নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দরিদ্র দেশের জনসংখ্যা কে জনশক্তি তে পরিণত করতে হলে কর্মমুখী শিক্ষার বিকল্প নেই।

সৈয়দ কুতুব

নিজের অজ্ঞতা নিজের কাছে যতই ধরা পড়ছে প্রচলিত বিশ্বাসের প্রতি ততই অবিশ্বাস জন্মাছে!

সৈয়দ কুতুব › বিস্তারিত পোস্টঃ

ভারত- পাকিস্তানপন্থী রাজনীতির ঠাঁই নাই বাংলাদেশে.....

২৮ শে ফেব্রুয়ারি, ২০২৫ রাত ১০:৫০


এমন মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির নেতা নাহিদ ইসলাম। ইহা তো বাঙালির প্রাণের কথা ! ভারত ও পাকিস্তান আমাদের কে ছোট ভাই মনে করে কুবুদ্ধি দিয়ে বিপথগামী করতে চায়। ভারতের প্রেস্ক্রিপশনে বাঙালির একমাত্র দেশীয় দল আওয়ামী লীগ আজ মৃতপ্রায়।আরেকদল আছে যারা পাকি প্রেমী হওয়ায় আজো ক্ষমতায় যেতে পারেনি। দেশের সনাতনী রাজনৈতিক দলগুলোর কাছ থেকে সুবিধা নিয়ে তারা দেশে এখনো তাদের পাক প্রেমের কথা মানুষ কে আকারে ইঙ্গিতে বুঝিয়ে দেয়। ভারতের দাদারা বাংলাদেশের উন্নতি দেখলে তাদের বুকে ব্যথা হয়। একটি স্বাধীন দেশের মানুষ তার নিজের ভাষা সংস্কৃতি স্বাধীনভাবে চর্চা করছে কিন্তু দাদারা পারছে না। এই ব্যথা ভুলে যাওয়ার নয়। অন্যদিকে পাকিস্তান চায় বাংলাদেশ কে ব্যবহার করে ভারতের ডাউনফল! তাদের এমন চাওয়ায় আখেরে ক্ষতি হবে বাংলাদেশের। দেশের যেসব রাজনৈতিক দল ভারত-পাকিস্তানের দালালী করে তাদের কে লাল কার্ড দেখাতে হবে। আমাদের মাতৃভূমি আমরা নিজের মতো গড়িয়া লইবো।

জাতীয় নাগরিক পার্টির শীর্ষ পদগুলোতে বাংলাদেশের বিভিন্ন গোষ্ঠীর মানুষের প্রতিনিধিত্ব নিশ্চিত করার সম্ভব হয় নি। মোটা দাগে সবাই ঢাবির ও একই ধর্মের অনুসারী। অর্থাৎ দলে বৈচিত্র্য কম। জুলাই আহতদের প্রতিনিধিত্ব নেই । তারা আবার ইন্টেরিম সরকার থেকে পূর্ণ সহযোগিতা পাচ্ছে। কিন্তু উপদেষ্টা রেজোয়ানা বলেছেন জাতীয় নাগরিক পার্টি কোনো কিংস পার্টি নয়। অন্যদিকে উপদেষ্টা আসিফ মাহমুদ ও মাহফুজ আলম এখনো নাগরিক জাতীয় পার্টির সাথে জড়িত হয়েও এখনো পদত্যাগ করে নাই। ইন্টেরিম সরকারের নিরপেক্ষতা নিয়ে সব রাজনৈতিক দলগুলো সন্দেহ করছে । এই সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন হয় কিনা তা নিয়েও জনমনে আশঙ্কা রয়েছে।

