![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি এক উদাসী পাখি নিঝুম রাতে নদীর তীরে করি ডাকাডাকি। আমি এক মুকুল সবুজ লালের বুকে আছি জুড়ে মায়ের দু'কূল। আমি এক স্বপ্নদেখা ছবি ভাল লাগে আকাশ বাতাস ভাল লাগে সবি।
বাংলা ভাষার অন্তরে
লুৎফুর রহমান
কেমনে বুঝাই ভালো থাকিস
কেমনে বুঝাই মন তোরে?
রফিকরাতো যায়না মরে
থাকে ভাষার অন্তরে।
দেশ ছাড়িয়ে বিদেশ মাঝে
কে উঠালো টপিক?
এক রফিকে জানটা দিলো
মান রাখলো এক রফিক।
রফিক শফিক জব্বারেরা
চেতনাতেই এসে
জান দিয়ে যায় শ্রম দিয়ে যায়
দারুণ হাসি হেসে।
আন্তর্জাতিক মাতৃভাষার
তু্মিই রূপকার
রফিক তুমি সফল ছেলে
আমার বাংলার।
©somewhere in net ltd.