![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নিজের অজ্ঞতা নিজের কাছে যতই ধরা পড়ছে প্রচলিত বিশ্বাসের প্রতি ততই অবিশ্বাস জন্মাছে!
তরুণদের নিয়ে যখন নতুন রাজনৈতিক দল গঠনের প্রচেষ্টা চলছে তখন থেকেই প্রশ্ন উঠেছে সমন্বয়ক উপদেষ্টারা কি ইন্টেরিম সরকারের দায়িত্বে থাকবেন নাকি পদত্যাগ করবেন। বিএনপির পক্ষ থেকে বার বার বলা হয়েছে যে ক্ষমতায় থেকে দল গঠন সাধারণ জনতা ভালো চোখে দেখবে না। তাছাড়া সমন্বয়কদের রাজনৈতিক দলের সাথে বাক বিতন্ডায় তাদের ইমেজ সংকট দেখা দিয়েছে। বিভিন্ন সূত্রমতে শোনা যাচ্ছিল উপদেষ্টা নাহিদ ফেব্রুয়ারি মাসে পদত্যাগ করতে পারেন। বাকি দুইজন নির্বাচনের পূর্বে পদত্যাগ করবেন। কিন্তু এতেও সমালোচনা এড়ানো যাচ্ছিল না। কারণ অনেকে সন্দেহ পোষণ করেছেন বাকি সমন্বয়করা নির্বাচনের পূর্বে প্রভাব খাটিয়ে নিজেদের নির্বাচনি বৈতরণী পার হওয়ার কাজ সম্পন্ন করে ফেলবেন ততদিনে। উপদেষ্টা আসিফ মাহমুদের ডিসি হিসাবে এনজিওর একজন কর্মকর্তা নিয়োগ নিয়ে সবার মধ্যে এই ধারণা আরো বদ্ধমূল হয়।
উপদেষ্টা নাহিদের বক্তব্য অনুযায়ী ফেব্রুয়ারি ও মার্চের মধ্যে তারা পদত্যাগ করে নতুন রাজনৈতিক দলে যোগ দিবেন। নাগরিক কমিটির প্রধান নাসিরুদ্দিন পাটোয়ারী একই কথা বলেছেন। নাহিদ সহ বাকিরা অনুধাবন করতে পেরেছেন তাদের মাঠ পর্যায়ে কাজ করতে হবে তাই এমন সিদ্ধান্ত নিয়েছেন। মাঠের রাজনীতি এবং অভ্যুত্থানে নেতৃত্ব দেয়া এক বিষয় নয় বলে তাদের অভিমত।
নাহিদের আজকের বক্তব্য গত মাসের বক্তব্যের তুলনায় কিছুটা ভিন্ন। নাহিদ জানুয়ারি মাসে বলেছিলেন উপদেষ্টা হিসাবে তারা সরকারে থাকলেও নির্বাচনে নিরপেক্ষ ভূমিকা পালন করতে সমস্যা হবে না। ফেব্রুয়ারিতে হটাৎ বক্তব্য পাল্টে গেলো কেন ? নাহিদ দের সাথে কি রাজনৈতিক দলগুলোর যোগাযোগ হয়েছে ? আসিফ নজরুলের সাম্প্রতিক সময়ের বক্তব্যে তার কিছুটা আভাস পাওয়া যায়। কোনো সমঝোতা হয়েছে নাকি দুইপক্ষের মধ্যে ? আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করতে এখন প্রায় সকল দল একমত। ইহাও দুইপক্ষের সংযোগের ফলাফল বলে আমরা মনে করতে পারি।
প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস কি দুবাই থেকে কোন বার্তা নিয়ে আসছেন নাকি ? দেশের ভিতরেও প্রধান উপদেষ্টার সাথে গুরুত্বপূর্ণ বিদেশি কূটনীতিক দের বৈঠক হয়েছে। সেনাবাহিনীর সাথেও তারা বৈঠক করেছিলেন। রাজনৈতিক দলের সাথে বিতর্কিত দেশের হাইকমিশনারের বৈঠক সহ নানা ধরণের ঘটনা ঘটেছে। নাহিদ সহ সরকারে থাকা সকল উপদেষ্টা কি সেজন্য দ্রুত পদত্যাগের ডিসিশন নিয়েছেন ? অনেক কিছুই হতে পারে আবার শুধু দলগঠনের জন্যও তারা পদত্যাগ করতে পারেন। এক্ষেত্রে তরুণদের প্রতিনিধি হিসাবে নতুন কেউ যুক্ত হবেন কিনা সরকারে তা নিয়েও গুঞ্জন আছে। সকল বিষয় ভালো ভাবে অনুধাবন করা যাবে যখন সমন্বয়ক উপদেষ্টারা পদত্যাগ করে সাধারণ জনতার কাতারে নেমে আসবেন। এতে তাদের ভাবমূর্তি উজ্জ্বল হইবে।