জাতীয় নাগরিক পার্টির শীর্ষ পদগুলো নিয়ে বেশ কয়দিন গ্রুপিং চলছিল। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ছিলো মূলত বিভিন্ন রাজনৈতিক ও অরাজনৈতিক ছাত্র সংগঠনের মিলনস্থল। এখানে এক্স শিবির যেমন রয়েছে তেমনি বামপন্থী ও পালনবাদে বিশ্বাসী মানুষজন রয়েছে। সবাই নাগরিক জাতীয় পার্টির শীর্ষ পদগুলোতে আধিপত্য ধরে রাখতে চেয়েছিলো। বেশি ঝামেলা করেছিলো এক্স শিবির বর্গ ! বনিবনা না হওয়ায় অন্তত দুইজন নাগরিক জাতীয় পার্টিতে যোগ দিচ্ছেন না এক্স শিবির বর্গের ! ঢাবির সাবেক শিবিরের দুইজন সভাপতি জুনায়েদ ও রিফাত অত্যন্ত প্রভাবশালী নেতা ছিলেন বৈবিছা ও নাগরিক কমিটিতে। তাদের আকস্মিক পদত্যাগ সবাই কে অবাক করেছে। কারণ নতুন গঠিত রাজনৈতিক দলটির শীর্ষ পদে থাকার জন্য এক্স শিবির বর্গ এই দুইজনের নাম প্রস্তাব করেছিলো। আরো অবাক করার বিষয় হচ্ছে জুনায়েদ ও রিফাত বিএনপি জোটের একটি প্রতিনিধি দলের সাথে চীন সফরের আমন্ত্রণ পেয়েছে। আমন্ত্রণপত্রে তাদের নাগরিক কমিটির নেতা হিসাবে সম্মোধন করা হয়েছে। কিন্তু নাগরিক কমিটি দাবী করেছে তাদের দলের কেউ চীন সফরের জন্য আমন্ত্রণ পায়নি। জুনায়েদ ও রিফাতের আমন্ত্রণ পাওয়ার ব্যাপারে তারা কিছুই জানে না। তাহলে চায়না জুনায়েদ ও রিফাতের সাথে কার মাধ্যমে যোগাযোগ করেছিলো?

ইন্টেরিম সরকার গত ছয়মাসে পাকিস্তানের প্রতি বেশি ঝুকে পড়েছে। বিষয়টি শুধু ব্যবসা বাণিজ্য পর্যন্ত সীমাবদ্ধ থাকেনি। সাংস্কৃতিক সম্পর্ক বৃদ্ধিতে সরকার বেশি মনোযোগ দিয়েছে। পাকিস্তানের শিল্পীরা একে একে বিনা বাধায় কনসার্ট করে যাচ্ছে কিন্তু বাংলাদেশের শিল্পীরা বাধাপ্রাপ্ত হচ্ছেন। সর্বশেষ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পূর্ব ঘোষিত কনসার্ট স্থগিত করা হয়েছে। ইহা ভালো লক্ষণ নয়। দেশের পরিস্থিতি খারাপ এই অজুহাতে দেখালে তো দেশি বিদেশি সকল কনসার্ট বন্ধ থাকার কথা ছিলো। শুধু বাংলাদেশি শিল্পীদের কনসার্ট বন্ধ কেন ? পাকিস্তানি অনেক শিল্পী বাংলাদেশে এসে ভারতীয় সংগীত পরিবেশন করেন। তাহলে ভারতীয় সংস্কৃতির আগ্রাসন থেকে আর দেশ কই মুক্ত হইলো ?

সম্প্রতি ভারতের সেনাপ্রধান একটি টেলিভিশন সাক্ষাৎকারে দাবী করেছেন পাকিস্তানের আইএসআই কর্মকর্তারা বাংলাদেশের চিকেন নেক অংশে সফর করেছেন । আইএসআই কর্মকর্তাদের নাকি ঘন ঘন রংপুর ও দিনাজপুর যেতে দেখা গিয়েছে। ভারতের এমন দাবী এই প্রথম নয়। গত ২১ শে জানুয়ারি ভারতের গোদি মিডিয়া দাবী করেছিলো পাকিস্তানের আইএসআই প্রধান বাংলাদেশ সফরে এসেছে। বাংলাদেশ থেকে ভারতের এই বক্তব্যকে অসত্য বলে খারিজ করে দেয়া হয়। ভারতের গোদি মিডিয়া শেখ হাসিনার পালানোর পর থেকে বাংলাদেশের বিরুদ্ধে আদা জল খেয়ে প্রোপাগাণ্ডা চালাতে মাঠে নেমেছে। তাই মিডিয়ার প্রচারিত ডিজইনফোরমেশন নিয়ে চিন্তার কিছু নেই।

