নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দরিদ্র দেশের জনসংখ্যা কে জনশক্তি তে পরিণত করতে হলে কর্মমুখী শিক্ষার বিকল্প নেই।

সৈয়দ কুতুব

নিজের অজ্ঞতা নিজের কাছে যতই ধরা পড়ছে প্রচলিত বিশ্বাসের প্রতি ততই অবিশ্বাস জন্মাছে!

সৈয়দ কুতুব › বিস্তারিত পোস্টঃ

ফয়েজ লেক বধ্যভূমি এবং জাতীয় অধ্যাপক ডা নুরুল ইসলামের হঠকারিতা !

০৫ ই জানুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৬:৩৪


ফয়েজ লেক বধ্যভূমি বাংলাদেশের বড়ো বধ্যভূমি গুলোর একটি। পাহাড়তলীতে অবস্থিত এই বধ্যভূমির একপাশে ছিলো পাঞ্জাবি কলোনী এবং অন্যপাশে বাঙালি কলোনী। ১৯৭১ সালে পাঞ্জাবিরা ফয়েজ লেক বধ্যভূমিতে নিরীহ বাঙালিদের ধরে নিয়ে যেত এবং গণহত্যা চালায়।সেনানিবাসে মহিলাদের ধরে নিয়ে পাশবিক নির্যাতন করে বধ্যভূমিতে নিয়ে গিয়ে হত্যা করতো। বাঙালিদের দিয়ে কবর খুঁড়িয়ে সেখানে তাদের কবর দেয়া হইতো।

জাতীয় অধ্যাপক ডা নুরুল ইসলাম একজন বিশ্ব বরেণ্য চিকিৎসাবিজ্ঞানী। শেখ মুজিবুর রহমান ডা নুরুল ইসলামকে জাতীয় অধ্যাপক ঘোষণা করেছিলেন। তিনি চিটাগাঙের প্রথম প্রাইভেট মেডিকেল কলেজ USTC এর প্রতিষ্ঠাতা। ১৯৭২-১৯৭৫ সাল পর্যন্ত তিনি শেখ মুজিবুর রহমানের ব্যক্তিগত চিকিৎসক ছিলেন।

২০০৯ সালে দ্বিতীয় মেয়াদে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর ফয়েজ লেক বধ্যভূমি ঘুরতে গিয়েছিলাম। তখন ঘাতক দালাল নির্মূল কমিটির একটি মানববন্ধন দেখেছিলাম। খুব উৎসাহ নিয়ে পুরো ঘটনা বোঝার চেষ্টা করেছিলাম। পরে যা বুঝতে পারলাম তা হলো প্রাইভেট মেডিকেল কলেজের সম্প্রসারণের জন্য ফয়েজ লেক বধ্যভূমি দখলের পায়তারা করছে একটি গোষ্ঠী। আমি কারা এই কাজ করার চেষ্টা করছে তা জানার জন্য ঘাতক দালার নির্মূল কমিটির একজন সদস্য মাহফুজ আলমের সাথে কথা বলেছিলাম। আসলে আমি বলি নাই! আমি তখন অনেক ছোটো ছিলাম। আমি আমার মামার মাধ্যমে কথা বলেছিলাম। মাহফুজ আলম যেসব তথ্য দিয়েছিলেন তা ছিলো খুবই শকিং ! তিনি অভিযোগ করেছিলেন জাতীয় অধ্যাপক ডা নুরুল ইসলাম উনার প্রাইভেট মেডিকেল কলেজের জন্য ফয়েজ লেক বধ্যভূমির জায়গা দখল নিতে চান। কিন্তু চিটাগাং বিশ্ববিদ্যালয়ের একজন সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষক প্রথম এই দখলদারিত্বের বিরুদ্ধে প্রতিবাদ করেছিলেন। এর কারণে তাকে নানা ধরণের হুমকি দেয়া হয় যাতে তিনি প্রতিবাদ না করেন। পরে উনার সাথে ঘাতক দালাল নির্মূল কমিটিও যুক্ত হয়েছিল।

বিভিন্ন পত্রপত্রিকায় এসব নিয়ে নিউজ হওয়ার পর প্রশাসন এই দখলদারিত্বের বিরুদ্ধে শক্ত পদক্ষেপ নেয়। এতে ডা নুরুল ইসলাম গং পিছু হটতে বাধ্য হন। একজন জাতীয় অধ্যাপক এমন কাজ করতে পারেন সেটা হজম করতে আমার কষ্ট হয়েছিল। কারণ আমি জাতীয় অধ্যাপক আবদূর রাজ্জাকের জীবন কাহিনী পড়ে জাতীয় অধ্যাপকদের সম্বন্ধে অনেক ইতিবাচক ধারণা জন্মিয়েছিল। তাদের জাতির বিবেক হিসাবে মনে করেছিলাম। কিন্তু নির্ঝরের মতো আমারও স্বপ্নভঙ্গ হয়েছিল সেদিন!


