ময়মনসিঙ্গা । যদিও এখন ময়মনসিংহের বাইরে আছি ।
৭| ১১ ই জুন, ২০১২ বিকাল ৫:৫৬
পলাশমিঞা বলেছেন: লেখক বলেছেন: তাইলে বাই আফনে কইন, আমি হুনি ।
হুবহু আমার অঞ্চলে এমন করে বলা হয়। আমি অবশ্য, ভাই, আপনে, শোনি লিখব।
চলিত ভাষায় লিখলে এমন করে লেখা হবে, তা হলে ভাই আপনি কহেন আমি শোনি।
১১ ই জুন, ২০১২ বিকাল ৫:৫৯
কবিরাজ_কুশল বলেছেন: আমরা তো এভাবেই বলি আমাদের ভাষায় ।
১১ ই জুন, ২০১২ সন্ধ্যা ৬:০১
কবিরাজ_কুশল বলেছেন: আম্রা তো এম্নেই কই আমগর ভাষাত ।
৮| ১১ ই জুন, ২০১২ বিকাল ৫:৫৭
রাজামশাই বলেছেন: উ লা লা
১১ ই জুন, ২০১২ রাত ৮:৫৯
কবিরাজ_কুশল বলেছেন: রাজামশাই কি আনন্দে গান ধরসেন নাকি ?
৯| ১১ ই জুন, ২০১২ সন্ধ্যা ৬:০৬
আমার মন বলেছেন: ভাই কি মমিসিঙের নাকি? মমিসিঙ এর আ্ঞলিক ভাষাটা অনেক সমৃদ্ধ কিন্তু কিশোরগেন্জর পাবলিক এইটা নষ্ট করে ফেলছে
১১ ই জুন, ২০১২ রাত ৯:০০
কবিরাজ_কুশল বলেছেন: হ বাই । আমি মমিসিঙের । আফনেও কি মমিসিঙের নাকিতা ?
১০| ১১ ই জুন, ২০১২ সন্ধ্যা ৬:২৭
শূণ্য উপত্যকা বলেছেন: amar mon@ kishoreganj r mymensing to 1 na. Amra mymensing er kicui follow kori na. Kishoreganj pura alada
১১ ই জুন, ২০১২ রাত ৯:০২
কবিরাজ_কুশল বলেছেন: কাইজ্জা করা বালা না । কাইজ্জা করুইনা যে ।
১১| ১১ ই জুন, ২০১২ সন্ধ্যা ৬:৩৮
আমার মন বলেছেন: ময়মনসিংহ থেকে বের হয়েই তো কিশোরগন্জ হয়ছে। আমি বলছি যে, অনেকে কিশোনগন্জের ভাষাটাকে ময়মনসিংহের বলে ভুল করে ।আমি সেটার কথাই বলছিলাম।
১১ ই জুন, ২০১২ রাত ৯:০৪
কবিরাজ_কুশল বলেছেন: কাইজ্জা করা বালা না । কাইজ্জা করুইনা যে ।
১২| ১১ ই জুন, ২০১২ সন্ধ্যা ৬:৪৩
চেয়ারম্যান০০৭ বলেছেন: বাই গো আমরা বাড়ি নেত্রকোণা।আমরার বাষাও আফনেরার লাগান ইশইলডা বালা?
১১ ই জুন, ২০১২ রাত ৯:০৬
কবিরাজ_কুশল বলেছেন: আফনেরে তো বহুত বালা পাই । আফনের বাড়ি আর আঙ্গর বাড়ি এত কাসে জাইন্না কইলজাডা জুড়ায়া গেল ।
১৩| ১১ ই জুন, ২০১২ সন্ধ্যা ৭:৪৩
অহন_৮০ বলেছেন: কঠিন হইছে বস......আমার বাড়ি কিন্ত মইসিং
১১ ই জুন, ২০১২ রাত ৯:০৭
কবিরাজ_কুশল বলেছেন: হ বাই । আমি মমিসিঙের ।
১৪| ১১ ই জুন, ২০১২ সন্ধ্যা ৭:৫৬
প্যারাসিটামল বলেছেন: Amar home sherpur a. Amader alakar language same aidai.