ভারতের সেনাপ্রধান যখন একই দাবী করেছেন তখন ইহাকে স্রেফ প্রোপাগাণ্ডা হিসাবে উড়িয়ে দেয়া ঠিক হবে না। ভারতের সেনাপ্রধানের বক্তব্যের প্রতিবাদ বাংলাদেশের পক্ষ থেকে কাউকে করতে দেখলাম না। সবচেয়ে ভালো সুযোগ ছিলো বাংলাদেশ সেনাপ্রধান ওয়াকার উজ জামানের রাওয়া ক্লাবের বক্তব্যের সময় এই বিষয় নিয়ে কথা বলার । ওয়াকার উজ জামান বরং সবাইকে দেশের সাবভৌমত্ব বিপন্ন যাতে না হয় সেদিকে লক্ষ্য রাখতে বলেছেন। অনেকেই সেনাপ্রধানের এমন বক্তব্যের পিছনে কি কারণ থাকতে পারে তা বুঝতে পারছেন না ।

পাকিস্তানের হাইকমিশনার বাংলাদেশ সরকারের বিভিন্ন অনুষ্ঠানে হরহামেশাই যাচ্ছেন। সর্বশেষ তাকে রংপুরে একটি অনুষ্ঠানে দেখা গিয়েছিলো। একই সময়ে আবার ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল পশ্চিম বঙ্গে এসেছিলেন দিনাজপুর ও রংপুর সীমান্তের নিকটে । অজিত দোভাল অথবা অন্য কোনো ভারতীয় শীর্ষ কর্মকর্তা যখন বাংলাদেশে আসেন তখন সেগুলো দেশি-বিদেশি ইনফ্লুয়েঞ্জাদের ভিউ কামানোর ব্যবসায় রসদ যোগায়। জুলাই অভ্যুত্থানের পর পাকিস্তানের হাইকমিশনারের সারা বাংলাদেশ চষে বেড়ানোর ঘটনায় তারা কেন নিরব ?

শুধু মুখে মুখে নয় অন্তর থেকে বিশ্বাস করতে হবে ভারত-পাকিস্তান প্রভাব মুক্ত বাংলাদেশ চাই। আরো ভালো হবে আমেরিকা, চীন ও রাশিয়ার প্রভাবমুক্ত একটি সুন্দর বাংলাদেশ গড়ে তোলায় মনোযোগ দিলে । বিদেশি প্রেস্ক্রিপশনে আর কতদিন দেশের মানুষ পুতুল নাচ দেখবে ?

নতুন দলের জন্য শুভকামনা !

মন্তব্য ৫২ টি রেটিং +১/-০

মন্তব্য (৫২) মন্তব্য লিখুন

১| ২৮ শে ফেব্রুয়ারি, ২০২৫ রাত ১১:২২

নিমো বলেছেন: হা! হা! দলের মডেল নাজি আম আদমি, তেহরিক ই ইনসাফের মত। আবার বলে কিবা অমুক তমুক পন্থী রাজনীতির ঠাঁই নাই। ছাগল।

২৮ শে ফেব্রুয়ারি, ২০২৫ রাত ১১:২৬

সৈয়দ কুতুব বলেছেন: আম আদমি পার্টি হলে কি সমস্যা ? আম্লিকের মতো ফ্যাসিস্ট না হলেই হলো !

