নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দরিদ্র দেশের জনসংখ্যা কে জনশক্তি তে পরিণত করতে হলে কর্মমুখী শিক্ষার বিকল্প নেই।

সৈয়দ কুতুব

নিজের অজ্ঞতা নিজের কাছে যতই ধরা পড়ছে প্রচলিত বিশ্বাসের প্রতি ততই অবিশ্বাস জন্মাছে!

সৈয়দ কুতুব › বিস্তারিত পোস্টঃ

শাহ থেকে শরিয়াহ: ইরানে মোল্লাদের ক্ষমতায় আসার সত্যিকারের ইতিহাস

২০ শে সেপ্টেম্বর, ২০২৫ সন্ধ্যা ৬:২৫


Iranian oil should benefit Iranians- এই সাধারণ বাক্যটি একটি গণতান্ত্রিক সরকারের মৃত্যু পরোয়ানা হয়ে দাঁড়িয়েছিল। ১৯৫৩ সালে যা ঘটেছিল ইরানে, তা শুধু একটি দেশের ভাগ্য পরিবর্তন করেনি । এটি পুরো মধ্যপ্রাচ্যের রাজনৈতিক মানচিত্র নতুন করে লিখে দিয়েছে। ড. মোহাম্মদ মোসাদ্দেঘ ছিলেন অভিজাত পরিবারের সন্তান। সুইজারল্যান্ডে আইন পড়েছেন, ইউরোপীয় সভ্যতায় বিশ্বাসী ছিলেন। তিনি কমিউনিস্ট ছিলেন না, ইসলামপন্থী ও না - ছিলেন একজন secular nationalist।

তার স্বপ্ন ছিল সরল: ইরানের সম্পদ ইরানিদের কাজে লাগবে। এই সহজ কথাটাই তার জীবনের শেষ দিকে মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়।১৯৫১ সালে যখন তিনি প্রধানমন্ত্রী হলেন, তখন ইরানের অবস্থা ছিল ভয়াবহ। ৮৫% জনগোষ্ঠী নিরক্ষর ছিল। গড় আয়ু ছিল মাত্র ৩২ বছর। ম্যালেরিয়া, যক্ষ্মা, কলেরার মতো রোগ মহামারী আকার ধারণ করেছিল। অথচ এই দেশটি ছিল তেলের খনিতে ভর্তি। এই অবস্থার জন্য দায়ী ছিল একটি কোম্পানি - Anglo-Iranian Oil Company (AIOC)। এই কোম্পানি ইরানের তেল নিয়ে গিয়ে ব্রিটেনের কোষাগার ভরে দিচ্ছিল, আর ইরানের জনগণ অভুক্ত থেকে মরছিল।

Anglo-Iranian Oil Company (AIOC) এর হিসাব দেখলে চোখ ছানাবড়া হয়ে যায়। প্রতি বছর ইরানি তেল বিক্রি করে আয় হতো ৪০ মিলিয়ন পাউন্ড। এর মধ্যে ব্রিটেন নিয়ে যেত ৩৪ মিলিয়ন পাউন্ড (৮৫%)। আর ইরান পেত মাত্র ৭ মিলিয়ন পাউন্ড (১৫%)। আরও চমকপ্রদ বিষয় হলো, ব্রিটিশ সরকার AIOC থেকে ট্যাক্স হিসেবে যা পেত, তা ইরানের পুরো royalty এর চেয়েও বেশি ছিল! এই লুটপাট চলছিল দশকের পর দশক ধরে। ইরানি শ্রমিকদের অবস্থা আরও করুণ ছিল। তারা দিনে মাত্র ৫০ পয়সা মজুরি পেত। পানীয় জলের ব্যবস্থা ছিল না, হাসপাতাল-স্কুলের কোনো ব্যবস্থা ছিল না। অথচ ব্রিটিশ কর্মকর্তাদের জন্য ছিল গল্ফ কোর্স, সুইমিং পুল, আর বিলাসবহুল ক্লাব। এই বৈষম্য ইরানি জনগণের মনে ক্ষোভের জন্ম দিয়েছিল।

