![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নিজের অজ্ঞতা নিজের কাছে যতই ধরা পড়ছে প্রচলিত বিশ্বাসের প্রতি ততই অবিশ্বাস জন্মাছে!
একসময় ছিল এক রাজকন্যা, যিনি ভাবতেন তিনি চিরকাল রাজত্ব করবেন। জুলাই মাসে যখন জনতার ঢল তার দরজায় এসে পৌঁছাল, তিনি হেলিকপ্টারে চড়ে উড়ে গেলেন। কিন্তু মজার ব্যাপার হলো, উড়ে যাওয়ার পরেও তিনি মনে করেন, "আমি এখনো প্রধানমন্ত্রী!"প্রতিদিন সকালে উঠে আয়নার সামনে দাঁড়িয়ে তিনি নিজেকে বলেন, "গুড মর্নিং, প্রধানমন্ত্রী!" তারপর কল্পনার মন্ত্রিসভা বৈঠক ডাকেন। ওবায়দুল কাদের সাহেব ভার্চুয়াল হাজিরা দেন, "ম্যাডাম, আমরা আছি, আমরা সবাই আছি!"কিন্তু বাস্তবতা হলো, ওবায়দুল কাদের সাহেব নিজেই এখন রাস্তায় বেরোতে ভয় পান। পার্টির নেতাকর্মীরা এমন অবস্থা যে, নিজেদের পরিচয় লুকিয়ে রাখতে হচ্ছে ।
পশ্চিমা দেশগুলো থেকে নাকি "ভদ্র পরামর্শ" আসছে - "আপা, এবার দায়িত্ব ছেড়ে দিন।" ভারত সরকারও নাকি ভাবছে, "শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে পুরো বাংলাদেশকে হারিয়ে ফেললাম কিনা !" কিন্তু আমাদের সাবেক প্রধানমন্ত্রী? তিনি কানে তেল দিয়ে বসে আছেন। "আমি দলের নেত্রী, আমি চিরকাল নেত্রী !" সবচেয়ে মজার ব্যাপার হলো, ২০০৯ সালে যে সন্ত্রাস দমন আইন পাস করে বিএনপি-জামায়াতের নেতাকর্মীদের জেলে পুরেছিলেন, সেই একই কালো আইন এখন তার নিজের দলের বিরুদ্ধে প্রয়োগ হচ্ছে !
আত্মীয়স্বজনরা নাকি বুদ্ধি দিচ্ছেন, "তুমি দলের নেত্রী থেকো।" আর সেই "পাগল" নেতাকর্মীরা এখনো আস্থা রাখতে চান তাতে! এমনকি ১৫২টি মামলা মাথায় নিয়েও বলছেন, "আমরা আছি !" বাস্তবতা হলো, দলের অবস্থা এখন মুসলিম লীগের মতো হতে চলেছে। কিন্তু এই "অন্ধ প্রেমিকরা" সেটা বুঝতে পারছেন না। অবশ্য, যে পরিমাণ "মাল-পানি" কামিয়েছেন, তাতে পরিবার নিয়ে কষ্টে থাকার কথা নয়। কিন্তু ট্রাইব্যুনালে ১৫২টি মামলা, জুলাই হত্যাকাণ্ডের অভিযোগ - এসব কি টাকা দিয়ে মেটানো যাবে ?
এই হলো আমাদের সাবেক প্রধানমন্ত্রীর বর্তমান অবস্থা। দিল্লিতে বসে স্বপ্ন দেখছেন ফিরে এসে আবার ক্ষমতায় বসার। কিন্তু বাস্তবতা হলো, বাংলাদেশে তার নামেই এখন ১৫২টি মামলা ! ইউনূস সাহেব চলে গেলেই নাকি ফিরে আসবেন? হ্যাঁ, হয়তো ফিরবেন - তবে হাতকড়া পরে, বিচারের কাঠগড়ায় দাঁড়ানোর জন্য!
