![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নিজের অজ্ঞতা নিজের কাছে যতই ধরা পড়ছে প্রচলিত বিশ্বাসের প্রতি ততই অবিশ্বাস জন্মাছে!
সংকট ঘনীভূত; ড. ইউনূস কে ঘিরে একটি চক্র সক্রিয়-শিরোনামে মানবজমিন পত্রিকা একটা এক্সক্লুসিভ রিপোর্ট করেছে। ড.ইউনূস কে ব্যবহার করে ইন্টেরিম সরকারের ভিতরে চারজন ও বাইরে তিনজন এক বিপজ্জনক খেলায় মেতে উঠেছে। তারাই মূলত ড. ইউনূসের পদত্যাগের খবর ছড়িয়ে দিতে চাচ্ছে। তারা সংস্কারের নামে দীর্ঘদিন ক্ষমতা কুক্ষিগত করে রাখতে ড. ইউনূস কে কুপরামর্শ দিচ্ছেন।
দেশের গণতান্ত্রিক উত্তরণের পথে অন্তরায় এই সাতজন কারা আসলে ? তাদের এজেন্ডা কি ? কেবল সংস্কার করলেই কি দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা অব্যাহত থাকে ? যুক্তরাষ্ট্রের মতো গণতান্ত্রিক দেশে ট্রাম্পের মতো শাসক এসে কি স্বৈরাচারী ভূমিকায় অবতীর্ণ হচ্ছে না ? বিশ্বের সবচাইতে বড়ো গণতান্ত্রিক দেশ ভারতে কি গণতন্ত্রের নামে ধমীয় ফ্যাসিবাদী শক্তি মোদি ক্ষমতায় বসে নাই ? কেবল সংস্কার হলেই তাই পূর্ণ গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে, সুশাসন নিশ্চিত হবে এমন কথা যারা ভাবছেন তারা বোকার স্বর্গে বসবাস করছে। সাতদলীয় ঐক্য জোটের মধ্যে সম্ভাব্য কারা থাকতে সেটা এবার দেখা যাক !
১- পিনাকী ভট্টাচার্য : উহা ডাবল এজেন্ট ও জামায়াতের প্রক্সি হিসাবে কাজ করছে। সেনাবাহিনীকে জনগণের বিপক্ষে দাড় করাচ্ছে। সকল গণতান্ত্রিক রাজনৈতিক দলকে এলিমিনেট করে কেবল ডানপন্থী ও স্বাধীনতা বিরোধীদের পক্ষে বলে যাচ্ছে। সবাইকে ভারতের দোসর বানানোর দায়িত্ব নিজের হাতে নিয়েছেন তিনি। দেশে যে তিনজনের জন্য গৃহযুদ্ধ হতে পারে তার একজন পিনাকি ভট্টাচার্য ! জুলাই মাসে কোট্ব আন্দোলনের শুরুতে উহা ছাত্রলীগের কাজ বলে উল্লেখ করলেও পরে পল্টি নিয়ে ছাত্র-জনতার অভ্যুত্থানের পক্ষে বলতে শুরু করেন। অবশ্য এর আগেও উহার পল্টিবাজির উদাহরণ আছে।
২- সাংবাদিক ইলিয়াস : উহা আইএসআইয়ের এজেন্ট ! তার কথায় পরিস্কার সে কথা বোঝা যায়। জামায়াতের বিরুদ্ধে এক/দুইটা ভিডিও বানালেও উগ্র-ডানপন্থার মাধ্যমে দেশের গনতান্ত্রিক ব্যবস্থার কফিনে শেষ পেরেক মারতে চান তিনি।
৩ - ফরহাদ মজহার : একজন বিভ্রান্তিকর বুদ্ধিজীবী। কখনো তিনি ডান আবার কখনো বাম ! যে নারী সংস্কার কমিশন নিয়ে দেশে এত গন্ডগোল হচ্ছে উহা নাকি জুলাই স্পিরিটের সাথে সামঞ্জস্যপূর্ণ তিনি মনে করেন ! একটা সফল গণঅভ্যুথান কে বিপ্লব বলে ছাত্র-ভাইদের মাথা খারাপ করেছেন তিনি। কখনো তিনি ধর্মীয় ফ্যাসিবাদ সংস্কারের কথা বলেন আবার ইসকনের সদস্য চিন্ময় প্রভুর সাথে সাক্ষাৎ করে নিজেকে মুক্তচিন্তার অধিকারী হিসাবে দেখাতে চান। অভ্যুত্থানের সরাসরি সুবিধাভোগী হিসাবে উনার স্ত্রী এখন উপদেষ্টা !
