নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দরিদ্র দেশের জনসংখ্যা কে জনশক্তি তে পরিণত করতে হলে কর্মমুখী শিক্ষার বিকল্প নেই।

সৈয়দ কুতুব

নিজের অজ্ঞতা নিজের কাছে যতই ধরা পড়ছে প্রচলিত বিশ্বাসের প্রতি ততই অবিশ্বাস জন্মাছে!

সৈয়দ কুতুব › বিস্তারিত পোস্টঃ

যে দেশের মানুষের প্রধান পেশা ভিক্ষাবৃত্তি !

৩১ শে অক্টোবর, ২০২৪ দুপুর ১:৪৬

পাকিস্তানে বর্তমানে সবচেয়ে জনপ্রিয় পেশা ভিক্ষাবৃত্তি। অন্যদেশের শিক্ষিত জনগোষ্ঠী পড়াশোনা শেষে ভালো চাকুরি করার স্বপ্ন দেখে, বাড়ি, লাক্সারী লাইফের স্বপ্ন দেখে সেখানে পাকিস্তানের শিক্ষিত গোষ্ঠী বিদেশে ভিসা নিয়ে ভিক্ষা করে দেশে লাক্সারী জীবন যাপন করতে চায়। যেখানে চির শত্রু ভারত তার বিশাল জনগোষ্ঠীকে দক্ষ করে বিদেশে পাঠাচ্ছে সেখানে বিদেশে দক্ষ ভিক্ষুক রপ্তানি করছে পাকিস্তান সরকার । সৌদি আরব, ইরান এবং ইরাকে গিয়ে ভিক্ষাবৃত্তি চালায় পাকিস্তানি ভিক্ষুকরা। এসব দেশে গ্রেফতার হওয়া ৯০ শতাংশ ভিক্ষুক পাকিস্তানি। ২০২৪ সালে প্রায় ৩৪০০০ পাকিস্তানিকে ভিক্ষাবৃত্তির জন্য দেশে ফেরত পাঠিয়েছে সৌদি আরব। পাকিস্তান সরকার ভিক্ষাবৃত্তির সাথে সংশ্লিষ্ট থাকার জন্য ১০০০০০ লোকের ভিসা ক্যান্সেল করেছে এবং যেসব এজেন্সির মাধ্যমে এসব ভিক্ষুক যেত তাদের লাইসেন্স স্থগিত করেছে।

সৌদি আরব, ইরান ও ইরাকে তীর্থযাত্রীর ভিসা নিয়ে পাক ভিক্ষুকরা বিদেশে যাচ্ছেন। তাদের ভিক্ষাবৃত্তির জন্য নতুন হটস্পট জাপান। শুধু বিদেশে নয় দেশেও সংগঠিত ভাবে ভিক্ষা ব্যবসা বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। ২৩ কোটি জনসংখ্যার দেশে ভিক্ষুকের সংখ্যা ৩ কোটি ৮০ লাখ।এক পরিসংখ্যানে দেখা গেছে , করাচিতে ভিক্ষুকদের দৈনিক গড় আয় ২০০০ রুপি, লাহোরে ১৪০০ রুপি এবং ইসলামাবাদে ৯৫০ রুপি। পাকিস্তান সরকার জানিয়েছে দেশে ভিক্ষুকের গড় দৈনিক আয় ৮৫০ রুপি।

পাকিস্তানের ভিক্ষুকরা প্রতিদিন ৩২ বিলিয়ন রুপি ভিক্ষা পান যা বছরে প্রায় ১১৭ ট্রিলিয়ন রুপির সমান।ডলারে কনভার্ট করলে তা দাঁড়ায় ৪২ বিলিয়ন ডলারের সমান। প্রতিবছর পাকিস্তানের দরগাগুলোতে রমজান মাসে প্রচুর ভিক্ষুকের আনাগোনা বেড়ে যায়। লাভজনক জায়গা পেতে তাদের মধ্যে প্রতিযোগিতা চলে। সাম্প্রতিক সময়ে একজন ভিক্ষুক অন্য ভিক্ষুকের নামে থানায় মামলাও করেছেন এমন অভিযোগ নিয়ে পাকিস্তানের প্রধান দৈনিক পত্রিকাতে নিউজ হয়।

মন্তব্য ৫ টি রেটিং +২/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ৩১ শে অক্টোবর, ২০২৪ দুপুর ১:৫৪

সৈয়দ কুতুব বলেছেন: রিপোস্ট করার কারণ : অজানা কারণে ডিলিট হয়ে যাওয়া।

২| ৩১ শে অক্টোবর, ২০২৪ দুপুর ২:০১

নূর আলম হিরণ বলেছেন: এত পরিমাণ ভিক্ষুক তাদের দেশে, মানে ভিক্ষা দেওয়ার লোকও প্রচুর।

৩| ৩১ শে অক্টোবর, ২০২৪ দুপুর ২:০৬

শিশির খান ১৪ বলেছেন: ইদানিং ঢাকার রাস্তায় প্রচুর সিজনাল ভিকারী দেখা যাচ্ছে। আমি একটা হাসপাতালের কাছে থাকি এখানে প্রচুর ভিকারী আসে দিনের বেলা ভিক্ষা করতে। রাতের বেলা এই ভিখারিরা রাস্তার উলটা দিকে যেয়ে বেনসন সিগারেট খায়। শতকরা ৮০ ভাগ ভিকারী ভন্ড এরা নাটক করে। এদের জন্য এটা পয়সা কমানোর সহজ উপায়। ভিক্ষা এদের জন্য ব্যবসা

৪| ৩১ শে অক্টোবর, ২০২৪ বিকাল ৩:০৫

সৈয়দ মশিউর রহমান বলেছেন: এসব অপকর্ম ওদের দেশকে লজ্জায় ডুবাচ্ছে।

৫| ৩১ শে অক্টোবর, ২০২৪ বিকাল ৩:৫৩

অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: এভাবে এই ছাগলগুলো পাকিস্তানের বদনাম করছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.