আরো ডিটেইল জানতে লিংক : https://mzamin.com/news.php?news=181822
২৬ শে সেপ্টেম্বর, ২০২৫ সকাল ১১:৪৩
সৈয়দ কুতুব বলেছেন: দল বা আদর্শ বড় কথা না।
২| ২৬ শে সেপ্টেম্বর, ২০২৫ সকাল ১১:৪৩
রাজীব নুর বলেছেন: শেখ হাসিনা কোনো দিন দূর্নীতি করেন নাই। তার দলের কিছু লোক হয়তো দূর্নীতি করেছেন।
এখন যারা দেশ চালাচ্ছেন তাদের চেয়ে শেখ হাসিনা দেশ ভালো চালিয়েছেন।
২৬ শে সেপ্টেম্বর, ২০২৫ সকাল ১১:৪৬
সৈয়দ কুতুব বলেছেন: শেখ হাসিনা সরে গেলে দেশ যাতে কেউ সহজে চালাতে না পারেন তার ব্যবস্থা করে গিয়েছেন ।
৩| ২৬ শে সেপ্টেম্বর, ২০২৫ দুপুর ১২:২০
মাথা পাগলা বলেছেন: আপা আসবে, দেশ হাসবে।
বিশ্বাস করেন আর নাই করেন রাজীব নুর এবং লেখকের প্রতিউত্তর (সহমত) পড়ে হঠাৎ আপার ছবি কল্পনায় ভেসে আসাতে হাসি পেলো।
@রাজীব নুর
আপনার কথা ধরে নিলেও দলের নেতাকর্মী ভুল করলে তার দায়-ভার নেতাকেই নিতে হবে এবং সেই ভুল ভবিষ্যতে যেন আর নয় হয় সেই ব্যবস্থা করা। নির্বাচনের আগে মিথ্যা মামলা দিয়ে শত শত নেতাকে জেলে ঢুকানো বা দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য করেছে। এগুলো সবই আপার নির্দেশে হয়েছে।
"এখন যারা দেশ চালাচ্ছেন তাদের চেয়ে শেখ হাসিনা দেশ ভালো চালিয়েছেন" - আংশিক সহমত। কিন্তু তাই বলে আপার কুকর্মকে কোনভাবেই সাপোর্ট দেয়া যাবে না। আপা গনতন্ত্রের শত্রু। আপার কুর্মের জন্য ভবিষ্যতে দেশ বর্তমানের থেকেও বড় গর্তে পড়তো। সামনের নির্বাচনের পর আশা করি অবস্থা অনেকটাই ভালো হবে।
২৬ শে সেপ্টেম্বর, ২০২৫ দুপুর ১২:৩৭
সৈয়দ কুতুব বলেছেন: মজা নিলেন মনে হয় ? শেখ হাসিনাকে কে বলেছে কোটা নিয়ে গেনজাম করতে ? ইগো বলেছে । তিনি ভেবেছেন আমি তো টিকে গেছি এখন যা মন চায় তাই করমু । এদিকে করোনার পর দেশের চাকুরির বেহাল দশা । ৫৬% কোটা পুনরায় বহাল হলে মেধায় চাকুরি পাবে না লাখো বেকার । এসব নিয়ে কেউ ভাবে বলে মনে হয় না ।
শেখ হাসিনা ভুয়া মুকতিযোদধা দের নিয়ে কোনো ব্যবস্থা নিয়েছেন বলে মনে হয় না । বরং এই কোটার মিস ইউজ করে নিজ দলের লোকদের চাকুরি দিতে উনার সায় ছিলো।।
৪| ২৬ শে সেপ্টেম্বর, ২০২৫ দুপুর ১২:৩৩
মাথা পাগলা বলেছেন: শেখ হাসিনা দলের নেতৃত্ব ছাড়তে চান না।
জুলাইয়ের আন্দোলন দিয়ে লীগের কোন বিচার হবে না, কারন এটা ক্যু হয়েছে বলার পক্ষে অনেক তথ্য-প্রমান আছে। এই কারনে বর্তমান সরকার হাসিনার বিচারের কোন অগ্রগতি করতে পারছে না। তাদের দাবি, লীগের কোন দোষ নাই এবং বর্তমান সরকার অবৈধ - এই স্ট্যান্ডই এখন লীগের বেস্ট অপশন।
২৬ শে সেপ্টেম্বর, ২০২৫ দুপুর ১২:৪১
সৈয়দ কুতুব বলেছেন: লিগের লোকজনের বিচার হবে ভালো ভাবেই ; দেখতে থাকেন । শেখ হাসিনা নেক্সট ৫ বছর টিকে থাকার মেকানিজম বের করে ফেলেছিলেন । ইউনিভারসাল পেনশন নামে ফটকাবাজি চালু করে জনগণ থেকে টাকা নিয়ে লুটপাটের নতুন কলা হাতে ছিলো উনার ।
৫| ২৬ শে সেপ্টেম্বর, ২০২৫ দুপুর ১২:৫১
অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: শেখ হাসিনার উচিতই হয়নি শেষ ডামি নির্বাচনটা করা। পরিবারতন্ত্র যদি রাখতে চান, জয়-পুতুলকে আগে থেকে প্রস্তুত করা উচিত ছিল।
২৬ শে সেপ্টেম্বর, ২০২৫ দুপুর ১২:৫৯
সৈয়দ কুতুব বলেছেন: সবাই কে ইনভলভ করে একসাথে ডুবে গেলেন। খালেদা জিয়া মডেল ।
৬| ২৬ শে সেপ্টেম্বর, ২০২৫ দুপুর ১২:৫৪
কলিমুদ্দি দফাদার বলেছেন:
আওয়ামী লীগের কি হয় তা সময় বলে দিবে? দেশে রাজনৈতিক স্থিতিশীলতা বিরাজ করলে ফিরে আসা কঠিন হবে। কিন্তু এমন কিছু হবে বলে মনে হয় না কারন বিএনপি জামাত সব ক্ষমতা লোভী।
২৬ শে সেপ্টেম্বর, ২০২৫ দুপুর ১২:৫৭
সৈয়দ কুতুব বলেছেন: আপনি দিন দিন সাধারণ জনগণ হয়ে উঠছেন। ঘটনা কি ? আপনার চোখে সবাই খারাপ
৭| ২৬ শে সেপ্টেম্বর, ২০২৫ দুপুর ১২:৫৪
রাজীব নুর বলেছেন: সৈয়দ কুতুব আপনার প্রতি আমি আশাহত।
২৬ শে সেপ্টেম্বর, ২০২৫ দুপুর ১২:৫৬
সৈয়দ কুতুব বলেছেন: পাক সার জমিন বাদ । ।
৮| ২৬ শে সেপ্টেম্বর, ২০২৫ দুপুর ১:৪৮
মাথা পাগলা বলেছেন: লেখক বলেছেন: মজা নিলেন মনে হয়? শেখ হাসিনাকে কে বলেছে কোটা নিয়ে গেনজাম করতে?