১৯৫১ সালের ১৫ মার্চ। ইরানের পার্লামেন্টে বজ্রধ্বনির মতো করতালি বেজে উঠল। প্রধানমন্ত্রী মোসাদ্দেঘ ঘোষণা দিলেন: “অ্যাংলো-ইরানিয়ান অয়েল কোম্পানি জাতীয়করণ করা হলো!” এই খবর যখন লন্ডনে পৌঁছাল, তখন উইনস্টন চার্চিল প্রায় হার্ট অ্যাটাকের মতো ধাক্কা খেলেন। কারণ, AIOC ছিল ব্রিটিশ সাম্রাজ্যের সবচেয়ে বড় বিদেশি বিনিয়োগ। একটিমাত্র ঘোষণাতেই কেঁপে উঠল গোটা ব্রিটিশ অর্থনৈতিক কাঠামো। ব্রিটিশ Cabinet এর emergency meeting হলো। "This is economic warfare!" চিৎকার করছিলেন ministers রা। "We cannot allow this precedent!" বলছিলেন Churchill। "If Iran succeeds, every colony will follow!" এই ভয়টাই তাদের সবচেয়ে বেশি পীড়া দিচ্ছিল।

ব্রিটেন তাৎক্ষণিক economic blockade শুরু করল। Royal Navy দিয়ে Persian Gulf blocked করে দিল। ইরানি তেল কেনা internationally banned করে দিল। ইরানের sterling balance freeze করে দিল। কূটনৈতিক সম্পর্কও ছিন্ন করে ফেলল। কিন্তু মোসাদ্দেঘ ছিলেন অটুট। তিনি বললেন, "আমরা ক্ষুধার্ত থাকব, কিন্তু আমাদের তেল ফিরিয়ে দেব না B-)) ।" ইরানি জনগণও তার পাশে দাঁড়াল। কিন্তু অর্থনৈতিক অবরোধ দেশকে দিন দিন দুর্বল করে দিচ্ছিল।

প্রথমে আমেরিকা দূরত্ব বজায় রেখেছিল। Harry Truman বলেছিলেন, "Britain should accept reasonable terms." কিন্তু ১৯৫৩ সালে Dwight Eisenhower ক্ষমতায় এসে Cold War paranoia শুরু হলো। CIA এর analysis ছিল: মোসাদ্দেঘ Tudeh Party (কমিউনিস্ট) এর সাথে tactical alliance করেছেন। Soviet Union এর সাথে ইরানের ৫০০ মাইল সীমান্ত। ইরান যদি Soviet orbit এ চলে যায়, পুরো Persian Gulf হাতছাড়া হয়ে যাবে। Domino theory অনুযায়ী: ইরান পড়লে পুরো মধ্যপ্রাচ্য পড়বে। Western strategists দের worst-case scenario ছিল: ইরান → সৌদি আরব → কুয়েত → ইরাক। বিশ্বের ৮০% তেল Soviet control এ চলে যেতে পারে। NATO alliance collapse হতে পারে। Marshall Plan ব্যর্থ হতে পারে ।


(চলবে )

মন্তব্য ১৬ টি রেটিং +০/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ২০ শে সেপ্টেম্বর, ২০২৫ সন্ধ্যা ৬:৫৭

বিজন রয় বলেছেন: আপনি কি ইতিহাসের শিক্ষক?
বিশ্ব সম্পর্কে আপনি অনেক ধাররা রাখেন।

২০ শে সেপ্টেম্বর, ২০২৫ সন্ধ্যা ৭:০৩

সৈয়দ কুতুব বলেছেন: মুসলিম দেশের ইতিহাস পড়তে ভালো লাগে ।

২| ২০ শে সেপ্টেম্বর, ২০২৫ সন্ধ্যা ৭:০৮

বিজন রয় বলেছেন: হিন্দু বা খৃষ্টান বা জৈন এদের ইতিহাস পড়তে ভালো লাগে না ?

