নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মাসিক মুকুল

সম্পাদনা করি আমিরাত-বাংলা মাসিক মুকুল। ভালবাসি মা, মাটি ও মানুষকে..

লুৎফুরমুকুল

আমি এক উদাসী পাখি নিঝুম রাতে নদীর তীরে করি ডাকাডাকি। আমি এক মুকুল সবুজ লালের বুকে আছি জুড়ে মায়ের দু'কূল। আমি এক স্বপ্নদেখা ছবি ভাল লাগে আকাশ বাতাস ভাল লাগে সবি।

লুৎফুরমুকুল › বিস্তারিত পোস্টঃ

বিয়ের ম্যাগাজিনের নাম চাই

২৪ শে মে, ২০১৩ রাত ৯:৫৩

বিয়ের ম্যাগাইজনের নাম চাই। ভালো নাম দাতার নামটি ম্যাগাজিনের প্রিন্টার্স লাইনে যাবে আর কৃতজ্ঞ থাকবো সারাজীবন।

মন্তব্য ৩৯ টি রেটিং +০/-০

মন্তব্য (৩৯) মন্তব্য লিখুন

১| ২৪ শে মে, ২০১৩ রাত ১০:০৫

স্বপ্নসমুদ্র বলেছেন: বন্ধন

২| ২৪ শে মে, ২০১৩ রাত ১০:০৮

লুৎফুরমুকুল বলেছেন: ধন্যবাদ, আরো নতুন আর সমৃদ্ধ নাম চাই

৩| ২৪ শে মে, ২০১৩ রাত ১০:০৮

খেয়া ঘাট বলেছেন: নাম রাখেন "ভাব"
ভালোবাসার বন্ধন।
আর খোঁজাখুঁজির দরকার নাই।

অনেক শুভকামনা রইলো। সারাজনম একসাথে হোক ভালোবাসার প্রেমময় পথচলা।

৪| ২৪ শে মে, ২০১৩ রাত ১০:১০

লুৎফুরমুকুল বলেছেন: শর্টকার্ট হয়ে গেহলো না : :-*

৫| ২৪ শে মে, ২০১৩ রাত ১০:১৭

বাকপটু বলেছেন: জীবনসাথী

সঙ্গী

সাথী

রাজযোটক

চলবে একটাও??????

৬| ২৪ শে মে, ২০১৩ রাত ১০:১৮

খেয়া ঘাট বলেছেন: "কথার মতো কথা হলে,
ছোট কথায় বুঝে,
কচুর মতো কচু হলে
অল্প ঝালেই সিজে।" :) :)

দুজনে ভাবে থাকবেন-আর "ভাব" এর মাঝখানে অন্য কাউকে ঢুকতে দিবেন না। "ভাব" এর মাঝখানে কিন্তু অন্য কেউ নেই।

৭| ২৪ শে মে, ২০১৩ রাত ১০:২০

লুৎফুরমুকুল বলেছেন: হেহহেহহেহেহহেে খেয় ঘাট ও নাম হতে পারে

৮| ২৪ শে মে, ২০১৩ রাত ১০:২২

বাকপটু বলেছেন: আচ্ছা পরিণয় দিলে কেমন হয়????

৯| ২৪ শে মে, ২০১৩ রাত ১০:২৮

লুৎফুরমুকুল বলেছেন: এটা দারুন তবে.....

১০| ২৪ শে মে, ২০১৩ রাত ১০:৩০

বোকামন বলেছেন:

অত:পর আমরা ...

১১| ২৪ শে মে, ২০১৩ রাত ১০:৩৫

লুৎফুরমুকুল বলেছেন: বোকামন, আনকমন নাম, ভাল লাগলো এমন আনকমন চাই

১২| ২৪ শে মে, ২০১৩ রাত ১০:৪০

আ্যাগোনেক্সট বলেছেন: নতুন দেখা

অতঃপর/তারপর চিরসুখে

সুখের বাধন

শাড়ী ও শেরওয়ানী

শাড়ীতে ও শেরওয়ানীতে

শুদ্ধ বন্ধন


এবং
জীবনের শেষ দিন ;)

১৩| ২৪ শে মে, ২০১৩ রাত ১০:৪১

হিমাংশু বলেছেন: দেব খোঁপায় তারার ফুল

১৪| ২৪ শে মে, ২০১৩ রাত ১০:৪৭

বাকপটু বলেছেন: সেকেন্ড ইনিংস

নবজীবন

দ্বিতীয় জীবন

তুমি ও আমি

খুনসুটি

আর মিস নাই !:#P !:#P

উফফফফ!!!!!!!!!!হাপায়া গেলাম |-) |-) |-) |-)

১৫| ২৪ শে মে, ২০১৩ রাত ১০:৪৮

লুৎফুরমুকুল বলেছেন: দেব খোঁপায় তারার ফুল , দারুন লেগেছে

১৬| ২৪ শে মে, ২০১৩ রাত ১০:৫৪

সুরমান আলী সুমন বলেছেন: সন্ধী

১৭| ২৪ শে মে, ২০১৩ রাত ১০:৫৭

বাংলার হাসান বলেছেন: মৃত এবং জীবিত।

১৮| ২৪ শে মে, ২০১৩ রাত ১০:৫৮

প্রোফেসর শঙ্কু বলেছেন: 'যুগল স্বপ্ন'
'সাঙ্গা-দূত'
'শাদি-নামা'
'শর-শয্যা'
'নতুন স্বপ্ন '
'নবযাত্রা'
'অলিন্দ-রথী'
'মিলন হবে কত দিনে'
'সৌভাগ্যের সন্ধানে'
'বন্ধন-প্রতিনিধি'
'অশনি সঙ্কেত'
'আর কতদিন'
'বসন্ত কানন'
'হৃদ-বারতা'
'মিলন সমীরণ'

একটু মজা করলাম। কিছু মনে করেননি তো?