১১ ই জুন, ২০১২ রাত ৯:১২
কবিরাজ_কুশল বলেছেন: প্যারাসিটামল বাই, খবর বালা । আপনে প্যারাসিটামল ট্যাবলেট না সিরাপ ? ট্যাবলেট অইলে ৫০০ এম জি নাকি এস আর । আর সিরাপ অইলে সল্ভেন্ট কি? ইথিলিন গ্লাইকল না প্রোপিলিন গ্লাইকল ?
১৫| ১১ ই জুন, ২০১২ রাত ৯:৩০
পাঞ্জেরি বলেছেন:
১১ ই জুন, ২০১২ রাত ৯:৩৯
কবিরাজ_কুশল বলেছেন:
১৬| ১১ ই জুন, ২০১২ রাত ৯:৩৯
চেয়ারম্যান০০৭ বলেছেন: ও মায়া মায়াগো বাই দেহি আমার লেহা ফড়ে।বুকো আয়ো গো ভাই।
১১ ই জুন, ২০১২ রাত ৯:৪৭
কবিরাজ_কুশল বলেছেন: বাই যে কি কইন না । আফনেরে কেডা না চিনে ? ফেবুত আম্নের কত্ত লেআ শেয়ার দিসি ।
১৭| ১১ ই জুন, ২০১২ রাত ৯:৪৪
আহমাদ জাদীদ বলেছেন: আমি মমিসিংগা......
১১ ই জুন, ২০১২ রাত ৯:৫১
কবিরাজ_কুশল বলেছেন: আমিও মমিসিংগা ।
১৮| ১১ ই জুন, ২০১২ রাত ১০:১১
প্রিন্স অফ ব-দ্বীপ বলেছেন: আমি কিশোরগঞ্জ বংশোদ্ভুত ঢাকাইয়া
বুকে আইয়ুন।
১১ ই জুন, ২০১২ রাত ১০:১৩
কবিরাজ_কুশল বলেছেন: আম্নের কতা হুইন্না মজাক পাইলাম । আম্নেও আইয়ুন।
১৯| ১১ ই জুন, ২০১২ রাত ১০:১৬
লিন্কিন পার্ক বলেছেন:
ভালা অইসে
মুমিসিংগা রক্সস
১১ ই জুন, ২০১২ রাত ১০:২৮
কবিরাজ_কুশল বলেছেন: মুমিসিংগা রক্সস
।
২০| ১১ ই জুন, ২০১২ রাত ১০:৩০
আজাদ আল্-আমীন বলেছেন: ভালো লাগলো প্রিয়তে নিলাম।
১১ ই জুন, ২০১২ রাত ১০:৩৮
কবিরাজ_কুশল বলেছেন: আপনাকে ধন্যবাদ ।
২১| ১১ ই জুন, ২০১২ রাত ১১:০৬
অনবদ্য অনিন্দ্য বলেছেন: হা হা হা । ++++++++্
শিখলাম , কয়েকদিন পরে যাইতেছি আশা করি কামে লাগবো
১২ ই জুন, ২০১২ দুপুর ১:৩৯
কবিরাজ_কুশল বলেছেন: মুমিসিংগা রক্সস
২২| ১২ ই জুন, ২০১২ রাত ১২:২২
বিদ্রোহী সত্ত্বা বলেছেন: আমি মমিসিংগা......
১২ ই জুন, ২০১২ দুপুর ১:৪০
কবিরাজ_কুশল বলেছেন: মুমিসিংগা রক্সস
২৩| ১২ ই জুন, ২০১২ দুপুর ২:৪০
অপার্থিব ছায়া বলেছেন: ময়মনসিঙ্গা ভাষা শিইখশা কি করবাম
১২ ই জুন, ২০১২ দুপুর ২:৫০
কবিরাজ_কুশল বলেছেন: কি আর করবাইন । খালি চায়া চায়া দেকবাইন । আম্নেরে একটা ময়মনসিঙ্গা কতা হিগাই ।
ময়মনসিং এর ভাষাত কাউরে হালকা থ্রেট দেউন লাগলে আমনে কি কয়া দিবাইন জানুইন ?