৪ - রজার ওরফে খলিলুর রহমান : পিনাকির গুরু হিসাবে এই লোক প্রথমে পরিচিতি পেয়েছে। উনার প্রকৃত নাম ও ডিগ্রী নিয়ে ব্যাপক সমালোচনা হচ্ছে। উনার নাগরিকত্ব নিয়ে দেশ ব্যাপী তীব্র সমালোচনার সৃষ্টি হয়েছে। উহাকে রোহিঙ্গা রিপ্রেজেন্ন্টেটিভ কোটায় নিয়োগ দেয়া হলেও তিনি এখন নিরাপত্তা ও ডি-ফ্যাক্টো পররাষ্ট্র উপদেষ্টা হিসাবে সরকারে আছেন। তিনি মানবিক করিডোরের ব্যাপারে কারো কথা শুনতে চান না। জনগণকে বিভ্রান্ত করেই যাচ্ছেন।
৫- ড.আলী রিয়াজ : হেফাজতে ইসলাম নিয়ে স্যারের লেখা কলাম পড়ার মাধ্যমে উনার সাথে প্রথম পরিচয় হয়। তিনি ফান্ডামেন্টালিস্টদের নিয়ে গবেষণা করেন ! ঐক্যমত্য কমিশনের প্রধান হিসাবে তিনি সরকারের অংশ হিসাবে কাজ করছেন। উনার নাগরিকত্ব নিয়ে মানুষের মধ্যে সন্দেহ আছে। সংবিধান সংস্কারের দায়িত্ব নিয়ে তিনি প্রথমে পুরো সংবিধান বাতিলের কথা বললেও রাজনৈতিক দলগুলোর বাধার মুখে পিছু হটেন। স্যারের প্রকৃত উদ্দেশ্য বোঝা যাচ্ছে না। ড. ইউনূসের খুব কাছের মানুষ তিনি।
৬ -আসিফ মাহমুদ: জুলাই অভ্যুত্থানের নায়ক আসিফ মাহমুদ মূলত উপরের কতিপয় ব্যক্তির কু-পরামর্শে কাজ করতে গিয়ে বিপদে পড়েছেন। মেটিকুলাস ডিজাইনের অংশ হিসাবে এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়েছেন তিনি। উহার বিরুদ্ধে মাত্র নয় মাসের মাথায় করাপশনের অভিযোগ উঠেছে। ঢাকা উত্তরের সিটি করপোরেশনের প্রশাসক হিসাবে তিনি নিয়োগ দিয়েছেন হিজবুতি এজাজ আহমদকে। উহার এপিএসের বিরুদ্ধে তদবীর বাণিজ্যের অভিযোগে দুদক তদন্ত শুরু করেছে। যদি আসিফ মাহমুদ পদত্যাগ করেন তবে উহার দূর্নীতি ফাঁস হয়ে যেতে পারে। তাই তিনি নির্বাচন দেরীতে চান। উহার বিরুদ্ধে আরো বড়ো অভিযোগ হচ্ছে তিনি সেনাপবাহিনীকে জাতির বিরুদ্ধে দাড় করানোর চেষ্টা করে যাচ্ছেন প্রতিনিয়ত। উপদেষ্টা পদে থাকার যোগ্যতা হারিয়েছেন তিনি।
৭- মাহফুজ আলম : জুলাই অভ্যুত্থানের কথিত মাস্টারমাইন্ড ! উহার ব্যাপারে জুলাই আন্দোলনের সময় পত্রিকায় পড়েছিলাম। ডানপন্থী ও মধ্যপন্থীদের মধ্যে ঐক্য ধরে রাখার গুরু দায়িত্ব নিয়েছেন তিনি। উহার বিরুদ্ধে তেমন কোনো অভিযোগ না থাকলেও বিভিন্ন সময় বিতর্কিত পোস্ট দেয়ার মাধ্যমে বিভিন্ন পক্ষের বিরাগভাজন হয়েছেন তিনি। ফরহাদ মজহার তাকে উনার শিষ্য হিসাবে আমাদের কাছে পরিচয় করিয়ে দিয়েছেন। তাই ফরহাদ মজহারের মতো উহার আচরণও বিভ্রান্তিকর ! উহা সরাসরি নির্বাচন বিরোধী না হলেও সাতদলীয় ঐক্যজোটের অংশ হতে পারে !