১৯| ২৪ শে মে, ২০১৩ রাত ১১:০৬

২৪ বলেছেন: স্বর্গ দুয়ারে

২০| ২৪ শে মে, ২০১৩ রাত ১১:০৮

২৪ বলেছেন: এককালে একসাথে

২১| ২৪ শে মে, ২০১৩ রাত ১১:০৯

বোকামন বলেছেন:
স্বপ্নালু দ্যুতি

২২| ২৪ শে মে, ২০১৩ রাত ১১:১০

লুৎফুরমুকুল বলেছেন: বাহ দারুন নামগুলি আসতেছে

২৩| ২৪ শে মে, ২০১৩ রাত ১১:১১

লুৎফুরমুকুল বলেছেন: সবাইকে আন্তুরক প্রীতি। বোকামন দারুন বলছেন। ২৪ ও ভালই বলছেন আর জনাব শঙ্কু অনেক নাম তবে সব কয়টিই বাল লাগার মতো।

২৪| ২৪ শে মে, ২০১৩ রাত ১১:১৪

২৪ বলেছেন: বিবাহ সারথি


বিয়েঃ নতুন জীবন

২৫| ২৪ শে মে, ২০১৩ রাত ১১:৩২

মাসুম আহমদ ১৪ বলেছেন: দিল্লিকা লাড্ডু রাখতে পারেন :)

২৬| ২৪ শে মে, ২০১৩ রাত ১১:৩৭

ভারসাম্য বলেছেন: মাসুম আহমদ ১৪ বলেছেন: দিল্লিকা লাড্ডু রাখতে পারেন

২৭| ২৪ শে মে, ২০১৩ রাত ১১:৫৫

লুৎফুরমুকুল বলেছেন: এটাও চলে গতানুগতিক এর বাইরে কিছু চাই

২৮| ২৫ শে মে, ২০১৩ রাত ১২:০২

শিপু ভাই বলেছেন:
"বিবাহনামা"
"নিকাহ"
"জনমযুগল"
"পালকি"
"নবজীবন"


আমার স্পেশাল সাজেশন- "বিয়া"

২৯| ২৫ শে মে, ২০১৩ রাত ১২:০৮

লুৎফুরমুকুল বলেছেন: আপনার স্পেশালটা ভেবে নেবো।

৩০| ২৫ শে মে, ২০১৩ রাত ১২:৩৩

ইয়ার শরীফ বলেছেন: বিয়ের ম্যাগাজিন

৩১| ২৫ শে মে, ২০১৩ রাত ১২:৩৯

বিকারগ্রস্থ মস্তিস্ক বলেছেন:
যুগল-বন্ধি
বন্ধন

গায়ে হলুদ



--- এই যা আজ ভাবছিলাম গায়ে হলুদ ও বিয়ের ছবি নিয়ে কোন ম্যাগাজিন নাই এইটা শুরু করলে ভালো চলতোওওও - আপনি শুরু করে দিলেন এইডা হইলোওওওওওও

৩২| ২৫ শে মে, ২০১৩ রাত ১২:৪২

লুৎফুরমুকুল বলেছেন: হেহহেহহেহে আগেহও করেছি তা অন্যের এবার হবে নিজের

৩৩| ২৫ শে মে, ২০১৩ রাত ১২:৪৫

সপ্নাতুর আহসান বলেছেন:
১। ছোঁয়া ২। স্বপ্ন ৩।ব্লু-মুন / নীল চাঁদোয়া ৪। রিবন

৩৪| ২৫ শে মে, ২০১৩ রাত ১২:৪৬

লুৎফুরমুকুল বলেছেন: নীল চাঁদোয়া, নাইস

৩৫| ২৫ শে মে, ২০১৩ রাত ৩:৪২

বাংলাদেশী দালাল বলেছেন:
আপন আধার

৩৬| ২৫ শে মে, ২০১৩ সকাল ৮:০৩

হাসান ইকবাল বলেছেন: যদি বাংলা ভার্সনের ম্যাগাজিন হয় তাহলে নাম রাখা যেতে পারে-
০১। লীলাবতী
০২। সেঁজুতি
০৩। লগ্ন
০৪। বন্ধন
০৫। চপলা
০৬। অন্কুশী
০৭। অনুসূয়া
০৮। অনুজা
০৯। অবনী
১০। অমরাবতী
১১। কনিণীকা
১২। কনকানজলি
১৩। কপোতী
১৪। কিন্নরী
১৩। বৌ
১৪। ঘরন্তী
১৫। চারুশীলা
১৬। টায়রা
১৭। তনুজা
১৮। তপতী
১৯। পরিনীতা
২০। ফুলটুসি
২১। মন্হরা
২২। সীমন্তিনী

আপাতত এ কয়টা মনে করতে পারলাম। যদি আপনাদের কাজে লাগে তাহলে আমার প্রচেষ্টা সার্থক বলে মনে করব।

৩৭| ২৫ শে মে, ২০১৩ সকাল ৯:৪৩

বিডি আইডল বলেছেন: এই ম্যাগাজিনের জন্য সবচেয়ে কার্যকরী নাম হবে: ডিভোর্স অথবা তালাক

৩৮| ২৫ শে মে, ২০১৩ দুপুর ১২:৪৭

বাকপটু বলেছেন: বলবো কথা বাসর ঘরে :P :P :P

৩৯| ২৫ শে মে, ২০১৩ সন্ধ্যা ৬:১৯

লুৎফুরমুকুল বলেছেন: ফুলটুসী বা রীলাবতী দারুন বলছেন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.