নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দরিদ্র দেশের জনসংখ্যা কে জনশক্তি তে পরিণত করতে হলে কর্মমুখী শিক্ষার বিকল্প নেই।

সৈয়দ কুতুব

নিজের অজ্ঞতা নিজের কাছে যতই ধরা পড়ছে প্রচলিত বিশ্বাসের প্রতি ততই অবিশ্বাস জন্মাছে!

সৈয়দ কুতুব › বিস্তারিত পোস্টঃ

শেখ হাসিনা ভারতকে ফেলেছেন এক বিশাল \'ক্যাচ টোয়েন্টি টু\' সিচুয়েশনে

০৭ ই অক্টোবর, ২০২৫ রাত ১১:৪২


সোমবার সকাল। দিল্লির সাউথ ব্লকে বসে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি যখন বাংলাদেশের সাংবাদিকদের সামনে বললেন, "শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধটি একটি আইনগত বিষয়, আমরা যথাযথ প্রক্রিয়ায় বিবেচনা করব" – তখন অনেকেই ভাবলেন, বুঝি ভারত নরম হচ্ছে। কিন্তু আসল সত্যিটা একেবারেই আলাদা। দিল্লির করিডোরে কথা হলো একাধিক শীর্ষ কর্মকর্তা, সাবেক কূটনীতিবিদ আর পলিসি এক্সপার্টদের সাথে। তাদের মোটামুটি সবার কথার সারমর্ম এক : শেখ হাসিনা ভারতকে ফেলেছেন এক বিশাল 'ক্যাচ টোয়েন্টি টু' সিচুয়েশনে। না পারছে গিলতে, না পারছে ওগরাতে। কিন্তু ফেলে দেওয়ার তো প্রশ্নই ওঠে না !

সাউথ ব্লকের একজন কর্মকর্তা গোপনে বললেন, "খেয়াল করুন, বিক্রম মিশ্রি কথাটা কোথায় বলেছেন। বাংলাদেশের অতিথি সাংবাদিকদের সামনে, সরকারি অনুষ্ঠানে। ওখানে তো সরাসরি বলা যায় না – 'না, আমরা ওনাকে কিছুতেই ফেরত দেব না!' ডিপ্লোম্যাটিক্যালি কারেক্ট ভাষায় যেটুকু বলা যায়, সেটাই বলেছেন।"আসলে কূটনীতির জগতে যা বলা হয় না, সেটাই বেশি গুরুত্বপূর্ণ। আর এখানে যা বলা হয়নি তা হলো : শেখ হাসিনাকে ভারত কখনোই ফিরিয়ে দেবে না।

ভারতের সাবেক শীর্ষ কূটনীতিবিদ টিসিএ রাঘবন একটা অসাধারণ পয়েন্ট তুললেন। তিনি বললেন, "আজ যদি ভারত তাদের এত বছরের পরীক্ষিত বন্ধু শেখ হাসিনার পাশে না দাঁড়ায়, তাহলে ভবিষ্যতে দক্ষিণ এশিয়ার কোনো নেতাই ভারতের বন্ধুত্বে আস্থা রাখবে না।" দক্ষিণ এশিয়ায় ভারতের প্রভাব কতটা কমে যাবে যদি এই বার্তা যায় যে : সংকটে ভারত বন্ধুদের ফেলে দেয় ।

সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী বিক্রমজিত ব্যানার্জি একটা শক্ত আইনি যুক্তি দিলেন। "বাংলাদেশে গত আগস্টের পর যেভাবে ঢালাও মিথ্যা মামলা হচ্ছে, আদালত প্রাঙ্গণেও সাবেক নেতাদের হেনস্তা হচ্ছে – তাতে শেখ হাসিনা সুষ্ঠু বিচার পাবেন, এমন বিশ্বাস করার কোনো কারণ নেই। শুধু এই যুক্তিতেই প্রত্যর্পণ খারিজ করা যায়।" বাংলাদেশে এমনিতেই ভারত-বিরোধী মনোভাব যথেষ্ট প্রবল। আর এখন শেখ হাসিনাকে জোর করে ঢুকিয়ে দিলে সেটা আরও বাড়বে। ভারত সেটা খুব ভালোভাবেই বুঝছে। নিজের পায়ে কুড়াল মারার মতো বোকামি দিল্লি করবে না।

