নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দরিদ্র দেশের জনসংখ্যা কে জনশক্তি তে পরিণত করতে হলে কর্মমুখী শিক্ষার বিকল্প নেই।

সৈয়দ কুতুব

নিজের অজ্ঞতা নিজের কাছে যতই ধরা পড়ছে প্রচলিত বিশ্বাসের প্রতি ততই অবিশ্বাস জন্মাছে!

সৈয়দ কুতুব › বিস্তারিত পোস্টঃ

ফুটবল খেলা হারাম, তাই রগ কাটা হালাল: রগের যত্ন নিন, ফিরে এসেছে পুরাতন রগ কাটারা!

২৪ শে জুলাই, ২০২৫ সন্ধ্যা ৭:৪৬


বাংলাদেশের অনূর্ধ্ব-১৯ নারী ফুটবল দলের অন্যতম স্ট্রাইকার পারভীন সুলতানার ওপর মহেশখালীতে চালানো নৃশংস হামলার সংবাদ দেশের মানুষের মনে গভীর শোক ও ক্ষোভের সৃষ্টি করেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত অভিযোগে বলা হচ্ছে, পারভীনের বাম পায়ের রগ কেটে ও ছুরিকাঘাত করে তাকে গুরুতর আহত করা হয়েছে। হামলাকারীরা ফুটবল খেলা ‘হারাম’ বলে দাবি করে এমন বর্বরতা চালিয়েছে। এ ঘটনা নারীদের ক্রীড়া ও স্বাধীনতায় চলমান বাধা ও নির্যাতনের এক মর্মান্তিক প্রতিচ্ছবি। পারভীনের মতো প্রতিভাবান নারী ফুটবলাররা শুধু মাঠে নয়, তাদের জীবনের প্রতিটা পদক্ষেপেই সামাজিক ও সাংস্কৃতিক বাধার সম্মুখীন হচ্ছেন।

কিছুদিন আগে জয়পুরহাটের তিলকপুর উচ্চ বিদ্যালয়ের মাঠে মেয়েদের ফুটবল ম্যাচের আয়োজন চলাকালে স্থানীয় একদল উগ্রগামী মাঠের টিন বেড়া ভাঙচুর করে, ম্যাচ বাতিলের দাবি তোলে। যদিও জেলা প্রশাসন তদন্ত কমিটি গঠন করেছিল এবং অভিযুক্তরা ক্ষমা চেয়ে ও প্রতিশ্রুতি দিয়ে বিষয়টি আপাতত থামানো হয়েছে, তবুও নারীদের খেলার অধিকার রক্ষা কার্যকর হয়নি।

পুনরায় প্রশ্ন হচ্ছে, এই দেশে নারীরা কেন ফুটবল খেলার জন্য শাস্তি ভোগ করবেন? ফুটবল খেলা ‘হারাম’ হলে, রগ কাটা কি ‘হালাল’? যারা এর পেছনে আছে, তারা পুরনো বেয়াড়া গোঁড়ামির পুনরুজ্জীবন ঘটাচ্ছে। ‘ভাষূরের নাম মুখে আনা পাপ’ বলে যাদের কথায় আইনের কড়চা বাঁধা যায় না।

পারভীনের ওপর হামলা প্রায় দেড় মাস আগের ঘটনা, কিন্তু কেন হঠাৎ এখনই ভাইরাল? রাজনৈতিক অস্থিতিশীলতা, সরকারের দুর্বলতা, নানা সংকটের মাঝে দেশ যখন এক কঠিন সময় পার করছে, তখন ‘বার্তা বাজার’র মতো কিছু মিডিয়া এই খবরকে সামনে নিয়ে আসে। বার্তা বাজারের কাদের পক্ষে কাজ করছে, সেটা জানা জরুরি। কারণ দেশের রাজনৈতিক পরিস্থিতি বহুমুখী সংকটের মুখোমুখি, এবং নারীদের ফুটবল খেলার ওপর থেকে বাধা অন্তর্বর্তী সরকারের আসার পর থেকে বেড়েছে।

সরকার যখন দেশ চালাতে না পেরে নিজেই সমস্যায়, তখন নারীদের ওপর এসব হামলা ও বাধার খবর আরো সংকটে ফেলছে । নারীদের স্বপ্ন রক্ষা করা না গেলে, বাংলাদেশে গণতন্ত্র ও সমতার স্বপ্ন কেবল কথায়ই থাকবে। ফুটবল খেলা যদি হারাম হয়, তাহলে রগ কাটা কীভাবে ‘হালাল’ হলো? এই প্রশ্নের জবাব দেয়ার আগে আমাদের রগের যত্ন নেওয়া প্রয়োজন। নয়তো পুরনো ‘রগ কাটারা’ আবার ফিরে আসবে, আর নারীরা পঙ্গু হয়ে নিজেদের স্বপ্নের পা হারাবে।