২| ২৮ শে ফেব্রুয়ারি, ২০২৫ রাত ১১:২২

মহাজাগতিক চিন্তা বলেছেন: নতুন দলের জন্য শুভ কামনা।

২৮ শে ফেব্রুয়ারি, ২০২৫ রাত ১১:২৬

সৈয়দ কুতুব বলেছেন: ধন্যবাদ।

৩| ২৮ শে ফেব্রুয়ারি, ২০২৫ রাত ১১:৩২

নিমো বলেছেন: কেজরীওয়ালের যোগ্যতার কিছুই এদের নাই। খোমেইনীর হওয়ার আছে। তাই আম আদমি পার্টির কথা ভুলে যান।

২৮ শে ফেব্রুয়ারি, ২০২৫ রাত ১১:৩৯

সৈয়দ কুতুব বলেছেন: আপনাদের এসব অপপ্রচার। তারা গণতন্ত্রমনা।

৪| ০১ লা মার্চ, ২০২৫ রাত ১২:১৪

আদিত্য ০১ বলেছেন: আপনি কোন পদ পাইলেন? ব্লগারদের মিস্টি খাওয়াইলেন না?

০১ লা মার্চ, ২০২৫ রাত ১২:১৬

সৈয়দ কুতুব বলেছেন: আমি নতুন দল ঘোষণা করবো। তখন দাওয়াত থাকবে সবার ! ;)

৫| ০১ লা মার্চ, ২০২৫ রাত ১২:২০

ধুলোপরা চিঠি বলেছেন:



তাদের আসল রাজনীতি হচ্ছে, রাজাকার পন্হী; উহা প্রতিষ্ঠার চেষ্টা চলছে; তবে, সবকিছু সোজা হবে না; তাদের মালিক, আমেরিকাও উহা পছন্দ করবে না।

০১ লা মার্চ, ২০২৫ রাত ১২:২২

সৈয়দ কুতুব বলেছেন: আমেরিকা এখন আওয়ামী লীগ কেও পছন্দ করে না। খাটাশ দল বলে কথা ! :P

৬| ০১ লা মার্চ, ২০২৫ রাত ১২:২১

আদিত্য ০১ বলেছেন: লেখক বলেছেন: আমি নতুন দল ঘোষণা করবো। তখন দাওয়াত থাকবে সবার ! ;)
আমি ভাবছিলাম আপনি এনসিপিতে ব্লগারদের পক্ষ থেকে অনলাইন জুলাই যোদ্ধা হিসেবে অনলাইন আহবায়ক পদটি পেয়েছেন। এই খুশিতে, সামু টিমকে বলবো, আপনার উদ্দ্যেশ্যে একটা বানী লিখতে। কিন্তু আশায় আশায় যায় বেলা

০১ লা মার্চ, ২০২৫ রাত ১২:২৪

সৈয়দ কুতুব বলেছেন: ব্লগারদের মধ্যে কেউ হয়তো যোগ দিবে। আপনিও দিয়ে দেখতে পারেন। আম্লিকের যেহেত্য আশা নেই। ;)

৭| ০১ লা মার্চ, ২০২৫ রাত ১২:২৪

আদিত্য ০১ বলেছেন: ব্লগে ঢুকার আগে ভাবছিলাম, নতুন দলকে অভিন্দন দিয়ে অনেক অনেক বড় ব্লগ লিখবে। কিন্তু অনেক ব্লগার খুশি না কেন এই দলের আত্মপ্রকাশে? বুঝতে পারছিনা। আপনি কি বলতে পারবেন। আর আপনি কি খুশি। আমি কিন্তু খুশি

০১ লা মার্চ, ২০২৫ রাত ১২:৩০

সৈয়দ কুতুব বলেছেন: আমি সতর্কতার সাথে পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। এই দলের পিছনে কারা আছেন তাদের সম্পর্কে ধারণা আছে।

৮| ০১ লা মার্চ, ২০২৫ রাত ১২:২৮

আদিত্য ০১ বলেছেন: লেখক বলেছেন: ব্লগারদের মধ্যে কেউ হয়তো যোগ দিবে। আপনিও দিয়ে দেখতে পারেন। আম্লিকের যেহেত্য আশা নেই। ;) আমি কি আপনার মত ৩৬ জুলাই যোদ্ধা। আমরা ভাই জনসাধারন, আপনারা হলেন জনদের ওপরে। আপনাদের নামে এখন কোটা আছে, কোটার নাম জুলাই যোদ্ধা কোটা। আচ্ছা এই কোটার বিরুদ্ধে কবে আবার দেশ স্বাধিনের ডাক আসেব, আমার পোলা বা নাতিদেরকে যোদ্ধা বানাইতাম। আচ্ছা তখন কি ৩০ ফেব্রুয়ারি হবে নাকি, ৫০ জুলাই হবে