"চরায়া মুতায়ালবাম"
২৪| ১২ ই জুন, ২০১২ দুপুর ২:৪৪
শাহরিয়ার মামুন১ বলেছেন: মজাক ফাইলাম যে..
১২ ই জুন, ২০১২ দুপুর ২:৫১
কবিরাজ_কুশল বলেছেন:
২৫| ১২ ই জুন, ২০১২ দুপুর ২:৪৭
সোজা আঙ্গুল বলেছেন: এহানে বেগ্গুলাইন ময়সিঙা, খেলমুনা, গেলামগা।
১২ ই জুন, ২০১২ দুপুর ২:৫৫
কবিরাজ_কুশল বলেছেন: হগলে তো আইছুন । একটু বইন, জিরাইন, একটু বালা মন্দ জিগাই । হেরপর যাইন ।
২৬| ১২ ই জুন, ২০১২ বিকাল ৩:০০
সোজা আঙ্গুল বলেছেন: চা'র অর্ডার দেইন। আমি কইলাম এক বাল্টি চা কায়াল্বাম।
১২ ই জুন, ২০১২ বিকাল ৩:০৭
কবিরাজ_কুশল বলেছেন: ও মুকুল বাই, দুইডা লেম্বু চা দেইনছে । হের আগে দুইডা হাপটুস্ট বিস্কুট আর দুইডা বুইত্তা কলাও দেইন যে ।
অহন কইন বাই, আম্নের শইলডা বালা ?
২৭| ১২ ই জুন, ২০১২ বিকাল ৩:০২
সোজা আঙ্গুল বলেছেন: আগে চা কায়াম। বাদে দুইডা কতা কইবাম।
১২ ই জুন, ২০১২ বিকাল ৩:১২
কবিরাজ_কুশল বলেছেন: চা দিবার কইসি । চা আইতাসে । আম্নে কিন্তুক অহনো কইলাইন না আম্নের শইল ডা কিরম ।
২৮| ১২ ই জুন, ২০১২ সন্ধ্যা ৭:৪৭
বাংলাদেশের বিবেক বলেছেন: আমি কিশোরগইঞ্জা।
১২ ই জুন, ২০১২ রাত ৯:০৭
কবিরাজ_কুশল বলেছেন:
২৯| ১২ ই জুন, ২০১২ রাত ৯:০৭
কবিরাজ_কুশল বলেছেন:
১২ ই জুন, ২০১২ রাত ৯:০৮
কবিরাজ_কুশল বলেছেন:
৩০| ১২ ই জুন, ২০১২ রাত ১০:১২
বাংলাদেশের বিবেক বলেছেন: আমার শইলডা বালা আহ্নেরা সবাই বালা আছুইন।
১২ ই জুন, ২০১২ রাত ১০:৫৩
কবিরাজ_কুশল বলেছেন: হ বাই বালা ।
৩১| ১৩ ই জুন, ২০১২ বিকাল ৪:১০
শিপু ভাই বলেছেন:
+++++++++++++
ভাত খাইছুইন???