এই সাতজন ব্যক্তির বাইরে বদিউল আলম মজুমদার বা আসিফ নজরুলের নাম কেউ নিতে পারেন। কিন্তু বিভিন্ন বক্তৃতায় উনারা বাংলাদেশের গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে যাওয়ার পক্ষেই বলে যাচ্ছেন। উপরে বর্ণিত সম্ভাব্য সাতজন ব্যক্তি ড.ইউনূস কে জনগণ থেকে বিচ্ছিন্ন করার পায়তারা করছে !
https://www.ittefaq.com.bd/733163
২৩ শে মে, ২০২৫ দুপুর ২:৫০
সৈয়দ কুতুব বলেছেন: আপনার লেখা পড়েছি। ফেইসবুকের বটের মতো লেখা। কমেন্ট করতে পারেন অসুবিধা নেই। কিন্তু স্পামিং করলে সমস্যা !
২| ২৩ শে মে, ২০২৫ দুপুর ২:২৭
নূর আলম হিরণ বলেছেন: এগুলো কি আপনি নিজে গবেষণা করে বের করেছেন?
২৩ শে মে, ২০২৫ দুপুর ২:৫২
সৈয়দ কুতুব বলেছেন: এগুলো গবেষণা করা লাগে ? কারসাথে কার কথার মিল পাওয়া যায় সেটা দেখেন ! দুই-একজন হয়তো যোগ বিয়োগ হবেন। কিন্তু সব প্রেডিকশন ভুল হবে এমন না।
৩| ২৩ শে মে, ২০২৫ দুপুর ২:৩৫
সামিয়া বলেছেন: পিনাকী একটা সেই ক্যারেক্টার! উনার এমনই কথার ধরন দেশের বিদেশের এমন কিছু নাই এমন কোন ব্যক্তি নাই যার সম্পর্কে সে জানেন না।
২৩ শে মে, ২০২৫ দুপুর ২:৫২
সৈয়দ কুতুব বলেছেন: ভয়ংকর কুচক্রী ! দেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে।
৪| ২৩ শে মে, ২০২৫ বিকাল ৩:৫০
শাহ আজিজ বলেছেন: আমি পিনাকি পড়ি না ।
২৩ শে মে, ২০২৫ বিকাল ৪:৩৩
সৈয়দ কুতুব বলেছেন: পিনাকী-ইলিয়াস একটা দেশের গোয়েন্দা সংস্থার খোচর !
৫| ২৩ শে মে, ২০২৫ বিকাল ৪:১৩
কাঁউটাল বলেছেন:
২৩ শে মে, ২০২৫ বিকাল ৪:৩৫
সৈয়দ কুতুব বলেছেন: আপনি যে বিষয়টা ইংগিত করেছেন তা আমি বুঝতে পেরেছি। তার উপর ফরহাদ মজহারের প্রভাব আছে। কিন্তু সে কোনো করাপশনের সাথে জড়িত নয়।
৬| ২৩ শে মে, ২০২৫ বিকাল ৪:৩৪
কাঁউটাল বলেছেন:
২৩ শে মে, ২০২৫ বিকাল ৪:৩৭
সৈয়দ কুতুব বলেছেন: সংস্কারে হাত দেয়ার অনেক সময় পেয়েছে। কিন্তু সেগুলো বাস্তবয়নে উদ্যমের অভাব ছিলো।
৭| ২৩ শে মে, ২০২৫ বিকাল ৪:৪৮
কাঁউটাল বলেছেন: যথারীতি, সৈয়দ কুতুবীয় পিছলা উত্তর।
২৩ শে মে, ২০২৫ বিকাল ৪:৫৮
সৈয়দ কুতুব বলেছেন: তো আপনাকে কড়া উত্তর দিবো নাকি ? আপনি রাজনীতি সেরকম বুঝেন না ! আপনার ভাবনা চিন্তা ও মতামত গঠিত হয় সোশ্যাল মিডিয়া ও বায়াসড মিডিয়ার মাধ্যমে।
৮| ২৩ শে মে, ২০২৫ বিকাল ৫:০৫
জুল ভার্ন বলেছেন: দুষ্ট চক্র।
২৩ শে মে, ২০২৫ বিকাল ৫:১৮
সৈয়দ কুতুব বলেছেন: এরা দেশের ধ্বংস ডেকে আনবে।
৯| ২৩ শে মে, ২০২৫ বিকাল ৫:৪৯
ফেনিক্স বলেছেন:
২টি প্রশ্ন:
১) এই ৭ জন কি ক্যু'এর পক্ষের লোকজন, নাকি ক্যু'এর বিপক্ষের লোকজন?