মন্তব্য ১৬ টি রেটিং +২/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ০৫ ই জানুয়ারি, ২০২৫ রাত ৮:০৭

কামাল১৮ বলেছেন: পাঞ্জাবি কলোনি নাকি বিহারি কলোনি।বিহারিরাই বেশি আসে পাকিস্তানের এই অংশে।

০৫ ই জানুয়ারি, ২০২৫ রাত ৮:২৭

সৈয়দ কুতুব বলেছেন: এগুলো সব পাকি মাল।

২| ০৫ ই জানুয়ারি, ২০২৫ রাত ৮:১৩

কামাল১৮ বলেছেন: এদেশে অনেকেই অনেককিছু করে যা অবিশ্বাস্য মনে হয় কিন্তু সত্যি ঘটে।

০৫ ই জানুয়ারি, ২০২৫ রাত ৮:২৭

সৈয়দ কুতুব বলেছেন: সহমত।

৩| ০৫ ই জানুয়ারি, ২০২৫ রাত ১১:২৮

কলাবাগান১ বলেছেন: ফেমাস অর্থনীতিবিদ কে চিকিৎসক বানিয়ে দিলেন???

০৫ ই জানুয়ারি, ২০২৫ রাত ১১:৩১

সৈয়দ কুতুব বলেছেন: চিকিৎসক তিনি। ছবি ভুল দিসি নাকি আবার? চেক করে দেখি।

৪| ০৬ ই জানুয়ারি, ২০২৫ রাত ১২:২৯

সন্ধ্যা রাতের ঝিঁঝিঁ বলেছেন: ইলিয়াস তো মেজর ডালিমকে লাইভে আনছে, এই বিশাল পুণ্যবান ব্যাক্তিকে নিয়ে কিছু লিখেন। আমি লাইভ দেখি নাই, আপনি লিখলে সামারিটা জানতে পারতাম। :P

০৬ ই জানুয়ারি, ২০২৫ রাত ১:৩০

সৈয়দ কুতুব বলেছেন: আমি চলমান ঘটনা নিয়ে লিখি। ইতিহাস নিয়ে গাজী কাগু লিখতে পারেন। উনাকে বলে দেখতে পারেন।

৫| ০৬ ই জানুয়ারি, ২০২৫ সকাল ১০:৫৯

রাজীব নুর বলেছেন: সৈয়দ কুতুব আপনার বয়স কত?

০৬ ই জানুয়ারি, ২০২৫ সকাল ১১:০১

সৈয়দ কুতুব বলেছেন: ফেব্রুয়ারিতে ২৮ হবে! !:#P

৬| ০৬ ই জানুয়ারি, ২০২৫ সকাল ১১:২৩

শূন্য সারমর্ম বলেছেন:


জাতীয় অধ্যাপক জাতীয় হলে দেশের অবস্থা এমন হয় না।

০৬ ই জানুয়ারি, ২০২৫ সকাল ১১:৪৬

সৈয়দ কুতুব বলেছেন: ফালতু লোকেরা দেশের শীর্ষস্থান দখল করে বাংলাদেশে।

৭| ০৬ ই জানুয়ারি, ২০২৫ সকাল ১১:৫৩

সাইফুলসাইফসাই বলেছেন: পড়লাম

০৬ ই জানুয়ারি, ২০২৫ দুপুর ১২:৩৩

সৈয়দ কুতুব বলেছেন: ধন্যবাদ।

৮| ০৬ ই জানুয়ারি, ২০২৫ দুপুর ১২:৪১

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: ফেব্রুয়ারিতে ২৮ হবে!

বয়সে আপনি আমার চেয়ে অনেক ছোট।

০৬ ই জানুয়ারি, ২০২৫ দুপুর ১:০৩

সৈয়দ কুতুব বলেছেন: আমি জেনজি পুংটা জেনারেশন! :-B

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.