একটা জোক্স আপনার জন্যঃ
এক ময়মনসিঙ্গা সরকারী কর্মকর্তাকে জনৈক লোক ঘুষ অফার করলে কর্মকর্তার জবাব-
"আমরার মমিসিঙ্গের মানুষ টাহার ফাগল না সম্মানের ফাগল। সম্মান কইরা যখন দিছইন তাইলে দেইন।"
১৩ ই জুন, ২০১২ রাত ১০:১৮
কবিরাজ_কুশল বলেছেন:
না গো বাই । বিহাল থাইক্কা পেটটা কিরম জানি হেচর-মেচর করতাসে হেলেজ্ঞাই অহনো বাত খাইসি না ।
" আমরার মমিসিঙ্গের মানুষ টাহার ফাগল না সম্মানের ফাগল। সম্মান কইরা যখন দিছইন তাইলে দেইন। "
তবে আমরা " টাকা " কে " টেকা-টুকা " বলতেই বেশি পছন্দ করি ।
১৩ ই জুন, ২০১২ রাত ১০:৩১
কবিরাজ_কুশল বলেছেন:
অফটপিক,
আপনার পিচ্চির লুঙ্গি পরা ছবিটা কিন্তু চমৎকার ছিল । না পাল্টালেও পারতেন ।
৩২| ১৩ ই জুন, ২০১২ সন্ধ্যা ৬:৫৬
জহুরুল০০৭ বলেছেন: কুইরা শব্দটা আসলে কুঁড়ে শব্দের আঞ্চলিক রূপ, যার অর্থ অলস।
মাইগগা শব্দটি মাগীর অপভ্রংশ।
ময়মনসিংহ একটি বিশাল জেলা, এর একেক অঞ্চলের ভাষা একেক রকম হতেই পারে। তবে শুনেছিলাম ময়মনসিংহের কোন কোন এলাকায় নাকি পুঁটি মাছকে বলে পুটকি মাছ। কথাটা কি সত্য?
১৩ ই জুন, ২০১২ রাত ১০:২৪
কবিরাজ_কুশল বলেছেন:
মাগী শব্দের আভিধানিক অর্থ কিন্তু মেয়ে ।
" ময়মনসিংহের কোন কোন এলাকায় নাকি পুঁটি মাছকে বলে পুটকি মাছ। কথাটা কি সত্য? "
আসলে ব্যাপারটা আমার ঠিক জানা নেই । তবে আমাদের অঞ্চলে পুঁটি মাছের এক ধরনের শুটকি হয় । নাম "চ্যাঁপা শুটকি"। চরম জিনিষ ।
৩৩| ১৩ ই জুন, ২০১২ সন্ধ্যা ৭:০২
জহুরুল০০৭ বলেছেন: আরেকটি কথা, ময়মনসিংহে -
কুল = কোল (ময়ের কোল)
কুল= নদীর তীর
চুর = চোর
১৩ ই জুন, ২০১২ রাত ১০:২৭
কবিরাজ_কুশল বলেছেন: আলো = আলু
আলু = আলু
টাকা = টেকা
ভাত = বাত
ভাই = বাই .......
আরো অনেক আছে ।
৩৪| ১৩ ই জুন, ২০১২ সন্ধ্যা ৭:০৪
জেমস বন্ড বলেছেন:
১৩ ই জুন, ২০১২ রাত ১০:২৭
কবিরাজ_কুশল বলেছেন:
৩৫| ১৩ ই জুন, ২০১২ রাত ১০:৫৪
শিপু ভাই বলেছেন:
হাহাহাহ (অতি দুঃখের হাসি)
ছবিটা আমি পাল্টাই নাই। মডু সরাই দিছে।
হাহাহাহ (এটাও দুঃখের হাসি)
১৩ ই জুন, ২০১২ রাত ১১:২৪
কবিরাজ_কুশল বলেছেন:
৩৬| ২৫ শে জুন, ২০১২ বিকাল ৩:১৬
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: কিরাম আছুইন?
আমাগোর বাড়িত যাবাইন?
কতা কইন না যে ????
