| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সৈয়দ কুতুব
নিজের অজ্ঞতা নিজের কাছে যতই ধরা পড়ছে প্রচলিত বিশ্বাসের প্রতি ততই অবিশ্বাস জন্মাছে!
ফেনী শহরের মাস্টারপাড়ার লমি হাজারী বাড়ির সামনে যে শান্ত পুকুরঘাট আজ শানবাঁধানো, যেখানে ছাউনির নিচে বসে মানুষজন গোসল করে, ঝালমুড়ি আর পেয়ারা-জাম্বুরামাখা খায়, এই দৃশ্য একসময় ছিল কেবলই কল্পনা। ২০২৪ সালের ৫ আগস্টের আগে এই জায়গাটি ছিল এক আতঙ্কের নাম। এই পুকুরঘাট ছিল ফেনী-২ আসনের সাবেক সংসদ সদস্য নিজামউদ্দিন হাজারীর ‘ঘাটলা’। এখান থেকে চলতো তাঁর সাম্রাজ্যের শাসন। ঠিকাদারি বণ্টন, চাঁদাবাজির হিসাব, এমনকি স্থানীয় বিবাদ মীমাংসা সবকিছুর কেন্দ্র ছিল এই ঘাটলা, যা স্থানীয়ভাবে ‘ঘাটলার শাসন’ নামে পরিচিত ছিল। জেলার নানা প্রান্তের মানুষকে এখানে হাজিরা দিতে হতো।
আমারও মনে আছে সেই দিনের কথা। আমার আর আব্বার সেই ঘাটলায় নিজামের মুখোমুখি হওয়া। সেটা ছিল এক চরম দুঃসময়ে। ২০২০ সালের করোনা মহামারির সময়, যখন আমাদের মাথায় আকাশ ভেঙে পড়ার দশা আমার বাবা ও মা দুজনেই কোভিড আক্রান্ত। ঠিক সেই মুহূর্তে নিজাম হাজারী আমাদের জমি দখল করে রেজিস্ট্রেশন করে দেওয়ার জন্য চাপ দিতে শুরু করেন। অথচ মাত্র ২০১৯ সালের ডিসেম্বরেও ঢাকার মিরপুরে আমাদের এক টুকরো জমি স্থানীয় এমপি ইলিয়াস মোল্লা দখল করে নিয়েছিলেন। একের পর এক এমন আঘাতে মা ক্ষোভে নিজাম ও আব্বা দুজনকেই অনেক গালমন্দ করেছিলেন।
নিজাম হাজারী যে তার এলাকার জমি দখল করে নিজের রংমহল ও রিসোর্ট বানাচ্ছিলেন, সেটা অনেক পুরোনো খবর। ২০১৮ সালের নির্বাচনের আগেই তিনি আমাদের জমির সামনের প্রায় সবকিছুই জোর-জুলুম আর কৌশলে দখল করে নেন। তিনি মানুষ বুঝে টাকা দিয়েছেন : যারা প্রভাবশালী, তারা পেয়েছে বেশি দাম, আর আমাদের মতো নিরীহ মানুষদের দেওয়া হয়েছে জমির চার ভাগের এক ভাগ দাম। কিন্তু অন্যের জমি দখল করে কিছু টাকা হাতে ধরিয়ে দেওয়া তো আসলে অপরাধ। যাই হোক, ২০১৮ সালের নির্বাচনের আগে তিনি দখল করা জমির চারপাশে দেওয়াল তুলে আমাদের জানিয়ে দেন: ‘আপনাদের জমি আর লাগবে না।’ সেদিন আমিও ছিলাম আব্বার সঙ্গে। আব্বা খুব সহজ-সরল আর ভীতু স্বভাবের হওয়ায় মা সব সময় আমাকে তাঁর সঙ্গী করে পাঠাতেন। নিজাম যে একজন অপরাধী, তা আমাদের চেয়ে ভালো আর কারোরই জানার কথা না।
নির্বাচনে জেতার ঠিক দুই বছরের মাথায় তিনি আমাদের জমিও দখল করে ঢাকা থেকে ফোন করে বলেন: ‘এসে জমি রেজিস্ট্রেশন করে দিয়ে যান।’ এই লোকটার এত টাকা, অথচ তাঁর নিজের কোনো ছেলে-মেয়ে নেই। ভাই জসিম হাজারীর মেয়েকে দত্তক নিয়ে মানুষ করছেন। মাঝে মাঝে ভাবি, এত সম্পদের শেষ গতি কী হবে? নিজাম-বেনজীর-জেনারেল মাসুদ মিলে মালয়েশিয়াতে লোক পাঠানোর নামে বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করেছে। ওবায়দুল কাদের ফেনী গেলেই নিজাম হাজারীর বাড়িতে যেতেন। সেখানে রংমহলে রাতভর ফুর্তি চলত।
