![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি এক উদাসী পাখি নিঝুম রাতে নদীর তীরে করি ডাকাডাকি। আমি এক মুকুল সবুজ লালের বুকে আছি জুড়ে মায়ের দু'কূল। আমি এক স্বপ্নদেখা ছবি ভাল লাগে আকাশ বাতাস ভাল লাগে সবি।
হুজুর আমার ইচ্ছেমতো
ফতোয়া খুঁজেন ফতোয়া
দিনদুপুরে খুন করে যান
আবার তিনি মতোয়া।
সুযোগ বুজে হুজুর আমার
ফুল দিয়ে যান মিনারে
পাকির হাতে তুইল্যা দিলেন
কৃষকের মেয়ে দিনা রে।
ভাবেন হুজুর কেউ দেখেনি
আল্লাহ তো ঠিক দেখছেরে
পাপের খাতায় হুজুর তোমার
হিসেব নিকেষ লেখছেরে।
হুজুরের পাপ ঢাকতে সবাই
চাচ্ছে যেতে জান্নাতে
লাল বদনে বাংলা মায়ের
অশ্রু ঝরে কান্নাতে।
©somewhere in net ltd.