![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি এক উদাসী পাখি নিঝুম রাতে নদীর তীরে করি ডাকাডাকি। আমি এক মুকুল সবুজ লালের বুকে আছি জুড়ে মায়ের দু'কূল। আমি এক স্বপ্নদেখা ছবি ভাল লাগে আকাশ বাতাস ভাল লাগে সবি।
কামড়া
লুৎফুর রহমান
বল রেখে মুখ দিয়ে
গায়ে জুরে কামড়া
তুলে ফেল আটকাতে
প্লেয়ারের চামড়া।
আরে ভাই খেয়ে ফেল
ঠক ঠক আমড়া
রাতে ঘুম হয় নাকি
গুরু কয় কামড়া?
দর্শক হাসে সব
হাসে যায় ছেলেও
কামড়ের ভয়ে আছে
মেসি আর পেলেও।
©somewhere in net ltd.
১|
২৭ শে জুন, ২০১৪ রাত ১১:১৮
আরজু পনি বলেছেন:
হাহাহাহাহাহা
দারুন লিখেছেন।