১৫ ই ফেব্রুয়ারি, ২০২৫ রাত ১০:৫১
সৈয়দ কুতুব বলেছেন: হবে না। বিএনপির সাথে সমঝোতা হয়ে গেছে। এখন বাহিরে যত বিরোধিতা সব কিছুই নাটক।
২| ১৫ ই ফেব্রুয়ারি, ২০২৫ রাত ১১:৫৬
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
বাংলাদেশে ১৮+ বয়সীদের সংখ্যা স্মরণকালের মাঝে সবচেয়ে বেশি।
তরুণরাই ভবিষ্যতের বাংলাদেশকে নেতৃত্ব দিবে।
১৬ ই ফেব্রুয়ারি, ২০২৫ রাত ১২:০৫
সৈয়দ কুতুব বলেছেন: ছাত্রদের কাজ পড়া্শোনা করা। ক্ষমতা ভালো বিষয় নয়। পেশাগ্রহণের পূর্বে কোন রাজনৈতিক এনটিটিতে যোগদানের ভবিষ্যৎ ভালো হয় না। কারণ তাদের নিজেদের ভরণপোষণের জন্য অর্থের প্রয়োজন হয়। বিভিন্ন রাজনৈতিক দলের ছাত্র ফ্রন্ট গুলো তার উজ্জ্বল নিদর্শন।
৩| ১৬ ই ফেব্রুয়ারি, ২০২৫ রাত ১২:১৩
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
লেখক বলেছেন: ছাত্রদের কাজ পড়া্শোনা করা। ক্ষমতা ভালো বিষয় নয়। পেশাগ্রহণের পূর্বে কোন রাজনৈতিক এনটিটিতে যোগদানের ভবিষ্যৎ ভালো হয় না। কারণ তাদের নিজেদের ভরণপোষণের জন্য অর্থের প্রয়োজন হয়। বিভিন্ন রাজনৈতিক দলের ছাত্র ফ্রন্ট গুলো তার উজ্জ্বল নিদর্শন।
----------------
আপনি অতীত সম্পর্কে ওয়াকিবহাল নন।
আপনি নিজে পারেননি বলে অন্যরা পারবে না, তা তো নয়!
১৬ ই ফেব্রুয়ারি, ২০২৫ রাত ১২:২২
সৈয়দ কুতুব বলেছেন: ধন্যবাদ, আপনার সুন্দর মতামতের জন্য।
৪| ১৬ ই ফেব্রুয়ারি, ২০২৫ রাত ১২:২৭
রূপক বিধৌত সাধু বলেছেন: বিএনপির সাথে মিলেমিশে রাজনীতি করলে একটু সুবিধা পেতে পারে। এককভাবে চললে স্বাধীনতা উত্তর জাসদের দশা হবে।
১৬ ই ফেব্রুয়ারি, ২০২৫ রাত ১:১৬
সৈয়দ কুতুব বলেছেন: বাস্তবত ধর্মী মতামতের জন্য ধন্যবাদ।
৫| ১৬ ই ফেব্রুয়ারি, ২০২৫ রাত ১:৫৯
আহরণ বলেছেন: সাকুল্যে ৫টি আসন পাবে ওরা................ @ ভাইয়া??
১৬ ই ফেব্রুয়ারি, ২০২৫ রাত ৩:৩১
সৈয়দ কুতুব বলেছেন: কবি নিরব!
৬| ১৬ ই ফেব্রুয়ারি, ২০২৫ ভোর ৬:৩৯
কামাল১৮ বলেছেন: তারা আর কখনো সাধারণ জনতার কাতারে আসতে পারবে না।পিকে ছবির মতো তাদের পাছায় ছাপ্পা মারা হয়ে গেছে।তারা সমন্বয়ক।
১৬ ই ফেব্রুয়ারি, ২০২৫ সকাল ৯:১৩
সৈয়দ কুতুব বলেছেন: তারা কি আমাদের লোক নহে?