২) যারা ক্যু'এর পক্ষের লোকজন ( সেনাবাহিনী, ড: ইউনুস, জামাত-শিবির ও আমেরিকান ছোটখাট এজেন্টরা ) তারা কি গণতন্ত্রের পক্ষের ও দেশের জন্য ভালো করার লোকজন?
২৩ শে মে, ২০২৫ সন্ধ্যা ৬:০১
সৈয়দ কুতুব বলেছেন: ১- এই সাতজনের মধ্যে আসিফ, মাহফুজ, ফরহাদ মজহার, ইলিয়াস ও পিনাকী অভ্যুত্থানে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যুক্ত ছিলো। বাকি দুইজন কে তখন কোথাও দেখেনি।
২ - এরা সবাই শেখ হাসিনা বিরোধী শক্তি হিসাবে ছাত্র-জনতার আন্দোলনের পক্ষে দাড়িয়েছে। কোটা আন্দোলন থেকে শেখ হাসিনার পতন ঘটেছে। সে রকম দৃষ্টিকোণ থেকে দেখলে ৫ই আগস্ট তাদের কে গণতন্ত্রের পক্ষের শক্তি মনে হয়েছিলো। এখন তাদের মনোভাব দেখে কনফিউসড আমি !
২৩ শে মে, ২০২৫ সন্ধ্যা ৬:১০
সৈয়দ কুতুব বলেছেন: সেনাপ্রধান ও প্রধান উপদেষ্টার মতবিরোধের কারণ কি ? সেনাপ্রধান ডিসেম্বরে নির্বাচন চান আর প্রধান উপদেষ্টা চান উনার ইচ্ছামতো সময়ে নির্বাচন হোক। করিডোর, বন্দর, জাতিসংঘ রিপোর্ট ও সংস্কার নিয়েও বিরোধ আছে দুইজনের। আমার তো মনে হচ্ছে CIA- ISI টক্কর চলছে? সেনাপ্রধান প্রায় সব ক্ষেত্রে প্রধান উপদেষ্টার বিপরীত। ধান্দা বন্ধ হয়ে যাচ্ছে নাকি?
১০| ২৩ শে মে, ২০২৫ সন্ধ্যা ৬:৩৪
ফেনিক্স বলেছেন:
আপনি বলেছেন, "... সে রকম দৃষ্টিকোণ থেকে দেখলে ৫ই আগস্ট তাদের কে গণতন্ত্রের পক্ষের শক্তি মনে হয়েছিলো। এখন তাদের মনোভাব দেখে কনফিউসড আমি ! "
-গণতান্ত্রিক সরকার কিভাবে কাজ করে আপনি কি কখনো দেখেছেন? গত ১ মাস আমেরিকায় বাজেট বিল পাশ করানোর জন্য কিভাবে গণতান্ত্রিক পদক্ষেপ নিচ্ছে সিনেট ও কংগ্রেস, উহা আপনি কি বুঝেন? আপনি যা বুঝেন না, সেটা নিয়ে এত বড় বড় কথা বলার কি দরকার?
২৩ শে মে, ২০২৫ সন্ধ্যা ৬:৪৪
সৈয়দ কুতুব বলেছেন: আমি বাংলাদেশে '৯০ সাল থেকে যেভাবে চলে আসছে সেই গণতন্ত্রের কথা বলছি। এক্ষেত্রে নির্বাচন হলে যারা এখন ক্ষমতার বাহাদুরি করছে তাদের চক্র ভাঙবে।
আপনি আমার দরকারি প্রশ্নের জবাব না দিয়ে আমার দোষ খুজে বেড়াতে বেশি ব্যস্ত ! আমি গণতন্ত্র বলতে সব মানুষের মত প্রকাশের স্বাধীনতা, ন্যায় বিচার প্রাপ্তির অধিকার, সমান অধিকার বুঝি। আমার দৃষ্টিতে গণতান্ত্রিক উপায়ে যদি তৃতীয় লিঙ্গের কেউ রাষ্ট্রের প্রধান হয়, অন্য ধর্মের কেউ হন আমি মেনে নিতে রাজি
১১| ২৩ শে মে, ২০২৫ সন্ধ্যা ৬:৩৬
ফেনিক্স বলেছেন:
আপনি শাহ সাহেবের পোষ্টে গিয়ে উনাকে ভৎসনা করেছেন, উনার পোষ্টের জন্য; উনি কি সেই পোষ্ট নিজে লিখেছেন?