আমি মূলত আপার দমন-পীড়ন নীতি নিয়ে বলেছিলাম।
অর্থনৈতিক দিক থেকে হাসিনার আমলে সমস্যা যেমন প্রচুর আছে, উন্নতিও অনেক আছে। শেখ হাসিনার আমলে পদ্মা সেতু, মেট্রোরেল, বিদ্যুৎ সুবিধা, নারী শিক্ষায় অগ্রগতি, ডিজিটাল বাংলাদেশের মতো অর্জন অস্বীকার করা কঠিন। ২০০৮~০৯ ক্ষুধার্ত গরীব বাংলাদেশকে এরকম একটা জায়গায় আনাটাকে ছোট করে দেখা সম্ভব না। ২০০৮~০৯ রিজার্ভ ব্যাংকে কত টাকা ছিলো দেখেতে পারেন।
ইউনুস সাহেবের আমলে তো আপনারা ভাবসিলেন আম্রিকা ডলার ভরে দিয়ে বাংলাদেশরে জাপান, সিংগাপুর বানাইয়া ফেলবে। চতুর্থ শিল্প বিপ্লবের কাছে আইসা বর্তমান বাংলাদেশ এক ধাক্কায় অর্থনীতির দিক থেইকা ২০ বছর পিছাইয়া গেসে। এক পক্ষ তো ১৪০০ সালে নিয়া গিয়া গাজওয়া হিন্দের প্রস্তুতি নিচ্ছে। সো কলড জুলাই বিপ্লবীরা বিজয় উল্লাস হিসাবে গাজী গ্রুপের সাথে আরও কারখানাগুলা পুড়িয়ে দিয়ে লুট-পাট করেছে - ৩০~৪০ হাজারের উপর পরিবার বেকার। এরকম লুট-পাট আরও হয়েছে। দায়-ভার কেউ নেয়নি, ইউসুফ সরকার একটা কথাও বলেনি, পুনর্বাসনের জন্য কোন সহযোগিতাও করেনি। উল্টা শুনি ইউনুস সাহেব ক্ষমতায় এসে নিজের কোম্পানি সমস্ত ট্যাক্স মাফ করে দিয়েছেন। আর নতুন নতুন তার কি কি প্রজেক্টের লাইসেন্স করিয়েছে যেটা অন্য সরকার ক্ষমতায় আসলে সম্ভব না। বাংলাদেশে কি নতুন কোন বিনিয়োগ হচ্ছে? হত্যা, চাঁদাবাজি, ডাকাতি আপার আমল থেকে এখন অনেকগুণে বেশী হচ্ছে না? বর্তমানে ডলারের দাম ১৩০ টাকা ছাড়িয়ে যাবার পথে।
আপনিও নোট করে রাখেনঃ আপার কোন বিচার হবে না - আর গরু-ছাগল দিয়ে দেশ চললে ২০২৯ এ লীগ আবার রাজনীতিতে আসবে, দেশের যা পরিস্থিতি ২০২৬ এ নির্বাচনে লীগের সুযোগ আসলে অবাক হবো না। ইউসুফ সরকার জেল থেকে সমস্ত হিজবুইত্যা ছেড়ে দেবেন, ধর্মনিরপেক্ষতা বাদ দিবেন, পাকিস্তানের সাথে মিলমিশ করবেন তাহলে অস্থিতিশীল দেশ হবে না তা তো হয় না।
২৬ শে সেপ্টেম্বর, ২০২৫ দুপুর ১:৫৭
সৈয়দ কুতুব বলেছেন: কোনো টেকসই উননয়ন হয় নি । এগুলো ফিউচারে কাজে লাগবে না । শেখ হাসিনার বিচার হলেও তিনি এসে সাজা খাটবেন না । তবে কিছু নেতার ফাসি হতে পারে।
৯| ২৬ শে সেপ্টেম্বর, ২০২৫ দুপুর ১:৫৩
আফলাতুন হায়দার চৌধুরী বলেছেন: আওয়ামিলীগ আমলে আমাদের ফেনী শহর এলাকায় একটা স্লোগান চাউর হয়েছিলো,
"জয় বাংলা জয় হিন্দ,
লুঙ্গি হালাই ধুতি হিন্"
২৬ শে সেপ্টেম্বর, ২০২৫ দুপুর ১:৫৯
সৈয়দ কুতুব বলেছেন: ভালো ।
১০| ২৬ শে সেপ্টেম্বর, ২০২৫ দুপুর ২:৩২
কলিমুদ্দি দফাদার বলেছেন:
আপনি দিন দিন সাধারণ জনগণ হয়ে উঠছেন। ঘটনা কি ? আপনার চোখে সবাই খারাপ বাংলাদেশের জনসংখ্যার ৩৮-৪০% তরুণ কর্মক্ষম; ১৮ কোটি হিসেবে এই সংখ্যাটা কত? এই জনশক্তি কে কাজে লাগালে দেশের অর্থনৈতিক চিত্র কোথায় থাকার কথা দশ বছর পর? ইন্টেরিমের স্পষ্ট কোন রোড ম্যাপ আছে মৌলিক সমস্যা শিক্ষা, স্বাস্থ্য, আইন নিয়ে? জুলাই সনদ, সংবিধান পরিবর্তন কার কি হবে?
মাথা পাগলা কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বলছেন। কথায় কথায় "ফেসিষ্ট হাসিনা" বলা মধু মানুষ বেশিদিন খাবে না। ফেসিষ্ট ইলিশ পাঠালে গোলামি আর এখন ইলিশ গেলে সাম্প্রদায়িক ভাতৃত্ব হাউ ফানি!!!
২৬ শে সেপ্টেম্বর, ২০২৫ দুপুর ২:৩৫
সৈয়দ কুতুব বলেছেন: আপনি কিছু বিষয় বাকিদের চেয়ে ভালো বুঝেন ।
১১| ২৬ শে সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৩:২৬
মাথা পাগলা বলেছেন: লেখক বলেছেন: কোনো টেকসই উননয়ন হয় নি । এগুলো ফিউচারে কাজে লাগবে না । শেখ হাসিনার বিচার হলেও তিনি এসে সাজা খাটবেন না । তবে কিছু নেতার ফাসি হতে পারে।
হে হে! সে জন্যই মনে হয় মেট্রোরেলে আগুন দিয়েছিলেন। আবার মেরামত করলেন যে?
আচ্ছা, আপার আমলে সব খারাপ কাজই হয়েছে, ভালো কোন কিছু হয়নি। আপনারা তাহলে বিচারের কোন অগ্রগতি করছেন না কেন? আর বাকি সব গোল্লায় যাক কিন্তু জুলাই সনদের বৈধতা নিয়ে এতো আন্দোলন কেন? ৭১ এর সংবিধান বাতিল, মুক্তিযুদ্ধ ভাস্কর্য ভাঙ্গা, জুলাইকে ৭১ এর থেকে বড় করে দেখা, এগুলোতে এতো অ্যাক্টিভিটি কেন? প্রাধান্যের দিক দিয়ে তো এই বিচারকে সবার আগে রাখা উচিত ছিল না? এরা বিচার বিচার করে মুখে ফেনা তুলে ফেলবে আবার সম্ভাব্য আসামী সাবেক এমপি মন্ত্রীদেরদের টাকার বিনিময়ে সেফ এক্সিটও দিয়েছে।
শুনলাম শহীদ আবরার ফাহাদ স্মরণে ঢাবি-বুয়েট সংলগ্ন পলাশীর মোড়ে আগ্রাসন বিরোধী আটস্তম্ভ নির্মাণের কাজ চলছে। মজার কথা হচ্ছে যারা আটস্তম্ভ বানাচ্ছে তারাই আবরার হত্যাকারী অভিযুক্তদের পালিয়ে যেতে দিয়েছে
মোটামোটি যা বুঝলাম বাংলাদেশের মানুষ মনে হয় জন্মসূত্রে দলকানা। কোন দল খারাপ মানে খারাপই, আবার ভালো মানে ভালোই।
২৬ শে সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৩:৪৩
সৈয়দ কুতুব বলেছেন: মেটরোরেলে রিয়েল কোটা আনদোলনের কেউ আগুন দেয়নি। যারা এখন মধু খায় এরা কেউ সরকারি চাকুরি করবে না । এরা করবে পলিটিক্স। পুরো আনদোলনে নানা রকম ভাগের মানুষ ছিলো। কেউ কেউ এখানে আলু পোড়া খেতে চেয়েছে বাট সবাই না ।
ইনটেরিম সরকার ৬ মাস থেকে ১২ মাসের বেশি থাকলেই বিপদ। এই সরকার শুরু থেকে মোলবাদি তোষণ করে বিপদে পড়েছে । চেয়েছিলো ২৯ সাল পরযনতো থেকে যেতে বাট পারবে না ।