মন্তব্য ২৪ টি রেটিং +৩/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ২৪ শে জুলাই, ২০২৫ সন্ধ্যা ৭:৫৩

সুলাইমান হোসেন বলেছেন: কাফের অথবা মুনাফিক মেয়েদেরকে স্বাধীনতা দেওয়া উচিত,তাদেরকে তাদের উপর ছেড়ে দিতে হবে,এটাই ইসলামের সৌন্দর্য। মুমিনা একজন মেয়েতো জীবনেও ফুটবল খেলতে যাবেনা।সুতরাং যারা মেয়েটাকে আহত করেছে তারা অন্যায় কাজ করেছে।দ্রুত বিচারের আওতায় আনা হোক

২৪ শে জুলাই, ২০২৫ সন্ধ্যা ৭:৫৭

সৈয়দ কুতুব বলেছেন: ইহা দেড় মাস আগের খবর । যেহেতু এতদিনেও কিছু হয়নি আর হবে না । তবে সরকার চাপে পড়বে ।

২| ২৪ শে জুলাই, ২০২৫ সন্ধ্যা ৭:৫৮

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: অতট‍াও ভাইরাল হয়নি। ফেসবুকে একজনের পোস্ট দেখলাম, এখন আপনার পোস্ট দেখলাম। এ ধরনের ঘটনা ভাইরাল হবে না। কারণ এতে আওয়ামী লীগের সম্পৃক্ততা পাওয়ার কথা না। যদি আওয়ামী লীগের সম্পৃক্ততা প‍াওয়া যায়, তাহলে ভাইরাল হবে।

২৪ শে জুলাই, ২০২৫ রাত ৮:০৭

সৈয়দ কুতুব বলেছেন: ভাইরাল হয়েও যেতে পারে।

৩| ২৪ শে জুলাই, ২০২৫ রাত ৮:১৩

লুধুয়া বলেছেন: এই একটা কমিউনিটির লোক না বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে পারছে না নিজেরা শান্তি তে থাকতে পারছে।মেয়েদের শিক্ষা থেকে শুরু করে কি ড্রেস পরবে, কি খেলবে , কোথাই কার সাথে ঘুরতে যাবে সব কিছু তে প্রবলেম।এতো প্রবলেমটিক মেন্টালিটি নিয়ে আবার বলছে শান্তিপ্রিয়। drastically fundamental চেঞ্জ না হলে , ইয়েমেন,সুদান,নাইজেরিয়া,সিরিয়া, ইরাক,আফগসনিস্তান, এইগুলির কোনো সমাধান নেই। এবং বাংলাদেশও ওইপথ অনুসরণ করছে।একবার যদি জামাতিরা এসে যাই, বাংলাদেশের খবর আছে।

২৪ শে জুলাই, ২০২৫ রাত ৮:১৬

সৈয়দ কুতুব বলেছেন: রগ কাটাদের সমাবেশে আপনাদের নেতা পারমানিক গিয়েছে । সবাই কে রগ কাটা ইউনিভারসিটিতে এডমিশন নিতে বলেছে।

৪| ২৪ শে জুলাই, ২০২৫ রাত ৮:৩৭

শূন্য সারমর্ম বলেছেন:

হারাম কি জিনিস?

২৪ শে জুলাই, ২০২৫ রাত ৯:১৯

সৈয়দ কুতুব বলেছেন: অফিসে ছুটি না নিয়ে বান্দরবান যাওয়া হারাম। :-B

৫| ২৪ শে জুলাই, ২০২৫ রাত ৯:১৬

কিরকুট বলেছেন: ওই কুকুর ছানাদের বিচি কেটে বরই গাছে ঝুলিয়ে রাখা হোক।

২৪ শে জুলাই, ২০২৫ রাত ৯:২২

সৈয়দ কুতুব বলেছেন: রগ কাটার বিনিময়ে বিচি কাটা সঠিক বলে মনে করি না।

৬| ২৪ শে জুলাই, ২০২৫ রাত ৯:৩৬

জুল ভার্ন বলেছেন: যেহেতু বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্রলীগের ছত্রছায়ায় জা-শি লুকিয়ে ছিলো এবং ছাত্রলীগের কাছে সন্ত্রাসীতে আরও উন্নততর প্রশিক্ষণ নিয়েছে তারাই ইউসুফ সরকারের সহযোগিতায় রগকাটা সংস্কৃতি ফিরে এসেছে।

