নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দরিদ্র দেশের জনসংখ্যা কে জনশক্তি তে পরিণত করতে হলে কর্মমুখী শিক্ষার বিকল্প নেই।

সৈয়দ কুতুব

নিজের অজ্ঞতা নিজের কাছে যতই ধরা পড়ছে প্রচলিত বিশ্বাসের প্রতি ততই অবিশ্বাস জন্মাছে!

সৈয়দ কুতুব › বিস্তারিত পোস্টঃ

জাতীয় পার্টির শনিবারের সমাবেশ হতে না দেওয়ার ঘোষণা ছাত্রসমাজের!

০১ লা নভেম্বর, ২০২৪ রাত ৯:০৭

আগামীকাল জাতীয় পার্টি ( এরশাদ) কেন্দ্রীয় কার্যালয়ে হামলার প্রতিবাদে মহাসমাবেশের ডাক দিয়েছে। জি এম কাদের সংবাদ মাধ্যমে এই ঘোষণা দেন। গতকাল রাতে জাতীয় পার্টি এবং বৈষম্য বিরোধী ছাত্রসমাজের মধ্যে মারামারি হয়। জাতীয় পার্টির প্রধান কার্যালয়ে আগুন ধরিয়ে দেয়া হয়।
জাতীয় পার্টি বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড়ো বেইমান এবং গাদ্দার পার্টি হিসাবে বিবেচিত হবে। আওয়ামী লীগের সকল প্রকার ইলেকশন কারচুপির প্রধান সহযোগী এই জাতীয় পার্টি। এই পার্টির প্রেসিডেন্ট হুসেইন মোহাম্মদ এরশাদ বাংলাদেশে জোর করে শাসন ক্ষমতা দখল করেছিল।। বাংলাদেশের অনেকে এই দল কে ভারতের ' র ' দ্বারা প্রতিষ্ঠিত B টিম বলে। ২০১৪, ২০১৮ এবং ২০২৪ সালের নির্বাচনে আওয়ামী লীগের গৃহপালিত বিরোধী দল হওয়ার লোভে এরা ক্ষমতায় গিয়েছিল।২০১৪ সালে হুসেইন মোহাম্মদ এরশাদের অসুস্থ নাটক সবার জানা। বিরোধী দল হিসাবে দিনে সরকারের সমালোচনা করলেও রাতে গিয়ে আওয়ামী লীগের নেতাদের সাথে বসে এক সাথে মদ খেতো। ৫ই আগস্ট শেখ হাসিনার পতনের পর জাতীয় পার্টি গিরগিটির মতো রঙ বদলায়।তারা বলতে শুরু করে শেখ হাসিনার পতনের জন্য রাস্তায় তারা আন্দোলনে যোগ দিয়েছিল। এই সুযোগ সন্ধানী দল ইন্ট্রাম সরকার গঠনের সময় তাদের মতামত প্রকাশের জন্য মুহাম্মদ ইউনূস, আসিফ নজরুল এবং ছাত্রদের সাথে মিটিংয়ে অংশ নেয়।

বাংলাদেশের মানুষ জাতীয় পার্টি কে তেমন গুরুত্ব দেয় না। তাই ৫ই আগস্ট শেখ হাসিনার পতনের পর কেউ জাতীয় পার্টি নিয়ে তেমন ক্ষোভ প্রকাশ করেনি।তবে বাংলাদেশের মানুষের খুব প্রিয় সো কল্ড ইনফ্লুয়েন্সার রা শুরু থেকেই জাতীয় পার্টির বিরুদ্ধে জনগণ কে জাগ্রত করার কাজ চালিয়ে যায়। এরই প্রেক্ষিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা সারজিস আলম ইন্ট্রাম সরকার কে হুশিয়ারি দেয় যাতে জাতীয় পার্টিকে রাজনৈতিক সংলাপে না ডাকে। সারজিস আলম আওয়ামী লীগের পাশাপাশি জাতীয় পার্টির বাংলাদেশে রাজনীতি নিষিদ্ধ করার দাবী জানায়। এতে জাতীয় পার্টির অসৎ নেতারা ক্ষুব্ধ হয়ে পড়ে। কারণ জাতীয় পার্টি সব সময় ক্ষমতার কাছাকাছি থাকতে পছন্দ করে। সাধারণত জাতীয় পার্টি রংপুর বিভাগ ছাড়া কোথাও তেমন সাংগঠনিক ক্ষমতা নেই। এরই মাঝে নিউজ আসে বৈষম্য বিরোধী দুইজন ছাত্র নেতা সারজিস আলম এবং হাসনাত আব্দুল্লাহ রংপুরে একটি ছাত্র সমাবেশে বক্তৃতা রাখবেন বলে জানা যায়। এই খবর শুনে রংপুরে জাতীয় পার্টি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিরুদ্ধে মিছিল করে। মিছিল থেকে সারজিস আলম এবং হাসনাত কে রংপুরে নিষিদ্ধ করা হয়। বাধার মুখে হাসনাত আব্দুল্লাহ রংপুরে না গেলেও সারজিস আলম রংপুরে পুলিশ আইজির অনুষ্ঠানে যায়। সারজিস আলম সে অনুষ্ঠানে জাতীয় পার্টির বিরুদ্ধে তীব্র সমালোচনা করে। সারজিস আলম জাতীয় পার্টিকে স্টুডেন্ট দের পাওয়ার দেখানোর হুমকি দেয়।
ছাত্র এবং জাতীয় পার্টির পরস্পর বিরোধী মনোভাবের প্রতিফলনের পরিণতি ঘটলো গতকাল মারামারির মধ্য দিয়ে।
মূলত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নামক অরাজনৈতিক দলটির দেশে জনপ্রিয়তা কমে যাওয়ার কারণে এই হামলার ঘটনা ঘটে। সারজিস আলম প্রচন্ড চাপের মুখে রংপুর থেকে তড়িঘড়ি করে চলে আসে। দলটির সদস্যরা ভয় পাওয়া শুরু করেছে।এইভাবে রংপুর থেকে চলে আসার বিষয় টি কেউ ভালোভাবে নেয়নি। আবার রংপুরে আগের মতো ছাত্র জনতার সমাবেশ করার মতো লোক পাওয়া যাবে না বিধায় সারজিস আলম গং ঢাকাতে জাতীয় পার্টি কে ধোলাই করে দুধের স্বাদ ঘোলে মিটায়।
বিভিন্ন আওয়ামী সমর্থিত সোশ্যাল ইনফ্লয়েন্সার রা এই হামলার ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করা চেষ্টা করছে।তারা পাবলিক কে বোঝানোর চেষ্টা করছে যে আজকে জাতীয় পার্টির উপর হামলা হইসে কাল অন্য দলের উপর হামলা হবে।সমন্বয়ক দের রুখে দাও। ইউনূস সরকারের পতন হওয়া জরুরি। ইউনূস সরকারের মানুষের অধিকার হরণ করেছে। সব দলের অধিকার আছে রাজনীতি করার!

