নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আলো –অন্ধকারে যাই- মাথার ভিতরে স্বপ্ন নয়,- কোন এক বোধ কাজ করে! স্বপ্ন নয়- শান্তি নয়-ভালোবাসা নয়, হৃদয়ের মাঝে এক বোধ জন্ম লয়! আমি তারে পারি না এড়াতে, সে আমার হাত রাখে হাতে; সব কাজ তুচ্ছ হয়,-পণ্ড মনে হয়। -জীবনানন্দ দাশ

কুশন

আমার জন্ম ফরিদপুরের সালতা গ্রামে। বর্তমানে আমেরিকা প্রবাসী। আমার বাবা একজন কৃষক। বাবার সাথে বহুদিন অন্যের জমিতে কাজ করেছি।

কুশন › বিস্তারিত পোস্টঃ

এদেশে মেরুদণ্ড কারোই নেই

১৪ ই জুলাই, ২০২১ রাত ১২:৪৪


(ছবিঃ গুগল)


"It is better to keep your mouth closed and let people think you are a fool than to open it and remove all doubt." - Mark Twain

এ দেশ বড় বিচিত্র! এখানে মন্ত্রীর চেয়ে বেশি ক্ষমতা মন্ত্রীর পিএসএর। সচিবের চেয়ে বেশি দাপট সচিবের কেরানির। কোম্পানির সিইওর চেয়ে বেশি ক্ষমতা সিইওর গার্লফ্রেন্ডের! পত্রিকার সম্পাদকের চেয়ে বেশি ক্ষমতা- প্রধান প্রতিবেদকের। বাড়িওয়ালার চেয়ে বেশি ক্ষমতা বাড়িওলার ছেলের। থানার ওসির চেয়ে বেশি ক্ষমতা কনেস্টেবলের। জামাই এর চেয়ে বেশি ক্ষমতা স্ত্রীর। গাড়ির মালিকের চেয়ে বেশি ক্ষমতা গাড়ির ড্রাইভারের। স্কুলের শিক্ষকের চেয়ে বেশি ক্ষমতা প্রাইভেট টিউটরের। হায় সেলুকাস!

একসময় বিশ্বাস করতাম ধীরে ধীরে সব ঠিক হিয়ে যাবে। কথাটা আসলে ধীরে ধীরে সব সহ্য হয়ে যাবে বোঝায়। বাঙ্গালীদের সহ্য করার ক্ষমতা অসাধারণ। রাস্তায় জ্যাম সহ্য করতে করতে এখন বাঙ্গালী যে কোনো কিছু সহ্য করতে পারে। অন্যায়, দূর্নীতি, বেঈমানি সব-সব সহ্য করতে পারে বাঙ্গালী। বর্তমান বাঙ্গালীরা ৭১ সালের সাহসী বাঙ্গালীদের মতোণ না। এখন কোনো কারনে যুদ্ধ লাগলে বাঙ্গালীরা ঘরে বসে ফেসবুকে যুদ্ধ পরিচালনা করবে। মাঠে নামবে না।

মেরুদণ্ড কারোই নেই। আওয়ামী লীগ অদৃশ্য ভাবে সবার মেরুদন্ড ভেঙ্গে দিয়েছে। চারিদিকে অপরাধী। ভালো করে তাকিয়ে দেখুন। মূল্যবোধহীন কিছু মানুষ আজ সমাজের সর্বস্তরে ছড়িয়ে পড়েছে। এরা বড় ভয়ঙ্কর। বিশ্বজিৎ, তক্বী, জিহাদ কিংবা রাজন কিংবা সাগর রুনি সহ অনেক হত্যাকান্ড চারিদিকে... যে জাতি এরকম নৃশংস হতে পারে তাদের আবার গর্ব কিসের। মূল্যবোধহীন কিছু মানুষ আজ সমাজের সর্বস্তরে ছড়িয়ে পড়েছে।

দু'টা অনুরোধঃ
১। করোনা ভাইরাস থেকে বাঁচার জন্য আপাতত- নিয়মিত ব্যায়াম, সুষম খাদ্য ও পর্যাপ্ত ঘুম শরীর সুস্থ্য রাখতে সহায়তা করবে।
২। সামনে কোরবানী। মাংস বিনিময় না করলেই ভালো হয়। অবশ্য আমরা কারো দেওয়া মাংস নেবো না বলাটা অশোভন। মাংস দিলে সেই মাংস ঘরে ঢুকাবেন না। কাউকে দিয়ে দিবেন। বিপদআপদ বাড়িয়ে লাভ নেই। কোরবানি জীবনে অনেক এসেছে আরও আসবে।



মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৪ ই জুলাই, ২০২১ দুপুর ১:৫৫

হাবিব বলেছেন: মেরুদন্ড থাকলেও লুকিয়ে রাখাই শ্রেয়।

অনুরোধ দুইটিতে ভালো লাগা রেখে গেলাম।

১৮ ই জুলাই, ২০২১ দুপুর ১২:৫৭

কুশন বলেছেন: ধন্যবাদ জানাই আপনাকে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.