![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি এক উদাসী পাখি নিঝুম রাতে নদীর তীরে করি ডাকাডাকি। আমি এক মুকুল সবুজ লালের বুকে আছি জুড়ে মায়ের দু'কূল। আমি এক স্বপ্নদেখা ছবি ভাল লাগে আকাশ বাতাস ভাল লাগে সবি।
আমার আর তাঁর নামে আছে শেষ মিল
মুজিবেরা মরে নারে যতো করো করো কিল
মুজিবেরা চেতনায় নক করে রোজ
বুঝতেই হলে তাই যাও করে খোঁজ।
দল করে ভালো তবে নেতা কেরে বুঝে নাও
কথা যার কবিতারে সেই নেতা খুঁজে নাও।
বাংলার মানুষের নেই কারো পর
সেই নেতা হলো জানো মেখ মুজিবর।
©somewhere in net ltd.