বিজেপির ঘনিষ্ঠ পলিসি এক্সপার্ট শুভ্রকমল দত্ত পরিষ্কার করে বললেন, "ভারত শেখ হাসিনার আতিথেয়তা, নিরাপত্তা ও মর্যাদার দায়িত্ব নিয়েছে। কিন্তু বাংলাদেশে তার রাজনৈতিক পুনর্বাসনের কোনো দায়িত্ব নেয়নি। তিনি যদি নিজে থেকে ফিরতে চান আর পরিস্থিতি অনুকূল হয়, সেটা ভিন্ন কথা। কিন্তু ভারত তাকে 'প্যারাড্রপ' করে বাংলাদেশে বসিয়ে দেবে : এটা সম্পূর্ণ ভুল ধারণা।" পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক শীর্ষ কর্মকর্তাও জানালেন, "ভারত তাকে নিজে থেকে আশ্রয় দেয়নি, পরিস্থিতির চাপে একরকম বাধ্য হয়েছিল। আসার পর বেশ চেষ্টা হয়েছে তাকে তৃতীয় কোনো দেশে পাঠানোর, কিন্তু সব শর্ত না মিলায় সে চেষ্টাও আপাতত থেমে গেছে।"

নিউ ইয়র্কে সাংবাদিক মেহদি হাসানকে দেওয়া সাক্ষাৎকারে ড. ইউনূস বলেছিলেন, "ভারত এখনও আশা করছে শেখ হাসিনা বিজয়ীর বেশে ফিরবেন।" কিন্তু দিল্লির পর্যবেক্ষকরা এই মন্তব্যকে "নিছকই রাজনৈতিক" বলছেন। বাস্তবতা হলো : ভারতের কোনো এমন পরিকল্পনা নেই। ঢাকায় ভারতের সাবেক হাই কমিশনার পিনাকরঞ্জন চক্রবর্তী মনে করিয়ে দিলেন, "বিদেশি নেতাদের আশ্রয় দেওয়ার ঐতিহ্য আছে ভারতের। দালাই লামা ৬৬ বছরের বেশি সময় ধরে ভারতে আছেন। আফগান প্রেসিডেন্ট নাজিবুল্লাহর পরিবার ৩০ বছরের বেশি। শেখ হাসিনাকেও ভারত যতদিন দরকার, সম্মানের সাথে রাখবে।"

শেখ হাসিনাকে ঘিরে ভারতের অবস্থান এক জটিল ধাঁধা। একদিকে তাকে ফেরত দেওয়া যাচ্ছে না – কারণ সেটা ভারতের কূটনৈতিক বিশ্বাসযোগ্যতা ধ্বংস করবে। অন্যদিকে, তাকে রাজনীতিতে ফিরিয়ে আনার চেষ্টাও করবে না : কারণ সেটা বাংলাদেশে ভারত-বিরোধী মনোভাব আরও তীব্র করবে। তাই দিল্লি বেছে নিয়েছে এক মধ্যপন্থা – শেখ হাসিনা থাকবেন ভারতে, সম্মানের সাথে, দীর্ঘদিন। না ফেরত যাবেন বিচারের মুখোমুখি হতে, না ফিরবেন বীরের বেশে ক্ষমতায়।

যতদিন দরকার শেখ হাসিনাকে রাখবে ভারত- বাংলা ট্রিবিউন

মন্তব্য ৪২ টি রেটিং +০/-০

মন্তব্য (৪২) মন্তব্য লিখুন

১| ০৮ ই অক্টোবর, ২০২৫ রাত ১২:০২

কামাল১৮ বলেছেন: এখানে মন্তব্য করার কিছু নাই।

০৮ ই অক্টোবর, ২০২৫ রাত ১২:১৪

সৈয়দ কুতুব বলেছেন: ধন্যবাদ মন্তব্য না করার জন্য ।

২| ০৮ ই অক্টোবর, ২০২৫ রাত ১২:০৪

জেনারেশন একাত্তর বলেছেন:



শেখ হাসিনা *সাহসী মহিলা, জিয়ার সময় ফেরত এসেছিলেন; এবারও ফেরত আসবেন; উনাকে ধাক্কার দেয়ার জন্য কেহই সেদিন আদালত প্রাংগনে যাবে না।

০৮ ই অক্টোবর, ২০২৫ রাত ১২:১৩

সৈয়দ কুতুব বলেছেন: ধন্যবাদ ।

৩| ০৮ ই অক্টোবর, ২০২৫ রাত ১২:১৫

আবেদি১২৩ বলেছেন: @জেনারেশন একাত্তর স্যার ঠিকই বলেছেন, স্যার আমার ব্লকটা যদি একটু ছেড়ে দিতেন অনেক উপকৃত হতাম। আপনার পোস্ট পড়ে এখন অনেক ভালো লাগে। যদি স্যার নিজ গুণে আমাকে ক্ষমা দিতেন খুশি হতাম।

৪| ০৮ ই অক্টোবর, ২০২৫ রাত ১২:১৯

জেনারেশন একাত্তর বলেছেন:


@আবেদি১২৩,

আপনার কমেন্ট ব্যান তুলে নিয়েছি।

৫| ০৮ ই অক্টোবর, ২০২৫ রাত ১২:২২

আবেদি১২৩ বলেছেন: "স্যার, আফার সাহস শুধুমাত্র ভারতকেন্দ্রিক, স্যার আমি কি ঠিক বলেছি? যদি ভুল বলি, ক্ষমা দিয়েন।"

০৮ ই অক্টোবর, ২০২৫ রাত ১২:৩৫

সৈয়দ কুতুব বলেছেন: এসব বিষয় ভুল কিংবা সঠিক বাইনারিতে এনসার করা যায় না । সব কিছু ফিউচার পলিটিক্সের উপর ছেড়ে দেন।

৬| ০৮ ই অক্টোবর, ২০২৫ রাত ১২:২৪

জেনারেশন একাত্তর বলেছেন:



মনে হচ্ছে, লেখাটা সংগ্রহ করা; আসলে ১৯৮১ সালের ১৭ই মে, যেদিন শেখ হাসিনা ৫ বছর পর ঢাকা ফিরেছিলেন, সেদিনই ইন্দিরা গান্ধী ভারত সরকারের কাছে একটি রুল রেখে গেছেন, যখনি কোন কারণে শেখ হাসিনা ভারতে ফিরতে বাধ্য হবে, ভারত উনাকে সন্মানের সাথে গ্রহন করবে।

০৮ ই অক্টোবর, ২০২৫ রাত ১২:৩৬

সৈয়দ কুতুব বলেছেন: নিউজে এসেছে ।

৭| ০৮ ই অক্টোবর, ২০২৫ রাত ১২:২৭

আবেদি১২৩ বলেছেন: "পলানোর সময় আফা যে হাতটা দিছে, মনে হচ্ছিল কামারের বেডি হাতাচ্ছে। স্যার, খমা দিয়েন যদি ভুল বলে থাকি। আপনার খমা ছাড়া, এই দুনিয়া অন্ধকার। স্যার, হারপিক মজুমদার কেমন আছে? শুনলাম আপনাদের ওই খান থ্যাকে দুরানি খাইছে। এই বাতায়ো, বাইতন গোর মতো হাঁটে।"

০৮ ই অক্টোবর, ২০২৫ রাত ১২:৩৭

সৈয়দ কুতুব বলেছেন: আপনি হারপিকের খবরও রাখেন ? ভালো ।

৮| ০৮ ই অক্টোবর, ২০২৫ রাত ১২:৩১

আবেদি১২৩ বলেছেন: "স্যার বান তোলার জন্য ধন্যবাদ, শুভেচ্ছা নিরন্তন।"