নিজাম তাঁর আত্মীয়-স্বজনদের সরকারি চাকরি দিয়েছিলেন, যারা এখন চাকরি হারানো ও মামলার শিকার হয়ে বসে আছেন। কোরবানির ঈদের সময় আত্মীয়-স্বজন আর প্রতিবেশীদের তিনি পাঁচ কেজি করে গরুর মাংস দিতেন। যখন ফেনী বা আশপাশের এলাকায় বিদ্যুৎ চলে যেত, মাস্টারপাড়ায় যেত না, কারণ সেখানে ছিল ‘এমপি সাহেবের বাড়ি’। নিজামের মুরব্বি ছিলেন আরেক গডফাদার আলাউদ্দিন নাসিম। ভাগ্যক্রমে নিজাম হাজারী ফেনী-২ আসনের এমপি মনোনয়ন পেয়ে যান। তিনি চট্টগ্রামে পড়াশোনা করেছেন এবং সেখানকার মেয়েকেই ভাগিয়ে বিয়ে করেছিলেন।
সেই ঘাটলায় আব্বা আর আমি সেদিন বসেছিলাম। আমাদের পূর্বপরিচিত এবং নিজামের একজন দালাল মারফত যোগাযোগ হয়েছিল। নিজাম আমার মায়ের চেয়েও মাত্র দু-বছরের বড়। সেখানে অনেক মানুষ বসে ছিল। আব্বা ঘেমে যাচ্ছিলেন আর আমার মুখ শুকিয়ে কাঠ। দালাল বারবার অভয় দিচ্ছিল, ‘ভয়ের কিছু নেই।’ আমরা দুজনেই ছিলাম চরম উদ্বেগে। মা বারবার ফোন দিচ্ছিলেন। আমরা সব কাগজপত্র আগেই ঠিক করে রেখেছিলাম। আমরা আগে থেকেই খোঁজ নিয়েছিলাম, নিজাম হাজারী কাকে কী পরিমাণ টাকা দিয়েছেন। কিছু খারাপ খবরও আমাদের কানে এসেছিল : শোনা গিয়েছিল যে টাকা দিয়ে ফেনী শহর ছাড়ার সময় নিজাম তাঁর লোক দিয়ে ছিনতাই করিয়ে আবারও টাকা ফিরিয়ে নিতেন। মা এসব শুনে ভয়ে অস্থির হয়ে গিয়েছিলেন।
যাই হোক, একটা ব্যাগ আমাদের হাতে ধরিয়ে দেওয়া হলো। আমরা কোনো কথা না বাড়িয়ে চুপচাপ মাস্টারপাড়া থেকে দ্রুত বেরিয়ে গেলাম। নিজাম হাজারী দালালের মাধ্যমে কত টাকা দেবেন, তা আগেই জানিয়েছিলেন। সেই দালালও কিছু টাকা নিজামের থেকে আগেই চেয়ে সরিয়ে নেওয়ায় এখানেও আমাদের লোকসান হলো। তবে খুশির কথা হলো: সেই দালালের ভাই-বেরাদার এবং তাঁর নিজের এখন আর্থিক অবস্থা খারাপ। নিজাম না থাকায় তাদেরও এখন উপার্জন নেই। আমরা শহর থেকে অটোরিকশায় উঠে দেখি, একই অটোতে তিন-চারজন ছেলে বসা আগে থেকেই । আমরা বেশ ঘাবড়ে গিয়েছিলাম। দ্রুত ব্যাংকে টাকা জমা দিলাম এবং আল্লাহ আল্লাহ করতে করতে ফেনী বাস কাউন্টারে পৌঁছলাম। তারপর ঢাকা চলে আসি। আমাদের পেছনেও লোক ছিল : আমরা কী করি, কেমন প্রতিক্রিয়া দেখাই, সেসব জানার জন্য।
এখন সেই নিজাম হাজারী দেশে নেই। তাঁর সেই রংমহল আর বাড়ি এখন কোথায়? গত বছর আগস্ট মাসের ৫ তারিখে শেখ হাসিনার পতনের সঙ্গে সঙ্গেই ক্ষুব্ধ জনতা নিজামের ২০০ কোটি টাকার বাড়ি জ্বালিয়ে দেয়। নিজামের সাম্রাজ্য এখন কারা দেখাশোনা করছে? অবশ্যই বিএনপির লোকজন। তারা বালুমহল থেকে লাখ লাখ টাকা কামাচ্ছে। চাঁদাবাজি এবং অন্যান্য যেসব ধান্দা আগে নিজাম করত, এখন তারাই সেগুলো করছে। এটাই আমাদের দেশের রাজনীতি। একটা দেশের এত বিপুল সংখ্যক মানুষ বেকার থাকলে, তাদের তো এমন ধান্দা-পানি করেই খেতে হবে। কিছু করার নেই।

০১ লা অক্টোবর, ২০২৫ রাত ৮:৩৮
সৈয়দ কুতুব বলেছেন: বিএনপির ভিপি জয়নাল নোমিনেশন পাবে?