০১ লা মার্চ, ২০২৫ রাত ১২:৩০

সৈয়দ কুতুব বলেছেন: অনেক আম্লিক এখন এদের দলে যোগ দিবে/দিচ্ছে। আপনিও ভেবে দেখুন।

৯| ০১ লা মার্চ, ২০২৫ রাত ১:১০

আদিত্য ০১ বলেছেন: লেখক বলেছেন: অনেক আম্লিক এখন এদের দলে যোগ দিবে/দিচ্ছে। আপনিও ভেবে দেখুন। হা হা..। আঙ্গুর ফল টক এই টাইপ উত্তর দিয়ে দিলেন। কাউকে শাপের সাথে বন্ধুত্ব করতে দেখেছেন। করে গুটিকইয়েক যারা বেদের মত জীবিকা নির্বাহ করে। এরা অবশ্যই জামাত বা শিবির যারা লুঙ্গির নিচে আশ্রয় নিয়ে নিজেরদের গোপন আস্থানায় থাকে

০১ লা মার্চ, ২০২৫ রাত ১:২০

সৈয়দ কুতুব বলেছেন: দেখতে থাকি কি হয়?

১০| ০১ লা মার্চ, ২০২৫ রাত ১:১২

আদিত্য ০১ বলেছেন: বুঝতে পারছি, মনে কষ্ট নিয়ে অভিন্দন জানাইছেন। কি করবেন? আপনারা ৩৬ জুলাই যোদ্ধা হইয়েও আপনাদের ফল এখন পোকায় খায়। এই পোকাগুলো আরও বিষাক্ত হবে, একটু ধৈর্য্য ধরেন।

০১ লা মার্চ, ২০২৫ রাত ১:২১

সৈয়দ কুতুব বলেছেন: কিসের মনে কষ্ট? আপা তাড়িয়েছি এটাই আসল সুখ ছিলো।

১১| ০১ লা মার্চ, ২০২৫ রাত ১:২৫

মাহমুদুর রহমান সুজন বলেছেন: ওরা নবীন ওরা হবে দেশের কান্ডারী। ওদের দেখানো পতে হাটতে হবে তবেই স্বাধীনতার প্রকৃত স্বাদ উপভোগ করা যাবে। ওদের চিন্তায় একটি সমৃদ্ধশালী দেশ গঠন। শুভ কামনা ওদের জন্য।

০১ লা মার্চ, ২০২৫ রাত ১:২৭

সৈয়দ কুতুব বলেছেন: ধন্যবাদ।

১২| ০১ লা মার্চ, ২০২৫ রাত ১:২৭

আদিত্য ০১ বলেছেন: লেখক বলেছেন: কিসের মনে কষ্ট? আপা তাড়িয়েছি এটাই আসল সুখ ছিলো।

হা হা...।সবার সুর কেন এত নরম হচ্ছে। নাহ, সবাই কেন আওয়ামীলীগ প্রীতি দেখাচ্ছে। কয়দিন আগেও কইলো, আওয়ামীলীগকে নির্বাচনে আসতে দেওয়া হবে না। দেশ ছাড়া করা হবে। এখন অনেকেই বলছে আওয়ামীলীগকে নির্বাচনে আসতে দিতে হবে। এভাবে এরা কেন বলছে। আপনি কোন দিন বলবেন যে আপনি আওয়ামীলীগকে ভোট দিতে চান। আস্তে আস্তে অনেকেই কেন আওয়ামীলীগকে কাছে চাইছে। ৮ মাসও যাইনি। আমি তো বলি ১টা নির্বাচন আওয়ামীলীগ নিজে থেকে না আসুক, এইটা তাদে গেইম চেঞ্জিং ডিসিশন হবে।

কুতুব ভাই আপনি এত ব্যস্ত হইয়েন না। একটু ধৈর্য ধরুন আর ভেবে চিন্তে সমর্থন করবেন। নইলে ৩৬ জুলাইয়ে যোদ্ধা হইয়েও আপনাদের ফল বিষাক্ত পোকায় খাচ্ছে, ঠিক তেমনই সমর্থন করে বুকে কষ্ট নিয়ে থাকতে হবে

০১ লা মার্চ, ২০২৫ রাত ১:৩২

সৈয়দ কুতুব বলেছেন: আপনাকে স্যালুট!