২৩ শে মে, ২০২৫ সন্ধ্যা ৬:৪৬
সৈয়দ কুতুব বলেছেন: একই টাইপ পোস্ট দুইবার দিয়েছেন। কমেন্ট করেছি যে এত চাপ নিয়েন না। ড.ইউনূস পদত্যাগ করবেন না।
১২| ২৩ শে মে, ২০২৫ সন্ধ্যা ৭:০৩
ফেনিক্স বলেছেন:
ড: ইউনুস এখন আর নিজের ইচ্ছা মতো কিছুই করতে পারবে না, হোক পদত্যাগ কিংবা নির্বাচন; সবকিছু দেখছে দুতাবাস ও সেনাবাহিনী; উনি এখন দুতাবাসের দাস।
২৩ শে মে, ২০২৫ সন্ধ্যা ৭:১৩
সৈয়দ কুতুব বলেছেন: কি যে বলেন আপনি। বন্ধু কে দাস বানিয়ে দিলেন !
১৩| ২৩ শে মে, ২০২৫ সন্ধ্যা ৭:০৪
অপলক বলেছেন: আপনার অবজার্ভেশন ভাল। তবে এই ৭ জনই সব নয়...
২৩ শে মে, ২০২৫ সন্ধ্যা ৭:১৩
সৈয়দ কুতুব বলেছেন: এই সাতজন ঐক্যজোট !
১৪| ২৩ শে মে, ২০২৫ সন্ধ্যা ৭:০৭
ফেনিক্স বলেছেন:
সেনাবাহিনী সরাসরি সিএইএ ও পাকিদের সাথে কাজ করছে; ড: ইউসুস হচ্ছে দুতাবাস ও সেনাবাহিনীর নিযুক্ত ব্যক্তি; ড: ইউনুসকে রাজনৈ্তিক দলগুলো ও শিবিরের জল্লাদদের মাঝে ব্যাল্যান্স রক্ষা করে চলতে হচ্ছে; ফলে, অনেক কিছু সাময়িকভাবে মিলবে না। সেনাবাহিনী টিকে থাকবে, ড: ইউনুস ও জল্লাদ বাহিনীর কি হবে বলা মুশকিল।
২৩ শে মে, ২০২৫ সন্ধ্যা ৭:১৭
সৈয়দ কুতুব বলেছেন: ড. ইউনূস টিকে থাকবেন । দেশের একমাত্র নোবেল বিজয়ী ব্যক্তিত্ব। উনার দায়িত্ব সম্পূর্ণ হলে তিনি সস্মানে প্রস্থান করবেন। জনগণের সাপোর্ট আছে উনার পক্ষে৷
১৫| ২৩ শে মে, ২০২৫ সন্ধ্যা ৭:৫২
ফেনিক্স বলেছেন:
আপনি বলেছেন, "নার দায়িত্ব সম্পূর্ণ হলে তিনি সস্মানে প্রস্থান করবেন। জনগণের সাপোর্ট আছে উনার পক্ষে৷ "
-উনার সাথে একমাত্র দুতাবাস ছাড়া কেহ নেই; উনার কোন দল নেই; এনসিপি যারা করেছে, তারা উনার দলের লোকজন নয়, ওরা জল্লাদ; ওরা উনাকেও ধরতে পারে।
২৩ শে মে, ২০২৫ সন্ধ্যা ৭:৫৭
সৈয়দ কুতুব বলেছেন: ড. ইউনূসের সাথে এনসিপির ভালো রিলেশন। বিএনপি জামায়াত কাউকে তিনি সাক্ষাত দিচ্ছেন না। কেবল এনসিপিকে সাক্ষাত দিয়েছেন। কারণ এনসিপি উনার নিয়োগকর্তা !