০৮ ই অক্টোবর, ২০২৫ রাত ১২:৩৮

সৈয়দ কুতুব বলেছেন: আপনাকেও শুভেচ্ছা নিরন্তন।

৯| ০৮ ই অক্টোবর, ২০২৫ রাত ১:১৭

জ্যাক স্মিথ বলেছেন: অনেক কিছু জানা হলো।

আপনি হচ্ছেন এই ব্লগের কুতুব, মানে আপনি'ই হলেন একমাত্র নিয়মিত ব্লগার যে নিয়ম করে প্রতিদিন একটি করে পোস্ট করে, এমন ধারাবাহিক ব্লগার আমি আমার জীবনে দেখিনি।



০৮ ই অক্টোবর, ২০২৫ রাত ১:২১

সৈয়দ কুতুব বলেছেন: No-bell :P

১০| ০৮ ই অক্টোবর, ২০২৫ ভোর ৬:৪৭

অগ্নিবাবা বলেছেন: আওয়ামীলীগ ছাড়া বাংলাদেশের গতি নাই। ভাত খাওয়া বন্ধ করতে চাইলে চাউলের বিকল্প থাকতে হবে। বিকল্প না থাকলে পান্তাভাতই খেতে হবে। গত একবছর হাসিনা নাই, আপনারা বাংলাদেশের কি বালডা ফেলাইছেন? আপনাদের কাছে কি হাসিনার কোনো বিকল্প আছে? এই নাস্তিক আল্লাহর কাছে চায় বাংলাদেশে অন্তত একবার জামাতের শাষন আসুক, শরীয়া ল কায়েম হোক, তারপর মডারেট মুসলমানদের দৌড় বোঝা যাবে, বারাসাতে জায়গা নিয়ে রাখছি, খবর দিয়েন। ভয় পাওয়ার কারন নাই হাফ ডিমের পুরোটাই খেতে দেবো।

০৮ ই অক্টোবর, ২০২৫ সকাল ৯:১৮

সৈয়দ কুতুব বলেছেন: শেখ হাসিনা বাংলাদেশে মৌলবাদের বীজ বিস্তার করে গেছেন মারাত্মক ভাবে। একবছরে শেখ হাসিনা কি করতে পেরেছিলো যখন ক্ষমতায় বসেছিলো? আসলে রাষ্ট্রক্ষমতায় বসলে একবছরে কি করা যায়? শেখ হাসিনা বাংলাদেশের যে ক্ষতি করে গেছে ঊহা বুঝতে হলে আপনাকে বাংলাদেশের অলিগলিতে ঘুরতে হবে। আসলে বাংলাদেশের ব্যাপারে আপনাদের কোনো ধারণা নেই।

১১| ০৮ ই অক্টোবর, ২০২৫ সকাল ৮:৩৪

সৈয়দ মশিউর রহমান বলেছেন: অগ্নিবাবা অগ্নিরূপ দেখাচ্ছে্

০৮ ই অক্টোবর, ২০২৫ সকাল ৯:১৫

সৈয়দ কুতুব বলেছেন: আপনি আগ্নিরূপ দেখে চুপ থাকেন। বললাম আর হয়ে গেলো এমন না। তবে ব্লগার মহাজাগতিক চিন্তার জন্য শেয়ার করেছি নিউজটা। উনার ধারণা ভারত টুপ করে শেখ হাসিনা কে আবার বসিয়ে দিবে। কি মনে হয় ভারত এরকম ভুল করবে?