১৩| ০১ লা মার্চ, ২০২৫ রাত ১:৩০

আদিত্য ০১ বলেছেন: আপনারা ৩৬ জুলাই যোদ্ধা হইয়েও আপনাদের ফল এখন বিষাক্ত পোকায় খায়। এই কষ্ট বলার মত না। কি করবেন ভাই। না বুঝে যোদ্ধা হইছেন। চোর যখন চুরি করে তখন সেও কিন্তু যোদ্ধা থাকে চুরির মত এত বড় কাজ করতে। কিন্তু কাজটা ভালো কিনা মন্দ সেটা বুঝে করতে হয়

০১ লা মার্চ, ২০২৫ রাত ১:৩৩

সৈয়দ কুতুব বলেছেন: আপনার কারণে আমার পোস্ট নির্বাচিত পাতায় আসে। আমি তাই বিরোধী পক্ষের লোক বেশি ভালোবাসি।

১৪| ০১ লা মার্চ, ২০২৫ রাত ১:৩৬

আদিত্য ০১ বলেছেন: লেখক বলেছেন: আপনার কারণে আমার পোস্ট নির্বাচিত পাতায় আসে। আমি তাই বিরোধী পক্ষের লোক বেশি ভালোবাসি।

আর আপনাকে নির্বাচিত পাতায় রাখতে আমার ভালো লাগে। কারন এইটুকু আনন্দে আপনার মনের কষ্ট যদি একটু কমে

০১ লা মার্চ, ২০২৫ রাত ১:৫৮

সৈয়দ কুতুব বলেছেন: ধন্যবাদ।

১৫| ০১ লা মার্চ, ২০২৫ রাত ১:৪১

আদিত্য ০১ বলেছেন: কতটা আহম্মক, আওয়ামীলীগের এখন পর্যন্ত ১২ হাজারের বেশি নেতা কর্মী ধরেছে, এদের অধিকাংশ সমর্থক। মানে বলা যায় নিরীহ টাইপ। আরও ধরতেই আছে। এই আহাম্মকি ডিসিশন কে দেয় ওদেরকে। এই সংখ্যাটা যখন ৩০/৫০ হাজার যাবে তখন এরা কি করবে। কি পরিমান গোবর ভর্তি মাথা। পিনাকি কথায় নাচলে তো এদের আর কি হবে। এরা আরও গ্রেপ্তার করুক আরও যত পারে

০১ লা মার্চ, ২০২৫ রাত ১:৫৯

সৈয়দ কুতুব বলেছেন: কমই ধরেছে। বিএনপির ৬০ লাখ জেলে ভরেছিলো।

১৬| ০১ লা মার্চ, ২০২৫ রাত ২:৩৯

আদিত্য ০১ বলেছেন: লেখক বলেছেন: কমই ধরেছে। বিএনপির ৬০ লাখ জেলে ভরেছিলো।
হা হা... কম বলে ফেলেছেন, ৬০ কোটি হবে

০১ লা মার্চ, ২০২৫ রাত ২:৪৪

সৈয়দ কুতুব বলেছেন: দেশে ১০০ কোটি মানুষ থাকলে ৬০ কোটি ধরতো।

১৭| ০১ লা মার্চ, ২০২৫ রাত ২:৫৪

আদিত্য ০১ বলেছেন: লেখক বলেছেন: দেশে ১০০ কোটি মানুষ থাকলে ৬০ কোটি ধরতো।
আপনি কম বলেন কেন, বলেন ১০০ কোটির মানুস থাকলে ১০০ কোটি ধরতো, মানে সরকার নিজেকেই নিজেকে ধরতো, আপনারা পিনাকির অনুসারী নাকি পিনাকী আপনাদের অনুসারি

০১ লা মার্চ, ২০২৫ রাত ৩:০৪

সৈয়দ কুতুব বলেছেন: আমরা ভাসানীর অনুসারী!