২৪ শে জুলাই, ২০২৫ রাত ৯:৫১

সৈয়দ কুতুব বলেছেন: আপনার কথা ফেলে দেয়া যায় না। ছাত্রলীগ ধরে থানায় দিলে উহা জা-শি হয়ে যায়।

৭| ২৪ শে জুলাই, ২০২৫ রাত ১০:২৯

কামাল১৮ বলেছেন: আপনার পোষ্টের সাথে আপনার ধর্মীয় বিশ্বাস সাংঘর্ষিক।ধর্মটা যখন পালন করছেন জেনে বুঝে করেন।রগকাটা তো দুরের কথা কল্লা কাটার কথাও ইসলামে আছে।যেটা চরম অমানবিক

২৪ শে জুলাই, ২০২৫ রাত ১০:৩৭

সৈয়দ কুতুব বলেছেন: রগের সাথে রাজনীতি জড়িত । গাজায় যে কল্লা না কেটে জেনোসাইড চালানো হয় সেটা খুব মানবিক। :-B

৮| ২৫ শে জুলাই, ২০২৫ রাত ১:০২

কামাল১৮ বলেছেন: দুটুই অমানবিক।মানুষের যেটা কল্লান করে সেটাই মানবিক।

২৫ শে জুলাই, ২০২৫ রাত ১:০৮

সৈয়দ কুতুব বলেছেন: মানুষ ভজলে সোনার মানুষ হবেন । :-/

৯| ২৫ শে জুলাই, ২০২৫ ভোর ৬:৫০

কামাল১৮ বলেছেন: একবার এক সিদ্ধ পুরুষ দেখতে গেলাম।দেখে মনে হলো ভালো মতো সিদ্ধ হয় নাই।পানি তত গরম হয় নাই।আপনি আবার হাজির করলেন সোনার মানুষ।সোনার কেল্লার মতো।

২৫ শে জুলাই, ২০২৫ সকাল ১০:৪৯

সৈয়দ কুতুব বলেছেন: আপনার সোনার মানুষ দেখা লাগবে না ।

১০| ২৫ শে জুলাই, ২০২৫ সকাল ১১:১৭

রাজীব নুর বলেছেন: এখন আমি রাস্তায় হুজুর দেখলেই ভয় পাই।
অনেকে রসিকে সাপ মনে করে, চিৎকার দেয়।

২৫ শে জুলাই, ২০২৫ সকাল ১১:৪৯

সৈয়দ কুতুব বলেছেন: হুজুর দেখলে ভয় পাওয়ার কি আছে? যতসব ।

১১| ২৫ শে জুলাই, ২০২৫ দুপুর ১২:৪৫

মেঘনা বলেছেন: ফুটবল খেলা যদি হারাম হয়, তাহলে রগ কাটা কীভাবে ‘হালাল’
- @সৈয়দ কুতুব সাহেব, এই যদি কিন্তু থেকে বের হতে হবে আমাদের। হারাম মানে নিষিদ্ধ। মানুষের রগ কাঁটা,কল্লা কাঁটা, মেয়েদের শুধুমাত্র যৌনবস্তু ভাবা নিষিদ্ধ, কোরানে থাকলেও নিষিদ্ধ না থাকলেও নিষিদ্ধ।
- ২০২৫সালে এসেও এই উপলব্ধি যদি আমাদের না আসে তবে মানব জন্ম বৃথা।

২৫ শে জুলাই, ২০২৫ দুপুর ২:১৬

সৈয়দ কুতুব বলেছেন: হারাম আরবি ভাষা থেকে এসেছে । যে রগ কেটেছে সে লজিক দিয়েছে যে খেলা হারাম তাই রগ কাটি। রগের সাথে পলিটিক্স জড়িত ।

১২| ২৫ শে জুলাই, ২০২৫ দুপুর ১:০৪

কাঁউটাল বলেছেন: ছাগল খায় আম - রে দেখি না। ব্লক খাইছে নাকি?

২৫ শে জুলাই, ২০২৫ দুপুর ২:১৬

সৈয়দ কুতুব বলেছেন: মিলাদ পড়ান খুশিতে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.