নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নতুন দিনের স্বপন

আমি এই মুহুতে জাপানে ধাতব বিজ্ঞানের উপর পি এইচ ডি করছি । ভাল লাগে বই পরতে । অবসরে ফেসবুক বা ব্লগ এ লিখি । স্বপ্ন দেখি ভাল মানুষ হওয়ার ।

কুয়াসা

জীবন কে ভালবাসি

কুয়াসা › বিস্তারিত পোস্টঃ

ভবিষ্যৎ ফুটবল হিরো অর্থাৎ আমাদের নবম বীরশ্রেষ্ঠ কে?

০৪ ঠা জুলাই, ২০১৫ দুপুর ১:৩৫

কিছু দিন আগে সামুতে এক ভদ্রলোকের এক আবেগঘন লেখা পরলাম । উনি ভবিষ্যৎ প্রজন্মকে আট জন বীরশ্রেষ্ঠর গল্প শুনাতে চান । ৭ জনের বিষয়ে আমরা সবাই কম বেশি জানি । অষ্টম জন বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক মাসরাফি বিন মুর্তজা । যাইহোক, মাসরাফির ব্যাপারে আমারও একই অভিমত ।

ক্রিকেট নামক সোনার হরিনের চাইতে আমরা দিনেদিনে ভিক্ষকের কাতারে নেমে আসা অসহায় ফুটবলের কথা শুনি । মনে পরে এক সময় আবাহনী- মোহামেডান বা মুক্তিযোদ্ধা – মোহামেডান খেলা হলে জনজীবন স্থবির হয়ে যেত । একই ঘটনা ঘটত জেলা লিগ গুলোতে এমনকি পাড়ার লিগ গুলোতে । আর আজ ১৬ কোটি মানুষের দেশে ফুটবল খেলার জন্য ২২ জন খেলোয়াড় পাওয়া যাই না । ঝাঁকে ঝাঁকে আফ্রিকানদের নাগরিকত্ব দিয়ে, দেশের জনসংখ্যা বাড়িয়ে, জাতীয় ফুটবল দল তৈরি করতে হয় ।

যাইহোক, মনে করি আজ থেকে ১০ বছর পরে এই আফ্রিকানদের দৌলতে আমরা ফুটবলে এশিয়ার সেরা হয়ে গেলাম । তখন যদি কেউ তার পরের প্রজন্মকে নয়জন বীরশ্রেষ্ঠর গল্প শুনাতে চাই, এই নয় নম্বর মানুষটা কে হবে? নবম বীরশ্রেষ্ঠ কাকে বলা হবে ইসমাইল বাঙ্গুরাকে না কিংসলে শিগোজিকে ?

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.