২|
০১ লা অক্টোবর, ২০২৫ সন্ধ্যা ৭:৫৩
ঢাবিয়ান বলেছেন: ৫ ই অগাস্টের পরেতো আপনাদের সব জমি ফেরত পাবার কথা। বর্তমানে এই সব কুলাঙ্গারদের বিচার হতে দেখতে না পারাটা খুবই আতংকজনক । বিচার না হলেতো এই মাত্রার অপরাধ কখনই কমবে না।
০১ লা অক্টোবর, ২০২৫ রাত ৮:৩৯
সৈয়দ কুতুব বলেছেন: কাজের প্রক্রিয়া ধীর গতির!
৩|
০১ লা অক্টোবর, ২০২৫ রাত ৮:৩১
বিজন রয় বলেছেন: বাংলাদেশে এমপি বা রাজনীতিবিদ মানে গুন্ডা।
কি দেশ একটা বানিয়েছেন আপনারা!!
০১ লা অক্টোবর, ২০২৫ রাত ৮:৪২
সৈয়দ কুতুব বলেছেন: এদেশে সুশীলরাও পিছিয়ে নেই৷ রেজওয়ানা নস্ রুল হামিদের বাগান বাড়ি দখল করেছেন।
৪|
০১ লা অক্টোবর, ২০২৫ রাত ৮:৪৮
বিজন রয় বলেছেন: এদেশে সুশীলরাও পিছিয়ে নেই৷ ................ একদম ঠিক।
০১ লা অক্টোবর, ২০২৫ রাত ৯:১০
সৈয়দ কুতুব বলেছেন: সবাই মিলে মিশে খায়।
৫|
০১ লা অক্টোবর, ২০২৫ রাত ৯:১৩
জেনারেশন একাত্তর বলেছেন:
আপনাদের পরিবারের ঘটনা?
০১ লা অক্টোবর, ২০২৫ রাত ৯:১৭
সৈয়দ কুতুব বলেছেন: হ্যা।
৬|
০১ লা অক্টোবর, ২০২৫ রাত ১০:০১
কামাল১৮ বলেছেন: আওয়ামী পরিবারের অবস্থা খুবই খারাপ।তবে বেশিদিন আর খারাপ থাকবেনা।হতাস ঘুরতে শুরু করেছে।
০১ লা অক্টোবর, ২০২৫ রাত ১০:৩৩
সৈয়দ কুতুব বলেছেন: যারা আকাম কুকাম করেছে তারা আর ঘুরে দাড়াতে পারবে না । মানুষ দিবে না ।
৭|
০২ রা অক্টোবর, ২০২৫ সকাল ৯:৪১
এ সং অফ আইস এন্ড ফায়ার বলেছেন: শেখ হাসিনার পতন হয়েছে এইসব লোকের কারণে
০২ রা অক্টোবর, ২০২৫ সকাল ১০:২১
সৈয়দ কুতুব বলেছেন: বারবার এক এমপি নমিনেশন দিলে যা হয়। রাজা বনে গেছেন।
৮|
০২ রা অক্টোবর, ২০২৫ সকাল ১০:০৩
মাথা পাগলা বলেছেন: ঢাবিয়ান বলেছেন: ৫ ই অগাস্টের পরেতো আপনাদের সব জমি ফেরত পাবার কথা। বর্তমানে এই সব কুলাঙ্গারদের বিচার হতে দেখতে না পারাটা খুবই আতংকজনক । বিচার না হলেতো এই মাত্রার অপরাধ কখনই কমবে না।
মনে হয় না পাবে। বিএনপির এখন প্রচুর টাকার দরকার। শুধু দখলদারি চেঞ্জ হবে আর জমি ফেরত পেলেও মোটা অংকের টাকা চাঁদাবাজদের দিতে হবে।
কামাল১৮ বলেছেন: আওয়ামী পরিবারের অবস্থা খুবই খারাপ।তবে বেশিদিন আর খারাপ থাকবেনা।হতাস ঘুরতে শুরু করেছে।
আওয়ামী সাপোর্টার রাজা দশরথের মতো হলেও ভালো কিছু হবে না। লীগের মানুষ বিরোধী দলের মানুষের উপর কম অত্যাচার করেনি। সব সুদে-আসলে ফেরত দিবে। নির্বাচনের জন্য হয়তো এখন একটু চুপ করে আছে। জেলে যেসব লীগের বড় নেতারা আটক আছে, কয়েকটাকে ধরে ফাঁসি দেবার চান্স অনেক হাই। নির্বাচনের পর বাকি চুনাপুটিগুলারে গর্ত থেকে বের করবে, রাজনৈতিক প্ল্যান, প্রতিশোধ সবদিক থেকেই জাস্টিফাই করবে।