শেখ হাসিনা যা করেছেন সব জনগণের টাকায় করেছেন। লোন নিয়ে করেছেন। তিনি কিংবা তার দল পকেটের টাকা খরচ করে একটা কিছু করেন নি ।
১২| ২৬ শে সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৪:১০
মাথা পাগলা বলেছেন: আপনার দাবী কি প্রধানমন্ত্রী নিজের টাকায় দেশের উন্নয়ন না করলে সেটাকে উন্নয়ন বলা যাবে না? সে তো আগেই বলেছি রিয়েল কোটার আন্দোলনকারীরা হাসিনার পতন ঘটায়নি, ইহা একটি ক্যু হইয়াছে। খাতায় কলমে এখন বিএনপি মন্দের মধ্যে ভালো, নির্বাচনের পর বোঝা যাবে। ইউনুস নিজেও কোন ধোঁয়া পাতা তুলসি না। রিয়ালেটি মাইনা নেন, বাংলাদেশের সব বাল। শুধু হাসিনা ফ্যাসিস্ট আর সবাই ভালো এমন না।
বর্তমানে বাংলাদেশে লীগের ছায়াও নাই। দেশে গ্যাঞ্জাম লাগলে বলতে পারবেন না সব দোষ হাসিনার। পাবলিক এগুলা খাবে না উল্টা সিম্পেথি আসবে। আচ্ছা জুলাই আন্দোলনের বীর সৈনিকরা হাসিনার পতন ঘটিয়ে দেশ চালাচ্ছে, আবার দেশে আকাম-কুকাম করছে। একই সাথে তারা দেশপ্রেমিকের সন্মান পাচ্ছে আবার তাদের আকাম-কুকামগুলা জন্য সব দোষ হাসিনাকে দিচ্ছেন আবার একই সাথে ড. ইউনুসকে শ্রদ্ধার চোখে দেখেন এই মেকানিজমটা কিভাবে কাজ করে?
২৬ শে সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৪:২৪
সৈয়দ কুতুব বলেছেন: কোটা আনদোলনকারি দের দাবি সঠিক । শেখ হাসিনা মেনে নেন নাই । জেদের কারনে পতন হয়েছে উনার । শেখ হাসিনা ভুরি ভুরি দোষ আছে যেগুলো লিখে শেষ করা যাবে না । শাপলা-শাহবাগ শেখ হাসিনার কারণে হয়েছে। রিলিজিয়ন কে যারা পুজি করে সমাজে চলে তাদের পাছায় আংগুল দিতে গিয়ে দেখেন পারবে না । তখন তাদের কিনে নিয়েছেন । এই সুযোগে মোলবাদিরা তাদের শিকড় সমাজে গেড়ে ফেলেছে শকতো ভাবে ।
শেখ হাসিনার দরকার ছিলো এডুকেশনে ফোকাস করা। তিনি আসার পর কোয়ালিটি এডুকেশন আরো ডাউন হলো। বিএনপি সঠিক দল নয় । তারা এনটি আওয়ামি লিগ ছাড়া কিছুই নয় ।
জুলঈয়ের সুবিধা নিয়ে যারা আকাম কুকাম করছে তাদের বিচার হওয়া জরুরি । এরাই মধু খাওয়া পাবলিক।
১৩| ২৬ শে সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৫:১০
জেনারেশন একাত্তর বলেছেন:
শেখ হাসিনার নামে রসিয়ে গল্প বললে, ব্লগের প্রশ্নফাঁসরা হেঁ হেঁ করবে! গল্প গল্পই থাকবে। ২০০৯ সালের নিয়ম-কানুন করা হয়েছিলো ১৯৭১ সালে যারা পাকিদের সাথে বাড়ী বাড়ী মানুষ হত্যা করেছে, ও শেখ হত্যার পর পাকিদের সাথে মিলে জাতির ক্ষতি করেছে, তাদের ধরার জন্য।