১২| ০৮ ই অক্টোবর, ২০২৫ সকাল ৯:১৬

আলামিন১০৪ বলেছেন: আপনি অনেক ভুল তথ্য দেন, দয়া করে রেফারেন্সসহ লিখবেন

০৮ ই অক্টোবর, ২০২৫ সকাল ৯:২০

সৈয়দ কুতুব বলেছেন: বাংলা ট্রিবিউন লিখেই দিয়েছি। এভাবে ইন জেনারেল না বলে কোথায় ভুল তথ্য দিয়েছি সেখানে কমেন্ট করে জানান। আমি গুজববাজ না। আবার অন্ধবিশ্বাসীও না।

১৩| ০৮ ই অক্টোবর, ২০২৫ সকাল ১১:১৯

রাজীব নুর বলেছেন: ''যার বিয়ে তার খবর নাই, পাড়াপড়শীর ঘুম নাই'' আপনার এবং আপনাদের অবস্থা হয়েছে এরকম।
ঠিকই আছে- আপনাদের জাতীয় সংগীত যেহেতু- পাকসার জমিন সাদ বাদ।

এদিকে ভারত ঠিক আছে। শেখ হাসিনা ঠিক আছে। নেতাকর্মীরাও ঠিক আছে।

০৮ ই অক্টোবর, ২০২৫ সকাল ১১:৩২

সৈয়দ কুতুব বলেছেন: ওয়েল ক্রিমিনাল দের নিয়ে কারো মাথা ব্যথা নেই। মাফিয়া সম্রাজ্ঞীর অবস্থা ১০% নেতার চেয়েও খারাপ হবে। জংগীবাদ বিস্তারে শেখ হাসিনা সবাইকে ছাড়িয়ে গেছেন।

১৪| ০৮ ই অক্টোবর, ২০২৫ সকাল ১১:৩৪

দি এমপেরর বলেছেন: শেখ হাসিনাকে ভারত কোনোদিনই ফেরত পাঠাবে না। অন্তত বাংলাদেশের সরকারের অনুরোধে তো নয়ই।

০৮ ই অক্টোবর, ২০২৫ সকাল ১১:৩৮

সৈয়দ কুতুব বলেছেন: শেখ হাসিনা ফিরলেও কাজ হবে না। যারা ১৯৮১ সালের স্বপ্ন দেখছেন অচিরেই সেটা ভঙ্গ হবে। আওয়ামী লীগের দশা হবে বিএনপির বিগত ১৬ বছরের মতো।

আপাদমস্তক মাফিয়া সংগঠন ! প্রোপাগাণ্ডা, মিথ্যা বলা, জংগীবাদ বিস্তার, ও জনগণকে বেকুব বানানোর কারিগর।

১৫| ০৮ ই অক্টোবর, ২০২৫ দুপুর ১২:২৬

রিফাত হোসেন বলেছেন: বীরের বেশে!!! impossible, যে কুকাম করেছেন তার প্রভাব থাকবে অনেক দিন।

০৮ ই অক্টোবর, ২০২৫ দুপুর ১:১৬

সৈয়দ কুতুব বলেছেন: শুধু আওয়ামী লীগের কাছে তিনি বীর, সাধারণ জনগণ অপরাধীর চোখে দেখে।

১৬| ০৮ ই অক্টোবর, ২০২৫ দুপুর ১২:৩২

শ্রাবণধারা বলেছেন: লেখাটা ভালো।

আমার ধারণা, জনগণ আওয়ামী লীগকে সামনের দিনগুলোতে লাঠির ওপরেই রাখবে। যদি এদের অনেকের ফাঁসি হয়, তখন হয়তো জনতা তাদের প্রতি কিছুটা নরম হতে পারে। তার আগ পর্যন্ত ডাকাত, খুনি, বদমায়েশের দল হিসেবে আওয়ামী লীগকে মাইরের ওপরে রাখাটাই ন্যায়সংগত।

০৮ ই অক্টোবর, ২০২৫ দুপুর ১:১৮

সৈয়দ কুতুব বলেছেন: এত দুর্নীতির পর মাথা তোলা? কথায় কথায় উন্নয়ন—সবই ছিল মাথা ঘোরানো চোখফাঁকি।

১৭| ০৮ ই অক্টোবর, ২০২৫ বিকাল ৩:৫৩

সত্যপথিক শাইয়্যান বলেছেন:




"স্যার বান তোলার জন্য ধন্যবাদ, শুভেচ্ছা নিরন্তন।" :)

০৮ ই অক্টোবর, ২০২৫ বিকাল ৪:০৫

সৈয়দ কুতুব বলেছেন: /:)

১৮| ০৮ ই অক্টোবর, ২০২৫ সন্ধ্যা ৭:৫২

বিজন রয় বলেছেন: ভারত যা করে বুঝে শুনে করে বলে আমার মনে হয়।

০৮ ই অক্টোবর, ২০২৫ রাত ৮:২২

সৈয়দ কুতুব বলেছেন: ইউনুস সাহেব আসলে কী করতে যাচ্ছেন, সেটাই দেখার বিষয়। তিনি কি সত্যিই নির্বাচন আয়োজনের পথে হাঁটছেন, নাকি আসলে নিজের ক্ষমতা আরও দৃঢ় করার কৌশল নিচ্ছেন?

১৯| ০৯ ই অক্টোবর, ২০২৫ সকাল ১০:৩৫

রাজীব নুর বলেছেন: পোষ্টে আবার এলাম। কে কি মন্তব্য করেছেন সেটা জানতে।

০৯ ই অক্টোবর, ২০২৫ সকাল ১০:৩৯

সৈয়দ কুতুব বলেছেন: স্বৈরাচার নিপাত যাক।

২০| ১২ ই অক্টোবর, ২০২৫ দুপুর ১২:২৯

আদিত্য ০১ বলেছেন: কুতুব ভাই আপনার লেতা তারেক আসার আগেই শেখ হাসিনা আসছেন, কথাটা মিলিয়ে নিয়েন। আপনাদের উপদেষ্টা সব ভাগবে তাহা আপনাদেরই লেতা নাহিদ বলেছে। আমরা তো কিছুই বলছি না। আপনারা এত ভয় পান কেন। আপনারা শেখ হাসিনাকে আসতে দিচ্ছেন না। কিসের বিচার কিসের কি? আপনাদের আত্মায় কি পানি থাকে যখন শুনেন শেখ হাসিনা আসছে।আবার কন শেখ হাসিনা ভারত দিচ্ছে না। আপনাদে এনছিপির নেতাদের আত্মায় পানি থাকে না যখন শুনে শেখ হাসিনা আসছে। যখন আসবে তখন তিন ইঞ্চির পীর আর পাকি বীজগুলা সহ লালবদরদের সবগুলা প্যান্ট ভিজবে

শেখ হাসিনা আসছে, এইটাই সত্যি। খুব শীগ্রই। বিস্তারিত বলছিনা। আমি নিজেও ১ বছর আগে ভাবছিলাম শেখ হাসিনা আসতে পারবে কিনা, আওয়ামীলীগকে দাড়াতে ২/৩ বছর লাগতে পারে। কিন্তু এখন ১০০% গেরেন্টি দিতে পারি ইনশা-আল্লাহ খুব শীগ্রই শেখ হাসিনা আসছেন।


সময় হলে আরও ক্লিয়ার বুজবেন। এখন আপনাদের লালবদর আর পাকিবীজগুলারে নিয়ে তজবি জপেন এইগুলা "পাচিস্ট, চৈরাচারা, সেইফ এক্সিট, মেটিকুলাস, নয়া বন্দোবস্ত, ঝুলাই, ব্যানকিলাব "

১২ ই অক্টোবর, ২০২৫ দুপুর ১২:৫২

সৈয়দ কুতুব বলেছেন: তারেক আমার নেতা না । আপনি ভুল করছেন । তারেক বিএনপির নেতা ।

২১| ১২ ই অক্টোবর, ২০২৫ দুপুর ১২:৩১

আদিত্য ০১ বলেছেন: আপনাদের জাশি পন্থি ব্লগারদের নিয়ে তজবি জপেন "পাচিস্ট, চৈরাচারা, সেইফ এক্সিট, মেটিকুলাস, নয়া বন্দোবস্ত, ঝুলাই, ব্যানকিলাব "