০২ রা অক্টোবর, ২০২৫ সকাল ১০:২৩
সৈয়দ কুতুব বলেছেন: জমি রেজেস্ট্রি করে নিয়েছে। ফেরত পাওয়া সহজ হবে না। টাকা না কম দিয়েছে।
৯|
০২ রা অক্টোবর, ২০২৫ সকাল ১০:৩৬
শ্রাবণধারা বলেছেন: আওয়ামী লীগের এই ডাকাতদের কয়েকজনকে বিচার করে ফাঁসি দিয়ে ভবিষ্যতে যাতে ডাকাত সৃষ্টি না হয়, সেজন্য দৃষ্টান্ত স্থাপন করা উচিত।
০২ রা অক্টোবর, ২০২৫ সকাল ১০:৫৯
সৈয়দ কুতুব বলেছেন: কে দিবে ফাসি? এরা সবাই দিব্যি আরামে আছে।
১০|
০২ রা অক্টোবর, ২০২৫ দুপুর ১:১১
রাজীব নুর বলেছেন: দূর্নীতির কারণে ফাঁসি দেওয়ার নিয়ম আমাদের নেই।
তাহলে বিএনপি, আওয়ামীলীগের অনেকের ফাঁসি হয়ে যেতো।
০২ রা অক্টোবর, ২০২৫ দুপুর ২:০৯
সৈয়দ কুতুব বলেছেন: নিজাম হাজারি খুনি । উহার লাইফ টাইম সাজা হওয়া উচিত । পাক সার জমিন বাদ ।
১১|
০২ রা অক্টোবর, ২০২৫ দুপুর ২:২৪
আফলাতুন হায়দার চৌধুরী বলেছেন: আপনার লেখাটা পড়লাম। আমি (আমার পরিবার) আমরা ফেনীর স্থানীয়। আপনার বিষয়টা জেনে খুব খারাপ লাগলো। আশা করি, এবং দোয়া করি আল্লাহ্ আপনাদের মানসিক এবং শারিরীকভাবে ভালো রাখুন।
আমার জন্ম, বেড়ে ওঠা সবই এই ফেণী শহরে। অনেক কিছু দেখেছি, দেখছি এবং দেখবো। একটা কথা বলে রাখি, নিজাম হাজারী সব সময় ফেনীর বিএনপি এবং জামাত কে সামনে রেখেছিলে ঠান্ডা মাথায়, কৌশলে। আপনি যদি স্থানীয় হয়ে থাকেন নিশ্চই জানেন কিভাবে, তাই পুরো গল্পে গেলাম না। সুতরাং স্বাধীনতার পর নিজাম হাজারীর বাড়ি জ্বালিয়ে দেবার প্রশ্নই ওঠেনা।
বিধি বাম।
চার অগাষ্ট শেখ হাসিনার সরাসরি আদেশে নিজাম হাজারী তার পান্ডাদের নিয়ে যেভাবে খোলাখুলি আমাদের বাচ্চাদের গুলি করা শুরু করলো। ১১ জন, যারা আমাদের ভাই আর বোনদের ছেলে, একেবারে নিরস্ত্র, হাতে শুধু ইট, তাদের মেরে ফেললো। (অসমর্থিত সংখ্যা ২৩)।
পরদিন কুকুর হাসিনা কুত্তার মত পালালো। ফেনীর পরাক্রমশালী সম্রাট ও তার দলবল হাওয়া হয়ে গেলো। নিজাম হাজারীর সাধের প্রাসাদ তছনছ হল। কি প্রয়োজন ছিলো নিজাম হাজারীর শেখ হাসিনার ফোন পেয়ে হঠাৎ বেরিয়ে পড়ার? সব মিলিয় দশ এগারোটা রাইফেল, শটগান, আর একে৪৭ নিয়ে যত্রত যত্র যাচ্ছেতাই গুলি করা? যাদের মেরেছে তাদেরকে ওরা কেউ চেনে ও না। এতগুলো তরতাজা প্রান নিমেষে চলে যাবে, আর ওর বাড়িঘর আস্ত রাখবে?