এসব সো কল্ড ইনফ্লুয়েন্সার রা বিগত ১৫ বছরে আওয়ামী লীগের পাতানো খেলায় অংশগ্রহণ করে দেশের মানুষের মৌলিক অধিকার ভোটের অধিকার কেড়ে নিয়েছে তা ভুলে গিয়েছেন। অন্যদিকে সমন্বয়করা তাদের গুরু মাওলানা পিনাকী দ্বারা ইনফ্লয়েন্স হয়ে এসব ঘটনা ঘটাচ্ছে। মাওলানা পিনাকী বর্তমানে সমন্বয়ক দের নতুন তাত্ত্বিক লিডার। মাওলানা পিনাকী যা বলবেন সমন্বয়ক রা তাই করবে। মগজ খাটানোর চেষ্টা তারা করবেন না।

মন্তব্য ১০ টি রেটিং +১/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ০১ লা নভেম্বর, ২০২৪ রাত ৯:৫৬

ঢাবিয়ান বলেছেন: আপনার গুরু কে ? =p~

০১ লা নভেম্বর, ২০২৪ রাত ৯:৫৯

সৈয়দ কুতুব বলেছেন: আমার গুরু ঢাবিয়ান!

২| ০১ লা নভেম্বর, ২০২৪ রাত ১০:০৮

ঢাবিয়ান বলেছেন: ঢাবিয়ানদের শিষ্যরা কখনই বৈষম্যবিরোধি আন্দোলনের সমন্বয়ক ও পিনাকিকে নিয়ে হাসি তামাশা করে না।

০১ লা নভেম্বর, ২০২৪ রাত ১০:১৫

সৈয়দ কুতুব বলেছেন: আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ।

৩| ০১ লা নভেম্বর, ২০২৪ রাত ১০:১২

আহা রুবন বলেছেন: জাতীয় পার্টি একটা গিরগিটি। পরগাছা।

০১ লা নভেম্বর, ২০২৪ রাত ১০:১৬

সৈয়দ কুতুব বলেছেন: এদেরকে আর কখনোই ক্ষমতার কাছে ঘেষতে দেয়া উচিত নয়।

৪| ০২ রা নভেম্বর, ২০২৪ রাত ১:৫৫

একাত্তর একটাই বলেছেন: প্রচণ্ড মেধাবীরা ভীষণ বুদ্ধির পরিচয় দিয়েছে। হক মওলা।

২১ শে নভেম্বর, ২০২৪ রাত ৯:৪৮

সৈয়দ কুতুব বলেছেন: স্বাগতম।

৫| ০২ রা নভেম্বর, ২০২৪ সকাল ৭:২৮

প্রহররাজা বলেছেন: সেনা না থাকলে টোকাই ছাত্রদের রিকশাওয়ালারা পিটাবে।

২১ শে নভেম্বর, ২০২৪ রাত ৯:৪৯

সৈয়দ কুতুব বলেছেন: আপনার কথা আজ সত্য হয়েছে। মোহাম্মদপুরে ধোলাই দিয়েছে রিকশাওয়ালা ছাত্রদের!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.