আপনি এসব বুঝার কোন সম্ভাবনা নেই।
২৬ শে সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৫:১৮
সৈয়দ কুতুব বলেছেন: মুলত লিংক শেয়ার করলাম। এটা সরাসরি শেয়ার করলে কপিরাইট ঝামেলা হবে । আপনার কারণে আজকে খুবই আপনার কারণে সামনের পাতায় খুবই আপত্তিকর পোস্ট এসেছে। ।
আপনি বিদেশে বসে বসে সব বুঝতে থাকেন । কিনতু ছেলেমেয়ারা চাকুরি পাক আপনি সেটা চান না । আপনার সেই একই কথা । শেখ হাসিনা যা করতে চেয়েছিলো সেটাই ঠিক ছিলো।
১৪| ২৬ শে সেপ্টেম্বর, ২০২৫ রাত ৯:১৯
মেঠোপথ২৩ বলেছেন: ঢাবিতে নির্দলীয় ভিসি আসার পর ঢাবির পরিস্থিতি পুরোপুরি বদলে গেছে। ঢাবির বিভিন্ন শিক্ষকদের মারফত জানতে পেরেছি যে , এখন আর বিশাক্ত নোংরা চাটুকারী রাজনীতি আর নাই। হলগুলোর চিত্র আমুল বদলে গেছে। বিশাক্ত রাজনৈতিক ক্যডারভিত্তিক ছাত্র রাজনীতি আর নাই। গনরুম কালচারের মুলোৎপাটন হয়েছে। হলের ক্যন্টিনের খাবারের মান উন্নয়ন হয়েছে।ছাত্রদের পড়ার পরিবেশ তৈরী হয়েছে সর্বত্র। ছাত্রলীগ বিতাড়িত হবার দেশের সব বিশ্ববিদ্যালয়েই এখন এই একই শান্তিপুর্ন পরিবেশ বিরাজ করছে। নষ্ট রাজনীতিবিদেরা নিজেদের নোংরা স্বার্থে যত চেষ্টাই করুক না কেন, এই বিশ্ববিদ্যাগুলোর শিক্ষার্থীরা গনহত্যাকারী ফ্যসিস্ট লীগকে ফিরতে দেবে না।
২৬ শে সেপ্টেম্বর, ২০২৫ রাত ৯:২৪
সৈয়দ কুতুব বলেছেন: আপনার কথা সঠিক নয় । ভিসি নিয়াজ জামাতি : আর কথা বাড়ালাম না । ভালো থাকবেন ।
১৫| ২৬ শে সেপ্টেম্বর, ২০২৫ রাত ৯:৪৩
মেঠোপথ২৩ বলেছেন: এখনতো আর জামাত কোন গুপ্ত দল না। ভিসি জামাতি হলে , সেই পরিচয় অস্বীকার করার কি আছে ? কেউ নামাজ পরলেই , ইমামতি করলেই তাকে জামার শিবির ট্যাগ দেবার রাজনীতির দিন শেষ।
কথা কেন বাড়াবেন না? আপনার কথাগুলো জানতে চাই।
২৬ শে সেপ্টেম্বর, ২০২৫ রাত ৯:৫১
সৈয়দ কুতুব বলেছেন: জামাতের ভিসির রিলেটিভ সরকারি চাকুরি করে চিটাগাং । তার মুখের কথা আপনার যে কোনো খোজ থেকে বেশি বিলিভিবল। শেখ হাসিনাকে নিয়ে বলতে পারেন। জামাত-কিংবা বিএনপি নিয়ে ফাইনাল কিছু বলার সময় আসেনি। এখন ইনটেরিম সরকার পাওয়ারে । সামনের বছরগুলোতে বোঝা যাবে।
ভালো থাকবেন ।
১৬| ২৬ শে সেপ্টেম্বর, ২০২৫ রাত ৯:৫৭
মেঠোপথ২৩ বলেছেন: আপনার সোর্সতো '' চালাইয়্যা দ্যান '' মার্কা হয়ে গেল!
২৬ শে সেপ্টেম্বর, ২০২৫ রাত ১০:০১
সৈয়দ কুতুব বলেছেন: আমার সোর্স খুব strong . ভিসির রিলেটিভ । এসব কোনো ঢাবিয়ানের জানার কথা না ।
১৭| ২৬ শে সেপ্টেম্বর, ২০২৫ রাত ১০:০৬