৭| ১৬ ই ফেব্রুয়ারি, ২০২৫ সকাল ১০:১২
রাজীব নুর বলেছেন: এই সমস্ত সমন্বয়করা বিপদজনক। সমাজের জন্য, দেশের জন্য।
১৬ ই ফেব্রুয়ারি, ২০২৫ সকাল ১০:২৮
সৈয়দ কুতুব বলেছেন: আপনার আপার দল আরো বিপজ্জনক!
৮| ১৬ ই ফেব্রুয়ারি, ২০২৫ সকাল ১১:২৮
আদিত্য ০১ বলেছেন: লেখক বলেছেন: হবে না। বিএনপির সাথে সমঝোতা হয়ে গেছে। এখন বাহিরে যত বিরোধিতা সব কিছুই নাটক।
তাহলে কি বিএনপির সাথে জোট করবে? বিরোধী দল কে হবে, সবাই ক্ষমতায় যাবে
১৬ ই ফেব্রুয়ারি, ২০২৫ সকাল ১১:৪২
সৈয়দ কুতুব বলেছেন: ২০০-৭০-৩০। জামাত বিরোধী দল! এমন টাই শোনা যাচ্ছে। আম্লিকের দিন শেষ।
৯| ১৬ ই ফেব্রুয়ারি, ২০২৫ দুপুর ১২:০৪
নতুন বলেছেন: দেশে পরিবর্তন আনতে ছাত্রদের দ্বারা গঠিত দলের হাতেই দেশের স্বাসনভার দেওয়া উচিত।
নিবাচনে বিএনপির সাথে আলোচনা করে যারা তারা বিরোধী দলে থাকতে পারে তেমন করে নিবাচনে যাওয়া উচিত। তারপরে পরের ৫ বছর কাজ করলে তারাই ক্ষমতায় আসতে পারবে।
তবে ছাত্ররা পড়াশুনা শেষ না করে দলে যোগ দিতে পারবেনা।
দেশের পরিবর্তনের জন্য নতুন দল লাগবেই, তবে সেটার লাগাম যেন টেনে ধরা যায় সেই পথ গুলিও খোলা রাখতে হবে।
১৬ ই ফেব্রুয়ারি, ২০২৫ দুপুর ১২:৪৮
সৈয়দ কুতুব বলেছেন: একমত নই। ছাত্রদের পিছনে তৌহিদি জনতা আছে। তাদের কে আগে পর্যবেক্ষণ করতে হবে।
১০| ১৬ ই ফেব্রুয়ারি, ২০২৫ দুপুর ১২:৫১
নতুন বলেছেন: লেখক বলেছেন: একমত নই। ছাত্রদের পিছনে তৌহিদি জনতা আছে। তাদের কে আগে পর্যবেক্ষণ করতে হবে।
তৌহিদি জনতার নামে ইসলামিস্ট আর শিবির যদি তাদের পেছনে থাকে তবে এই প্রজেক্ট ফেইল করবে।
১৬ ই ফেব্রুয়ারি, ২০২৫ দুপুর ১২:৫৯
সৈয়দ কুতুব বলেছেন: এদের যোগসূত্রের অন্যতম মাধ্যম মাহফুজ আলম।
১১| ১৬ ই ফেব্রুয়ারি, ২০২৫ দুপুর ১:০০
নতুন বলেছেন: মাঝে মাঝে হতাস হই এই ভেবে যে ছোট্ট একটা দেশে কত মানুষের কত এজেন্ডা আছে।
দেশ কিভাবে এগিয়ে যাবে?