১২ ই অক্টোবর, ২০২৫ দুপুর ১২:৫৩

সৈয়দ কুতুব বলেছেন: জাশি ব্লগারদের আজকাল সাড়া কম। তারা আমাকে বেশি লাইক করে না । জাশি নিয়ে বেশ কিছুদিন লেখা হয় না । কি লিখমু বলেন ? তারা পরকিয়া , রেইপ আর রিলিজিয়ন বিজনেস নিয়ে বিজি ।

২২| ১২ ই অক্টোবর, ২০২৫ দুপুর ১:২৮

আদিত্য ০১ বলেছেন: ভাই, জাশি এই বাংলাদেশ ১৯৭১ সালে চাইছে? আপনিই বলেন? আপনারা তাদেরকে কিভাবে বাংলাদেশের প্রতিনিধিত্ব দেওয়ার জন্য তাদের সোরে কন "তুমি কে আমি কে রাজাকার"। রাজাকার কি এই বাংলাদেশ চাইছিলো, তারা পাকিস্তান চাইছিলো বলেই, বাংলার মানুস ধরে ধরে মারছে, আর তাদের সাথে গলা মিলিয়ে বলেন রাজাকার। রাজাকার শব্দটা কোথা থেকে আসছে আপনি আমি সবাই জানি। এইটাকে গলা মিলানোর মত নোংরা আর ইবলিশের মত কুবুদ্ধি জাশি তো দিবে। জাশি পুরুটাই ইব্লিশ। এই দেশের প্রতিনিধিত্ব কিভাবে চায়। কিভাবে আমার মাথায় আসে না?

এই গেঞ্জিরা আসলেই তিন ইঞ্চির কথায় নাচে গোল্ড ফিসের মত

শুনেন শেখ হাসিনা আসতে চাচ্ছে, আপনাদের ইউনুস আর ডাস্টবিন শফিক্যার মত এনছিপিরা ভয়ে আসতে দিচ্ছে না। এইটাই সত্যই। হুদাই প্রচার করে ভারত আসতে দিচ্ছে না। এইসব কিচ্ছা না বানাইলে জনগন খাবে না। কিন্তু জনগন বুঝে।

আপনি জরিপ করেন, গরীব দুঃখি বা রিকশাচলক ভাইইয়েরা বলবে "আগেই ভালো ছিলাম", এখন শেখ হাসিনা নাই, টিসিবি পন্য না্ই, গরীব দুঃখি সাহায্য ভাতা নাই

নির্বাচন যদি সুষ্ঠু হয় আর আওয়ামীলীগকে অংশগ্রহন করতে দেয়, এখনও ৪৫% থেকে ৫০% ভোট পাবে। এইটা ১ বছর আগেও আমিও ভাবতে পারিনাই, কিন্তু আওয়ামীলীগ এই দেশে স্বাধিনতা আনা দল। আওয়ামীলীগ আইয়ুবের সামরিক শাসনের রক্ত চক্ষু উপেক্ষা করে ১৯৬৯ ও ১৯৭১ রক্ত দিয়ে গড়া দল। এইটা সেনাদের ছাউনির নিচে কিং পার্টি না, এইটা মুসলিম লীগের বানানো পাকি বীর্যের রাজাকার শাবকদের আলবদর গো আ, দেইল্লা রাজাকার, কসাই কাদেরের পাকি কীটদের গড়া জামাত ইসলামির মত দল।

আওয়ামীলীগ ১৯৪৯ থেকে রক্ত দিচ্ছে। আজাইরা বাকওয়াজ করে লাভ আছে। ১ বছর আগেও আমি ভাবছিলাম এই বুঝি আওয়ামীলীগ দাড়াতে পারবে না। কিন্তু আজকের দিনে আওয়ামীলীগ কতটা সুসংগঠিত। সময় আসলে টের পাবেন। শীগ্রই, এইবার রাজাকার শাবকদের রেহাই নাই

১২ ই অক্টোবর, ২০২৫ দুপুর ২:২৬

সৈয়দ কুতুব বলেছেন: জাশি-লিগ সবাই কে বাদ দিতে হবে । এরা দেশের এনিমি। আওয়ামি লিগ ৭১ সালের মতো নেই ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.