মাহমুদুর রহমান সুজন বলেছেন: আমি ভাই আর কিছু বুঝিনা, শেখ হাসিনা খুনি, চোখের সামনে তার কথায় শত-শত নিরাপরাদ মানুষ খুন হয়েছে তার বিচার চাই, বিচার হতে হবে এটাই দাবী।
২৬ শে সেপ্টেম্বর, ২০২৫ রাত ১০:০৯
সৈয়দ কুতুব বলেছেন: শেখ হাসিনার বিচার হবে ।সাজা পাবেন কিনা জানি না। তবে পরবাসে থাকাও এক ধরণের পানিশমেনট ।
১৮| ২৬ শে সেপ্টেম্বর, ২০২৫ রাত ১০:২৬
কলিমুদ্দি দফাদার বলেছেন:
এসব কোনো ঢাবিয়ানের জানার কথা না এই কথার মানে কি? সেদিন কলাবাগান ও দেখলাম কোন আইডি কে যেনো ঢাবিয়ান বলে সম্বোধন করলো। আর ব্লগার মেঠোপথ আমার পোষ্টে এখন আর মন্তব্য করেন না, ঢাবিয়ানের এর সাথে রাজনৈতিক বিরোধের পর থেকে। আগে মেঠোপথ লিগারদের সাথে ফাইট করতে এগিয়ে আসতেন।
২৬ শে সেপ্টেম্বর, ২০২৫ রাত ১০:৩৪
সৈয়দ কুতুব বলেছেন: লেখক মাথা পাগলা এবং মেঠোপথ সবচেয়ে বেশি কমেনটস করেছেন । কারন উনাদের আমার কমেনটস গুলো ভালো লাগছে না । উভ্য়ই নিরপেখখো মানুষ । ।
১৯| ২৬ শে সেপ্টেম্বর, ২০২৫ রাত ১০:২৯
জেনারেশন একাত্তর বলেছেন:
বিদেশে পড়ে, আমি দেশে গিয়ে চাকুরী করেছি; সঠিক চাকুরী না'পাবার কারণে বিদেশে কাজ করেছি; ফলে, ছেলেদের চাকুরির কথা আমি জানি।
বাংলাদেশের ৯০ ভাগ ছেলেমেয়ে পড়ালেখা করে না; তারাই চাকুরী পেয়ে, সরকারের গিয়ে ডাকাতী করে ও চাকুরী সৃষ্টি করতে পারে না।
২৬ শে সেপ্টেম্বর, ২০২৫ রাত ১০:৩৮
সৈয়দ কুতুব বলেছেন: আপনার কিছু কমেটস এর বেখখা জরুরি । সব জায়গায় গণহারে গারবেজ লিখে সারটিফিকেট দিয়ে কেন বলছেন সেটা বুঝা যায় না । আপনি তো পারিবারিক ঝামেলা কারণে সামুতে রাগ ঝাড়ার মানুষ নন ।
২৬ শে সেপ্টেম্বর, ২০২৫ রাত ১০:৪১
সৈয়দ কুতুব বলেছেন: ভাবছি জামাত কে ভোট দিবো। পাশ করে বের হয়ে সারটিফিকেট নিয়ে গেলেই নাকি বড়ো বড়ো চাকুরি দিবে। ইসলামি bank এ লিগের আমলে পটিয়ার লোকে ভরে গিয়েছিলো। এখন সব শিবিরের । আগেও তেনাদের ই ছিলো।
জিতবে এবার দাড়িপাললা ।
২০| ২৬ শে সেপ্টেম্বর, ২০২৫ রাত ১০:৫২
কলিমুদ্দি দফাদার বলেছেন:
যুদ্ধের পর শিক্ষিত মানুষের খুব অভাব ছিল; মানুষ ২-৩ টা করে ও নাকি চাকরি পেয়েছে। সাইফুর রহমান, আবুল মাল মুহিত, মওদুদ, ব্রাকের ফজলে আবিদ, ইউনুস, ডাঃ জাফরুল্লাহ এরা বিদেশ পড়াশোনা করে দেশে নতুন আইডিয়া নিয়ে কাজ করে নিজ নিজ অবস্থান থেকে প্রসিদ্ধ। এই সময় সব দল সরকার বিদেশে থেকে আসা শিক্ষিতদের কদর করতো।
টাউট-মাউটদের হিসাব আলাদা! দেশে কিছু করতে না পেরে আবার প্রবাসে ফিরত গেছে।
২৬ শে সেপ্টেম্বর, ২০২৫ রাত ১০:৫৬
সৈয়দ কুতুব বলেছেন: সবাই দেশে চাকুরি করলে বিদেশ থেকে রেমিটেনস পাঠাবে কে ? মমতাজ বেগম ?
