![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি এক উদাসী পাখি নিঝুম রাতে নদীর তীরে করি ডাকাডাকি। আমি এক মুকুল সবুজ লালের বুকে আছি জুড়ে মায়ের দু'কূল। আমি এক স্বপ্নদেখা ছবি ভাল লাগে আকাশ বাতাস ভাল লাগে সবি।
আল্লা বাস্তে মানা
লুৎফুর রহমান
করিম ছাছার ছিন্তা কিতার
গুরিয়ানা ফুড়ি
গরমর দিনোও ঠাণ্ডা লাগে
হুতে রাজাই উড়ি।
টানি টুনি ফুড়ি এখন
উঠছে কেলাস নাইনো
রায়বার হখল বাড়ি ভরা
খইনা দেখাত্ লাইনো।
করিম মিয়ার ফুড়ি কিন্তু
আল্লা বাস্তে মানা
লন্ডন দিতা ফুড়ির বিয়া
অউক না জামাই খানা।
মিডিলিস্ট আর দেশী নশা
খানো জায়গা দেইন না
ইতার বাফে ছলাম দিলেও
আলেখ তাইন নেইননা।
হজাগ হুতিয়া দিনো ফরো
ফুড়িয়ে কুয়াফ দেখে
ছান্নির লাখান বাত্তি ঝলের
ছেচির খাছাত ফেখে।
আরি ফরি খইয়া গুরাইন
ফুড়ি এখটা লাখো
ভাবিয়ে খইন ওগো বুয়াই
আরো কিরিম মাখো।
রায়বার ধরইন করিম চাচা
টেখাও দিছইন বেশি
যেলাখান অউক লন্ডনী গর
খরতা খালি খেশি।।
অউকনা দামান্দ বিয়াতি
হুরুতা উ লগো
বুড়া অইলে আরো ভালা
'ঝলদি খরি ঠগো'।
করিম ছাছার ফুড়ি এবলা
হিন্দি ফিলিম দেখে
মায় খইছইন -'ভিখ মিলে মাই
নিজর আফন ভেখে'।
২| ০৯ ই মে, ২০১৪ সকাল ১১:৪৭
লুৎফুরমুকুল বলেছেন: বাস্তে-ওয়াস্তে। খাঁটি ছিলটী ভাষায় লিখা পুরোটা।
©somewhere in net ltd.
১|
০৯ ই মে, ২০১৪ সকাল ১১:৪১
একজন ঘূণপোকা বলেছেন: আল্লা বাস্তে মানা
বাস্তে মানে কি??
কিছুই বুঝি নাই গো মিয়া ভাই।
একটু বাংলায় ট্রান্সলেশন করা যাবে।