১৮| ০১ লা মার্চ, ২০২৫ সকাল ১০:০৯

রাজীব নুর বলেছেন: আপনাকে বুঝতে আমি ভুল করেছিলাম।

০১ লা মার্চ, ২০২৫ সকাল ১১:১২

সৈয়দ কুতুব বলেছেন: হা হা! আমি বহুরুপী।

১৯| ০১ লা মার্চ, ২০২৫ সকাল ১০:৫৮

নিমো বলেছেন: এদের আয়ের উৎসটা যেন কী? ওহ! ক্রাউড ফান্ডিং। এই জন্যই বোধহয় সুপ্রচার করতে পারছে না। অন্যদিকে প্রেস সচিব তেলের ড্রাম নিয়ে ব্লগের পদাতিককেও হার মানিয়ে দিয়েছেন। নির্বাচনের আগেই দলের সমর্থন কতটা আছে, যাচাইয়ের আগেই, নাহিদকে প্রধানমন্ত্রী বানিয়ে ফেলেছেন। হা! হা!

০১ লা মার্চ, ২০২৫ সকাল ১১:১৩

সৈয়দ কুতুব বলেছেন: এদের ফান্ডিং নিয়ে চিন্তা না করে আওয়ামী লীগের উচিত দেশে পাচার করা টাকা ফেরত দেয়া।

২০| ০১ লা মার্চ, ২০২৫ সকাল ১১:১৮

নিমো বলেছেন: লেখক বলেছেন: এদের ফান্ডিং নিয়ে চিন্তা না করে আওয়ামী লীগের উচিত দেশে পাচার করা টাকা ফেরত দেয়া।
পাচারকারি কি টাকা ফেরত দেয় ? এরা যেহেতু নূতন রাজনীতি, বন্দোবস্ত, সংবিধান, দ্বিতীয় প্রজাতন্ত্রের গল্প বলছে, তাই দায়িত্বতো তাদের, সাথে আমরা থাকব। প্রশ্ন শুনলেই যদি সব দোষ আগের বলেন, তাহলে নূতনত্ব কোথায় ? আগের সব সমস্যা বলেইতো তারা সুযোগ পেয়েছে, তাই না।

০১ লা মার্চ, ২০২৫ সকাল ১১:২৪

সৈয়দ কুতুব বলেছেন: তাহলে ফান্ডিং নিয়ে প্রশ্ন কেন উঠছে? বরং এদের আদর্শ নিয়ে কথা বলা যেতে পারে। এখন পর্যন্ত মধ্যপন্থী দাবী করছে তারাভ।ভালোই।

২১| ০১ লা মার্চ, ২০২৫ সকাল ১১:২৮

নিমো বলেছেন: লেখক বলেছেন: তাহলে ফান্ডিং নিয়ে প্রশ্ন কেন উঠছে?
আয়ের উৎস সঠিক না হলে কী হয়,তার সবচেয়ে বড় উদাহরণতো আওয়ামীলীগ। বেক্সিমকো, এস আলম, বসুন্ধরাদের চাঁদা পেয়ে, গোটা দেশকে তদের হাতে তুলে দিয়েছিল। আদর্শের চৌদ্দটা বেজেছিল। মাফিয়া, লুটেরাতন্ত্র কায়েম হয়েছিল। আশা করি এবার বুঝতে পেরেছেন।

০১ লা মার্চ, ২০২৫ সকাল ১১:৩৩

সৈয়দ কুতুব বলেছেন: আওয়ামী লীগের সাথে এদের তুলনা? এরাও এমন ব্যবসায়ী দের থেকে টাকা নিবে বা নিচ্ছে।

