![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি এক উদাসী পাখি নিঝুম রাতে নদীর তীরে করি ডাকাডাকি। আমি এক মুকুল সবুজ লালের বুকে আছি জুড়ে মায়ের দু'কূল। আমি এক স্বপ্নদেখা ছবি ভাল লাগে আকাশ বাতাস ভাল লাগে সবি।
কসাই কাদের ফাইস্যা গেছে
লুৎফুর রহমান
নতুন সকাল নতুন ভোরে
দেশমাতা দেয় হাসি
কসাই কাদের ফাইস্যা গেছে
ঝুলবে গলায় ফাঁসি।
কই গেলো তোর 'ভি' দেখানো
কই গেলো তোর শান
জানিস কসাই এই ছেলেরা
দান করে যায় দান।
এইতো তোরে ঝুলাই দিলো
বুঝনা ঠেলা এবার
এই ছেলেদের বুকেই সাহস
দেশকে যে প্রাণ দেবার।
স্যালুট স্যালুট তরুণ ছেলে
জয় বাংলার জয়
বাঙালিরা মরতে বাঁচে
হয়না তাদের ক্ষয়।
©somewhere in net ltd.