১৬| ২৩ শে মে, ২০২৫ রাত ৯:২৮
আজব লিংকন বলেছেন: অখাদ্য বাঙালির প্রথম পছন্দ।
২৩ শে মে, ২০২৫ রাত ৯:৪৬
সৈয়দ কুতুব বলেছেন: হাছা কথা কয়েছেন।
১৭| ২৩ শে মে, ২০২৫ রাত ৯:৩৪
ফেনিক্স বলেছেন:
আওয়ামী লীগের নেতারা বের হচ্ছে? ওরা বের হওয়ার শুরু করলে, এনসিপি'র সাথে সংঘাত হবে; দুতাবাস ইহা চাইবে না; ড: ইউনুসক ইহা হ্যান্ডলিং করতে পারবে না; উনাকে রাখলে এনসিপি'র জল্লাদের থামানো মুশকিল হবে।
২৩ শে মে, ২০২৫ রাত ৯:৪৮
সৈয়দ কুতুব বলেছেন: নিষিদ্ধ ঘোষিত দলটিকে সেভাবে একটিভ দেখা যাচ্ছে না। এনসিপির নিজের ঘরে শান্তি নাই। এক নেতা যায় উত্তরে, আরেক নেতা দক্ষিণে !
১৮| ২৩ শে মে, ২০২৫ রাত ১০:০৫
ফেনিক্স বলেছেন:
লেখক বলেছেন, "এনসিপির নিজের ঘরে শান্তি নাই। এক নেতা যায় উত্তরে, আরেক নেতা দক্ষিণে ! "
-ওরা অনেক সাধারণ ছাত্রকে হত্যা করেছে; ওরা পালিয়ে যাবে।
২৩ শে মে, ২০২৫ রাত ১০:২১
সৈয়দ কুতুব বলেছেন: সাধারণ ছাত্রদের সবচেয়ে বেশি খুন, জুলুম ও নির্যাতন করেছে ছাত্রলীগ।
১৯| ২৩ শে মে, ২০২৫ রাত ১০:২১
কামাল১৮ বলেছেন: লোক জনকে আপনি শুরুতে বুঝেন না শেষে বুঝেন সেইটাই বুঝা যায় না?
২৩ শে মে, ২০২৫ রাত ১০:২৪
সৈয়দ কুতুব বলেছেন: এদের মধ্যে দুইজন জুলাই আন্দোলনের নেতা। সবাই চোখ বন্ধ করে বিশ্বাস করতো। কিন্তু সরকারে ঢুকিয়ে খারাপ করে দিয়েছে এদের। বাকিগুলোর ব্যাপারে কারো আগ্রহ নেই তেমন।
২০| ২৩ শে মে, ২০২৫ রাত ১০:৩৪
আঁধারের যুবরাজ বলেছেন: @ফেনিক্স বলেছেন: উনি এখন দুতাবাসের দাস।
- "ড. ইউনূস" যদি আমেরিকার দাস হয়ে থাকেন , তাহলে ভারতের দাসী / বান্দি কে ?
@লেখক বলেছেন: আপনি আমার দরকারি প্রশ্নের জবাব না দিয়ে আমার দোষ খুজে বেড়াতে বেশি ব্যস্ত !
- আপনি শেখ হাসিনার বন্দনা করেন বা এমন কোনো দেশ হোক সেটা উগান্ডা ও যদি হয় যে হাসিনাকে আশ্রয় দিতে চাইবে বা এমন কোনো দেশ যে আশ্রয় দিয়েছে তাদের প্রশংসা করেন,তাহলে দেখবেন যে, আপনি যাই লেখেন না কেন আমাদের গাজী ভাই আপনার গুন খুঁজে পাবেন।
গাজী ভাইয়ের কাছে নারায়ণগঞ্জের শামীম উসমান ,ফেনীর হাজারী , লক্ষীপুরের তাহের ,গফরডাঙার গোলন্দাজ ,তেজগাঁওয়ের ইকবাল ,মোহাম্মদপুরের মকবুল এই কিসিমিদের হাজার হাজার লোকজনও "স্বাধীনতার পক্ষের লোক " , কারণ ? কারণ দরকার নাই , আওয়ামীলীগের ছায়াতলে থাকলেই হবে ! সবাই স্বাধীনতার স্বপক্ষের ,আর বাদ বাকি যারাই আওয়ামীলীগ করবে না তারা সবাই বিপক্ষের ! ব্যাস , কথা শেষ
২৩ শে মে, ২০২৫ রাত ১০:৪২
সৈয়দ কুতুব বলেছেন: কি আর বলবো ! প্রতিনিয়ত সংঘাত করে লিখে যাচ্ছি।
©somewhere in net ltd.
১|
২৩ শে মে, ২০২৫ দুপুর ২:২২
কাঁউটাল বলেছেন: আপনি তো আবার কমেন্ট ডিলিট করেন। নাইলে যুৎসই উত্তর দেওয়া যেত।