নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নিজের অজ্ঞতা নিজের কাছে যতই ধরা পড়ছে প্রচলিত বিশ্বাসের প্রতি ততই অবিশ্বাস জন্মাছে!
শেখ হাসিনা সরকার পতনের পর থেকেই আন্দোলনে নেতৃত্বদানকারী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নামক সংগঠন টি রাজনৈতিক দল গঠন করবে কিনা তা নিয়ে আলোচনা চলছেই। ৫ ই আগস্টের পর ছাত্রদের এই দলটি তিন ভাগে ভাগ হয়ে যায়। সমন্বয়ক দের মধ্যে তিনজন অন্তর্বর্তীকালীন সরকারে যোগ দেয়, একদল বৈষম্য বিরোধী ব্যানারে তাদের কার্যক্রম চালাচ্ছে এবং অন্য একটি পক্ষ নাগরিক কমিটি ব্যানারে আত্নপ্রকাশ করেছে।
এই বিষয়ে সমন্বয়ক উপদেষ্টা আসিফ মাহমুদ কে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন ছাত্রদের রাজনীতি তে আসার বা রাজনৈতিক দল গঠনের ইচ্ছা নাই। বাংলাদেশের মানুষের অনেক আশা আকাঙ্খা রয়েছে ছাত্ররা একটি দল গঠনের চেষ্টা করবে এবং দেশকে নতুন ধরণের রাজনীতি উপহার দিবেন। দেশের প্রয়োজনে ছাত্ররা রাজনৈতিক দল চাইলে গঠন করতে পারে তবে অবশ্যই তা বৈষম্য বিরোধী ব্যানারে হবে না।
বৈষম্য বিরোধী ছাত্র সংগঠন টি জেলায় জেলায় কমিটি গঠনের উদ্যোগ নিয়েছে। তার অংশ হিসাবে কুষ্টিয়ার কমিটি গঠন করা হয়েছে। সিলেটে বৈষম্য বিরোধী হকার পরিষদ গঠনের উদ্যোগ নেয়া হয়েছে। ডিসেম্বরের মধ্যে সকল জেলায় কমিটি গঠন সম্পন্ন করার কথা রয়েছে।
নাগরিক কমিটি ব্যানারে আত্নপ্রকাশ করা গ্রুপ টি জেলায় জেলায় কমিটি গঠন করছে। ভবিষ্যতে এই কমিটি রাজনৈতিক দল হিসাবে আত্ন প্রকাশ করতে পারে এমন কথা চাউর রয়েছে।
সমন্বয়ক সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন মূলত ফ্যাসিবাদী শক্তি এবং মুজিববাদী চেতনা যাতে পুনরায় দেশে ফেরত না আসে এইজন্য কমিটি গঠন করা হচ্ছে। ভুয়া সমন্বয়ক যাতে তৈরি না হয় সে জন্য তারা কমিটি গঠন করে সদস্য সংখ্যা নির্ধারন করে দিচ্ছেন।
০৪ ঠা নভেম্বর, ২০২৪ রাত ৮:৩৯
সৈয়দ কুতুব বলেছেন: বাংলাদেশে নৌকা বা ধানের শীষ ছাড়া মানুষ কিছু বুঝে না।
২| ০৫ ই নভেম্বর, ২০২৪ রাত ১:১৩
চারাগাছ বলেছেন:
নৌকা আর ধানের শীষ এক হচ্ছে।
ধানের শীষের সাথে হাসান মাহমুদ অনেক বিষয়ে একমত পোষণ করেছেন।
ইহা একটি নজির স্থাপন হয়েছে।
০৫ ই নভেম্বর, ২০২৪ রাত ১:৩১
সৈয়দ কুতুব বলেছেন: হাসাও মাহমুদ দেশের জন্য আবর্জনা ছাড়া কিছু নয়।
৩| ০৫ ই নভেম্বর, ২০২৪ ভোর ৪:২০
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
কোটা আন্দোলনকে সম্বল করে দেশটাকে ১০০ বছর পিছিয়ে দিল।
০৫ ই নভেম্বর, ২০২৪ সকাল ৮:০৮
সৈয়দ কুতুব বলেছেন: আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ।
৪| ০৫ ই নভেম্বর, ২০২৪ সকাল ৭:২৫
আমি নই বলেছেন: মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
কোটা আন্দোলনকে সম্বল করে দেশটাকে ১০০ বছর পিছিয়ে দিল।
দেশ আগাবে না পিছাবে তাতো ভবিষ্যৎ বলবে। কিন্তু আপনারা গত ১৫ বছরে যা কামাইছেন তা বৈধ ভাবে ১০,০০০ বছরেরও কামাতে পারতেন না এটা ঠিক।
০৫ ই নভেম্বর, ২০২৪ সকাল ৮:০৭
সৈয়দ কুতুব বলেছেন: ঠিক কথা বলেছেন।
৫| ০৫ ই নভেম্বর, ২০২৪ বিকাল ৫:৪৯
প্রামানিক বলেছেন: এদেশে কেউ ভালো কাজ করে আগাতে পারবে না তাকে মাঝ পথেই থামিয়ে দেয়া হয়
০৫ ই নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:২৮
সৈয়দ কুতুব বলেছেন: অদৃশ্য শক্তির হাতে বন্দী!
৬| ০৫ ই নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:৪১
নতুন বলেছেন: লেখক বলেছেন: বাংলাদেশে নৌকা বা ধানের শীষ ছাড়া মানুষ কিছু বুঝে না।
নৌকা আর ধানের শীষ দুই বদেই সমান বিষ।
জনগনে মুক্ত করতে হবে, যে রাজার ছেলেই রাজা হবে।
যে ভালো কাজ করবে তাকেই জনগন নিবাচিত করবে এই ভাবনা থাকতে হবে মনে।
০৫ ই নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:৫৯
সৈয়দ কুতুব বলেছেন: যারা পার্টি গঠন করে তারাই পার্টির নেতৃত্বে থাকে বাংলাদেশ সহ তৃতীয় বিশ্বের দেশে। আওয়ামী লীগ ১৯৭২ সালের আগে ভালো ছিল। এখন পচে গেছে। আর এক ধরণের রাজনীতি আছে তা হলো ফ্যাসিবাদের রাজনীতির মতো। ধর্মের নামে রাজনীতি করে নিজেদের সর্বেসবা ভাবে।
©somewhere in net ltd.
১| ০৪ ঠা নভেম্বর, ২০২৪ রাত ৮:৩০
কামাল১৮ বলেছেন: চেষ্টা করতে দোষ কি! সফল হতে সময় লাগবে।নির্বাচনে যদি আর্মি সাহায্য করে তবে সফল হবে।কিন্তু পরে আবার শূন্যে পরিণত হবে।