নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দরিদ্র দেশের জনসংখ্যা কে জনশক্তি তে পরিণত করতে হলে কর্মমুখী শিক্ষার বিকল্প নেই।

সৈয়দ কুতুব

নিজের অজ্ঞতা নিজের কাছে যতই ধরা পড়ছে প্রচলিত বিশ্বাসের প্রতি ততই অবিশ্বাস জন্মাছে!

সৈয়দ কুতুব › বিস্তারিত পোস্টঃ

বাঙালির মানসিক বিপর্যয়: ‘নিজের বিপদ → পরীক্ষা’, ‘অন্যের বিপদ → পাপের শাস্তি \'

০৮ ই জুন, ২০২৫ রাত ১১:৪৭


বাঙালি সমাজে এক গভীর মনস্তাত্ত্বিক দ্বৈতবোধ বিদ্যমান: যখন নিজস্ব দুর্দশা আসে, তা আল্লাহর “ইবতেল্লা” বা পরীক্ষার অংশ হিসেবে ধরা হয়—একটি আত্মশুদ্ধির সুযোগ, যা ধর্মীয় গ্রন্থ এবং আলেমদের ভাষ্যেও প্রতিধ্বনি পায় । কিন্তু অন্য কারো দুর্ঘটনায় চোখ গেলে, অজুহাত খুঁজে বের হয়—“এই তো ওর পাপের ফল” । এধরণের প্রতিক্রিয়া সামাজিক মনস্তত্ত্বে দায় নির্ধারণের এক স্পষ্ট অনুপস্থিতি নির্দেশ করে। মনোবিজ্ঞানের ভাষায় এটিকে ‘just‑world belief’ বলা হয়—রহস্যময় বিশ্বকে ন্যায়সঙ্গত, যেখানে প্রত্যেকে তার গুনাহ বা কল্যাণের ফল ভোগ করে ।

বাঙালি সামাজিক আচরণে একদিকে ‘নিজের বিপদে ধৈর্য—ধর্মীয় আত্মতৃপ্তি’, অন্যদিকে ‘অন্যের বিপদে অজুহাত—মৌলিক ন্যায়-বিসম্বন্ধ’ স্পষ্টভাবে ধরা যায়। এতে সমাজের গভীরে অজুহাত লুকানো থাকে—ভিতরে একধরনের ‘আম-বাছুর-সংবেদনশীলতা’ (empathy gap) বিদ্যমান, যার ফলে আমরা পারি না ‘যে কারো বিপদ’ কে প্রাত্যহিক জীবনের অংশ হিসেবে দেখে বুঝবার; বরং তাড়িত হই ব্যক্তিগত আচার-আচরণ খুঁজতে কেন এই বিপদের আগমন হলো ! নিজের বিপদে ‘ধৈর্য্য ও আত্মশুদ্ধি’ খুঁজে পাই, তখনই মনের পর্দা ডেকে দেই এই ভেবে —“সৃষ্টিকর্তা ভালো মানুষের উপর বিপদ আপদ পরীক্ষা হিসাবে পাঠান ”।

আর অন্যের বিপদে নীরবতা ভেঙে বলার চেষ্টা করা হয় ইহা খারাপ কর্মের প্রতিফল। এটা শুধুমাত্র এক ব্যক্তিগত ধর্মীয় অনুভূতির সংকট নয়—এটি একইসাথে সাংস্কৃতিক ব্রাহ্মণ্যবাদের এক বিশাল প্রতিবিম্ব , যেখানে ন্যায় বিচার ও সহানুভূতির মৌলিক অবকাঠামোই ভেঙে যায়। যখন আমরা একই বিষয়ে ভিন্ন দৃষ্টিভঙ্গী পোষণ করি , তা শুধুমাত্র ধর্মীয় বা সাংকৃতিক বৈকল্যতা নয়; বরং এক ব্যক্তিগত ও সামাজিক নৈতিক সংকট , যা গভীর বোধ ও বিমূর্ত চিন্তাধারার মাধ্যমে প্রশ্নবিদ্ধ হতে পারে।

