![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নিজের অজ্ঞতা নিজের কাছে যতই ধরা পড়ছে প্রচলিত বিশ্বাসের প্রতি ততই অবিশ্বাস জন্মাছে!
আজ বাংলাদেশের গণঅভ্যুত্থানের একবছর পূর্তি। গতবছর এই দিনেই স্বৈরাচার সরকারের পতন ঘটেছিল। এমন একটি ঐতিহাসিক দিনে উপদেষ্টা পরিষদের স্বাভাবিকভাবেই ব্যস্ততা বেশি থাকার কথা। বিশেষ করে ছাত্র উপদেষ্টা দুইজনের কাছে জনগণের প্রত্যাশা সবচেয়ে বেশি। কিন্তু বাস্তবতা ভিন্ন । মনে হচ্ছে আমলাদের উপর দায়িত্ব দিয়ে উপদেষ্টারা বেশ অবসর সময় কাটাচ্ছেন। সেই ফাঁকে ফাঁকে ফেইসবুকিং না করলে কি ভালো লাগে? জেন-জি বলে কথা! উপদেষ্টা মাহফুজ সোশ্যাল মিডিয়া গরম করতে তাই একটা স্ট্যাটাস দিয়ে দিলেন। তার ফ্যান-ফলোয়ার সহ সবাইকে উত্তেজিত করে তুললেন।
নারী ইনফ্লুয়েন্সাররা যেমন তাদের সৌন্দর্য প্রদর্শন করে ভক্তকুল কে উত্তেজিত করেন, মাহফুজ আলমও স্ট্যাটাস দিয়ে একই কাজ করেন। তবে পার্থক্য হলো - নারী ইনফ্লুয়েন্সারগণ শত সমালোচনা সহ্য করে হলেও তাদের কন্টেন্ট রেখে দেন। অন্যদিকে মাহফুজ আলম সমালোচনা সহ্য করতে পারেন না। নেগেটিভ মন্তব্য বেশি পড়লেই স্ট্যাটাস ডিলিট করে দেন।
প্রফেসর ইউনুস মাহফুজ আলমকে মাস্টারমাইন্ড হিসেবে সারা বিশ্বে পরিচয় করিয়ে দিয়েছেন। আন্দোলনের সাথে জড়িত অনেক সমন্বয়কই মাহফুজকে চিনতেন না। আমরা তার পরিচয় জেনেছিলাম আন্দোলনের সময়েই - একজন ঢাবির শিক্ষার্থী যিনি পাঠচক্রে জড়িত, ডানপন্থী ও বামপন্থীদের মধ্যে সংযোগ স্থাপনকারী, যার বাবা বিএনপির রাজনীতির সাথে জড়িত এবং যিনি বাংলাদেশের বামপন্থী বুদ্ধিজীবীদের কাছে দীক্ষা নিয়েছেন। দেশি-বিদেশি আন্দোলন নিয়ে যার পড়াশোনা রয়েছে এবং যিনি এতই চতুর যে বাংলাদেশের কোন গোয়েন্দা সংস্থা তাকে ধরতে পারেনি। গোয়েন্দা সংস্থা চলে ডালে ডালে আর তিনি চলেছেন পাতায় পাতায়।
মাহফুজ আলম বিভিন্ন সময় স্ট্যাটাস দিয়ে সমাজে বিতর্ক উস্কে দেন, পরে সেই স্ট্যাটাস ডিলিট করেন। এক সপ্তাহ আগে তার স্ট্যাটাস ছিল এনসিপির কেন্দ্রীয় নেতাদের বিরুদ্ধে। যখন তার দলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আসে, তখন তিনি স্ট্যাটাস দিয়ে বলেন যে নতুন দলের নেতারা দুর্নীতিতে জড়িত হলেও মাহফুজ আলম কোন দুর্নীতিতে জড়িত নন, তাই অনেকের গাত্রদাহ হচ্ছে। পরে সেই স্ট্যাটাস সংশোধন করে বিতর্ক এড়াতে চেষ্টা করেন। মাহফুজ আলমের এই অভ্যাস জেনেই নেটিজেনরা এখন স্ট্যাটাস পড়ার আগেই স্ক্রিনশট নিয়ে রাখেন।
