![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি এক উদাসী পাখি নিঝুম রাতে নদীর তীরে করি ডাকাডাকি। আমি এক মুকুল সবুজ লালের বুকে আছি জুড়ে মায়ের দু'কূল। আমি এক স্বপ্নদেখা ছবি ভাল লাগে আকাশ বাতাস ভাল লাগে সবি।
তোমার ভেতর তুমিটারে
বদলে ফেলো আগে
সামলে রেখো নিজকে তুমি
হিংসা-ক্রোধ-রাগে।
তুমি বলো বিষ ধরেছে
ওই যে ফুলের বাগে
চোখ থাকতেও অন্ধ তুমি
বদলো নিজে আগে।
ভালোর প্রতি হ্যা বল্লে
মনের পাখি জাগে
লুকিয়ে থাকা মনপশুটা
চুপটি করে ভাগে
তোমার ভেতর তুমিটারে
বদলে ফেলো আগে।
মনে রেখো শীত যায় না
একটি বছর মাঘে
বাঁচবে বন্ধু যদি তুমি
বদলে যাও আগে।
©somewhere in net ltd.