২২| ০১ লা মার্চ, ২০২৫ সকাল ১১:৪২

নিমো বলেছেন: লেখক বলেছেন: আওয়ামী লীগের সাথে এদের তুলনা?
কেন ? আওয়ামীলীগ এখনও রাজনৈতিক দল, নিষিদ্ধ কোন কিছু নয়। নিবন্ধনও বাতিল হয় নি। নির্বাচন করার সুযোগও চলে যায় নি। এরাও রাজনৈতিক দল, নিবন্ধন পাবে, নির্বাচনেও যাবে। ক্ষামতাসীনও হবে। তুলনায় সমস্যা কোথায় ? আয়ের উৎস ঠিক করা, দলে গণতন্ত্র ঠিক রাখা এসব রাজনৈতিক দল হিসেবে তাদের তাদের দায়িত্ব। নচেৎ নূতনত্ব নিয়ে বলা সব কথা গালভরা বুলি হিসেবেই থেকে যাবে।

০১ লা মার্চ, ২০২৫ সকাল ১১:৫৭

সৈয়দ কুতুব বলেছেন: ধন্যবাদ।

২৩| ০১ লা মার্চ, ২০২৫ দুপুর ১:২৫

ডার্ক ম্যান বলেছেন: নটীর পোলারা কোনপন্থী?
এদের অবস্থা বামপন্থী-জামায়াতের মতোই হবে। মোটামুটি সুষ্ঠু নির্বাচন হলে বড়জোর ১৫ টা সিট পাবে।

০১ লা মার্চ, ২০২৫ দুপুর ২:৩৩

সৈয়দ কুতুব বলেছেন: আপনার মুখে এমন গালি কি মানায় ? এরা একটা রাজনৈতিক দল করতে চেয়েছে জাস্ট! এতেই মাথা খারাপ হয়ে গেলো কেন? আপনি যুক্তি তর্কের মানুষ ! কেউ যদি এখন যারা আওয়ামী লীগ সাপোর্ট করে তাদের সুদানির ফোয়া গালি দেয় তখন আপনার কেমন অনুভূতি হবে? ;)

২৪| ০১ লা মার্চ, ২০২৫ বিকাল ৩:২৬

ডার্ক ম্যান বলেছেন: যারা ধানমন্ডি ৩২ নম্বর ভাঙে, জাতির স্থপতিকে অস্বীকার করে তারা শুধু নটীর পোলা না, বেজন্মাও বটে।

০১ লা মার্চ, ২০২৫ বিকাল ৪:০৩

সৈয়দ কুতুব বলেছেন: আপনাদের নিয়ে যে কি করা উচিত? আপার সাথে ভারত চলে যেতেন সেটাই ভালো ছিলো। এদিকে গণতন্ত্রমনা মানুষ হয়ে তো আপনার ফ্রীডম অব স্পীচে অবজেকশন দিতে পারি না। কিন্তু আপনার এন্টি রা আমাকে ট্যাগিং করে বসতে পারে। /:)

২৫| ০১ লা মার্চ, ২০২৫ বিকাল ৫:১২

ডার্ক ম্যান বলেছেন: ভারতে যাওয়ার ইচ্ছে আছে।
দলীয় রাজনীতি না করার সুবিধা অনেক। আমার বেশ কয়েকজন বন্ধু আর আত্মীয়স্বজন চট্টগ্রাম মামলা বাণিজ্যের ফাঁদে পড়ে ঘর ছাড়া। বিএনপির লোকজন ভালোই ধান্ধা করতেছে।
আমার এন্টি ব্লগে কেউ আছে বলে মনে হয় না।

০১ লা মার্চ, ২০২৫ সন্ধ্যা ৭:২২

সৈয়দ কুতুব বলেছেন: আপনার জন্য শুভকামনা!

২৬| ০৩ রা মার্চ, ২০২৫ সকাল ১০:৩৫

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: হা হা! আমি বহুরুপী।

বহুরুপীরা শেষমেষ নিজেকে সামলায়তে পারে না।

০৩ রা মার্চ, ২০২৫ সকাল ১০:৪৪

সৈয়দ কুতুব বলেছেন: একজন ব্লগার বলেছেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.