"লমি হাজারী বাড়ি" - হাজারী বাড়ির অন্যান্য হাজারীদের মধ্যে এরাও অনন্য সম্ভ্রান্ত পরিবার। নিজাম হাজারীর বাব জয়নাল আবেদীন হাজারী ৪০ বছর (মৃত্যুর আগ পর্যন্ত) ফেনী অপরাযেয় ওয়ার্ড কমিশনার ছিলেন। একজন সজ্জন ব্যাক্তি। কিন্তু নিজাম হাজারী হয়েছে হাসিনার ল্যাসপেন্সার। যেমন কর্ম তেমন ফল। কিছু করার নেই। ঢাকার আওয়ামীলীগের অফিসের মত নিজাম হাজারীর বাড়িতেও এখন গৃহহীনেরা হাগে আর মোতে। এটাই নিয়তি।
একদিন হয়তো ওরা ফিরে আসবে, কিন্তু এই লজ্জ্বা ওদের বয়ে বেড়াতে হবে আজীবন।
০২ রা অক্টোবর, ২০২৫ দুপুর ২:৫২
সৈয়দ কুতুব বলেছেন: নিজাম হাজারির বাবা যাই হোক। নিজাম এমপি হয়েছে কেবল জয়নাল হাজারিকে শেখ হাসিনা বসিয়ে ডেয়ার কারনে । নিজাম হাজারি কলেজ লাইফে ডাবল মারডারের আসামি।
১২|
০২ রা অক্টোবর, ২০২৫ রাত ৮:০৭
দি এমপেরর বলেছেন: ক্ষমতা যে কারো জন্য চিরস্থায়ী নয়, এবার হাতেনাতে প্রমাণ হেয়ে গেছে।
০২ রা অক্টোবর, ২০২৫ রাত ৮:২১
সৈয়দ কুতুব বলেছেন: একমাত্র ক্ষমতার অধিকারী জনগণ। যারা জনগণ কে কষ্ট দিবে না তারাই রাজনীতি করতে পারবে।
১৩|
০৩ রা অক্টোবর, ২০২৫ বিকাল ৫:৩২
দি এমপেরর বলেছেন: এ দেশে রাজনীতিবিদরা সৎ হয়ে গেলে দেশ সোনার দেশ হয়ে যাবে। বাকিরা আর দুর্নীতি করার সাহস পাবে না।
০৩ রা অক্টোবর, ২০২৫ বিকাল ৫:৫০
সৈয়দ কুতুব বলেছেন: আর কবে হবে ?
১৪|
০৩ রা অক্টোবর, ২০২৫ সন্ধ্যা ৭:২১
রাজীব নুর বলেছেন: পোষ্টে আবার এলাম। কে কি মন্তব্য করেছেন, সেটা জানতে।
০৩ রা অক্টোবর, ২০২৫ সন্ধ্যা ৭:৫৫
সৈয়দ কুতুব বলেছেন: পাক সার জমিন বাদ ।
©somewhere in net ltd.
১|
০১ লা অক্টোবর, ২০২৫ সন্ধ্যা ৭:৪৫
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: প্রতিবেদন টি আজকের প্রথম আলোর।