![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি এক উদাসী পাখি নিঝুম রাতে নদীর তীরে করি ডাকাডাকি। আমি এক মুকুল সবুজ লালের বুকে আছি জুড়ে মায়ের দু'কূল। আমি এক স্বপ্নদেখা ছবি ভাল লাগে আকাশ বাতাস ভাল লাগে সবি।
খলই
লুৎফুর রহমান
বারিষার দিন বন্দ যাইতা
মারতা চেংগ মাছ
ভুর বানাইতা আটু ফানিত
খাটিয়া খলা গাছ।
মাইঝি দিতা খলই বানাই
বাবায় দিতা ঝিমটি
ফিছলা জুকে মারি দিতো
আটুর মাঝে চিমটি।
খলই ভরি মাছ আনতা
ইতা দিন আর খানো
খলই ডরি ফাইনা এখন
ছিলটরই গানো।
উফইত অইয়া ফড়লে খলই
খইতা খারাফ ছিন
তারিফ খরের খেউ আফনার
খাইলে গুয়াত ভিন।
খলই এখন ছিনইননারে
কাইলকুর খচমা ফুয়ায়
হউল মাছোর বরি বায়
ফানি আইকর কুয়ায়।
২| ২৫ শে জুন, ২০১৪ রাত ১১:৪৮
লুৎফুরমুকুল বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
১৬ ই মে, ২০১৪ রাত ১২:৪৯
কালের সময় বলেছেন: অনেক অনেক অসাধারন সুন্দর একটি কবটা পড়লাম
ধন্যবাদ কবি আপনাকে ।