১৬ ই ফেব্রুয়ারি, ২০২৫ দুপুর ১:০২
সৈয়দ কুতুব বলেছেন: সাধারণ মানুষ যখন একতাবদ্ধ হবে। তবে কবে হবে সেটা আসিফ নজরুল জানেন।
১২| ১৬ ই ফেব্রুয়ারি, ২০২৫ দুপুর ২:৩৬
সৈয়দ মশিউর রহমান বলেছেন: আমার তো সন্দেহ হচ্ছে ছাত্ররা ফেল করবে কারণ তখন আম্লিগ বিম্পি জামাইত্যা সবাই তাদেরকে বিরোধী ভাববে।
১৬ ই ফেব্রুয়ারি, ২০২৫ দুপুর ২:৪৭
সৈয়দ কুতুব বলেছেন: তরুণদের রাজনৈতিক দল সফল হবে। কিন্তু এক্ষেত্রে টেস্ট ম্যাচ খেলতে হবে। আগে সারাদেশে তাদের বীজ বপন করতে হবে। তাহলে কড়া ফাইট দিতে পারবে।
১৩| ১৭ ই ফেব্রুয়ারি, ২০২৫ দুপুর ১:২২
আদিত্য ০১ বলেছেন: লেখক বলেছেন: ২০০-৭০-৩০। জামাত বিরোধী দল! এমন টাই শোনা যাচ্ছে। আম্লিকের দিন শেষ।
আপাতত আওয়ামীলীগ নিয়ে আর কিছু বইলেন না, কারন ইতিপূর্বে একেক সময় একেক কথা বলেছেন। এখন আপতত আপনার বিএনপি নিয়েই বলুন।
২০০-৭০-৩০ এই সমঝোতা বা হিসাব নিকাশ যদি হয়। তাইলে বিএনপি কেন নির্বাচন আগেই চাচ্ছে আর জামাত ও ইন্টারিম কেন নির্বাচন না দিয়ে অনেক অজুহাতে দীর্ঘ সময় থাকার টালবাহানা করছে যা আপনি অনেক পোস্টে বলেছেন। এই হিসাবে যদি ভাগ বাটোয়ারা করে পাতানো নির্বাচনই হবে, তাইলে বিএনপি ইন্টারিম সবাইকে নাকে তেল দিয়ে ঘুমানো উচিত, কিন্তু কেউ তা করছে না, জামাত বিএনপি ও ইন্টারিম বা সরকারের মধ্যে থেকে নাহিদরা দল গঠন করে ক্ষমতা যাওয়ার জন্য মরিয়া।
আমি না শুধু অনেকেই মনে করছে, জামাত আর নাহিদের দল জোট করে ক্ষমতায় যাওয়ার প্ল্যান করছে। এইটা বলা যায় ৯০% শিউর। এইজন্য জামাত আর ইন্টারিম আগে স্থানিয় নির্বাচন দিতে চাচ্ছে যাতে, জাতীয় নির্বাচন তারা বেশি সময় পায় নিজেদের দল সংঘঠিত করতে, আমার কাছে মনে হচ্ছে, ২০২৬ এর মাঝে জাতীয় নির্বাচন হবে। জামাত, নাহিদদের দল ও ছোট কিছু দল যেমন চরমোনাই পীর মিলে আসন ভাগাভাগি করে সরকার গঠন করবে, আমার মনে হচ্ছে। ইউনুস প্রধান মন্ত্রি হবে। নাহিদ সারজিস, হাসনাত এরা মন্ত্রি হবে
আপনি মানেন আর না মানেন, এইটা হওয়ার সম্ভাবনা অনেক বেশি।
১৭ ই ফেব্রুয়ারি, ২০২৫ দুপুর ১:২৮
সৈয়দ কুতুব বলেছেন: এগুলো কৌশল। আওয়ামী লীগ নিয়ে বিভিন্ন মহল বিভিন্ন কথা বলছে। তাই এমন টা হচ্ছে।
১৪| ১৭ ই ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৪:৫৬
আদিত্য ০১ বলেছেন: লেখক বলেছেন: এগুলো কৌশল। আওয়ামী লীগ নিয়ে বিভিন্ন মহল বিভিন্ন কথা বলছে। তাই এমন টা হচ্ছে।
হা হা, ক্ষমতা কেউ হাতছাড়া করতে চায় না, কৌশল বলেন আর নাটক বলেন, সময়ে অনেক স্পষ্ট হবে
১৭ ই ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৫:১০
সৈয়দ কুতুব বলেছেন: আজকে আওয়ামী লীগ নিয়ে আরেকটা পোস্ট লিখবো। বেশি ভিউ, মার্কেটে বেশি খায় পাবলিক।
১৫| ১৭ ই ফেব্রুয়ারি, ২০২৫ রাত ১১:০২
আদিত্য ০১ বলেছেন: লেখক বলেছেন: আজকে আওয়ামী লীগ নিয়ে আরেকটা পোস্ট লিখবো। বেশি ভিউ, মার্কেটে বেশি খায় পাবলিক।
কোন ইনফ্লুয়েঞ্জাকে অনুসরন করছেন? কাফি নাকি পিনাকি, নাকি ইলিয়াস। চালায়ে যান, একদিন আপনার ডাকে সব ব্লগার জোট বেধে সামুতে এটাক করবে
১৭ ই ফেব্রুয়ারি, ২০২৫ রাত ১১:৩১
সৈয়দ কুতুব বলেছেন: আমি ব্লগিং দুই/তিন বছরের বেশি করার ইচ্ছা নেই। আমি রাজনৈতিক দল গঠন করবো। তারপর সকল ভাদা ও পাদা দের সাইজ করবো। কোনো একটা সাফল্য এদের কারণে বেশিদিন ধরে রাখতে পারিনা। ছাত্ররা রাজনীতি করবে এর আমি ঘোরতর বিরোধী!