০১ লা জুলাই, ২০১২ রাত ১১:১০
কবিরাজ_কুশল বলেছেন: যাইতাম না কেরে ? কি খাওয়াইবান হেইডা কইন ।
৩৭| ২৫ শে জুন, ২০১২ বিকাল ৩:২৬
চাঁপাডাঙার চান্দু বলেছেন: আমার বাড়ি গফরগাঁও; হুঁশ কইরা কতা কইনযে, বেশী উস্তাদি আলাফ লইলে মাইরা হুতাইয়ালবাম। আবার ভাববাইননা যে ডাহাতি করি, অইতা বহুত আগে ছাড়ান দিছি, কিন্তু টেরনিং অহনো চলে
০১ লা জুলাই, ২০১২ রাত ১১:২৫
কবিরাজ_কুশল বলেছেন: এইতা ডাহাইত-মাহাইত আমরা ডরাই না ।
৩৮| ০৯ ই জুলাই, ২০১২ বিকাল ৩:১২
আহসান২০২০ বলেছেন: মজা পাইলাম রে। আমি যে খাডি মমিসিংগা হেইডা বুইল্লা গেলে চলব নাহি। আমারেও মনে রাখবাইন, আমি ও আমহেগরে মনে রাহাম। আউজ্জা এই পোস্টের লাইগ্গ্যা অনেহের বাড়ির পরিচয় পাওন গেল। আমি ভাউলহার (ভালুকা হবে)। ভরাডোবা পার অইলে বাস থেইকা আমার বাড়ি দেহা যায়। লেখকরে জিগাই, আমহে কি বৃহত্তর মমিসিং এর না মমিসিং জেলার? মমিসিং জেলার অইলে আফনে কোন থানার?
০৯ ই জুলাই, ২০১২ বিকাল ৩:২৬
কবিরাজ_কুশল বলেছেন: মমিসিং সদরে আমার বাসা । বড় কালীবাড়ি । আর ভাউলহা প্রিতম সিনামা হল চিনুইন্নি । অইডা আমার এক আত্মীয়ের । লইন এইবার ঈদের মইদ্দে আমার মমিসিঙ্গা ব্লগার বাই রা একটু দেহা সাক্ষাত করি । কি কইন ???
৩৯| ২৭ শে জুলাই, ২০১২ রাত ১০:১৮
মেহেদী হাসান মানিক বলেছেন: আন্নের কতা হুইন্না ভালাই নাগল।
২৮ শে জুলাই, ২০১২ রাত ১০:৪০
কবিরাজ_কুশল বলেছেন:
৪০| ২৮ শে জুলাই, ২০১২ রাত ১০:৫২
বৈকুন্ঠ বলেছেন: কি ঐতাসে এইনু? বেক মমিসিংগা একলগে??? আফনেতো ম্যা জবর খারাফ মানুষ!!! খালি গাইল পারনের ভাষা লেখসুইন ক্যা?? আংগর মমিসিংগের ভাষাত কি ভালা কতা একটাউ নাই নাহি......
খালিতো গাংগিনার পার যাইবাইন আর মাইনষেরে হুদাই গাইল পারবাইন। হুনুইন ম্যা, অহনো মেলা সময় আসে। ভালা অয়া যাইন। ভালা অয়া গেলে আফনেরে সারিন্দাত বিরানি খাওয়াইবাম। বুজ্জুইন??
১০ ই আগস্ট, ২০১২ বিকাল ৩:২৩
কবিরাজ_কুশল বলেছেন: কি যে কইন ম্যা । আমার মত বালা লুক পুরা দেশেত খুইজ্জা পাইতাইন না ।
৪১| ১০ ই আগস্ট, ২০১২ দুপুর ১:২৪
মেনােশদাস বলেছেন: হগলে দেকলাম।
১০ ই আগস্ট, ২০১২ বিকাল ৩:২৪
কবিরাজ_কুশল বলেছেন: আম্নে তো বহুত পিছনো পইরা আছুইন ।
৪২| ১০ ই আগস্ট, ২০১২ দুপুর ১:৫২
তুষার মানব বলেছেন: ইইয়াল্লা, সব ময়মনসিঙ্ঘা লুক দেহি এইনো
১০ ই আগস্ট, ২০১২ বিকাল ৩:২৫
কবিরাজ_কুশল বলেছেন: আম্নেও মমিসিঙ্গা । আইন বাই, কুলাকুলি করি ।
৪৩| ১৩ ই সেপ্টেম্বর, ২০১২ বিকাল ৫:১২
গাধা মানব বলেছেন:
১৪ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ১:০১
কবিরাজ_কুশল বলেছেন:
©somewhere in net ltd.
১|
১১ ই জুন, ২০১২ বিকাল ৫:৩০
পলাশমিঞা বলেছেন: ধইন্যবাদ।