মাহফুজ আলম গতকাল স্ট্যাটাস দিয়েছিলেন "১/১১ এর পদধ্বনি শোনা যাচ্ছে"। নেট দুনিয়ায় আলোড়ন সৃষ্টি হলে তিনি সেই স্ট্যাটাস সংশোধন করলেন - "১/১১ এর পদধ্বনি শোনা যাচ্ছে। তবে জুলাই জয়ী হবে। জনগণের লড়াই পরাজিত হবে না।" এরপরও শেষ রক্ষা হলো না - শেষ পর্যন্ত স্ট্যাটাস ডিলিট করে দিলেন। মজার ব্যাপার হলো, বিএনপি নেতা সালাউদ্দিনকে যখন এই স্ট্যাটাস নিয়ে জিজ্ঞাসা করা হয়, তিনি হেসে বলেছিলেন "কিছুক্ষণ পর মাহফুজ আলম স্ট্যাটাস ডিলিট করে দিবেন।" মাহফুজ আলম যেন সালাউদ্দিন সাহেবের কথা সত্য প্রমাণ করলেন।
মাহফুজ আলম প্রথমে যে স্ট্যাটাস দিলেন, কেন সংশোধন করলেন? ভুল হলে ক্ষমা চাইতে পারতেন, কিন্তু তিনি নিজের বক্তব্য স্বীকার করতে পারেন না। তাহলে কেন স্ট্যাটাস দেন? স্ট্যাটাস ডিলিট করে কী অর্জন করতে চাইলেন? এগুলো বালখিল্যতার চূড়ান্ত। প্রফেসর ইউনুস সাহেব এসব বালখিল্যতা কীভাবে সহ্য করছেন? এক-এগারোর কথা মাহফুজ আলম প্রথমবার বলছেন না। আগেও বলেছেন। পাশাপাশি নাহিদ ও আসিফ মাহমুদের মুখেও এসব কথা শুনেছি। এসব জুজুর ভয় দেখানোর উদ্দেশ্য হচ্ছে যাতে সাধারণ জনগণ তাদের পিছনে আবার দাঁড়ায় এবং সমর্থন দেয় ।
মাহফুজ আলম মনে হয় কিছুটা অনিরাপদ বোধ করছেন এই ভেবে যে তাদেরকে উপদেষ্টা পরিষদ থেকে সরিয়ে দেওয়া হয় কিনা। মূলত টিআইবির আলোচনা থেকে তার এই ভয়ের সূত্রপাত। টিআইবি নতুন দলটিকে 'কিংস পার্টি' বলেছে কারণ দুইজন ছাত্র উপদেষ্টা এখনো সরকারে। 'নতুন বন্দোবস্ত'এর কথা বলে নতুন দলটি খুব দ্রুতই পুরাতন রাজনৈতিক দলগুলোর মতো নানারকম অনিয়মে জড়িয়ে পড়েছে।
ছাত্র উপদেষ্টা হিসেবে যারা সরকারে আছেন তাদের মধ্যে আসিফ মাহমুদের নামে বিস্তর অভিযোগ রয়েছে। তবুও প্রধান উপদেষ্টা মুখে কুলুপ এঁটে রয়েছেন। দিনদুপুরে একটি পরিচিত পত্রিকার মালিকানা দখল হয়ে গেছে কিন্তু তথ্য উপদেষ্টার মুখে কোনো প্রতিক্রিয়া নেই। অথচ সরকার গলা ফাটিয়ে বলছে গণমাধ্যম স্বাধীন।
শেখ হাসিনাকে দেখতাম তার কোন মন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ এলে সরানো তো দূরের কথা, বরং তিনি কেন উক্ত ব্যক্তিকে মন্ত্রী বানিয়েছেন এবং সে সিদ্ধান্ত সঠিক - তা প্রমাণ করতে চাইতেন। প্রফেসর ইউনুস সাহেব তো আর শেখ হাসিনা নন। তিনি বিভিন্ন সাক্ষাৎকারে তার সরকারের ব্যর্থতা শুরুর দিকে অবলীলায় স্বীকার করতেন। কিন্তু শুকনো কথায় চিড়ে ভিজে না। একাধিক উপদেষ্টার বিরুদ্ধে অভিযোগ থাকলেও সরানো তো দূরের কথা, শাফল পর্যন্ত তিনি চেষ্টা করেননি।
আমাদেরকে এসব উপদেষ্টাগণের বালখিল্যতা এবং বাস্তবতা বিবর্জিত মন্তব্য ও কথা চুপচাপ দেখে যেতে হবে। গণঅভ্যুত্থানের একবছর পর এই হচ্ছে আমাদের অবস্থা - যেখানে দায়িত্বশীল অবস্থানে থেকেও কেউ কেউ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিভ্রান্তি ছড়াচ্ছেন এবং পরে নিজেদের বক্তব্য থেকে সরে যাচ্ছেন। জনগণ আশা করেছিল পরিবর্তনের, কিন্তু পাচ্ছে একই পুরাতন রাজনীতির নতুন সংস্করণ। সময় এসেছে এসব বিষয়ে গুরুত্ব সহকারে ভাবার এবং উপদেষ্টা পরিষদের কাছে জবাবদিহিতা দাবি করার।