১৬| ১৮ ই ফেব্রুয়ারি, ২০২৫ রাত ১১:৪০
আদিত্য ০১ বলেছেন: লেখক বলেছেন: আমি ব্লগিং দুই/তিন বছরের বেশি করার ইচ্ছা নেই। আমি রাজনৈতিক দল গঠন করবো।
আপনি তাইলে মাস্টার মাইন্ড, তারেকের উত্তরসুরী। চালায়ে যান। দেখেন আউবেক হইতে পারেন যদি, তারেক আসছে। সাথে আবার শিবির আছেই। শফি কাক্কু আপনারে জোটে নেওয়ার জন্য টানাটানি শুরু করবে
১৮ ই ফেব্রুয়ারি, ২০২৫ রাত ১১:৪৭
সৈয়দ কুতুব বলেছেন: তারেক না! আমি কামাল আতারতুকের অনুসারী। আপনার দলের জন্য শুভকামনা। ২৬শে মার্চ আসতেসে।
১৭| ১৮ ই ফেব্রুয়ারি, ২০২৫ রাত ১১:৫৪
আদিত্য ০১ বলেছেন: লেখক বলেছেন: তারেক না! আমি কামাল আতারতুকের অনুসারী। আপনার দলের জন্য শুভকামনা। ২৬শে মার্চ আসতেসে।
নিশ্চয়ই কাফি বা পিনাকির মত ছড়া বা ইতিহাসের চটি লিখবেন না। তখন আপনি হয়ত কামাল আতার্তুকের জীবনগাথা লিখবেন। ফেসবুক বা ইনস্টাগ্রামে দুই চারটা জ্বালাময়ী কামালিয়ান দ্রোহের রিল বানাবেন, উহা দেখে স্টলে হুমড়ি খেয়ে গেঞ্জির দল ছুটবে, এই যে নেতা আসছে, কিন্তু বই পড়ে বিচার করবে না, বইয়ে কি লিখা আছে নাকি নিজের মত গপ্পো লেখা
১৯ শে ফেব্রুয়ারি, ২০২৫ রাত ১২:০৫
সৈয়দ কুতুব বলেছেন: আপনি আমাকে বুঝতে পারেন না বলে খালি ট্যাগ করেন।
১৮| ১৯ শে ফেব্রুয়ারি, ২০২৫ রাত ১২:০০
আদিত্য ০১ বলেছেন:
লেখক বলেছেন: তারেক না! আমি কামাল আতারতুকের অনুসারী
আপনি কয় দিন আগেও তো বিএনপি বা তারকের দল সাপোর্ট করলেন। এই দুই দিনে পল্টি নিলেন। সামনে নির্বাচন যদি বিএনপি হেরে যায়। আপনাদের মত সমর্থকের কারনে হারবে, নির্বাচনের দুইদিন আগে বলবে ভোট দিবো, ব্যালট বাক্সে ভোট জমা দিবে জামাত বা অন্য দলকে। হাইরে বিএনপির সমর্থক!
১৯ শে ফেব্রুয়ারি, ২০২৫ রাত ১২:০৬
সৈয়দ কুতুব বলেছেন: আমি গণতান্ত্রিক দলকে ভোট দিবো।
©somewhere in net ltd.
১|
১৫ ই ফেব্রুয়ারি, ২০২৫ রাত ১০:৪৯
ডার্ক ম্যান বলেছেন: আগামী নির্বাচনে ছাত্রদের তৈরি দল সংখ্যাগরিষ্ঠ আসন পাবে। তারপর আওয়ামী লীগ বিএনপি একজোট হয়ে তাদের পতন ঘটাবে।