২০ শে সেপ্টেম্বর, ২০২৫ সন্ধ্যা ৭:১৩

সৈয়দ কুতুব বলেছেন: সেগুলো কাজের না আমাদের ।

৩| ২০ শে সেপ্টেম্বর, ২০২৫ সন্ধ্যা ৭:১১

বিজন রয় বলেছেন: আপনি অনেক বিষয় নিয়ে ভং ধরেন বা করেন সেটা আমরা বুঝি। ওইটা বাদ দিলে আপনি আরো মূল্যবান হয়ে উঠবেন।

২০ শে সেপ্টেম্বর, ২০২৫ সন্ধ্যা ৭:১৪

সৈয়দ কুতুব বলেছেন: আমি ভং ধরি না । :|

৪| ২০ শে সেপ্টেম্বর, ২০২৫ সন্ধ্যা ৭:১৪

জেনারেশন একাত্তর বলেছেন:



ইরানের মানুষ সুশিক্ষিত, ওরা এর মাঝে টিকে আছে। ইরানের মোল্লা ও আফগানিস্তানের মোল্লাদের মাঝে তফাৎ আছে।

২০ শে সেপ্টেম্বর, ২০২৫ সন্ধ্যা ৭:৪২

সৈয়দ কুতুব বলেছেন: টিকে থাকাই সব কিছু নয় । আমেরিকা কাউকে পিসফুলি থাকতে দিবে না ।

৫| ২০ শে সেপ্টেম্বর, ২০২৫ সন্ধ্যা ৭:৫৭

জেনারেশন একাত্তর বলেছেন:




আপনি আমেরিকা সম্পর্কে জানেন বলে মনে হয় না।

২০ শে সেপ্টেম্বর, ২০২৫ রাত ৮:০২

সৈয়দ কুতুব বলেছেন: আমেরিকা নিয়ে বললে ছেত করে উঠেন কেনো ? কু এর সময় আপনি কি ছিলেন সেখানে ? :)

৬| ২০ শে সেপ্টেম্বর, ২০২৫ রাত ৮:৩৩

জেনারেশন একাত্তর বলেছেন:



ক্যু'এর সময় আমি নিউইর্কে ছিলাম।

আমেরিকার রাজনীতি, সমাজনীতি, অর্থনীতি, বাংলাদেশের শিক্ষিত লোকজন বুঝার কথা নয়।

২০ শে সেপ্টেম্বর, ২০২৫ রাত ৯:১০

সৈয়দ কুতুব বলেছেন: আমি ১৯৫৩ সালের আমেরিকা-ইউকের ইরানে ক্যু'এর কথা বলেছি। আপনি মনে হয় সেটাও বাংলাদেশে বসে বুঝতেন । :P । ভাসানি এই বিষয়ে কিছু বলেন নাই ? পাকি, চিলি নিয়ে তো বলেছেন ।

৭| ২০ শে সেপ্টেম্বর, ২০২৫ রাত ১০:৩৪

কামাল১৮ বলেছেন: মুসলমানদের ধর্ম বা ইতিহাস মুসলমানদের দ্বারাই লিখিত।এটা পড়ে সত্য কিছু জানতে পারবেন না।নিজের দৈ কোন গোয়ালা টক বলে না।অন্যদের লেখা পড়ে নিরপেক্ষ বিশ্লেষণ করে সত্যের কাছাকাছি জানতে পারবেন।দুটি বইয়ের নাম দিচ্ছি পড়ে দেখতে পারেন।
১,Seeing Islam as others saw it.Robert G.Hoyland
২,ফাউন্ডেশন অব ইসলাম, লেখক বেঞ্জমিন ওয়াকার

২০ শে সেপ্টেম্বর, ২০২৫ রাত ১১:০১

সৈয়দ কুতুব বলেছেন: মুসলিম দের ঘরে কিভাবে আগুন লাগলো , কারা আগুন লাগালো এসব নিয়ে বই থাকলে দেন । আমেরিকা-ইউকে কিভাবে তেল চুরি করে মুসলিম দেশ থেকে সেটা নিয়ে কিছু লিখা থাকলে পড়তে মজা পাওয়া যাবে।

৮| ২১ শে সেপ্টেম্বর, ২০২৫ রাত ১২:০৮

কলিমুদ্দি দফাদার বলেছেন:
মোসাদ্দেক তো দেখছি ইরানের জিন্নাহ! জিন্নাহ খেলেছে হিন্দু- মুসলিম নিয়ে মোসাদ্দেক খেলেছে তেল নিয়া। যাক আমি বিস্তারিত কিছু বলতাম; যেহেতু বলছেন চলবে তাহলে শাহ আসলে ইং বলি।

২১ শে সেপ্টেম্বর, ২০২৫ রাত ১২:১৫

সৈয়দ কুতুব বলেছেন: আইছছা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.