![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জীবন কে ভালবাসি
পৃথিবীর অন্যান্য দেশের মত বর্তমানে বাংলাদেশের সর্বাধিক অগ্রাধিরকার মুলক খাত বিদ্যুৎ বা শক্তি । কিন্তু সারা পৃথিবী যখন পরিবেশ বান্ধব ও ধ্বংসাত্মক নয়, এমন উৎসের সন্ধানে মত্ত । বিশেষ করে, জাপানের ফুকুশিমা দুর্ঘটনার পরে পৃথিবীর অনেক দেশ যখন তাদের ভবিষ্যৎ জ্বালানীর জন্য বিকল্প ও সময় উপযোগী উৎস নিয়ে কাজ করছে । সেই ক্ষেত্রে, নবায়নযোগ্য জ্বালানী যেমন, ফুয়েল সেল, সোলার সেল, বায়ফুয়েল ইত্যাদি অগ্রাধিরকার পাচ্ছে। ঠিক তখনই আমদের সরকার তার ত্বরিত উন্নয়নচিত্র দেখানোর জন্য, অথবা সমালোচকদের মতে দুর্নীতির বিস্তার ঘটাতে, পরিবেশ ও সভ্যতার জন্য ক্ষতিকর, ধ্বংসাত্মক এবং হুমকি সরূপ সব উৎস নিয়ে কাজ করতে ব্যস্ত । আর সহজ ভাবে বললে যেসব প্রযুক্তি অন্যান্য দেশে ভাগাড়ে স্থান করে নিয়েছে বা নিচ্ছে আর আমাদের সরকার সেই সব প্রযুক্তি তাদের বন্ধু প্রীতম দেশ থেকে আমদানিতে মহাউৎসাহী। সেই রকম ২ টি প্রকল্প “রামপাল কয়লা ভিত্তিক বিদ্যুৎ প্রকল্প ও রূপপুর পারমানবিক বিদ্যুৎ প্রকল্প”।
সুন্দরবন পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভে বন । আর আমারদের উন্নয়নের সরকার যেন আদা জল খেয়ে বিশ্ব ঐতিহ্যর এই বনকে ধ্বংস করতে চাচ্ছে । একটা সাধারন জ্ঞান সম্পন্ন মানুষও বলেতে পারবে সুন্দরবনের পাশে কয়লা ভিত্তিক বিদ্যুৎ প্রকল্প হলে তা সুন্দরবনের জীব বৈচিত্র্যকে ধ্বংস করবে । কিন্তু আমাদের সরকার বাহাদুর তা মানতে নারাজ । হইত বন্ধু প্রীতম কোন রাষ্ট্রর স্বার্থে ?
পারমানবিক শক্তি সম্পরকে যাদের অল্প কিছু জ্ঞান আচ্ছে, তারা খুব ভাল ভাবে জানে এর ধ্বংসাত্মক ক্ষমতা কতখানি । রূপপুর, পদ্মা নদীর তীরে পলি মাটি দিয়ে গড়া একটি জনপথ। প্রতি বর্গ কিলোমিটারে যার জনসংখ্যার ঘনত্ব প্রায় ৯০০ জন । এইরকম একটি জন বহুল এলাকাই পারমানবিক বিদ্যুৎ প্রকল্প স্থাপন পৃথিবীর ইতিহাসে প্রথম এবং একটি আত্মঘাতী সিদ্ধান্ত ছাড়া কিছুই না । আর বাংলাদেশের মত ঘনবসতি পূর্ণ একটি দেশে পারমানবিক বিদ্যুৎ চুল্লি, জেনে শুনে বিষ পান ছাড়া আর কিছুই না ।
©somewhere in net ltd.