২১| ২৬ শে সেপ্টেম্বর, ২০২৫ রাত ১১:৫০
মাথা পাগলা বলেছেন: লেখক বলেছেন: লেখক মাথা পাগলা এবং মেঠোপথ সবচেয়ে বেশি কমেনটস করেছেন । কারন উনাদের আমার কমেনটস গুলো ভালো লাগছে না । উভ্য়ই নিরপেখখো মানুষ । ।
কোটা আনদোলনকারি দের দাবি সঠিক।
লীগের দমন-পীড়ন নীতিকে আমি কখনই সাপোর্ট দেইনি।
আপনি নিরপেক্ষ! হুম… বাংলাদেশে এখন সুশাসনের নহর বইছে। বাংলাদেশে লীগই একমাত্র খারাপ, আর কেউ খারাপ নয় - এই ধ্যান-ধারনা থেকে আপনি মনে হয় না বের হতে পারবেন।
২৭ শে সেপ্টেম্বর, ২০২৫ রাত ১২:০১
সৈয়দ কুতুব বলেছেন: বাংলাদেশে সুশাসনের নহর বইছে এমন কথা কোথাও বলেছি ? লিগের দমন পীড়নের যে ধরন আর যাদের সাথে করেছে রিয়াকশান কি পরিমাণ হতে যাইতেসে সেটা সামনের কয়েক বছর দেখবেন ।
২২| ২৭ শে সেপ্টেম্বর, ২০২৫ রাত ১২:০৮
কামাল১৮ বলেছেন: এখন গুম করছে কারা। গুম হয়েছে উত্তরার সমন্বয়ক।তাকে খুজতে হাসনাত আবদুল্লাহ ক্যান্টনমেনটে ডুকতে গিয়ে ব্যর্থ হন।এসব কিসের আলামত।
২৭ শে সেপ্টেম্বর, ২০২৫ রাত ১২:১২
সৈয়দ কুতুব বলেছেন: এখন যা হইতেসে সেগুলো নিয়ে বলার সময় এখনো আসেনি।
২৩| ২৭ শে সেপ্টেম্বর, ২০২৫ রাত ১২:৫৭
মাথা পাগলা বলেছেন: লেখক বলেছেন: বাংলাদেশে সুশাসনের নহর বইছে এমন কথা কোথাও বলেছি?[/sb
গত একবছরে দেশে লীগের কোন অস্তিত্ব নাই, বর্তমানে দেশে এতো গ্যাঞ্জাম - কিন্তু সমস্ত মাথা-ব্যাথা লীগের আমলে কি কি হয়েছিলো। আপনার কথা একটাই - সব দোষ হাসিনার। আপানার কোন কমেন্টে ইউসুফ সরকার নিয়ে কোন সমালোচনা দেখি নাই। আপনাকে বর্তমান সরকারের দোষ-ত্রুটির কথা বললাম আপনি সমস্ত কথা এড়িয়ে গিয়ে লীগের আমলের দোষের কথা বলা শুরু করলেন।
হাসিনা পতনের সাপোর্ট দেয়াটা ছিলো দেশে গনতন্ত্র ফিরিয়ে আনা। সাধারন মানুষের জীবনযাপনের অধিকার স্বীকার করে নেয়া। গনতন্ত্র কি ফিরে এসেছে? আগে আপা লুকিয়ে যেসব কাজ করতো এখন সেগুলো প্রকাশ্যে হচ্ছে। বর্তমানে দেশে মব সৃষ্ট শাসন চলছে। এখন তো মনে হচ্ছে বেশির ভাগই ধান্দাবাজি কায়েম করতে গনতন্ত্রের আলাপ দিয়েছিলো।
আশা করি আমার কথাগুলা খারাপভাবে নেবেন না। সামুতে হাতে গোনা কয়েকজন ভালো লেখে। লীগের কট্টর যুক্তিসহকারে সমালোচনাকারী হিসেবে আপনি প্রথমেই থাকবেন। তবে আশা করবো এরকম সমালোচনা - দল নির্বিশেষে যারাই করবে তাদের নিয়েই করবেন।
@কলিমুদ্দি দফাদারঃ "...লিগারদের সাথে ফাইট করতে এগিয়ে আসতেন।"
দুই পক্ষেরই এরকম কিছু সৎ, নির্ভীক, জনদরদী নিবেদিতপ্রাণ জাতীয়তাবাদী মানুষ আছেন।
২৭ শে সেপ্টেম্বর, ২০২৫ রাত ১:১২
সৈয়দ কুতুব বলেছেন: আমি সাধারণ জনগণ । বলতে পারেন Floating voter । শেখ হাসিনা বারবার একই এমপিকে নোমিনেশন দেওয়ার পরিণাম ভোগ করেছে আমার পরিবার । শেখ হাসিনার এমপিরা আমাদের জমি ছলে বলে কেড়ে নিয়েছে। আবার আমরা দুই ভাইবোন শেখ হাসিনার আমলের নিয়োগ এক্সাম দিয়ে ফেয়ার ভাবে চাকুরি পেয়েছি। শিবিরের বহু ছেলে ফেয়ারভাবে চাকুরি পেয়েছে। এগুলো এখন তারা বলবে না । আমি চাই না লিগের কেউ আনফেয়ার ভাবে টরচার হউক। এই যে মিছিল করে ধরা খেলে জামিন নাই এই আইন শেখ হাসিনার সংসদের আইন । এগুলোর কুফল ভোগ করবে এখন উনার দলের লোকজনই । এসব আইন ভালো না কারন যে কোনো রিজন দেখিয়ে আপনাকে ধরে নিয়ে যাবে । । আমি এগুলো বাতিল হোক চে্য়েছিলাম।
©somewhere in net ltd.
১|
২৬ শে সেপ্টেম্বর, ২০২৫ সকাল ১১:২৯
নতুন বলেছেন: যারা রাজনিতি করে তারা টাকা ক্ষমতার জন্য করে। সেটা অবশ্যই অন্যায় করেই কামায়।
তাই যে কোরেই হোক ক্ষমতায় থাকাই আসল উদ্দেশ্য।
দল বা আদর্শ বড় কথা না।