![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জীবন কে ভালবাসি
এক মনখারাপ করা সন্ধ্যাই, এই দূর প্রবাসে, এক নিবিড় একাকিত্ব এ বসে আছি শুধু তোমারি অপেক্ষাই । জানি তবুও তুমি আসবেনা । কখনও ভাবেনা আমারই কথা । নিজের চারপাশে তুমি রচনা করেছ এক সুখের ইন্দ্রজাল । সেই জাল ছিরে তুমি কখনও আসবেনা আমার হৃদয়ের সান্নিধে । তবুও আমি রইব বসে তোমার আরাধনাই । ঠিক ততদিন, যতদিন না মাউন্ত ফুজি আবার জেগে উঠে । যতদিন না সে আমাকে জ্বালিয়ে অঙ্গার করে দেয়, তার জলন্ত নিঃশ্বাসে ।
©somewhere in net ltd.