০৫ ই আগস্ট, ২০২৫ দুপুর ২:২৯
সৈয়দ কুতুব বলেছেন: পালংশাক খান? সপ্তাহে দুই-তিনদিন খাবেন। সুপারফুড।
২| ০৫ ই আগস্ট, ২০২৫ দুপুর ২:৩০
কিরকুট বলেছেন: লেখক বলেছেন: পালংশাক খান? সপ্তাহে দুই-তিনদিন খাবেন। সুপারফুড।
০৫ ই আগস্ট, ২০২৫ দুপুর ২:৩৫
সৈয়দ কুতুব বলেছেন:
৩| ০৫ ই আগস্ট, ২০২৫ বিকাল ৩:১৫
কাঁউটাল বলেছেন: ষান্ডা মাহফুজ ফ্রড মজারের শিষ্য, পভুপাদের বন্ধু ফ্রড মজার ভঁড়ৎের দালাল। উহারা ১/১১ এর স্বপ্ন দেখে।
০৫ ই আগস্ট, ২০২৫ বিকাল ৩:৪৬
সৈয়দ কুতুব বলেছেন: দেখেন যা ভালো মনে করেন ।
৪| ০৫ ই আগস্ট, ২০২৫ বিকাল ৩:৩৪
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
যে পরিমান টাকা কামাইছে ১০০ বছর কোন কাজ করা লাগবে না।
০৫ ই আগস্ট, ২০২৫ বিকাল ৩:৪৮
সৈয়দ কুতুব বলেছেন: মিছা কতা কেন বলেন ? আপনি দেখেছেন ?
৫| ০৫ ই আগস্ট, ২০২৫ বিকাল ৪:৩৬
বাকপ্রবাস বলেছেন: মাষ্টারমাইন্ড = এমরান সরকার দুইটাই এক, ফাড়া কলসি
০৫ ই আগস্ট, ২০২৫ বিকাল ৪:৪১
সৈয়দ কুতুব বলেছেন: তা যা বলেছেন।
৬| ০৫ ই আগস্ট, ২০২৫ সন্ধ্যা ৬:২৩
মাথা পাগলা বলেছেন: "মুজিববাদ" শব্দের জনক মাহফুজ আলম "ছোটদের বঙ্গবন্ধু শেখ মুজিব" নামে একটি বই লিখেছিলেন। তার মুড সুইংয়ের প্রবলেম আছে, তার কথা এত গুরুত্ব সহকারে না নিলেও চলবে।
০৫ ই আগস্ট, ২০২৫ সন্ধ্যা ৬:২৮
সৈয়দ কুতুব বলেছেন: এডভাইজার পদে বসে ফালতু কথা বললে হবে না । আর দিনে দুপুরে পেপারের মালিকানা ছিনতাই হয়ে যাইতেসে এর মুখে কোনো কথা না।
৭| ০৫ ই আগস্ট, ২০২৫ সন্ধ্যা ৬:৫৪
মাথা পাগলা বলেছেন: লেখক বলেছেন: এডভাইজার পদে বসে ফালতু কথা বললে হবে না । আর দিনে দুপুরে পেপারের মালিকানা ছিনতাই হয়ে যাইতেসে এর মুখে কোনো কথা না।
একটা জিনিস আপনাকে মানতে হবে - বর্তমানে যারা ক্ষমতায় বসেছেন তাদের কারোরই দেশ চালানোর অভিজ্ঞতা নেই। দেশ চালানো তো দূরের কথা, তাদের নামই তো কেউ জানত না। হুট করে কাদের হাত ধরে, কোন ম্যাজিক ফর্মুলায় গদিতে বসে গেলেন, সেটাই সবচেয়ে বড় রহস্য।
০৫ ই আগস্ট, ২০২৫ সন্ধ্যা ৭:০২
সৈয়দ কুতুব বলেছেন: ইউনুস সাহবে দারুণ চয়েজ ছিলো । সাখাওয়াত সাহেব ঠিক আছে । আর একটা চয়েজও ঠিক নেই। আসিফ কে সরিয়ে আখতার কে নিলে ভালো হতো । মাহফুজ থাকবেই কারণ ইউনুস সাহবের তুরুপের তাস। সি আর আবরার , ওয়াহিদুজজামান উনারা মোটামুটি ঠিক আছে । বাকি সবগুলোর মাঝে ঝামেলা ।
৮| ০৫ ই আগস্ট, ২০২৫ রাত ৯:০০
কামাল১৮ বলেছেন: অনেক কিছু না দেখেও বুঝা যায়।যাকে আমরা বলি পারসেপশন।সাজ্জাত সাহেব তাই বলেছেন।তাকে আপনি বলতে পারেন না ‘মিছা কথা কেন বলেন’।এই জন্য দঃখ প্রকাশ করুন।
©somewhere in net ltd.
১|
০৫ ই আগস্ট, ২০২৫ দুপুর ২:২৮
কিরকুট বলেছেন: