নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মাসিক মুকুল

সম্পাদনা করি আমিরাত-বাংলা মাসিক মুকুল। ভালবাসি মা, মাটি ও মানুষকে..

লুৎফুরমুকুল

আমি এক উদাসী পাখি নিঝুম রাতে নদীর তীরে করি ডাকাডাকি। আমি এক মুকুল সবুজ লালের বুকে আছি জুড়ে মায়ের দু'কূল। আমি এক স্বপ্নদেখা ছবি ভাল লাগে আকাশ বাতাস ভাল লাগে সবি।

লুৎফুরমুকুল › বিস্তারিত পোস্টঃ

সিলেট মায়ের ছেলে

১৯ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:১৫

সিলেট মায়ের ছেলে

লুৎফুর রহমান



(বিয়ানীবাজার সরকারি কলেজের সাবেক ভিপি সরওয়ার ভাইয়ের অনুরোধে সিলেট মায়ের মায়ের ছেলে সাবেক ডাকসুর ভিপি ও সাবেক সাংসদ সুলতান মো. মনসুর আহমদকে নিয়ে লিখা)



তাঁর বাড়ি ভাই নয়তো ইরান

নয়তো দূরের মুলতান

সিলেট মায়ের ছেলে তিনি

আমাদের ভাই সুলতান।



চেহারা তাঁর ঝলক দেখায়

দেশ-মাটির এক নেতারে

দেশজনতা সবজনা তাই

চেনে না কও কে তারে?



সিলেট থেকে সফলতা

কিংবা দেখো ডাকসুরে

ও বুবুজান কেমনে বলো

ওই নেতাটা থাক দূরে।



মানুষের ওই নেতা দেখো

মানুষ খুঁজে যায়রে

দেশের সেবা কইরা উনি

সুখটা অনেক পায়রে।



নেতা নেতা নেতা

আমরা জানি তোমার মনে

লুকানো কোন ব্যথা।



তুমি নেতা সৎ যে

অন্ধকারে দেখাও তুমি

দেশজাতিকে পথ যে।



নেই ভয়, নেই ভয়

সুলতান মনসুর যুগে-যুগে

হবে নাতো ক্ষয়।



এগিয়ে তুমি চলো

একাত্তরের মতো নেতা

বারুদ হয়ে জ্বলো।



আমরা আছি পাশে

দল বুঝেনা পাবলিকেরা

তোমায় ভালবাসে।



আরতো দূরে নয়

সবজনতা দেখিয়ে দেবে

নেতা তোমার জয়।

















মন্তব্য ১ টি রেটিং +১/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১৯ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:২৬

সাজিদ ইমরান বলেছেন: ভালো লাগলো ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.