বাঙালি সমাজে ‘নিজের বিপদে ঈমানের মূল্যায়ন’, ‘অন্যের বিপদে দোষ দানা’—এগুলো সংস্কৃতিগত, ধর্মীয় ও মনস্তাত্ত্বিক এক অদ্ভুত ক্রসওভার। জ্ঞানীর দৃষ্টিতে এই ব্যাপার শুধু এক ব্যক্তির সমস্যা নয়—এটা আমাদের মৌলিক নৈতিক কাঠামোর অসংগতি।

মন্তব্য ১৪ টি রেটিং +২/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ০৯ ই জুন, ২০২৫ ভোর ৬:১৫

কামাল১৮ বলেছেন: অন্ধ ধর্ম বিশ্বাসের কারণে যুক্তি দিয়ে চিন্তা করতে পারে না।শুখ এবং দুঃখের কারণ বুঝতে পারে না।তাই মনে করে নিয়তির খেল।পাপ এবং পূন্নের ফল।

০৯ ই জুন, ২০২৫ সকাল ৮:৫৭

সৈয়দ কুতুব বলেছেন: পরিবেশ পরিস্থিতি অনেক সময় এমন ভাবতে বাধ্য করে।

২| ০৯ ই জুন, ২০২৫ সকাল ৯:৩৩

নতুন নকিব বলেছেন:



এককথায় বললে, চমৎকার একটি বিশ্লেষণ! আপনি অত্যন্ত সূক্ষ্মভাবে তুলে ধরেছেন বাঙালি সমাজের ধর্মীয় ব্যাখ্যার দ্বৈততা ও মানসিক পক্ষপাত। নিজের বিপদে আল্লাহর পরীক্ষা, আর অন্যের বিপদে বিচারকের আসনে বসে শাস্তির সিদ্ধান্ত—এই আচরণ আমাদের নৈতিক অসঙ্গতি ও সহানুভূতির অভাবকেই প্রকাশ করে। এ অবস্থা থেকে আমাদের বেরিয়ে আসা একান্তভাবেই প্রয়োজন।

০৯ ই জুন, ২০২৫ সকাল ১১:৩৭

সৈয়দ কুতুব বলেছেন: সময় করে পড়ার জন্য ধন্যবাদ।

৩| ০৯ ই জুন, ২০২৫ সকাল ৯:৫৭

আধুনিক চিন্তাবিদ বলেছেন: সহমত।

০৯ ই জুন, ২০২৫ সকাল ১১:৩৮

সৈয়দ কুতুব বলেছেন: ধন্যবাদ সময় করে পড়ার জন্য।

৪| ০৯ ই জুন, ২০২৫ সকাল ১১:৪০

নতুন বলেছেন: এটাই সায়েন্স B-))

০৯ ই জুন, ২০২৫ সকাল ১১:৫৫

সৈয়দ কুতুব বলেছেন: নিজেদের খুবই পুত পবিত্র ও আল্লাহর খাস বান্দা ভাবতে ভালোবাসি আমরা৷

৫| ০৯ ই জুন, ২০২৫ দুপুর ১২:০৩

নতুন বলেছেন: লেখক বলেছেন: নিজেদের খুবই পুত পবিত্র ও আল্লাহর খাস বান্দা ভাবতে ভালোবাসি আমরা৷


এটা আমাদের সমস্টিগত অজ্ঞতার ইন্ডিকেটর। :|

০৯ ই জুন, ২০২৫ দুপুর ১২:০৯

সৈয়দ কুতুব বলেছেন: ধন্যবাদ সময় করে কমেন্ট পড়ার জন্য।

৬| ০৯ ই জুন, ২০২৫ বিকাল ৫:৫০

নাহল তরকারি বলেছেন: ধর্মীয় বিষয়ে সবাই জ্ঞান অর্জনে অনীহা। “হুজুর যা বলছে, ঠিক বলছে। হুজুর কি ভুল বলবে?” আমাদের এমন ভাব।

০৯ ই জুন, ২০২৫ সন্ধ্যা ৬:৩২

সৈয়দ কুতুব বলেছেন: ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

৭| ১১ ই জুন, ২০২৫ সকাল ১০:৫৭

রাজীব নুর বলেছেন: ধর্মের কারণে বাঙ্গালীর এত অধপতন।

১১ ই জুন, ২০২৫ সকাল ১১:২৬

সৈয়দ কুতুব বলেছেন: ফালতু আলাপ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.