নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানুষ মরে গেলে পঁচে যায় আর বেঁচে থাকলে বদলায় ।

সৈয়দ কুতুব

নিজের অজ্ঞতা নিজের কাছে যতই ধরা পড়ছে প্রচলিত বিশ্বাসের প্রতি ততই অবিশ্বাস জন্মাছে!

সৈয়দ কুতুব › বিস্তারিত পোস্টঃ

ইন্টেরিম সরকারের শেষদিন : গঠিত হতে যাচ্ছে বিপ্লবী সরকার ?

২০ শে ডিসেম্বর, ২০২৫ রাত ১২:২২


ইরাক, লিবিয়া ও সিরিয়াকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার আন্তঃদেশীয় প্রকল্পটা সফল হতে অনেক দিন লেগে গিয়েছিল। বাংলাদেশে সে তুলনায় সংশ্লিষ্ট শক্তিসমূহের সফলতা স্বল্প সময়ে অনেক ভালো। এটা বিস্ময়কর ব্যাপার, ‘রাষ্ট্র’ রক্ষায় অভ্যন্তরীণ রাজনৈতিক শক্তিগুলো এবং সিভিল-মিলিটারি প্রশাসন বেশ দুর্বলতার পরিচয় দিচ্ছে। দ্রুত এখানে রাষ্ট্র দুর্বল হয়ে আন্তঃদেশীয় খেলার মাঠ হয়ে উঠছে।

ওসমান হাদির খুন এবং শেখ হাসিনার ভারতে অবস্থানজনিত ন্যায্য ক্ষোভকে পাটাতন হিসেবে ব্যবহার করে বিভিন্ন সুপ্রতিষ্ঠিত মিডিয়া, সাংস্কৃতিক কেন্দ্র ভাঙ্গচুরের মধ্যদিয়ে দক্ষিণপন্থীদের পরিকল্পনা এগিয়ে চললেও দ্রুত একে একটা বিকল্প রাজনৈতিক চেহারা দেয়ার চেষ্টা এগোচ্ছে। ভারতীয় কূটনীতিকদের কেন্দ্রগুলোতে হামলা মূলত সেই চেষ্টার পক্ষে জনমত ধরে রাখতে।

শিগগির ওসমান হাদির ইমেজ এবং তাঁর হত্যা জনিত ক্ষোভের উপর দাঁড়িয়ে একটা তথাকথিত বিপ্লবী সরকারের ধারণা উপস্থাপন করার তোড়জোড় চলছে একজন পত্রিকার সম্পাদকের নেতৃত্বে। তার নির্দেশে ছাত্রনেতাদের শহীদ মিনারে ঝাঁঝালো বক্তব্য দেয়া থেকে পরবর্তী প্রতিটি ঘটনা ছক মেনে এগোচ্ছে।

বাংলাদেশে এখন যে সরকার রয়েছে এটা ছাত্র-জনতার অভ্যুত্থান পরবর্তী একটি অন্তর্বতীকালীন সরকার, এবং জনগণ চাইছে দ্রুত নির্বাচনের মাধ্যমে শিগগির একটা নির্বাচিত সরকার আসুক। এর মাঝে বিকল্প বিপ্লবী সরকারের ধারণাটা বেশ দুরভিসন্ধিমূলক।

জানা যাচ্ছে আসন্ন বিপ্লবী ওই সরকার একটা বিকল্প ক্ষমতাকেন্দ্র হিসেবে নানান সামরিক-বেসামরিক নির্দেশাবলী দিতে শুরু করবে। ইতোমধ্যে বহুল আলোচিত সম্পাদক মহাশয় পাড়ায় পাড়ায় আইন-শৃংখলা বিষয়ক একটা কাঠামো গঠনের নির্দেশও দিয়েছেন। এটা অনেকটা নিরাপত্তা বাহিনীগুলোর কর্ম-পরিসরকে চ্যালেঞ্জ করছে। যদিও এরকম নির্দেশদাতাদের ব্যাপারে তারা বেশ নির্বিকার ভূমিকায় রয়েছে।

ভূ-রাজনীতির গত দুই দশকের অভিজ্ঞতা যাদের জানা তারা আইএস বা দায়েশের এরকম বিকল্প ক্ষমতাকেন্দ্রের কর্মকান্ড সম্পর্কে অবহিত আছেন। বাংলাদেশে আসন্ন ‘বিকল্প বিপ্লবী সরকার’ প্রকল্প এগিয়ে নিতে আলোচ্য সম্পাদকের সঙ্গে দায়েশ ও হিযবুত তাহরীরসহ অনেকগুলো গোষ্ঠীর কৌশলগত বোঝাপড়া রয়েছে। ইন্টেরিম প্রশাসনের বিভিন্ন পদে গত ষোল মাসে তারা বেশ গোছানো অবস্থায়ও রয়েছে।

এরকম ঘোষণা এবং গত কয়েক দিনের ভাঙ্গচুরের সমাবেশ শক্তি থেকে ভূমিকম্পের অজুহাতে ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধ করে রাখার আসল কারণটাও বোঝা যাচ্ছে। অবাক হওয়ার বিষয় হলো, ঢাবির শিক্ষার্থীরা কেউ প্রশ্ন তুলছে না সামান্য নির্মাণ সংক্রান্ত কাজের কথা বলে তাদের বিশ্ববিদ্যালয়টি কেন এভাবে বন্ধ। মূলত ডানপন্থীদের চলমান কর্মসূচিসমূহের জনবলের জন্যই সেখানে এরকম বন্ধদশা চলছে।

তবে বিশেষ একটি রাজনৈতিক দল ও তাঁদের ছাত্র সংগঠন শুরুতে এই খেলায় চালকের আসনে থাকলেও শিগগির তারা দেখবে দায়েশের আঞ্চলিক বিভিন্ন উপদল ও হিযবুতের প্রকল্পে তারা কীভাবে কেবল খোরাক হয়েছে। এর মাঝে দক্ষিনপন্থী তাত্ত্বিকদের কারো কারো হিসাব, তারেক রহমান দেশে এসে পরিস্থিতির উপর প্রভাব বিস্তারের আগেই এখানে সামাজিক মোজাইকটি লন্ডভন্ড করে দেয়া ছাড়া তাদের কাছে প্রভাব ধরে রাখার কোন বিকল্প আর অবশিষ্ট নেই।

সেজন্যই দ্রুত একের পর এক নানান কর্মসূচি দিয়ে চলেছে তারা। একই সময় গুম কমিশন ও বট বাহিনী দিয়ে সশস্ত্র বাহিনীকে প্রতিনিয়ত হীনমন্য ও মনোবলশূন্য করে রাখার কাজও এগিয়ে নেয়া হচ্ছে। এ বিষয়ে আগের পোস্টগুলোতে ইতোমধ্যে লিখেছি, এটাও স্পষ্ট করেছি বিগত সরকারের সময় সংঘটিত এসব জঘণ্য কার্যকলাপের যথাযথ বিচারের প্রয়োজনীয়তা।

সামারি অব দ্য স্টোরি বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্র করার সাঁড়াশি আক্রমণ শুরু হয়ে গেছে। বাংলাদেশ কী তার অস্তিত্বের সংকটের মুখে রুখে দাঁড়াতে সক্ষম?

বিঃদ্র: লেখাটি বাঙ্গু এনালিস্ট কাম আন্তর্জাতিক সাংবাদিক জুলকার নায়ের সায়েরের ফেইসবুক থেকে কপি করা । সব খবর যেহেতু সরকার আগেভাগে জানে তবে ব্যবস্থা নিতে দেরী করে কেন ?

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২০ শে ডিসেম্বর, ২০২৫ রাত ১২:৫০

কলিমুদ্দি দফাদার বলেছেন:

চলিতেছে সার্কাস.......

২| ২০ শে ডিসেম্বর, ২০২৫ রাত ১:২২

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: বাংলাদেশে আসন্ন ‘বিকল্প বিপ্লবী সরকার’ প্রকল্প
..................................................................................
এ ধরনের দিবা স্বপ্ন দেখা মানে
বেকুব এর চন্দ্র দর্শন ।

৩| ২০ শে ডিসেম্বর, ২০২৫ রাত ১:৩৭

শ্রাবণধারা বলেছেন: পত্রিকার সম্পাদক নিশ্চয়ই মাহমুদুর রহমান।

আমার ধারনা এখন রাজনীতির মাঠে বড় খেলোয়াড় মাহমুদুর আর গোআ পুত্র। সঠিক?

৪| ২০ শে ডিসেম্বর, ২০২৫ রাত ৩:২৯

অক্পটে বলেছেন: শেখ হাসিনাকে ডেকে এনে ক্ষমতা দিয়ে দিলে মনে হয় ভালো হয়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.